এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফলন্ত ধানখেতে আগাছানাশক ছিটিয়ে চার বিঘা জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ করা হয়েছে। ফলন্ত ধান পুড়ে যাওয়ায় সর্বস্বান্ত হয়েছেন কৃষক। এর প্রতিকার পেতে ভূক্তভোগি কৃষক দ্বারে দ্বারে ধর্না দিচ্ছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) পুড়ে যাওয়া খেতে গিয়ে দেখা যায় ওই কৃষক দম্পতির আহাজারী।
উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের মৃত আছির উদ্দিন সরদারের ছেলে আসলাম হোসেন অভিযোগ করেন যে, তিনি তার পৈত্রিকসূত্রে পাওয়া চার বিঘা জমির মধ্যে দুই বিঘা জমিতে আমন ধান ও দুই বিঘা জমিতে আতপ ধান লাগান। ধান পাকতে শুরু করেছে। আর দুসপ্তাহের মধ্যেই কাটা হতো। কিন্তু গত ১ নভেম্বর থেকে ধানগুলো নষ্ট হতে শুরু করে। এখন পুরো খেতের ধান পুড়ে বিবর্ণ রঙ ধারণ করেছে। তিনি অভিযোগ করেন যে, তার প্রতিপক্ষরা ওই ধানখেতে শক্তিশালী আগাছানাশক ছিটিয়ে ধানগাছ পুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে তিনি ওইগ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ফয়জুল ইসলাম ও মৃত মানিক উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন ময়েনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরআগে গত মওসুমেও তারা ধানের চারাগাছ উপড়ে ফেলেছিলেন। থানা পুলিশ সে মামলায় প্রতিপক্ষদের বিরুদ্ধে চার্জশীট দিয়েছে। সোমবার মহাদেবপুর থানার এসআই আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিষয়টি জানতে অভিযুক্ত ফয়জুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী ফাইমা বেগম জানান, অভিযোগকারি আসলাম তাদের শরীক। ওই জমি এতদিন তাদের দখলে ছিল। কিন্তু আরএস রেকর্ড ভূল হওয়ায় তা সংশোধনের জন্য আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকে আসলাম ওই জমি দখলের চেষ্টা করছেন। মহাদেবপুর থানার এসআই আসাদুজ্জামান জানান, রাতের আঁধারে কে বা কারা ধান বিনষ্ট করেছে তা জানা যায়নি বলে আদালতে মামলা দায়েরের পরামর্শ দেয়া হয়েছে।মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘটনাটি দুঃখজনক।