
মোঃ আব্দুল হান্নানঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে উত্ত্যক্তের ঘটনার প্রতিবাদ করায় এক স্বামী পরিত্যাক্তা মহিলাকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।ওই ঘটনায় নির্যতিত পারুল আক্তার (৩৫) নামের মহিলা নাজির উল্লাহ (২৩), জিয়ারুল ইসলাম (২৫), তাহের ইসলাম (৫০) ও মুক্তা আক্তার (২০) চার জনের নামে সাধারণ ডায়েরী করার আবেদন করেছেন।
ঘটনাটি ঘটেছে ২০ ফেব্রুয়ারী ২০২৩ রাত অনুমান ৯ ঘটিকার সময় জেলার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রাম কাজীপাড়ায়।অভিযোগ সুত্রে জানাগেছে পারুল আক্তার একজন স্বামী পরিত্যাক্তা নারী।দুই সন্তান নিয়ে তার পিত্রায়লে বসবাস করেন।প্রতিবেশী উল্লেখিত বিবাদীগণ প্রায়ই রাস্তাঘাটে ও মোবাইল ফোনে পারুলকে উত্ত্যক্ত করে।এমনকি বিভিন্ন সময়ে পারুলকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ন মন্তব্য করে।পারুল দীর্ঘদিন তাদের এসব অত্যাচার নীরবে সহ্য করে আসছে।ঘটনার তারিখে তাদের এমন উত্ত্যক্তের প্রতিবাদ করায় তারা একজোট বদ্ধ হয়ে পারুলের উপর হর্তকিত হামলা চালায়।
বিবাদীরা পারুলকে চুলের মুটিধরে,মাটিতে ফেলে, টেনে হিচড়ে,শরীরের বিভিন্ন স্পর্ষকাতর স্থানে কিল,ঘুষি লাথি মেরে মারাত্বক জখম করে।এ সময় তারা পারুলের মাথার অনেক চুলও ছিঁড়ে ফেলেন।
পারুরে চিৎকার শোনে তার ছোটবোন বকুল আক্তার দৌড়ে এগিয়ে আসলে তার উপরও চলে মধ্যযুগীয় কায়দা নির্যাতন।
পরে প্রতিবেশীরা দৌড়ে এসে পারুল ও বকুলকে অত্যাচারীদের হাত থেকে রক্ষা করে স্থানীয় স্বাস্থ্য কমপ্রেক্সে এনে চিকিৎসা শেষে থানায় সাধারণ ডায়েরী করার আবেদন করেন।
সাধারণ ডায়েরীর বিষয়ে জানতে চাইলে এস আই মোঃ আরিফুর রহমান সরকার জানান পারুলের অভিযোগটি তদন্ত করে অনুমতির জন্য আদালতে পাঠানো হবে।আদালতের অনুমতি পেলে বিবাদীদের বিরোদ্ধে প্রসিউকেশন কেটে আদালতে পাঠানো হবে।
-খবর প্রতিদিন/ সি.বা