Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম
"ঘূর্ণিঝড় মিধিলি"

ভোলার লালমোহনে প্রায় ১২ কোটি টাকার কৃষি ফসলের ক্ষতির আশঙ্কা

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ২০২জন দেখেছেন

Image

শরীফ হোসাইন ভোলা বিশেষ প্রতিনিধি:ঘূর্ণিঝড় মিধিলির তান্ডবে ভোলার লালমোহন উপজেলায় কৃষি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। যার মধ্যে সবচেয়ে বেশি ধানের ক্ষতি হওয়ার ধারণা করা হচ্ছে। শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রমের সময় লালমোহন উপজেলায় আঘাত হানে। এতে ক্ষেতে থাকা অন্তত ২০ শতাংশ ধান নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া মাঠে থাকা শীতকালীন শাক-সবজিরও ক্ষতি হয়েছে। টাকার হিসেবে সব মিলিয়ে লালমোহনে প্রায় ১২ কোটি টাকার কৃষি ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নের আজহার রোড এলাকার কৃষক মো. মোশারেফ হোসেন জানান, এ বছর তিন একর জমিতে ধান চাষ করেছি। এ ধান চাষে অন্তত এক লাখ টাকার মতো ব্যয় হয়েছে। শুক্রবারের ঝড়ের কারণে ক্ষেতের অধিকাংশ ধান এখন জমিতে লুটিয়ে পড়ে গেছে। যার ফলে এসব ধান নষ্ট হয়ে যাবে। এ জন্য এ বছর ধানে আমাকে লোকসান গুণতে হবে।

ওই ইউনিয়নের পূর্ব চরউমেদ গ্রামের আরেক ধান চাষি মো. নূরনবী মিয়া বলেন, জমি লগ্নি রেখে এ বছর আড়াইশত শতাংশ জমিতে হাইব্রিড জাতের ধান চাষ করি। প্রথম থেকে আবহাওয়া ভালো থাকায় ক্ষেতে ফসলও ভালো হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ে জমির অধিকাংশ ধানই মাটিতে লুটিয়ে পড়ে আছে। এসব ধান আর থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। আমরা ক্ষুদ্র কৃষক, এই ক্ষতি পুষিয়ে নেওয়া আমাদের জন্য কষ্টের হবে। এ জন্য আমরা সহযোগিতা কামনা করছি।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে লালমোহন উপজেলায় ২৩ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে লালমোহনের লর্ডহার্ডিঞ্জ, বদরপুর, ধলীগৌরনগর, পশ্চিম চরউমেদ ও ফরাজগঞ্জ ইউনিয়নের চাষিরা সর্বোচ্চ ধানের আবাদ করেছেন।

লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ বলেন, ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে লালমোহনের কৃষকদের অনেকটা ক্ষতি হয়েছে। কারণ আগামী ১৫ দিন পর থেকেই কৃষকরা তাদের জমির ধান কাটতে পারতেন। এখন যে সব ধান মাটিতে লুটিয়ে পড়েছে তা আর টিকবে না। এ সকল ধান পঁচে যাবে। আমরা কৃষি অফিস থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা করেছি। অন্যদিকে, শুক্রবার দুপুরে আঘাত হানা ঘূর্ণিঝড় মিধিলির তা-বে লালমোহন উপজেলায় অর্ধশতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। যার মধ্যে ৪৫টি ঘরের আংশিক ক্ষতি ও ১৫টি ঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, আমরা ক্ষতির পরিমাণ উল্লেখ করে প্রাথমিকভাবে একটি তালিকা ইতোমধ্যে জেলায় পাঠিয়েছি। সেখান থেকে বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের কাছে তা পৌঁছে দিবো। এছাড়া মানুষ পূর্ব থেকে সতর্ক থাকায় কোনো আহত বা নিহতের ঘটনা ঘটেনি। ঘূর্ণিঝড়ের খবরে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তিন হাজারেরও অধিক মানুষ আশ্রয় নিয়েছেন। আমরা তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছি।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃনারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী পক্ষকাল উদযাপন ও উন্নয়ন অগ্রপথিক সম্মাননা প্রদান উপলক্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ ইউরোপীয় ইউনিয়নের সহায়তা পুষ্ট প্রকল্পটির উদযাপন করা হয়। শনিবার ২ ডিসেম্বর ঢাকার একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন। তিনি বলেন,এখনো আমরা দেখি দলিত সম্প্রদায়ের মানুষের সাথে বসে সমাজের অনেক মানুষ চা খেতে দ্বিধাবোধ করে ‌। পিছিয়ে পড়া মানুষদের আজকের সমাজে কোন সম্মানজনক অবস্থান নেই। আসার কথা এই যে, এই অবস্থার আস্তে আস্তে পরিবর্তন ঘটছে এবং সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক বুড়োর মহাপরিচালক শেখ মোঃ মনিরুজ্জামান গ্রেড-১)। এছাড়া সামাজিক নিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব ও পরিচালক ডক্টর মোঃ মোক্তার হোসেন, ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার (গভর্নেন্স এন্ড রাইটস) লায়লা জেসমিন বানু, ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর নুসহাত জাবিন এবং ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী।

অনুষ্ঠানটিতে প্রকল্প সংশ্লিষ্ট সক্রিয় গুরুত্বপূর্ণ অংশীদার ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে দলিত ট্রান্স জেন্ডার ও হিজড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিনিধিগণ অংশ নেন যারা উন্নয়নের অগ্রগতিক হিসেবে বিগত প্রায় তিন বছর ধরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে নানাভাবে কাজ করে যাচ্ছেন।

প্রকল্প থেকে নানা প্রশিক্ষণ পেয়ে নিজেদের জীবনের পরিবর্তন ঘটিয়েছেন এবং কমিউনিটির অন্যান্যদের মাঝেও এই সকল তথ্য প্রচার করেছেন এমন ১৩ জন গুড উইল আম্বাসেডর কে অনুষ্ঠানের একপর্যায়ে সম্মাননা জানানো হয়। সেইসাথে বিভিন্ন পেশা যেমন সিভিল সোসাইটি অর্গানাইজেশন,চেইঞ্জ এজেন্ট,এডভোকেট সি নেটওয়ার্ক মেম্বার:কাউকে বাদ দিয়ে নয় (এলওনবি) কোয়ালিশন, স্থানীয় নেতা থেকে আশা ১৫ জন ব্যক্তিকেও প্রকল্পের চ্যাম্পিয়ন হিসেবে সম্মানিত করা হয়।

সামাজিক নিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব ও পরিচালক ডঃ মোঃ মোক্তার হোসেন বলেন, বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি অনেক আন্তরিক এবং তাদের উন্নয়নে বিভিন্ন ধরনের ভাতা প্রদান করছে। তিনি আরো বলেন সরকার হিজড়াদের উন্নয়নে একটি নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে এছাড়া ট্রান্স জেন্ডার ও হিজড়া সম্প্রদায় কে ওয়ান স্টপ সেবা প্রদানের জন্য একটি নতুন প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার।

ইউরোপীয় ইউনিয়নের গভর্নেন্স এন্ড রাইটস উইংয়ের প্রোগ্রাম ম্যানেজার লায়লা জেসমিন বানু তার বক্তব্যে বলেন, সবাই মূল্যায়িত হতে চায় এবং মূল্যায়ন পেলে কাজের প্রতি আগ্রহ বাড়ে। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক বুড়োর মহাপরিচালক শেখ মোঃ মনিরুজ্জামান বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক হতে হবে কারণ হিসেবে তিনি বলেন আর কিছুদিন পরেই ক্যাশলেস ট্রানজেকশন শুরু হবে এবং এখন অধিকাংশ লেনদেন অনলাইনে হয় বলেও তিনি উল্লেখ করেন । স্মার্ট না হলে প্রযুক্তির এসব সুবিধা গ্রহণ করা কঠিন হবে ।এজন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী এই সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সামাজিক বৈষম্য নিরসনে আমাদেরকে অনেক দূর যেতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রতিষ্ঠিত করতে হবে সর্বোপরি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং আয়োজকদের প্রতি আবারো ধন্যবাদ জানিয়ে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।

উল্লেখ্য জেন্ডার ভিত্তিক সহিংসতা সকল সমাজে বিদ্যমান একটি বৈশ্বিক বাস্তবতা ।এবং অর্থনৈতিক অবস্থা, শ্রেণী সংস্কৃতি কিংবা অন্য যেকোনো বৈচিত্র নির্বিশেষে এর শিকার সংখ্যালঘু জনগোষ্ঠী। এ ধরনের সহিংসতার শিকার হওয়া অনেক নারী ঘরে, সমাজে এবং কর্মস্থলে তাদের স্বাভাবিক জীবন যাপনে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বা হয়েছেন। নারীর প্রতি সহিংসতা বাল্যবিবাহ যৌন হয়রানি ও নির্যাতন চাকরির ক্ষেত্রে বৈষম্যর মতো জেন্ডার ভিত্তিক অসামতা গুলো নারীর ক্ষমতায়নকে বাধাগ্রস্থ করছে। সামাজিক,অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পৃক্ততার ক্ষেত্রেও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের কণ্ঠস্বর অত্যন্ত ক্ষীণ।

এ বিষয়গুলোকে সামনে রেখে 'পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও  বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ(ইএলএমসি)'প্রকল্পটি এবছর জেন্ডার সমতা ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ইতিবাচক পরিবর্তন তড়ান্নিতকরণে অবদান রেখেছেন এমন বেশ কয়েকজন প্রকল্প অংশীজনকে অনুষ্ঠানে' চ্যাম্পিয়ন এবং গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

২০২১ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের চলমান এই প্রকল্পটি যৌথ ভাবে বাস্তবায়ন করছে ক্রিশ্চিয়ান এইড, নাগরিক উদ্যোগ, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, ওয়েভ ফাউন্ডেশন এবং ব্লাস্ট। প্রকল্পটি দলিত সম্প্রদায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলার পাশাপাশি তাদেরকে সরকারি সেবা সমূহে প্রবেশাধিকার বৃদ্ধি স্থানীয় নাগরিক সংগঠন এবং কমিউনিটি ভিত্তিক সংগঠনসমূহের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে থাকে।

দলিত সম্প্রদায়, ট্রান্সজেন্ডার ও হিজড়া এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে আগত অতিথিরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।



আরও খবর



জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image
জয়পুরহাট প্রতিনিধিঃজয়পুরহাটে মাদক মামলায় বান্ধন উড়াও নামে এক আদিবাসীর যাবজ্জীবন কারাদন্ড আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার  বিকেলে অতিরিক্ত জেলা জজ আদালত-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মজিদুল ইসলাম মাঝি নামে একজনকে এই মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত  বান্ধন উড়াও পাঁচবিবি উপজেলার রুপাপুর গ্রামের মৃত লাহারু উড়াইয়ের ছেলে। জামিন নেওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর ভোরে দুইজন ব্যক্তি পাঁচবিবি সীমান্তবর্তী পূর্ব উচনা গ্রাম থেকে মাদক নিয়ে রতনপুরের দিকে আসছিলেন। সেময় কয়া এলাকায় হেটে আসার সময় পুলিশ তাদের থামার সিগনাল দিলে একজন পালিয়ে গেলেও বান্ধন উড়াওকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের পর সোমবার বান্ধন উড়াওয়ের যাবজ্জীবন কারাদণ্ড  দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মজিদুল ইসলাম মাঝিকে খালাস দেওয়া হয়।

আরও খবর



অবরোধ নাশকতাকারীকে আটক করে পুরস্কৃত হলেন টিআই সরিফুল

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপির চলমান হরতাল-অবরোধ কর্মসূচিতে নাশকতাকারীকে আটক করায় ট্রাফিক-মোহাম্মদপুর জোনের টিআই সরিফুল ইসলামকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

শনিবার (২৫ নভেম্বর) সকালে ডিএমপি সদরদপ্তরে টিআই সরিফুল ইসলামকে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। এসময় কমিশনার তার সাহসিকতার প্রশংসা করেন এবং ট্রাফিক-তেজগাঁও বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পুরস্কার প্রদানকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এবং ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।

মোস্তাক আহমেদ জানান, প্রতিদিনের মতো গত ১৯ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে ট্রাফিক-মোহাম্মদপুর জোনের টিআই (প্রশাসন) সরিফুল ইসলাম জোন এলাকা পরিদর্শনে বের হোন। পরিদর্শনকালে বেড়িবাঁধের মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের মূল ফটকের সামনে সকাল ৭টার দিকে ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তি “হরতাল, হরতাল” স্লোগানে নাশকতার উদ্দেশ্যে একটি পরিবহন বাসের দিকে উত্তেজিত অবস্থায় অগ্রসর হতে দেখেন। তৎক্ষণাৎ টিআই সরিফুল ইসলাম সাহসিকতার সঙ্গে দ্রুততম সময়ে আশপাশের ৩-৪ জনের সহযোগিতায় নাশকতা ঘটানোর পূর্বেই দুর্বৃত্তদের ধাওয়া করেন এবং একজনকে হাতেনাতে আটক করেন, যাকে পরবর্তী সময়ে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। তার এই সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপি কমিশনার তাকে পুরস্কৃত করেন।

এর আগে আসাদগেট এলাকায় বাসে অগ্নিসংযোগ করে পলায়নরত এক নাশকতাকারীকে হাতেনাতে আটক করায় ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সার্জেন্ট পলাশ কুমার রায় ও টিএসআই আতাবুলকে গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




রওশন এরশাদের বাসায় দেখা করতে যান জি এম কাদের

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

রোববার (২৬ নভেম্বর) জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দল পরিচালনা ও আসন্ন নির্বাচন নিয়ে দুই নেতার টানাপোড়েনের মধ্যেই শনিবার (২৫ নভেম্বর) রওশন এরশাদের বাসায় দেখা করতে যান জি এম কাদের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের শনিবার দিনগত রাত পৌনে ৯টার দিকে সংসদের বিরোধীদলীয় নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের গুলশানের বাসায় যান। সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তাদের মধ্যে আলোচনা হয়। পারিবারিকভাবে এ বৈঠক করেন তারা।

জাপার দুই শীর্ষ নেতার বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশিদ ও রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুই নেতার মধ্যে এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক চলে। জি এম কাদের একাই রওশন এরশাদের সঙ্গে কথা বলেন। বৈঠক শেষে রাত ১০টার দিকে রওশন এরশাদের বাসভবন থেকে বের হন তিনি।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




চট্টগ্রাম-১ মিরসরাই মনোনয়ন দাখিল করলেন নৌকার প্রার্থী রুহেল

প্রকাশিত:শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল মনোয়ন জমা দিয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে পিতা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করেছেন তিনি। মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিনের হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন সাম্যবাদী দলের প্রার্থী দিলীপ বড়–য়া, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুরুল করিম আফছার ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনিত প্রার্থী মো. আব্দুল মন্নান। এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন।

আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রদীপ চক্রবর্তী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, প্রচার সম্পাদক কামরুল হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, বৃহস্পতিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর  রহমান রুহেল মনোনয়ন জমা দিয়েছেন। এর আগে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী নুরুল করিম আবছার মনোনয়ন জমা দিয়েছেন ইসলামি ফ্রন্ট প্রার্থী আব্দুল মান্নান মনোনয়ন জমা দেন। এদিকে চট্টগ্রাম চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন।


আরও খবর