
নাজমুল হাসান,যাত্রাবাড়ি,ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় বাস ও সিএনজির সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন আব্দুর রহমান (৬৫), তার মেয়ে শারমিন বেগম (৩৭) ও মেয়ের স্বামী মো. রিয়াজুল ইসলাম (৪৮)।
নিহতরা সবাই একই পরিবারের সদস্য নিহতদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে।এ ঘটনায় সিএনজিচালক আব্দুর রফিক (৫০) ও শারমিনের পাঁচ বছর বয়সী মেয়ে শাকিরা আহত হয়ে চিকিৎসাধীন আছে।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার আরো বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।জানা গেছে, আজ সকালে বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকায় আসেন তারা। এরপর সিএনজি নিয়ে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে যাচ্ছিলেন।
পথে একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পুলিশের ডেমরা ট্রাফিক জোনের সহকারী কমিশনার ইমরান হোসেন মোল্লা জানান," ঘাতক বাসটিকে ধরতে আমরা সর্বাত্বক চেষ্টা চালাচ্ছি"।
-খবর প্রতিদিন/ সি.বা