Logo
আজঃ শনিবার ১০ জুন ২০২৩
শিরোনাম

উত্ত্যক্তের ঘটনার প্রতিবাদ করায়,স্বামী পরিত্যাক্তা এক মহিলাকে পিটিয়ে আহত

প্রকাশিত:সোমবার ২৭ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

মোঃ আব্দুল হান্নানঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে উত্ত্যক্তের ঘটনার প্রতিবাদ করায় এক স্বামী পরিত্যাক্তা মহিলাকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।ওই ঘটনায় নির্যতিত পারুল আক্তার (৩৫) নামের মহিলা নাজির উল্লাহ (২৩), জিয়ারুল ইসলাম (২৫), তাহের ইসলাম (৫০) ও মুক্তা আক্তার (২০) চার জনের নামে সাধারণ ডায়েরী করার আবেদন করেছেন।


ঘটনাটি ঘটেছে ২০ ফেব্রুয়ারী ২০২৩ রাত অনুমান ৯ ঘটিকার সময় জেলার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রাম কাজীপাড়ায়।অভিযোগ সুত্রে জানাগেছে পারুল আক্তার একজন স্বামী পরিত্যাক্তা নারী।দুই সন্তান নিয়ে তার পিত্রায়লে বসবাস করেন।প্রতিবেশী উল্লেখিত বিবাদীগণ প্রায়ই রাস্তাঘাটে ও মোবাইল ফোনে পারুলকে উত্ত্যক্ত করে।এমনকি বিভিন্ন সময়ে পারুলকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ন মন্তব্য করে।পারুল দীর্ঘদিন তাদের এসব অত্যাচার নীরবে সহ্য করে আসছে।ঘটনার তারিখে তাদের এমন উত্ত্যক্তের প্রতিবাদ করায় তারা একজোট বদ্ধ হয়ে পারুলের উপর হর্তকিত হামলা চালায়।

বিবাদীরা পারুলকে চুলের মুটিধরে,মাটিতে ফেলে, টেনে হিচড়ে,শরীরের বিভিন্ন স্পর্ষকাতর স্থানে কিল,ঘুষি লাথি মেরে মারাত্বক জখম করে।এ সময় তারা পারুলের মাথার অনেক চুলও ছিঁড়ে ফেলেন।


পারুরে চিৎকার শোনে তার ছোটবোন বকুল আক্তার দৌড়ে এগিয়ে আসলে তার উপরও চলে মধ্যযুগীয় কায়দা নির্যাতন।

পরে প্রতিবেশীরা দৌড়ে এসে পারুল ও বকুলকে অত্যাচারীদের হাত থেকে রক্ষা করে স্থানীয় স্বাস্থ্য কমপ্রেক্সে এনে চিকিৎসা শেষে থানায় সাধারণ ডায়েরী করার আবেদন করেন।

সাধারণ ডায়েরীর বিষয়ে জানতে চাইলে এস আই মোঃ আরিফুর রহমান সরকার জানান পারুলের অভিযোগটি তদন্ত করে অনুমতির জন্য আদালতে পাঠানো হবে।আদালতের অনুমতি পেলে বিবাদীদের বিরোদ্ধে প্রসিউকেশন কেটে আদালতে পাঠানো হবে।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



‘এগিয়ে নেই এরদোয়ান , তথ্য ভুয়া দিয়েছে আনাদোলু এজেন্সি’

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে ১৭ শতাংশের ভোট গণনার ওপর বেসামরিকভাবে ফলাফল জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি।

আল জাজিরার জানিয়েছে, আনাদোলু এজেন্সি ১৭ শতাংশ ভোট গণনার ওপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একে একে পার্টি ৫৬ দশমিক ৬৭ শতাংশ ভোটে এগিয়ে। অন্যদিকে এরদোয়ানের তুমুল প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারুগলুর সিএইচপি পেয়েছে ৩৭ দশমিক ৪১ শতাংশ।

তবে আনাদলু এজেন্সির এমন খবরে বেজায় চটেছে এরদোয়ানের প্রধান বিরোধীদল সিএইচপি। ইস্তাম্বুলের মেয়র একরিম ইমামোগলু ফলাফল ম্যানুপুলেশনের জন্য আনাদোলু এজেন্সির কড়া সমালোচনা করেছেন।

আংকারার মেয়রের সঙ্গে যৌথ বিবৃতিতে ইমামোগলু বলেছেন, তাদের দলের তথ্যানুসারে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে কিলিচদারুগলু এগিয়ে আছেন। তিনি আরও বলেছেন, আমরা আবার আনাদোলু এজেন্সির আরেক মামলার সম্মুখীন। এই এজেন্সির সুনাম শূন্যের নিচে। তাদের বিশ্বাস করা যায় না।

এসময় তিনি অতীতের নির্বাচনের ফলাফল নিয়ে আনাদোলু এজেন্সির প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন।

এছাড়া কেমাল কিলিচদারুগলুও এক টুইট বার্তায় বলেছেন, তিনি এরদোয়ানের চেয়ে এগিয়ে আছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন, আমরা এগিয়ে।

তবে আল জাজিরা বলছে, এ মুহূর্তে দেশটির নির্বাচনের ফলাফল নিয়ে আগাম বলা অনেক কঠিন। তুরস্কে এবারের নির্বাচনে ৩০টির বেশি রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং ১৫০ জনের বেশি স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী মুহাররেম ইনসে লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন।

গত ২০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছেন এরদোয়ান। দেশটিতে এতদিন অনেকটা একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন এরদোয়ান। তবে দেশটিতে আজকে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনেই এবার এরদোয়ানের ভাগ্য নির্ধারণ করে দেবে। কেননা এবারের নির্বাচনে এরদোয়ান বিরোধীদের পক্ষ থেকে সবচেয়ে কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে ফলাফল পেতে তিনদিন সময় লাগতে পারে। এছাড়া প্রেসিডেন্ট পদে জিততে হলে একজন প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের অন্তত ৫০ শতাংশ পেতে হবে। নতুবা দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা ভোট নেয়া হবে। এমনটি হলে আগামী ২৮ মে দ্বিতীয়বারের মতো ভোট হবে।


আরও খবর



যাত্রাবাড়ি থানা শ্রমিকলীগের অন্তর্গত ৩ টি ওয়ার্ডের কর্মীসভা

প্রকাশিত:সোমবার ২৯ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৮৩জন দেখেছেন

Image

এ.আর হানিফঃ

যাত্রাবাড়ি থানা শ্রমিকলীগের অন্তর্গত তিনটি ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৯ মে যাত্রাবাড়ী থানা জাতীয় শ্রমিকলীগ কার্যালয়ে কর্মী সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যাত্রাবাড়ি থানা শ্রমিকলীগ নেতা শাহজাহান বেপারী। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক ও যাত্রাবাড়ি থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু খন্দকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় সংগঠনকে শক্তিশালী করার জন্য তৃণমূলের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করা হয়। 


প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক বাচ্চু খন্দকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন, বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে সারাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত করেছেন, বিশ্বের বুকে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এজন্য তিনি শ্রমিক লীগের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


যাত্রাবাড়ী থানা  জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯,৬২,৬৩ নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের জন্য জমা দেওয়া হয়।


ডিএসসিসি ৬২ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সভাপতি হিসেবে ডি.এম মাজেদুল ইসলাম (শিমুল) এবং সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম রানা,৪৯ নং ওয়ার্ডে সভাপতি আবু হানিফ মোল্লা সাধারণ সম্পাদক কাজী আহসান উল্লাহ,৬৩ নং ওয়ার্ডে মোঃ আলম ফকির সাধারণ সম্পাদক জসিম মিয়া সাংগঠনিক সম্পাদক আজাদ মোল্লা সহ প্রতিটি ৩১সদস্য বিশিষ্ট কমিটি সদস্যর নাম জমা দেয়া হয়েছে। শীঘ্রই এসব কমিটির বিষয়ে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলেও জানিয়েছেন বাচ্চু খন্দকার।

এসময় যাত্রাবাড়ী থানা জাতীয় শ্রমিক লীগের নেতা কর্মী সহ বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন


আরও খবর



আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সিলেট সিটি নির্বাচনের ২ মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিত:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ দুজন হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলামকে (বাবুল)। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে ব্যাপারে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়। প্রার্থীদের দেওয়া চিঠিতে বলা হয়, ‘আজ ৩০ মে প্রকাশিত প্রথম আলো পত্রিকার “আচরণবিধি লঙ্ঘন চলছেই, বন্ধে নেই পদক্ষেপ’ শিরোনামে প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, আপনি নির্বাচনী প্রতীক বরাদ্দের আগেই প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করেছেন।

প্রার্থীদের উদ্দেশে রিটার্নিং কর্মকর্তা তার চিঠিতে বলেছেন, ‘আগামী তিন কার্যদিবসের মধ্যে আপনি স্বয়ং অথবা আপনার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব প্রদানের জন্য অনুরোধ করা হলো।

গতকাল সোমবারবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। একই দিন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলামকে (বাবুল) নগরের বিভিন্ন এলাকায় প্রতীকসংবলিত প্রচারপত্র বিতরণ করেন।

সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের বলেন, ‘দুই মেয়র প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি সুস্পষ্ট হয়েছে। তাই এ বিষয়ে প্রার্থীদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।’

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জুন সিলেট সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মনোনয়নপত্র দাখিল শেষে যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। ১ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ২ জুন প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।


আরও খবর



আর্কটিক সাগর ২০৩০ সালের মধ্যে বরফ শূন্য হতে পারে

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৬০জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :২০৩০ সালের মধ্যে আর্কটিক সাগর বরফ শূন্য হয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ দূষণের মাধ্যমে বিশ্বের তাপমাত্রা বাড়ার গতি যে দ্রুত বাড়ছে এটি তার একটি সুস্পষ্ট ইঙ্গিত।

মঙ্গলবার জার্নাল নেচার কমিউনিকেসন্স নতুন এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ২০৩০ সালের সেপ্টেম্বর মাসের আগেই আর্কটিক সাগরের বরফ সম্পূর্ণরূপে উধাও হয়ে যাবে।

যদি আজ থেকেই বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী দূষণ উল্লেখযোগ্য হারে হ্রাস করা হয় তবুও ২০৫০ সাল নাগাদ গ্রীষ্মকালে আর্কটিক সাগরে বরফ থাকবে না বলেও উল্লেখ করা হয় গবেষণা প্রতিবেদনে।

আর্কটিকের বরফ কত দ্রুত গলছে সে বিষয়ে ধারণা পেতে গবেষকেরা ১৯৭৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ও তথ্যের ভিত্তিতে কি ধরনের পরিবর্তন এসেছে ও ক্লাইমেট মডেল বিশ্লেষণ করে দেখেছেন।

গবেষকেরা দেখতে পান, মানব সৃষ্ট এবং বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী দূষণের কারণেই আর্কটিক সাগরের বরফ কমছে। এ ছাড়া আগের ক্লাইমেট মডেলগুলোতে আর্কটিক সাগরে বরফ গলে যাওয়ার প্রবণতাকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি।

গবেষণার প্রধান লেখক ও দক্ষিণ কোরিয়ার পোহাং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক সেউং-কি মিন সিএনএনকে বলেন, ‘গ্রীষ্মে আর্কটিক একদম বরফ শূন্য থাকবে এমনটা আবিষ্কার করে আমরা খুবই বিস্মিত হয়েছিলাম। কার্বন নিঃসরণ হ্রাসে আমাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

শীতকালে আর্কটিক সাগরে বরফ জমা হতে শুরু করে। গ্রীষ্মকালে আবার গলতে থাকে। সেপ্টেম্বর মাসে বরফ সবচেয়ে কম থাকে সাধারণত এবং শীত আসলে পুনরায় নতুন করে বরফ জমতে শুরু করে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, যখন গ্রীষ্মে আর্কটিক বরফ শূন্য হয়ে পড়বে, তখন শীতকালে বরফ জমার গতি ধীর হয়ে যাবে। প্রথম দিকে কেবল সেপ্টেম্বর মাসই বরফমুক্ত থাকবে। তবে পরবর্তীতে পুরো গ্রীষ্মকালের জন্যই এটি সাধারণ অবস্থায় পরিণত হবে। এমনকি ভবিষ্যতে শীতকালেও আর্কটিকে বরফ কম দেখা যাবে।


আরও খবর



নাসিরনগরে নৌকা ডুবিতে এক শিশুর সলিল সমাধি অন্যজনের অবস্থা আশংকাজনক

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৪৮জন দেখেছেন

Image

আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে নৌকা ডুবিতে এক শিশুর সলিল সমাধি ও আরেক জনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে ৭ জুন ২০২৩ রোজ বুধবার বেলা অনুমান  সোয়া তিনঘটিকার সময় নাসিরনগর উপজেলা সদরে খাদ্যগুদাম থেকে প্রায় তিনশ ফুট দুরে লঙ্গন নদীতে।

সরেজমি ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে গোয়ালনগরের তাপস দাসের একটি যাত্রীবাহী নৌকায় সত্তর আশিজন নারী পুরুষ ও শিশু নিয়ে গোয়াল নগরের উদ্দেশ্যে রওয়ানা করা মাত্রই রামপুর গ্রামের অন্য একটি নৌকা এসে যাত্রী বোঝাই নৌকাকে ধাক্কা মারার সাথে সাথেই নৌকাটি ঘটনাস্থলেই ডুবে যায়।এ সময় নৌকার ভেতরে থাকা যাত্রীরা লাফিয়ে নৌকা থেকে কোন ক্রমে জীবণ বাচায়।এ সময় নৌকার ভেতরে থাকা গোয়াল নগর গ্রামে রুহুল আমিনের দুই ছেলে জুমেল ২ ও এমদাদুল হক ৩ পানিতে ডুবে যায়।দর্শনার্থীরা তাৎক্ষনিক শিশু দুটিকে পানি থেকে তুলে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন শিশু দুটিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুমেলকে মৃত ঘোষনা করেন আর এমদাদুলকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।

পরে নাসিরনগর ফায়ার সার্ভিসের টিমলীডার মোঃ মোতাহার হোসেনের নেতৃত্বে লোকজন গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নৌকা ও নৌকার ভেতরে থাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। 

এ বিষয়ে মুঠোফোনে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাবিবুল্লাহ সরকারে সাথে কথা বলে জানতে চাইলে তিনি বলে এখনো কেউ মামলা নিয়ে আসেনি।কেউ মামলা করতে চাইলে আমরা মামলা নিতে প্রস্তুত আছি।



আরও খবর