

বুধবার ২৯ নভেম্বর ২০২৩
বুধবার ২৯ নভেম্বর ২০২৩
খবর প্রতিদিন ২৪ডেস্ক :সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান।
মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান।
এরপর রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে তাদের নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের কর্মকান্ডের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে এনেছে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আশা করেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আগামীতেও দেশের উন্নয়নে আরও অবদান রাখতে সক্ষম হবে।
এসময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
বুধবার ২৯ নভেম্বর ২০২৩
বুধবার ২৯ নভেম্বর ২০২৩
খবর প্রতিদিন ২৪ডেস্ক :বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে জরুরি চিকিৎসার জন্য সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। গত বুধবার (১ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই আহ্বান জানান।
বুধবার (৮ নভেম্বর) ফরাসি বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ নভেম্বর প্রধানমন্ত্রীর কাছে এ চিঠি পাঠান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। চিঠিতে তিনি বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়ার বিষয়টি ‘রাজনৈতিক সংলাপ ও দ্বন্দ্ব নিরসনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হবে।’
এএফপি জানিয়েছে, প্রধানমন্ত্রীর কাছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের পাঠানো এ চিঠিটি দেখেছে তারা। এতে তিনি লিখেছেন, আমি তাকে (খালেদা জিয়া) মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য আপনার (শেখ হাসিনা) সরকারের প্রতি আহ্বান জানাই; যাতে তিনি দেশের বাইরে জরুরি ও বিশেষ চিকিৎসাসেবা নিতে পারেন।’
এএফপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশি চিকিৎসকরা আশঙ্কা করছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসা না পেলে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন।
এছাড়া ৭৮ বছর বয়সী বিএনপি নেত্রী খালেদা জিয়া ২০২০ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গৃহবন্দি অবস্থায় আছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এএফপি আরও বলেছে, খালেদা জিয়া বর্তমানে লিভার সিরোসিস, ডায়াবেটিস এবং হার্টের সমস্যায় ভুগছেন। গত মাসে যুক্তরাষ্ট্রের তিনজন চিকিৎসক বাংলাদেশে এসে তার একটি ছোটখাটো অস্ত্রোপচার করেন। তবে তার পরিবার চাইছে জার্মানিতে নিয়ে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করাতে। কিন্তু সরকার খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন প্রত্যাখ্যান করেছে।
বার্তাসংস্থাটি বলেছে, বাংলাদেশে আগামী জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে বিএনপি নিয়মিত আন্দোলন করছে। এই মুহূর্তে যদি খালেদা জিয়ার মৃত্যু হয় তাহলে দেশে বড় ধরনের আন্দোলন বা বিক্ষোভ দেখা যেতে পারে।
বুধবার ২৯ নভেম্বর ২০২৩
বুধবার ২৯ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:বিএনপি যদি নির্বাচনে আসতে চায়, তাহলে তাদের সুযোগ তৈরি করে দেবে কমিশন। এমনকি নির্বাচনের সময় বাড়ানোরও চিন্তা করবে ইসি।
সোমবার (২০ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
এ সময় ইসি রাশেদা বলেন, আচরণবিধি প্রতিপালনে নির্বাচন কমিশন কঠোর থাকবে। ইসির সর্বোচ্চ চেষ্টা থাকবে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত করা।
এর আগে ১৫ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নপত্র বাতিল হলে এর বিরুদ্ধে আপিল ও আপিল নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণার জন্য ২২ দিন সময় রয়েছে। ভোট হবে ৭ জানুয়ারি।
বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো এই তফসিল প্রত্যাখ্যান করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।
বুধবার ২৯ নভেম্বর ২০২৩
বুধবার ২৯ নভেম্বর ২০২৩
স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপ শেষ নয়, তবে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ আজ। ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার স্বপ্ন বাস্তবায়নে আজ জিততেই বাংলাদেশকে। যেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
ম্যাচটিতে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে আজ টাইগাররা মাঠে নেমেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সে হিসেবে আগে ব্যাট করবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বাংলাদেশের একাদশে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। স্পিন নির্ভর দল নিয়ে মাঠে নামছে টাইগাররা। তিন স্পিনারের সঙ্গে রয়েছেন দুই পেসার। সাকিবের জায়গায় ফিরেছেন শেখ মেহেদি। এছাড়া আগের ম্যাচ খেলা শরীফুল ইসলামের পরিবর্তে নাসুম আহমেদ এবং পেসার তানজিম হাসান সাকিবের পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছে।
একাদশে দুটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়াও। আগের ম্যাচের অতিমানবীয় ডাবল সেঞ্চুরি করা গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ককে বিশ্রামে রাখা হয়েছে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন স্টিভ স্মিথ ও সিন অ্যাবট।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ, মার্কাস স্টয়নিস, সিন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
সোমবার ২৭ নভেম্বর ২০২৩
রবিবার ২৬ নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক:ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ২২ জনে পৌঁছেছে। ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ২৫২ ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন।
এ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে ৪ হাজার ১০৪টি শিশু ও ২ হাজার ৬৪১ জন নারী রয়েছেন। আর উপত্যকাটিতে পাশবিক হামলায় আহত হয়েছেন ২৫ হাজার ৪০৮ জন ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।
গাজায় ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন ১৯২ জন চিকিৎসাকর্মী। এ সময় ১৬টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে ৩২টি অ্যাম্বুলেন্স। রোববার গাজার আল-রানতিসি হাসপাতালে দু’বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে হাসপাতালটির সোলার প্যানেল ও পানির ট্যাংকগুলো ধ্বংস হয়ে গেছে। এছাড়া একটি ক্যানসার চিকিৎসাকেন্দ্র ও বিশেষায়িত শিশুদের চিকিৎসাকেন্দ্রেও হামলা হয়েছে। এতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ জন।
সূত্র : পার্সটুডে।
মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
সোমবার ২৭ নভেম্বর ২০২৩