Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

যুক্তরাষ্ট্র ৩১টি শক্তিশালী ট্যাংক পাঠাবে ইউক্রেনে

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৭২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: ইউক্রেনের জন্য ৩১টি শক্তিশালী এম১ আব্রামস ট্যাংক পাঠাবে যুক্তরাষ্ট্র। দেশটিতে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জার্মানি ইউক্রেনের সম্মুখসমরে ১৪টি লিওপার্ড-২এ৬ ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এ ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, এসব ট্যাংক যুদ্ধক্ষেত্রে রাশিয়ার কাছে হারানো এলাকা পুনরুদ্ধার করতে সহায়তা করবে। এই দুটি ঘোষণা ইউক্রেন যুদ্ধে একটি টার্নিং পয়েন্ট। ট্যাংকগুলো শীত শেষে সম্ভাব্য রাশিয়ান আক্রমণ প্রতিহত করতে সহায়তা করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিজয়ের পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ মুক্ত বিশ্ব ইউক্রেনের মুক্তির জন্য আগের মতো অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ।

ইউক্রেন কয়েক মাস ধরে সামরিক সরঞ্জাম পাঠানোর জন্য পশ্চিমা মিত্রদের কাছে তদবির করেছে। সম্প্রতি ইউক্রেনের মিত্র দেশগুলো সম্মুখ সমরে অস্ত্র সরঞ্জাম পাঠানোর কথা বলে আসছিল। বিশেষ করে পোল্যান্ড জার্মানিকে লিওপার্ড ট্যাংক পাঠানোর বিষয়ে চাপ দিয়ে আসছিল। এ ছাড়া নরওয়েও ইউক্রেনে লিওপার্ড-২ পাঠাতে চায় বলে আলোচনা শোনা গেছে।

জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবারস্ট্রেইট জানিয়েছেন, প্রথমে ইউক্রেনের সম্মুখসমরে ১৪টি লিওপার্ড-২এ৬ ট্যাংক পাঠানো হবে। ইউক্রেনে যাওয়ার জন্য অচিরেই দুটি ট্যাংক ব্যাটালিয়ন প্রস্তুত করা হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে ট্যাংক পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র ও জার্মানি এতদিন ধরে দেশের ভেতরে-বাইরে নানা চাপ উপেক্ষা করেছে। ওয়াশিংটন বলছে, অত্যাধুনিক প্রযুক্তির আব্রামস ট্যাংক পরিচালনার জন্য ব্যাপক প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুসারে, অন্তত ১৬টি ইউরোপীয় ও ন্যাটোভুক্ত দেশের কাছে লিওপার্ড-২ ট্যাংক রয়েছে।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




সাংবাদিক হত্যার বিচার দাবিতে উলিপুর প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত:সোমবার ৩০ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১৪৩জন দেখেছেন

Image
কুড়িগ্রাম ব্যুরো :ঢাকায় গত ২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচি চলাকালে সাংবাদিকদের উপর হামলা এবং জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য রফিক ভূঁইয়া হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামের উলিপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ৩০ অক্টোবর দুপুর ২টায় উলিপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মঞ্জুরুল হান্নান, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মোন্নাফ আলী, জিনিউজ বিডি'র কুড়িগ্রাম জেলা ব্যুরো চিফ মোঃ সহিদুল আলম বাবুল, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।বক্তারা যেকোন কর্মসূচিতে সাংবাদিকদের উপর হামলা এবং সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানান। রাজনৈতিক কর্মসূচি গুলোতে স্বাধীনভাবে, নিরাপত্তারসহ সাংবাদিকদের কর্তব্য পালনের জন্য উদাত্ত আহবান জানানো হয়। 

ফারুক ভূঁইয়াসহ সকল সাংবাদিক হত্যার তদন্ত করে অভিযুক্তদের কঠোর বিচার দাবি করেন উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।

আরও খবর



গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের কাব স্কাউট পোশাক,শিক্ষা উপকরণ ও টিফিন বক্স বিতরণ

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৬০জন দেখেছেন

Image

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে মাঝে কাব স্কাউট পোশাক,শিক্ষা উপকরণ ও টিফিন বক্স বিতরণ হয়েছে। রোববার দুপুর ২টার দিকে উপজেলার ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ইউনিট লিডার জয়দুল ইসলাম এর নিজস্ব অর্থায়নে স্কাউট সামগ্রীপ্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস,রাজশাহী অঞ্চলের লিডার ট্রেনার প্রতিনিধি সালেহ আহম্মদ (এলটি)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস গোদাগাড়ী উপজেলার স্কাউট সম্পাদক আনোয়ারুল ইসলাম (দুলাল)। উপকরণ বিতরণ শেষে ফলজ ও বনজ চারা গাছ লাগানো হয়। ওই বিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থীকে স্কাউট পোশাক,শিক্ষা উপকরণ ও টিফিন বক্স ও গাছের চারা দেয়া হয়। এ সময় বক্তারা বলেন,এভাবে সমাজের প্রতিটি মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসলে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।ঝরে পড়া রোধ এবং তাদের বিদ্যালয়মুখী করে প্রাথমিক শিক্ষার কাংখিত লক্ষ্য অর্জন ও কাবিং কার্যক্রমের মাধ্যমে তাদের মধ্যে পরোপকারী মনোভাব গড়ে উঠবে। তবে ই তারা সমাজের ও দেশের আলোকিত অংশ হয়ে উঠবে।


আরও খবর



নির্বাচন পর্যবেক্ষণে যে দেশগুলোকে আমন্ত্রণ জানাবে ইসি

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারিতে হওয়ার কথা রয়েছে। সে হিসাবে আর মাত্র দুই মাস থাকে নির্বাচনের। সব প্রস্তুতি শেষে চলতি সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারত ও পাকিস্তানসহ ৫০টির মতো দেশ পেতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণ।

ইসির আমন্ত্রণের তালিকায় ভারত-পাকিস্তান ছাড়াও থাকছে দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, রাশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তানের মতো দেশগুলো। রোববার (১২ নভেম্বর) ইসি সূত্রে এমন তথ্য জানা গেছে।

বিদেশি পর্যবেক্ষক আসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দূতাবাসগুলোতে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ২১ নভেম্বর আবেদনের শেষ সময়। এরই মধ্যে বিভিন্ন দেশ ও সংস্থা আবেদন জানিয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন নির্বাচন সংশ্লিষ্ট সংস্থা, যেগুলোতে বাংলাদেশ নির্বাচন কমিশন সদস্য, তাদেরও আমন্ত্রণ জানানো হবে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার (১৩ নভেম্বর) এ সংক্রান্ত বৈঠক হবে। সেখানেই চূড়ান্ত হবে কাদের আমন্ত্রণ জানানো হবে। আমাদের যারা আমন্ত্রণ জানিয়েছে এমন নির্বাচনী সংস্থা ও দেশগুলোকে আমরা আমন্ত্রণ জানাব।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, এরই মধ্যে বিভিন্ন দেশ ও সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে। ব্যক্তি পর্যায়েও কেউ কেউ ভোট পর্যবেক্ষণের জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও মার্কিন যুক্তরাষ্ট্রের এনডিআই, আফ্রিকান ইলেক্টোরাল এলায়েন্স থেকে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল ও অস্ট্রেলিয়ান একজন নাগরিক বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের আবেদন করেছে।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




১৭ নভেম্বরের আসছে ফুয়াদ চৌধুরীর নির্মিত সিনেমা ‘মেঘনা কন্যা’

প্রকাশিত:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৮৪জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:নারীপাচারকে কেন্দ্র করে গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে তৈরি করা হয়েছে ‘মেঘনা কন্যা’ সিনেমাটি । নির্মাতা ফুয়াদ চৌধুরীর মতে, নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্ন পূরণের গল্প। আনোয়ার আজাদ ফিল্ম‘স ও এস জে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটির সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাজ্জাদ হোসাইন, সেমন্তি সৌমি, কাজী নওশাবা আহমেদ. ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মোহাম্মদ বারী, জয়শ্রীকর জয়া, সাইকা আহমেদ, আমিরুল ইসলাম, শেখ স্বপ্না, সানজিদা মিলা, উপমা আরো অনেকে। সংগীতায়োজনে রয়েছেন চিরকুটখ্যাত সুমী। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক। কানাডার টরন্টোর এটি স্থানীয় মাল্টিপ্লেক্সে গত ১৫ অক্টোবর ‘মেঘনা কন্যা’ প্রদর্শনী হয়।


আরও খবর



যশোরে নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত:মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান শার্শা,যশোর প্রতিনিধি:যশোরের একটি আদালত নারী মাদক ব্যবসায়ী রিজিয়া খাতুনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন। তিনি শার্শার শীর্ষ মাদক ব্যবসায়িদের এক জন।শার্শা থানার মামলার অভিযোগে জানা গেছে, গত ২০১৬ সালের ২৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে শার্শা থানা পুলিশ মাদক ব্যবসায়ী রিজিয়া খাতুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় রিজিয়া খাতুন, একরামুল গাজী, আফিল উদ্দিন ও খাতুন'কে আটক করে। আসামিদের মধ্যে রিজিয়া খাতুনের কাছ থেকে ৪শ’গ্রাম হেরোইন, ২শ’পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির সাড়ে ১৪শ’ টাকা এবং ইকরামুল গাজীর কাছ থেকে ২শ’ পিছ ইয়াবা উদ্ধার করে।মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ২০ অক্টোবর ওই চার জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই বাবুল আক্তার।

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি রিজিয়া খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯ এর (১) টেবিলের ১ (খ) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড ও ৯ এর (খ) ধারায় ৫ বছর সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। রায়ে রিজিয়া খাতুনের সাজা একই সাথে চলার আদেশ দেয়া হয়েছে। অপরদুইজন আফিল ও খাতুনকে খালাস প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত দুইজনই কারাগারে আটক রয়েছেন।

এ রায়ের ফলে যশোর জেলায় হেরোইন ব্যবসায়ী নারীর যাবজ্জীবন কারাদন্ডের এটিই প্রথম ঘটনা।


আরও খবর