Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ধর্ষণের পর হত্যার যশোর রেললাইনে লাশ ফেলে যায় আঁখির সৎ বাবা

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান : যশোরের বারীনগরে আফিল ফিলিং স্টেশনের পেছনের রেললাইন থেকে উদ্ধার হওয়া যুবতীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে যায় তার সৎ বাবা। মেয়েটির নাম আঁখি। নিহত আখির বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার দড়িয়াপাড়া গ্রামে। ডিবি পুলিশের জালে তার সৎ পিতা মিন্টু আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে লাশ উদ্ধার হয়।

ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, এ ঘটনার সাথে জড়িত সৎ বাবাকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, সোমবার সকালে যশোর সদর উপজেলার বারীনগর বাজারের আফিল ফিলিং স্টেশনের পেছনের রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ শনাক্তের পর ঘাতক সৎ বাবা মিন্টুকে পুলিশ আটক করেছে।


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




আর্জেন্টাইন ফুটবল প্রেসিডেন্টের সঙ্গে জামাল ভূঁইয়া

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এখন আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োর খেলছেন। এবার সেই সূত্রেই আর্জেন্টিনা ফুটবলের প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়ার সঙ্গে দেখা হলো তার। তাপিয়ার সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে এসেছে।

ক্লাদিও তাপিয়া নিজেই বিষয়টি সামনে এনেছেন। ইনস্টাগ্রামে ভ্যারিফাইড আইডি থেকে জামালের সঙ্গে ছবি প্রকাশ করেন তিনি। জামালের জাতীয় দলের জার্সি হাতে দুজনের ছবিতে তিনি লিখেছেন, ‘দেখা করার জন্য ধন্যবাদ জামাল। বাংলাদেশ থেকে আর্জেন্টিনার ফুটবলে আপনাকে স্বাগত।

এরপর জামাল ভূঁইয়া নিজেও প্রকাশ করেছেন দুজনের ছবি। ফেসবুক পোস্টে নিজের কার্যালয়ে ডেকে নেবার জন্য আর্জেন্টাইন ফুটবল সভাপতিকে ধন্যবাদও জানান বাংলাদেশের অধিনায়ক।

এর আগে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে অভিষেক ম্যাচে গোল করে দলকে জিতিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার গোলে ভর করে জার্মিনালকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা।


আরও খবর

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ডোমারে কেতকীবাড়ী ইউনিয়নে একটি ব্রীজের জন্য হাজারো মানুষের দূর্ভোগ

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

ডোমার (নীলফামারী)প্রতিনিধি:নীলফামারীর ডোমারে কেতকীবাড়ী ইউনিয়নে একটি ব্রীজের জন্য তিনটি গ্রামের হাজারো মানুষের দূর্ভোগ চরমে। ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ী শান্তিপাড়া গ্রামে এমন দৃশ্যটি চোখে পড়ে। জানাযায়, ২০০৯ সালে ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রনালয়ের অধিনে ১৮ লক্ষ ৬৬হাজার টাকা ব্যায়ে সেতুটি নির্মান করা হয়। ৪ বছর যেতে না যেতে বন্যায় সেতুটির এক অংশ ভেঙেযায় এবং পাশে মাটি ধসে গিয়ে পথচারীদের চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে শান্তিনগরা, পাঠান পাড়া, ঠাটারী পাড়া, দালালগঞ্জসহ গ্রায় ৪ গ্রামের হাজারো মানুষ চরম দূর্ভেগের শিকার হতে হয়। বর্ষা শেষে এলাকাবাসী বাঁশ সংগ্রহ করে কোন রকম চলাচলের ব্যবস্থা করে। শান্তি পাড়া থেকে পূর্বে আমবাড়ী বালিকা বিদ্যালয়, পশ্চিমে দালালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় পাশে রয়েছে কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়। সেতুটির কারণে এলাকার শিক্ষার্থীরা ঠিক মতো স্কুলে যেতে না পারায় ব্যহত হচ্ছে শিক্ষার মান। এলাকাবাসী জানান, বাঁশের সাকোটি পারাপারের সময় অনেক পথচারী দূর্ঘটনার শিকার হয়ে গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে। কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয় নবম শ্রেনীর ছাত্র নুর আলম জানান, স্কুলে যেতে হলে আমবাড়ী শুকনাপুকুর বাজার অথবা দালালগঞ্জ বাজার দিয়ে কয়েক কিলোমিটার ঘুড়ে যেতে হয়। যার কারণে আমাদের পড়া লেখার চরম ক্ষতি সাধন হচ্ছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য গোলাম কিবরিয়া বলেন, গত ৪ বছর ধরে এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছে। আমরা সকলে মিলে প্রতিবারে বাঁশ সংগ্রহ করে সাকো তৈরী করি, কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিক ভাবে একাধীক বার অবগত করেও কোন কাজ হচ্ছে না। ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান বলেন, আমি চেয়ারম্যান হওয়ার পরথেকে ২বার বাঁশদিয়ে পথচারিদের চলাচলের ব্যবস্থা করেছি। এলাকাবাসীর দূর্ভোগের বিষয়টি এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান ও ইউএনওকে জানিয়েও কোন কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি দ্রুত সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




সিসিইউতে নেওয়া হলো খালেদা জিয়াকে

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। 

সোমবার (১৮ সেপ্টেম্বর ) দিবাগত রাত ২টার দিকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় বলে জানা গেছে।

এর আগে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনায় করতে রোববার রাত সাড়ে ১১টায় দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে। বৈঠকে তাকে সিসিইউতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

একটি সূত্রে জানা গেছে, চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থার দিকটি বিবেচনা করে মতামত দিয়েছেন তাকে আপাতত কেবিনে রাখা নিরাপদ হবে না। আর তাই সিসিইউতে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত আসে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলনে করে বলেছেন, অতি দ্রুত তার লিভার ট্রান্সপ্ল্যান্ট (প্রতিস্থাপন) করা দরকার। যেটা বাংলাদেশ সম্ভব নয়। এজন্য তাকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে একাধিকবার আবেদন করে তার পরিবার। এছাড়া বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসা জন্য যেতে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, দীর্ঘ ১ মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে তাকে। এরই মধ্যে তার হার্টে ৩ টি ব্লক ধরা পড়লে একটিতে রিং পরানো হয়।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




মাগুরায় হোটেল কক্ষ থেকে লাশ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরা শহরের ঢাকারোড এলাকার সৈকত হোটেলের কক্ষ থেকে   বেসরকারী কোম্পানির কর্মকর্তার লাশ উদ্ধার করেছে মাগুরা সদর থানা পুলিশ। মঙ্গলবার ১২ সেপ্টেম্বর সকালে হোটেল কক্ষে তাকে মৃত পাওয়া যায়।তারা বিস্কুট কোম্পানির এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইব্রাহিম উদ্দিন (৪৭) সোমবার রাত দশটায় হোটেলের ২৪ নম্বর রুমটি ভাড়া নেয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হয়ত স্টোক জনিত কারনে তার মৃত্যু হয়েছে। তার বাড়ী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামে।পিতার নাম আকবর আলী শেখ।
পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে।

আরও খবর



কেএমপি’র পুলিশের বিশেষ অভিযানে ১৪ টি মোটর সাইকেল উদ্ধারসহ চোরচক্র গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১৩৫জন দেখেছেন

Image
ব্যুরো প্রধান খুলনাঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ ২৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে খুলনা থানা প্রঙ্গণে মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক.বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় ১৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের ১০ জন চোর সদস্য কে গ্রেফতার সংক্রান্তে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন।
কেএমপি’র পুলিশ কমিশনার বলেন যে.খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বদা খুলনার গণমানুষের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। এই প্রতিজ্ঞা নিয়েই খুলনা মহানগর পুলিশ কাজ করে। এরই ধারাবাহিকতায় গত ১আগস্ট ২০২৩ তারিখ হতে খুলনা মহানগর পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে আপনারা জেনেছেন জঙ্গি, সন্ত্রাসী, নাশকতাকারী, অনলাইন জুয়াড়ি, ইভটিজার, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী-সহ নানান ধরণের ফৌজদারি অপরাধে অভিযুক্ত এবং জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করা অব্যাহত রেখেছে।
সে প্রেক্ষিতে এরই ধারাবাহিকতায় কেএমপি’র খুলনা থানার এসআই(নিঃ) সুজিত মিস্ত্রীর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৩/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ১৯.৪৫ ঘটিকার সময় সুমন মিস্ত্রী(৩৬), পিতা-কৃষ্ণ মিস্ত্রী, মাতা-কিরন মিস্ত্রী, সাং-গাউখালী, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর, এ/পি-সাং-আল ফারুকের মোড়, বাপ্পির বাড়ির ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা’কে সোনাডাঙ্গা থানাধীন আল ফারুক মোড় এলাকা হতে ধৃত করে। পরবর্তীতে গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে লিটন শেখ(৪০), পিতা-শামছু শেখ, মাতা-আলেয়া বেগম, সাং-খারদার, ৯নং ওয়ার্ড, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, এ/পি-সাং-মোকসেদপুর সদর হাসপাতালের পার্শ্বে, মিজান শেখ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা- মোকসেদপুর, জেলা-গোপালগঞ্জ’কে ধৃতপূর্বক তার হেফাজতে থাকা নিজ বাসা হতে খুলনা থানার মামলা নং-২৩, তাং-০৯/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড সংক্রান্তে চোরাই যাওয়া ১) ০১ টি Apache RTR 160 cc মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে সুমন মিস্ত্রী এবং লিটন শেখ দ্বয়ের স্বীকারোক্তি মতে লিটন শেখ এর হেফাজতে থাকা ভাড়াটিয়া বাসা হতে খুলনা মহানগরীর বিভিন্ন স্থান হতে বিভিন্ন সময়ে চুরি হওয়া আরও ০৫(পাঁচ) টি চোরাই মটর সাইকেল যথাক্রমে ২) ০১ টি লাল রংয়ের Pulsar 150 CC মটরসাইকেল; ৩) ০১ টি লাল ও কালো রংয়ের Pulsar 150 CC মটরসাইকেল; ৪) ০১ টি নীল রংয়ের Apache RTR 160 CC মটরসাইকেল; ৫) ০১ টি কালো রংয়ের Apache RTR 150 CC মটরসাইকেল এবং ৬) ০১ টি লাল কালো রংয়ের Discover 100 CC সহ সর্বমোট ০৬ (ছয়) টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত সুমন মিস্ত্রী এর বিরুদ্ধে ০১ টি মামলা এবং লিটন শেখ এর বিরুদ্ধে ০৭ টি মামলা রয়েছে।”
তিনি আরো বলেন যে, বিগত ০১ আগস্ট ২০২৩ তারিখ হতে ২৪ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত খুলনা মেট্রোপলিটন পুলিশের অভিযানে অবৈধ পিস্তল উদ্ধার-০৪ টি, পিস্তলের ম্যাগজিন উদ্ধার-০৪টি, পিস্তলের গুলি উদ্ধার-১৫ রাউন্ড, চাইনিজ কুড়াল উদ্ধার-০৩ টি, চাপাতি উদ্ধার-০৪ টি, মোটরসাইকেল উদ্ধার-১৪ টি, বৈদ্যুতিক আর্থিং কেবল উদ্ধার- ৩০ মিটার, জাল নোট উদ্ধার-০৫ টি, ইজিবাইক উদ্ধার-০৩ টি, ট্রাক উদ্ধার-০১ টি, মাদকদ্রব্য গাঁজা-২৫ কেজি ১১০ গ্রাম, দেশী ও বিদেশী মদ-১৭৮ লিটার এবং ইয়াবা ট্যাবলেট-৩৫৭২ পিস উদ্ধার করা হয়েছে।
এ-সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ সাজিদ হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) জনাব এস.এম বায়জীদ ইবনে আকবর; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) জনাব ইমদাদুল হক এবং খুলনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান আল-মামুন-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পুলিশ অফিসারবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন।

আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩