Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

উত্তপ্ত রাবি, বিনোদপুরে বিজিবি মোতায়েন

প্রকাশিত:রবিবার ১২ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ২৩৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিজিবির ১ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজশাহী-ঢাকা মহাসড়কের বিনোদপুরে অবস্থান নিয়েছে তারা।’

সংঘর্ষের বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম টিপু বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ১৫০-২০০ শিক্ষার্থী আহত। এজন্য ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। তারা রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য, বগুড়া থেকে মোহাম্মদ বাসে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র আলামিন আকাশ। বাসে সিটে বসাকে কেন্দ্র করে গাড়ির চালক শরিফুল ও সুপারভাইজার রিপনের সঙ্গে কথা কাটাকাটি হয় আকাশের। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এসে আবারও কন্ডাক্টারের সঙ্গে ঝামেলা হয়। তখন স্থানীয় এক দোকানদার এসে শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে আসে। সেখানে স্থানীয় দোকানিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।


আরও খবর



ইতালি বন্যায় বিপর্যস্ত, নিহত ১৩

প্রকাশিত:শুক্রবার ১৯ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৫৯জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ইতালির উত্তরাঞ্চলীয় এমিলিয়া-রোমাগনা অঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ছাড়া বিলিয়ন বিলিয়ন ইউরোর সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির আঞ্চলিক গভর্নর গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান। খবর বিবিসি ও রয়টার্সের। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে মুষলধারে বৃষ্টিতে দেশটির রোমাংগনার পূর্বাঞ্চলীয় অংশে ৩০০ এর বেশি ভূমিধসের ঘটনা ঘটেছে। সেইসঙ্গে ২৩ নদী প্লাবিত হয়েছে এবং ৪০০ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে ৪২টি পৌরসভা। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। এমিলিয়া-রোমাগনার প্রেসিডেন্ট স্টিফানো বোনাচ্চিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা নতুন ভূমিকম্পের মুখোমুখি হয়েছি।

অন্যদিকে রাভেন্না শহরের মেয়র বিবিসিকে বলেছেন, শতকের মধ্যে এটি ভয়াবহ দুর্যোগ। প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার কারণে ৫ হাজারের বেশি ফার্ম পানির নিচে তলিয়ে গেছে।

বোনাচ্চিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে অনুমাণ করছি বন্যায় এক বিলিয়ন ইউরো সমপরিমাণ ক্ষতি হয়েছে। তাহলে চিন্তা করুন এটি কী পরিমাণে আরও বাড়তে পারে।

বন্যা কবলিত এক বাসিন্দা বিবিসিকে বলেন, ‘এখানে এর আগে এমন আমি জীবনে দেখিনি। আমরা এখানে আটকা পড়ে আছি এবং জানিনা কী করতে হবে। আমি শুধু আশা করছি এমন যেন আর না ঘটে।


আরও খবর



গাইবান্ধায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত 

প্রকাশিত:রবিবার ৩০ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৮২জন দেখেছেন

Image
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা সংবাদদাতা:-গাইবান্ধায় কঠোর নিরাপত্তা ব্যাবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং  সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।৩০ এপ্রিল রোববার জেলার সাতটি উপজেলার ৬৭ টি কেন্দ্রে  ৩৫ হাজার ৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
 
এর মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ২৭ হাজার ৩৪৭ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১১টি কেন্দ্র থেকে দাখিল পরীক্ষায় ৪৯১৯ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৬টি কেন্দ্র থেকে এবারের এসএসসি-কারিগরি পরীক্ষায় ২৭৫২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
 
পরীক্ষায় নকল মুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য বোর্ড গুলি দ্বারা পৃথক কয়েকটি ভিজেলিস টিম গঠন করা হয়। 
 
গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট অলিউর রহমান, জেলা পুলিশ সুপার কামাল হোসেন রোববার সকাল থেকে পরীক্ষা চলাকালীন পর্যন্ত জেলা সদরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র,  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও পেয়ারাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
 
এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার  নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।পাশাপাশি চলতি এস এস সি পরীক্ষা  নকল ও ঝামেলা মুক্ত করার লক্ষে  শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আরও খবর



গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। ভোট সুষ্ঠু করতে সব কটি কেন্দ্রেই স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। ৪৮০টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে।


আরও খবর



জেলা প্রশাসক কতৃক জেলা রেজিস্ট্রি অফিস পরিদর্শন

প্রকাশিত:বুধবার ০৩ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৬ মে ২০২৩ | ৮২জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বুধবার  ০২ মে বিকেলে জেলা রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ। 

এসময় উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার  মোহাম্মদ সেলিম মল্লিক,সদর সাব-রেজিস্ট্রার  মো: আদনান নোমান, জেলা রেজিস্ট্রি অফিসের সকল কর্মচারীবৃন্দ, দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।

জেলা রেজিস্ট্রি অফিস থেকে চার উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত দলিলাদি সম্পর্কিত যাবতীয় তথ্য সরবরাহ করা হয়। এছাড়া নিকাহ ও তালাক সম্পর্কিত নকলও এ কার্যালয় থেকে সরবরাহ করা হয়। এ সম্পর্কে জেলা প্রশাসক খোঁজ খবর নেন।


পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, সেবাগ্রহীতাদের সেবার মান বৃদ্ধিসহ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তিনি জেলা রেজিস্ট্রি অফিস ও সকল সাব-রেজিস্ট্রি অফিসের ওয়েবসাইট যথাযথভাবে হালনাগাদ করার নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

আরও খবর



যাত্রাবাড়ী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত:বুধবার ০৩ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

ঢামেক প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা পার্কের পাশের রাস্তা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পার্কের পাশে বাদাম গাছ সংলগ্ন রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাত ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসআই আরও বলেন, ‘লোকটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মনে হয়। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

তিনি বলেন, প্রাথমিক ভাবে ও স্থানীয়দের থেকে জানা যায় মৃত ব্যক্তি দীর্ঘ ২ মাস ধরে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ঘোরাফেরা করতো এবং পার্কের মধ্যেই ভাসমান অবস্থায় ঘুমাতেন।

নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।


আরও খবর