Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

যমুনা নদীতে নিখোঁজের ৩দিন পর বাঁধ নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীর তীর রক্ষার বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ করতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজের ৩ দিন পর শ্রমিক আকোব্বর আলী (৬০) লাশ উদ্ধার করেছে চৌহালী নৌ পুলিশ।

রবিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন যমুনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্বজন ও নৌ পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে। 

শ্রমিক আকোব্বর আলী কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার কোমরভোগ গ্রামের মৃত কাছেদ আলীর ছেলে।

গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) উপজেলার জোতপাড়া এলাকায় বিকেলে যমুনায় নৌকা ঘোরানোর সময় হালের বাড়ি লেগে নদীতে পড়ে নিখোঁজ হয় তিনি। নিখোঁজের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। দুইদিনেও খুঁজে না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত করেন। 

এ বিষয়ে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামছুল হক বলেন, জোতপাড়া এলাকায় বাঁধের কাজ করতে আসা এক শ্রমিক নৌকা থেকে পড়ে গত তিন দিন আগে নিখোঁজ হয়। আজ বিকেলে জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন যমুনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে আমাদের খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করি।

আরও খবর



নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)সংবাদদাতা:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে গতকাল ৩০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত আট জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।তারা হলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার‌।

জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির আফাজউদ্দিন, জাকের পার্টির যুবায়ের আলম, এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম মর্তুজা  পাপ্পা, কার্যকরী সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



হিলিতে লালনের গানে মুগ্ধ দশনার্থীরা

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

মাসুদুল হক রুবেল হিলি (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের হিলিতে বাউল ফকির লালন শাহের ১০ তম ¯œরণোৎসব উপলক্ষে লালন সঙ্গীত অনুষ্ঠানে লালনের গানে মুগ্ধ দশনার্থীরা। সোমবার রাতে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকায় হিলি লালন চর্চা একাডেমীর আয়োজনে বাউল ফকির লালন শাহের ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালন চর্চা একাডেমীর সভাপতি ফকির আনোয়ার বাউলের সঙ্গীতের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্থানীয় ও কুষ্টিয়ার লালন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।সঙ্গীত অনুষ্ঠান দেখতে ভক্তরা ভিড় জমান। দুর দুরান্ত থেকে ছুটে আসেন লালন সঙ্গীত অনুষ্ঠান দেখতে। বাউল সম্ম্রাট ফকির লালন শাহের সরনে লালনের গান,গ্রামের সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই প্রতি বছরের নেয় এই বছরে লালন উৎসব আয়োজন করা হয়েছে। আমাদের এই প্রয়াস বলে জানান বাংলাহিলি লালন চর্চা একাডেমীর প্রতিষ্ঠাতা ফকির আনোয়ার। এইবার লালন সঙ্গীত গান গাইতে দেশের বিভিন্ন এলাকা থেকে লালন অনুসারী আসেন এই অনুষ্ঠানে।

লালনের মর্মবানী গান শুনতে হালকা শীত উপেক্ষা করে নারী-পুরুষসহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিত ঘটে। লোকজনের বিপুল উপস্থিতিতে ঘটনাস্থল মেলায় পরিনত হয়। বাংলাহিলি লালন চর্চা একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি বাউল ফকির আনোয়ার হোসেন জানান, গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে লালন সঙ্গীত হারিয়ে যাওয়ার অবস্থা,সেই বাউল সম্মাট লালনের গান ফিরে আনতে সাধারন মানুষের মাঝে তুলে ধরতে প্রতিবছর এই আয়োজন করা হয়।


আরও খবর



স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন মনিরুজ্জামান সরকার

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

আব্দুল হান্নান নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসন থেকে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের সিদ্ধান্ত নিয়েছেন নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক  সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান  এ টি এম মনিরুজ্জামান সরকার।তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি  রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্রও  সংগ্রহ করেন।

২৯ নভেম্বর ২০২৩ রোজ বুধবার দুপুরে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার  মো.ফখরুল  ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার পক্ষে মোঃ শফিকুল ইসলাম।জানা গেছে এর আগে ২০০৪  সাল থেকে টানা দুই মেয়াদ নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এটি এম মনিরুজ্জামান সরকার।এরপর ২০১১ সালে তৎকালীন উপজেলা বিএনপির সভাপতি ইকবাল চৌধুরীকে পরাজিত করে বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এরপর  ২০১৪ সালে উপজেলা নির্বাচনে অংশ গ্রহন করে তার প্রতিদ্বন্দ্বী তৎকালীন উপজেলা বিএনপির সা.সম্পাদক ও বর্তমান সভাপতি এম এ হান্নান কে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।জাতীয় দ্বাদশ সংসদ  নির্বাচন ঘনিয়ে এলে ব্রাহ্মণবাড়িয়া-১,নাসিরনগর  আসনে নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এটিএম মনিরুজ্জামান সরকার । তবে নৌকার মনোনয়ন পাননি তিনি।তাই এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্বান্ত নেন মনিরুজ্জামান।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



বাগেরহাটে মোটরসাইকেল থেকে পড়ে নারী ইউপি সদস্যের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮০জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য লিপিকা বিশ্বাস (৪৫) চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন। বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ি থেকে বাগেরহাট যাওয়ার পথে চিতলমারী-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের দেপাড়া আড়ারখাল নামক স্থানে সে এ দূর্ঘটনার শিকার হন। পরে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত লিপিকা বিশ্বাস চরবানীয়ারী উত্তরপাড়া গ্রামের মৃত সুবোধ বিশ্বাসের স্ত্রী। লিপি বিশ্বাসের অসিত বিশ্বাস (২৪) নামে একটি ছেলে ও অর্পণা বিশ্বাস (২৭) নামে একটি মেয়ে রয়েছে।

লিপি বিশ্বাসকে বহনকারী মোটরসাইকেলের চালক রনজিৎ বিশ্বাস বলেন, গণ মিলন ফাউন্ডেশন নামের একটি এনজিও‘র চেক মামলায় হাজিরা দিতে লিপিকে নিয়ে বাগেরহাট যাচ্ছিলাম। যাওয়ার পথে দেপাড়া আড়ারখাল নামক স্থানে পৌঁছালে লিপিকা মোটরসাইকেলের পিছন থেকে পড়ে আহত হয়। পরে তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল বলেন, বাগেরহাট যাওয়ার পথে মোটরসাইকেল থেখকে পরে লিপির মৃত্যু হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। সে নিজেই মোটরসাইকেল থেকে পরে গেছেন। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আরও খবর



বেনাপোল জাল ভ্রমন করের অভিযোগে ১০ টি ভূয়া প্রতিষ্ঠিানে তালা ঝুলিয়েছে পুলিশ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০২জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান:বেনাপোল আন্তর্জার্তিক চেকপোষ্টে দেশী, বিদেশি পাসপোর্টযাত্রীদের সাথে প্রতারনা, ছিনতাই ও ভ্রমনকর জালিয়াতির অভিযোগে ১০টি ভূয়া প্রতিষ্ঠিানে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়ার নেতৃত্বে বুধবার সকালে ওই ১০টি ঘরে তালা ঝুলিয়ে সিলগালা করে দেয়া হয়। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় প্রতারকরা। এর আগেও একাধিকবার এসব দোকানে তালা ঝুলিয়ে প্রতারকদের আটক করা হয়। তবে প্রভাবশালীদের ছত্রছায়ায় এরা লালিত পালিত হওয়ায় বার বার ছাড়া পেয়ে আবারও প্রতারনায় যুক্ত হয়েছে তারা।

প্রতারনার অভিযোগে তালা ঝুলিয়ে দেয়া ভূয়া প্রতিষ্ঠানগুলো হলো, চৌধুরী মার্কেটের রবিউল ইসলামের মধুমতি ষ্টোর, ইবাদত হোসেন, মফিজুর রহমান, আমিন উদ্দিন এর দোকান, মসজিদ মার্কেটের ইয়ামিন, ঢাকা হোটেলের পিছনে টিংকু মিয়া, রাজলক্ষী ষ্টোরের মুসা, রেজাউল মার্কেটে মিলন, হোটেল ফ্রেসের এর পাশে শহিদুল ও বাবু কমিশনারের ছেলে সাকিবের দোকান। এরা কেউ প্রতিষ্ঠানের নাম ঝুলিয়ে আবার কেউ কেউ নামবিহীন প্রতিষ্ঠান ঘরে এসব প্রতারনার কার্যক্রম চালাতো।

বুধবার (২২ নভেম্বর) সকালে ময়মনসিংহ ও ঢাকা থেকে আসা পাসপোর্টযাত্রী শারমিন আক্তার (পাসপোর্ট নং এ-০৬০৫৮০৫১) ও জাকির খান (এ-০৫৫৮৮৪) বলেন, আমরা খুব সকালে বেনাপোল এসে গাড়ি থেকে নামি। এরপর বাবু ও রবি নামে দুই জন লোক আমাদের মধুমতি ষ্টোরে নিয়ে ভারত যেতে গেলে ফরমে টাকার নম্বর এবং কত টাকা নিয়ে যাচ্ছি তা লিখতে হবে বলে টাকা গণনা করে। টাকা গুনে আমাদের কাছে আবার টাকা ফেরত দেওয়ার সময় আমাদের সন্দেহ হয়। এরপর টাকা গুনে দেখি ১০ হাজার টাকা কম। বিষয়টি বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে টাকা উদ্ধার করে দেয়। এসময় পুলিশের অভিযানের সাথে জাতীয় গোয়েন্দা সংস্থার লোক ও উপস্থিত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেনাপোলের এক শ্রেণীর মাদকসেবী ও প্রতারকরা প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাসষ্ট্যান্ড, রেল ষ্টেশন ও বন্দর প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে দ্রুত পাসপোর্টে কাজ করিয়ে দেওয়ার নাম করে এসব দোকানে এনে বসাতো যাত্রীদের। পরে তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারনার মাধ্যমে জাল ভ্রমন কর রশিদ তৈরী করে, কখনও সাথে থাকা টাকার নাম্বার লেখার কথা বলে কৌশলে টাকা হাতিয়ে নিত। এদের কেউ দোকানের নাম আবার কেউ নাম বিহীন প্রতিষ্ঠান বা দোকান খুলে এসব প্রতারণার চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে।

গত তিন মাসে বেনাপোল চেকপোষ্টে করোনা ভ্যাকসিন সনদ জালিয়াতি, যাত্রী হয়রানি ও নানান ধরনের প্রতারনার সাথে জড়িত থাকার অভিযোগে শাওন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে চার বার তালা ঝুলিয়েছিল পুলিশ এছাড়া বেনাপোলের সাদিপুর গ্রামের চৌধুরী মার্কেটের মালিক মমিনের ছেলে শামিম বিদেশ ভ্রমন কর জাল করে বেনাপোল চেকপোস্ট দিয়ে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। গত ১৬ নভেম্বের দুপুরে চেকপোস্ট এলাকা থেকে ট্যাক্স জালিয়াতির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, জাল ভ্রমনকর রশিদ ও সোনালী ব্যাংকের সীলসহ তাকে আটক করে পুলিশ। এ সময় ভারতগামী ৮জন পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৮টি জাল ভ্রমন কর রশিদ জব্দও করা হয়। গত এক মাসের মধ্যে দুইবার জাল ট্যাক্সসহ পুলিশের হাতে গ্রেফতার হয় শামিম। জামিনে বের হয়ে আবারও একই কাজে নেমে পড়ে সে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, যাত্রীদের সাথে প্রতারনার অভিযোগে আন্তর্জাতিক চেকপোষ্ট এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ১০টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর আগেও এমন অভিযোগে কয়েকটি দোকানে তালা ঝুলিয়ে দেয় হয়। প্রতারনার স্বীকার যাত্রীর টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে। যাত্রী নিরাপত্তায় তাদের এ অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি।


আরও খবর