Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

"ভোটারপ্রতি ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থীরা"

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৭০জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা ভোটারপ্রতি সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবেন তা ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটারপ্রতি নির্বাচনি ব্যয় ১০ টাকা নির্ধারণ করা হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নির্বাচনি ব্যয় নির্ধারণ করে জারি করা প্রজ্ঞাপনে এই ব্যয়সীমা ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনয়ন দেওয়া রাজনৈতিক দল থেকে নেওয়া খরচসহ একজন প্রার্থীর নির্বাচনি খরচ ২৫ লাখ টাকার বেশি হবে না। যে দল থেকে সর্বোচ্চ ৫০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন, সে দল সর্বোচ্চ ৭৫ লাখ টাকা ব্যয় করতে পারবে। ১০০ প্রার্থীর জন্য সর্বোচ্চ দেড় কোটি টাকা ব্যয় করা যায়। ২০০ প্রার্থীর জন্য তিন কোটি টাকা এবং দুই শতাধিক প্রার্থী দিলে সংশ্লিষ্ট দল সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় করতে পারে।

দলগুলো চাঁদা ও অনুদান অন্যান্য থেকে আয় করতে পারে। তবে নির্বাচনে ব্যয় করতে হয় নির্ধারিত খাতে। এক্ষেত্রে পার্টি প্রধানের ভ্রমণ, পোস্টার, প্রচারকাজের জন্য ব্যয় করতে হয়।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোটারপ্রতি ব্যয় ১০ টাকা নির্ধারণ করেছিল ইসি।

নির্বাচন শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। ভোটের ফল গেজেট আকারে প্রকাশের পর ৯০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দিলে ১০ লাখ টাকা জরিমানা করতে পারে ইসি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।


আরও খবর



সীতাকুণ্ডে ব্যাংকে নেয়না ছোট টাকার নোট!

প্রকাশিত:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image
এমরানুল ইসলাম মুকুল, বিশেষ প্রতিনিধি :ছোট টাকার নোট গ্রহণে ব্যাংকের অনীহায় চরম বিড়ম্বনায় পড়েছেন সীতাকুণ্ডের ব্যবসায়ীরা। বেশ কিছুদিন ধরে প্রায় সকল ব্যাংক এই অনীহা দেখাচ্ছে বলে ব্যবসায়ীদের অভিযোগ।ব্যবসায়ীরা জানান, প্রতিদিন কোটি টাকার উপর লেনদেন হয় সীতাকুণ্ড বাজারে। আর নিরাপত্তা ও লেনদেনে সুবিধার জন্য এখানকার ব্যাংকগুলো ব্যবসায়ীদের ভরসা। পাইকারী, খুচরা ভোগ্যপণ্যের অসংখ্য প্রতিষ্ঠানসহ সকল ধরণের পণ্য কেনা-বেচা হয় এই বাজারে। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ছোট, বড় সব ধরণের টাকার নোট আসে। কিন্তু ব্যাংকে টাকা জমা দিতে গেলে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নোট নিতে অপারগতা প্রকাশ করছেন ব্যাংক কর্মকর্তারা। 

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড পৌর সদর বাজারটি ব্যবসা-বাণিজ্যের জন্য ব্যাপক পরিচিত। এছাড়া ওই অঞ্চলে পর্যটনের বিভিন্ন স্পট থাকায় দিনদিন কর্মব্যস্ততা বাড়ছে এখানে। কাঁচা বাজার, মাছ বাজার, পাইকারী ও খুচরা ভোগ্যপণ্যের জন্য প্রতিদিন এই বাজারে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়। বহুমুখি কারণে এই বাজারে নানান ধরণের টাকার নোট আসে ব্যবসায়ীদের কাছে। আর ব্যবসায়ীরা এখানকার বিভিন্ন ব্যাংকে এসকল টাকা জমা রাখেন।
কিন্তু বেশ কিছুদিন ধরে সীতাকুণ্ডের পূবালী, এবি, ব্র্যাক, ইউসিবি, উত্তরা, ইসলামী সহ প্রায় সকল ব্যাংকের শাখাতেই ছোট নোট নিতে অনীহা দেখাচ্ছে বলে অভিযোগ করেন সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন।

বিশিষ্ট এই ব্যবসায়ী এই প্রতিবেদককে বলেন, ক্রেতারা লেনদেনে নানান ধরণের টাকার নোট দেয়। তাদেরকে ছোট নোট দিতে নিষেধ করা যায়না। কিন্তু সেই টাকা জমা দিতে গেলে ছোট নোটগুলো নেয়না ব্যাংকগুলো। তিনি বলেন, গত কয়েক মাস ধরেই এই সমস্যা চলছে। ফলে চরম বিড়ম্বনায় পড়ছেন ব্যবসায়ীরা।

সমস্যার কথা স্বীকার করেন পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জামশেদ হোসেন। তবে এটি 'অবরোধকালীন সাময়িক অসুবিধা' দাবি করে তিনি বলেন, বিএনপির অবরোধে নিরাপত্তাজনিত কারণে টাকা নেয়ার জন্য গাড়ি আসেনা। আর ব্যাংকের ভল্টেও স্থান সঙ্কুলান না হওয়ায় ছোট নোট না দেয়ার জন্য ব্যবসায়ীদেরকে অনুরোধ করা হয়েছে।তবে দ্রুত এই সমস্যা সমাধান করে সকল ধরণের বৈধ টাকার নোট গ্রহণের জন্য ব্যাংকগুলোর প্রতি দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

আরও খবর



শিল্পকলায় ছুটির দিনে প্রাচ্যনাটের “আগুনযাত্রা”

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৪৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আগামী ১০ নভেম্বর ২০২৩, শুক্রবার, বিকাল ৫.৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭.৩০ মিনিটে, পরীক্ষণ থিয়েটার হল, শিল্পকলা একডেমি, ঢাকায় নাটক “আগুনযাত্রা“ মঞ্চায়ন হবে। ‘আগুনযাত্রা‘ প্রাচ্যনাটের ৪১তম প্রযোজনা। ভারতের নাট্যকার মহেশ দাত্তানির লেখা ‘সেভেন স্টেপ এরাউন্ড দ্য ফায়ার’ (Seven Steps Around the Fire) থেকে অনুবাদ করেছেন শহীদুল মামুন। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তর কামী মানুষ অথবা তৃতীয় লিঙ্গ। এই গবেষণার সূত্র ধরে সে কমলার হিজরার হত্যা কান্ডের সূত্র খুঁজে পায়। কমলাকে পুড়িয়ে মারা হয়েছে এবং এই হত্যাকান্ডের জন্য আনারকলি নামে আরেক হিজড়া হাজত বাস করছে। উমার স্বামী জেলপুলিশে উধ্বর্তন কর্মকর্তা, সেই সুবাদে আনারকলির সাথে সাক্ষাত করা সহজ হয় উমার এবং আরো কিছু সুত্র খুঁজে খুঁজে সে হিজড়াদের ডেরায় প্রবেশ করে। উমার এই গবেষণা শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে জড়িয়ে পরে এই সম্প্রদায়ের মানুষদের সাথে মায়া আর দায়িত্বের বন্ধনে। উমার হারিয়ে যাওয়া এক ভাই বা বোন তৃতীয় লিঙ্গের। উমা যে নোতাকে ও খুঁজে ফেরে। ঘটনার সত্যতা উদঘাটন করতে গিয়ে উমা অনেক অজানা অচেনা জগত আবিষ্কার করে-সেই সাথে কমলার হত্যাকান্ডের রহস্য ও উদঘাটিত হয়। লিঙ্গ পরিচয় আড়াল করে কমলা কে কোনো এক মন্দিরে পুরোহিতের অজ্ঞাতে মন্ত্রী পুত্র সুব্বু বিয়ে করে। সুব্বুর এই বিয়ের খবর মন্ত্রীর কাছে পৌঁছালে তার আভিজাত্যে আঘাত প্রাপ্ত হয়। দেহ রক্ষী সালিমের মাধ্যমে কমলাকে আগুনে পুড়িয়ে মারার ব্যবস্থা করে সুব্বু-কে সম্ভ্রান্ত পরিবারের সুপাত্রীর সাথে আবার বিয়ের বন্দোবস্ত করে। বিয়ের লগ্ন শেষ হতেই সুব্বু কমলা হত্যার ঘটনা জানতে পারে এবং নিজে আত্মহত্যার পথ বেছে নেয়।

এই নাটকে অভিনয় করেছে শা‌হেদ আলী, সানজিদা প্রীতি, শার‌মিন আক্তার শর্মী, প্রদ্যুৎ কুমার ঘোষ, ফরহাদ হামিদ, মো: আব্দুর র‌হিম খান, র‌কি খান, তান‌জি কুন, ডায়ানা ম্যার‌লিন, ফয়সাল সাদী, আহমেদ সাকি, তমাল, রানা নাভেদ, উচ্ছাস তালুকদার।মঞ্চ ও আ‌লো পরিকল্পনা করেছেন মোঃ সাইফুল ইসলাম। সঙ্গীত পরিকল্পনা করেছেন রাহুল আনন্দ। কো‌রিওগ্রা‌ফি করেছেন স্নাতা শাহ‌রিন। প্রপস পরিকল্পনা করেছেন তান‌জিকুন এবং পোশাক পরিকল্পনা করেছেন আফসান আ‌নোয়ার। ভিডি ও নির্মাণ ও প্রক্ষেপণে রয়েছেন শাহরিয়ার শাওন ও রিপন কুমার দাস ধ্রুব। বি.দ্র: শিশুদের সঙ্গে না নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ।


আরও খবর



সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল শুরু

প্রকাশিত:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। রোবারর (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই হরতাল কর্মসূচি চলবে। তবে বিরোধী দলের ডাকা হরতালে যেকোনো নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র‌্যাব ও বিজিবি।।

এদিকে হরতালকে কেন্দ্র করে শনিবার (১৮ নভেম্বর) রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাস, ট্রেন ও পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীতে চারটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।


আরও খবর



ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি: হিলিতে কেজিতে ৬০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

প্রকাশিত:সোমবার ৩০ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৬৯জন দেখেছেন

Image

মাসুদুল হক রুবেল হিলি,দিনাজপুর প্রতিনিধি:দুর্গাপূজাতে টানা ৭ দিন আমদানি বন্ধ থাকা, ভারতে দাম বৃদ্ধি ও নতুন করে ডলার সংকটের কারণে ব্যাংকগুলো চাহিদা মতো এলসি (লেটার অফ ক্রেডিট) না দেওয়ার প্রভাব পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পেঁয়াজের বাজারে। দুদিনের ব্যবধানে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে প্রতিকেজি পেঁয়াজ বন্দরে পাইকারিতে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে।এদিকে হঠাৎ বন্দরে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন পাইকার ও কমিশন ব্যবসায়ীরা। এদিকে পেঁয়াজের রফতানি মূল্য বাড়িয়েছে ভারত সরকার। প্রতি মেট্রিক টন পেঁয়াজের রফতানি মূল্য নূন্যতম ৮ শ’ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। যা গতকাল রোববার থেকেই হিলি বন্দরে কার্যকর শুরু হয়েছে। এর আগে ভারত থেকে প্রতি মেট্রিক টন পেঁয়াজ ২৫০ থেকে ৩ শ মার্কিন ডলারে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হতো। গত শনিবার (২৮ অক্টোবর) রাতে ওই সংক্রান্ত একটি চিঠি দিয়ে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের জানানো হয়েছে।

ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমার সারঞ্জি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নূন্যতম রপ্তানি মূল্য নির্ধারণের সেই নির্দেশনা জারি করা হয়। রোববার (২৯ অক্টোবর) থেকেই ওই নির্দেশনা কার্যকর করা হয়েছে। এখন থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতি মেট্রিক টন পেঁয়াজ নূন্যতম ৮ শ মার্কিন ডলারে রপ্তানি করতে হবে বলেও জানানো হয়েছে ওই পত্রে। ভারতের এই সিদ্ধান্তের ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও বাড়বে বলে আশঙ্খা হিলি স্থলবন্দরের আমদানিকারকদের। আজ সোমবার হিলি স্থলবন্দর ঘুরে দেখা যায়, পূজার ছুটি পর বৃহস্পতিবার হিলি স্থলবন্দরে আমদানিকরা পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ শনিবার বন্দরে বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯০ টাকা কেজিতে আর গতকাল রোববার সেই পেঁয়াজ বিক্রি হয়েছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে। হিলি স্থলবন্দরের কয়েকজন কমিশন ব্যবসায়ীরা জানান, হিলিতে হঠাৎ পেঁয়াজের দাম বেড়েছে। দাম বাড়ায় আমরা বিপাকে পড়েছি। ৬০ টাকার পেঁয়াজ এখন কিনতে হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা দিয়ে। ক্ষেতলাল থেকে পাইকারী পেঁয়াজ কিনতে আসা বাবু বলেন,পেঁয়াজের দাম দফায় দফায় বাড়ার কারণে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। প্রতি ট্রাকে ১০ থেকে ৩০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সভাপতি পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন জানান, ভারতের এই সিদ্ধান্তের কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও বাড়বে। ভারতে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের কারণে পেঁয়াজের ক্ষেত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেকারণে গত কয়েকদিন ধরেই ভারতের মোকামগুলোতে পেঁয়াজের দাম উর্ধমূখী। ২৫ টাকা (রুপি) কেজি দরের পেঁয়াজ এখন কিনতে হচ্ছে ৫০ টাকা (রুপি) কেজি দরে। এতে করে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে প্রতিকেজিতে খরচ পড়বে ৮৮ টাকা। আমরা যে এলসি দিয়েছি সেই এলসিগুলো বর্তমান বাতিল করতে হচ্ছে। নতুন করে এলসি করার পরিকল্পনা আমরা করছি। কিন্ত ব্যাংকগুলো ডলার সংকটের অজুহাতে নতুন এলসি খুলছে না। ব্যাংকগুলো এলসি না দেয় বা সরকার যদি ব্যাংক কর্তৃপক্ষে নিদের্শনা না দেয় তাহলে পেঁয়াজের বাজার আরও বাড়াবে। আর যদি ব্যাংকগুলো কোন অজুহাত না দিয়ে আমদানিকারকদের নতুন করে এলসি দিলে আমরা শুধু ভারত নয় অন্যান্য দেশ থেকেও পেঁয়াজ আমদানি করা সম্ভব হবে। পূজার ছুটির মধ্যে প্রতিকেজি পেঁয়াজ পাইকারি ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে। হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে,রোববার (২৯ অক্টোবর) হিলি স্থলবন্দর দিয়ে ভারতের চার প্রদেশ (ইন্দোর, সাউথ, নাসিক ও নগর রাষ্ট্র) থেকে ১৫ ট্রাকে ৩৮৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।


আরও খবর



নবীনগরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত:শুক্রবার ০৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ১৫৪জন দেখেছেন

Image

মোহাম্মদ হেদায়েতুল্লাহ নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃজেল হত্যা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ৩ নভেম্বর শুক্রবার বিকালে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। 

এসময়, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সজিত কুমার দেব এর সভাপতিত্বে ও জেলা পরিষদ এর সদস্য নাছির উদ্দিন এর সঞ্চালণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, আওয়ামীলীগ নেতা, নিয়াজুল হক কাজল,প্রণয় কুমার ভদ্র পিন্টু। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর