Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

যেকোনো সময় পাল্টা আক্রমণ রাশিয়ার বিরুদ্ধে

প্রকাশিত:শনিবার ২৭ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১৪৯জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত ইউক্রেন। দেশটির একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ কথা বলেছেন। তবে ঠিক কবে এ হামলা শুরু হবে- এ নিয়ে নির্দিষ্ট কোনো তারিখের কথা উল্লেখ করেনি অলেক্সি দানিলোভ।

তিনি বিবিসিকে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দখলদার বাহিনীর কাছ থেকে ভূখণ্ড উদ্ধারে পাল্টা আক্রামণ আগামীকাল, পরশু অথবা এক সপ্তাহের মধ্যে শুরু হবে।

অলেক্সি দানিলোভ সতর্ক করে বলেছেন, ‘ইউক্রেন সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ভুল করার কোনো অধিকার নেই। কারণ, এটি ঐতিহাসিক সুযোগ যা আমরা হারাতে চাই না।

রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের শহর 

সাক্ষাৎকারের সময় অলেক্সি নিশ্চিত করেছেন যে বাখমুত শহর থেকে কিছু ওয়াগনার বাহিনীর সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বাখমুতের যুদ্ধকে সবচেয়ে রক্তক্ষয়ী হিসেবে উল্লেখ করেছেন।

এসময় ইউক্রেনের এ শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘তারা অঞ্চলটির তিনটি স্থান পুনরায় জড়ো হচ্ছে এবং এর মানে এই নয় যে তারা আমাদের বিরুদ্ধে আর লড়বে না।

ইউক্রেন যখন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তখন ইউক্রেনের বিরুদ্ধে একের পর এক সিরিজ হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। গতকালও ইউক্রেনের দিনিপ্রোতে এক হাসপাতালে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত দুজন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনের বেশি।

আরও পড়ুন: ইউক্রেনে পারমানবিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ আরও অনেকে বেড়েছে।


আরও খবর



আদর্শবাগে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন গ্যারেজ উদ্বোধন

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৮০জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃরাজধানীর যাত্রাবাড়ী এলাকার আলী মোহাম্মদ খান রোড আদর্শবাগে একটি সুবিশাল গ্যারেজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় গ্যারেজের শুভ উদ্বোধন করা হয়।

গ্যারেজটিতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা এবং  আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

আদর্শ বাগ এলাকার কৃতিসন্তান শাখাওয়াত হোসাইন সাকুর  মালিকানায় গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি। গ্যারেজটির শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

উক্ত দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউনেশন পত্রিকার সাংবাদিক নাজমুল হাসান, পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী, সহ-সভাপতি এ.আর হানিফ, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সাংবাদিক ওমর ফারুক, এম.জি কনষ্ট্রাকশনের ব্যাবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন,মনির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরও খবর



আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সাফল্য তুলে ধরে লিফলেট বিতরণ করেছেন কামরুল হাসান রিপন

প্রকাশিত:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃঢাকা-৫ আসনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের উদ্যোগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়নচিত্র সম্বলিত লিফলেট বিতরন করা হয়েছে।

শনিবার বিকেল তিনটার দিকে রাজধানীর দোলাইপাড় থেকে শুরু করে ৬০ ও ৬১ নং ওয়ার্ডে কামরুল হাসান রিপন নেতাকর্মীদের নিয়ে এই লিফলেট বিতরন করেন।

এ সময় তিনি গত ১৫ বছরে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে সাধারণ মানুষের উদ্দেশ্যে  বলেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার  নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড হয়েছে। নিজস্ব অর্থায়নে দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু নির্মাণ, মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট স্থাপন, সমুদ্র সীমানা বিজয়, কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেল নির্মাণ, আইটি শিল্প ও আইটি সেক্টর আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণ, দেশের ১৪ কোটি মানুষকে করোনার টিকার আওতায় আনা, জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে অত্যন্ত সফলতার সহিত করনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ার প্রথম এশিয়ার পঞ্চম স্থান অবস্থান, করোনাকালীন সময়ে অসহায়দের খাদ্য ও বিভিন্ন প্রণোদনার মাধ্যমে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সহযোগিতা করা, বর্তমানে বাংলাদেশের ১ কোটি পরিবারকে টিসিবি এর মাধ্যমে ন্যায্য মূল্যে চালডাল তেল সহ প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, গ্রামীণ সড়ক ও কালভার্ট নির্মাণ,৩২০০টি মাদ্রাসা ভবন নির্মাণ, দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক সমূহ সহ যাত্রাবাড়ী-মাওয়া যাত্রাবাড়ী-ডেমরা ও স্টাফ কোয়াটার-রামপুরা সহ চার লেনে উন্নীতকরণ, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ মেট্রো রেল প্রকল্প, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ দেশের জনগণকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা, বিদ্যুৎ উৎপাদন ৩২৬৮ মেগাওয়াট থেকে ২০,০০০ মেগাওয়াটে উন্নীতকরণ, পায়রা সমুদ্র বন্দর নির্মাণ, অতি দারিদ্র্যের সীমা ১০% এ নামিয়ে আনা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান, নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করন, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, মেধাবী গরিব ও নারী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই বিতরণ, স্বাক্ষরতার হার ছিয ৭৬% এ উন্নীতকরণ, রপ্তানি আয় ও কর্মসংস্থান বৃদ্ধি ও মাথাপিছু আয় বৃদ্ধি যা প্রতিবেশী দেশ থেকে অনেক এগিয়ে, বিভিন্ন ইকোনমিক জোন নির্মাণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, কৃষিতে অভাবনীয় সাফল্য ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা।

তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকায়  ভোট দিয়ে জননেত্রী  শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহবান জানান।

এসময় স আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীসহ সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর



আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পাইপলাইন সংস্কার কাজের জন্য দেশের কিছু এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জের গোদনাইল, এনায়েতনগর, বৌ বাজার, লাকিবাজার, হাজীগঞ্জ, ওয়াবদাপুল, কাইয়ুমপুর, ফতুল্লা, সন্তাপুর, জেলখানার আশপাশের এলাকা, হাজীগঞ্জ মোড় থেকে শিবু মার্কেট হয়ে পোস্ট অফিস রোড পর্যন্ত এলাকা, পঞ্চবটি, মাইজদাইর, ইজদাইর, চাষাড়া, খানপুর, কিল্লারপুল, তল্লা, কুতুবাইল, ধর্মগঞ্জ, তক্কারমাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা ইদরাকপুর, ভুইগড়, কুতুবপুর ইউনিয়ন ও আশপাশের সংশ্লিষ্ট এলাকা, ঢাকা ম্যাচ, সেনপুর, মোক্তারপুর, নারায়ণগঞ্জ বিসিক এলাকা, কাশিপুর ইউনিয়ন থেকে পঞ্চবটি হয়ে মোক্তারপুর পর্যন্ত এলাকা, ধর্মগঞ্জ, শাসনগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, সাহেবপাড়া, মিজমিজি হতে চিটাগাং রোড পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার আওতাধীন সংশ্লিষ্ট এলাকা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরের আশপাশে গ্যাস সরবরাহ বিঘ্নিত, সাময়িক অসুবিধা বা স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।


আরও খবর



ফুলবাড়ীতে কিডনি রোগে আক্রান্ত আমিরুল ইসলাম বাঁচতে চায়

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১০৯জন দেখেছেন

Image

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত আতাউর রহমান এর পুত্র মোঃ আমিরুল ইলসাম বিপুল (৩৫) কিডনি রোগে আক্রান্ত হয়ে ধুকছে চিকিৎসার খরচ বহন করতে না পারায় বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তথ্য নিয়ে জানা যায়, মোঃ আমিরুল ইসলাম বিপুল ভাই বোনদের মধ্যে ৩য়। তার বাবা প্রায় ৭ বছর আগে মারা যায়। অনেক কষ্টে এই পরিবারটি জীবন যাপন করে আসছে। এরই মধ্যে গত ১ বছর আগে হঠাৎ করে তার পা ও মুখ চোঁখ ফুলে যায় এর পর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে তার সুস্থ্যতায় কোন লাভ না হওয়ায় পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতাল এর ডা: মোঃ রেজওয়ানুল হক এর কাছে দীর্ঘদিন চিকিৎসা করার পর চিকিৎসক তার পরিক্ষানিরীক্ষা করে দেখেন তার দুটি কিডনি কাজ করছে না। এতে তাকে ডায়ালাইসিস করার পরামর্শ দেন। সেই অনুপাতে বর্তমান এম আব্দুর রহিম হাসপাতালে কিডনি রোগ, ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্লান বিশেষজ্ঞদের কাছে চিকিৎসা করছেন। বর্তমান তার অবস্থা অত্যন্ত খারাপ ডায়ালাইসিস না করলে তার বাঁচার কোন পথ নাই। তবে উন্নত চিকিৎসা এবং তার কিডনি ট্রান্সপ্লান করতে পারলে হয়তো সে প্রাণে বাঁচতে পারবে। কিন্তু তার এই চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। দুটি কিডনি ট্রান্সপ্লান করতে প্রায় ২০ লক্ষ টাকা প্রয়োজন। এত টাকা তার পক্ষে সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। তাই তার পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার খরচ বহন করতে সাহায্যের আবেদন করেছে। সাহায্য পাঠানোর ঠিকানা: সোনালী ব্যাংক লিঃ ফুলবাড়ী শাখা হিসাব নম্বর-১৮২৩৪০১০২১৭৮০, বিকাশ নম্বর- ০১৩৩১৯১৯১৫৪।


আরও খবর



নবীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্  নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া  প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে আলোচিত ঘটনায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

প্রথমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ হোসেন খাঁনের পক্ষে আবুল ফায়েজ।সেসময় সেখানে নাছিমা কর্তৃক মামলার বিবাদী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্য পাঠ করে আবুল ফায়েজ বলেন,গত ৩১ আগষ্ট নাছিমা আক্তার দুবৃর্ত্ত দ্বারা আহত হন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সে বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর এজাহার নামনীয় ১৫ জন সহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে বাংলাদেশ প্যানেল কোড ১৪৩/৩৪১/৩২৫/৩০৭/৩৫৪ ও ৩৭৯ ধারায় নবীনগর থানায় ১১/১৯২-২৩ইং মামলা করে।

যাহা মিথ্যা,বানোয়াট,কাল্পনিক অসত্য। এই মামলায় আমরা হাইকোট থেকে বর্তমানে জামিনে আছি। আমাদের সাথে নাছিমার কোন বিরোধ ছিল না,তাকে মেরে ফেলার মত হীন মানসিকতাও আমাদের নেই। 

সে একজন মামলাবাজ মহিলা, ১৫ থেকে ২০ টি মামলার বাদী ও আসামি। এমনকি সে মাদক কারবারী ও ব্লাকমেইল করে জীবিকা নির্বাহ করে। সে একেক জায়গায় একেক জনকে স্বামী পরিচয় দেয়, তার বহু পুরুষের সাথে অনৈতিক সম্পর্ক রয়েছে। তার খপ্পর থেকে পুলিশ সদস্যও রেহাই পায়নি। এই পরিবারটিই একটি মামলাবাজ পরিবার। ওরা কখনো বাদী, কখনো মামলার সাক্ষী হয়ে মানুষকে নাজেহাল করে থাকে। বর্তমানে এই নাছিমা একটি কুচক্রী মহল দ্বারা প্রভাবিত হয়ে আমাদেরকে সমাজে ক্ষেয় প্রতিপন্ন করতে এই মামলা করেছেন। বহু মানুষের সাথে তার চরম বিরোধ রয়েছে, আমাদের ধারণা তার উপর হামলা সেসবক প্রতিহিংসার কারণে হতে পারে। অথচ তার উপর হামলার ঘটনায় সে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ভিডিও সাক্ষাৎকার নিয়েছেন তার সাথে এজাহারে কোন মিল নেই।

স্থানীয় রাজনীতিতে আমাদেরকে বেকায়দায় ফেলতে একটি কুচক্রী মহল ও সে মিলে আমাদেরকে এই মামলায় জড়িয়ে হয়রানি করছেন। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক,পুলিশ সুপার,নবীনগর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, মাননীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল সহ স্থানীয় জনপ্রতিনিধি নিকট আকুল আবেদন করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মামলা থেকে আমাদের অব্যাহতি দেয়ার জন্য।

পরে সংবাদ সম্মেলন শেষে শিবপুর উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী সহ মামলার বিবাদীগণ। এতে উপস্থিত মোঃ হোসেন খাঁন,হাজী মোছা মিয়া,,মোস্তাক আহমেদ বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া,মোহাম্মদ শহীদ মেম্বার, মোঃ ফরিদ মিয়া,আবুল ফয়েজ,অবসরপ্রাপ্ত বিডিআর মাহবুবুল আলম,আশরাফুল্লা সবুজ,মোহাম্মদ জাকির হোসেন,মোহাম্মদ শাহ আলম,মোহাম্মদ মমিন মিয়া,মোঃ আব্দুল হক,মোহাম্মদ বাসির মিয়া,মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ আরো অনেকেই।

উপস্থিত বক্তারা সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি এই মামলায় দায়েরকৃত আসামিদের নাম প্রত্যাহারের দাবি জানান।

তবে এই বিষয়ে জানতে নাসিমা আক্তারের পরিবারের মতামত জানতে কয়েকজন গণমাধ্যমকর্মী তাদের বাড়িতে গেলে নাছিমার বাড়িতে থাকা বোনেরা তাদেরকে ভর্ৎসনা করেন।

এবং বলেন,আপনারা এখানে কি চান ? আমার বোন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, অবস্থা অনেক খারাপ তিনি সুস্থ হয়ে এলে তখন এসে বক্তব্য নিয়েন,এখন বাড়ি থেকে যান।

উল্লেখ্য গত ৩১শে আগষ্ট সন্ধ্যায় শিবপুর বাজার সংলগ্ন রাস্তায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন স্থায়ী বাসিন্দা নাছিমা আক্তার,প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় রেফার করেন,বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সেসময় আহত নাছিমার মুমূর্ষু অবস্থায় নেয়া একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পরে এই ঘটনার কিছুটা ভিন্নতা এনে গত ৭ই সেপ্টেম্বর নবীনগর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন আহত নাছিমা। সেখানে ১৬জনকে সহ আরো অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামি করা হয়েছে।যার প্রেক্ষিতে এই মানবন্ধন ও সংবাদ সম্মেলন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর