Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

ভৈরবে ট্রেন দুর্ঘটনায আহতদের পাশে জাসাস নেতা সায়মন তারিক

প্রকাশিত:মঙ্গলবার ২৪ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ২৬৮জন দেখেছেন

Image

নিজস্ব  সংবাদদাতা:ভৈরবে ট্রেন দুর্ঘটনায আহতদের পাশে  জাসাস নেতা সায়মন তারিক।গতকাল বেলা ৩:৩৫ মিনিটে ভৈরব রেলস্টেশনে ঢাকা-গামী এগারো সিন্দুর গোধূলি ট্রেনকে পিছন থেকে মালবাহী ট্রেনের ধাক্কায় অসংখ্য লোক আহত ও নিহত হয়েছেন।আহতদের  একাংশের  পঙ্গু হাসপাতালে  আছেন,


তাদেরকে  দেখতে  গিয়েছেন ভৈরবের  কৃতি সন্তান  চলচ্চিত্র পরিচালক  বাংলাদেশ  জাতীয়তাবাদী সামাজিক  সাংস্কৃতিক  সংস্থা ( জাসাস)।কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য  সায়মন তারিক।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



নওগাঁয় আগাছানাশকে পুড়লো চার বিঘা জমির ধান

প্রকাশিত:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফলন্ত ধানখেতে আগাছানাশক ছিটিয়ে চার বিঘা জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ করা হয়েছে। ফলন্ত ধান পুড়ে যাওয়ায় সর্বস্বান্ত হয়েছেন কৃষক। এর প্রতিকার পেতে ভূক্তভোগি কৃষক দ্বারে দ্বারে ধর্না দিচ্ছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) পুড়ে যাওয়া খেতে গিয়ে দেখা যায় ওই কৃষক দম্পতির আহাজারী।

উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের মৃত আছির উদ্দিন সরদারের ছেলে আসলাম হোসেন অভিযোগ করেন যে, তিনি তার পৈত্রিকসূত্রে পাওয়া চার বিঘা জমির মধ্যে দুই বিঘা জমিতে আমন ধান ও দুই বিঘা জমিতে আতপ ধান লাগান। ধান পাকতে শুরু করেছে। আর দুসপ্তাহের মধ্যেই কাটা হতো। কিন্তু গত ১ নভেম্বর থেকে ধানগুলো নষ্ট হতে শুরু করে। এখন পুরো খেতের ধান পুড়ে বিবর্ণ রঙ ধারণ করেছে। তিনি অভিযোগ করেন যে, তার প্রতিপক্ষরা ওই ধানখেতে শক্তিশালী আগাছানাশক ছিটিয়ে ধানগাছ পুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে তিনি ওইগ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ফয়জুল ইসলাম ও মৃত মানিক উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন ময়েনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরআগে গত মওসুমেও তারা ধানের চারাগাছ উপড়ে ফেলেছিলেন। থানা পুলিশ সে মামলায় প্রতিপক্ষদের বিরুদ্ধে চার্জশীট দিয়েছে। সোমবার মহাদেবপুর থানার এসআই আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। 

বিষয়টি জানতে অভিযুক্ত ফয়জুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী ফাইমা বেগম জানান, অভিযোগকারি আসলাম তাদের শরীক। ওই জমি এতদিন তাদের দখলে ছিল। কিন্তু আরএস রেকর্ড ভূল হওয়ায় তা সংশোধনের জন্য আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকে আসলাম ওই জমি দখলের চেষ্টা করছেন। মহাদেবপুর থানার এসআই আসাদুজ্জামান জানান, রাতের আঁধারে কে বা কারা ধান বিনষ্ট করেছে তা জানা যায়নি বলে আদালতে মামলা দায়েরের পরামর্শ দেয়া হয়েছে।মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন,  ঘটনাটি দুঃখজনক। 


আরও খবর



আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রংপুর বিভাগের আসনগুলোর প্রার্থীদের নাম প্রথমে ঘোষণা করেন কাদের। এই বিভাগ থেকে মনোনয়ন পেয়েছেন পঞ্চগড়-১ নাইমুজ জামান ভুইয়া, পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ মাজহারুল ইসলাম, দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী।