Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

উড়োজাহাজ বিধ্বস্তের ৪০ দিন পর চার শিশুকে জীবিত উদ্ধার

প্রকাশিত:শনিবার ১০ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৪জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:দক্ষিণ আমেরিকার দেশ কলাম্বিয়ার আমাজন জঙ্গলে এক মাসের বেশি সময় আগে বিধ্বস্ত হয় উড়োজাহাজ। সেই উড়োজাহাজ থেকে নিখোঁজ শিশু উদ্ধারের বিষয়ে এবার নতুন তথ্য দিলেন দেশটির প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, এত দিন পর সেই জঙ্গল থেকে ক্ষুদ্র জাতিসত্তার চার শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া শিশুদের বয়স ১৩ বছর, নয় বছর, চার বছর এবং এক বছর বয়সী শিশুও আছে। গত মে মাসের ১ তারিখ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজে শিশুদের মা, একজন পাইলট ও কো-পাইলট ছিলেন। তবে তারা মারা গেছেন।

শুক্রবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জীবিত চার শিশু উদ্ধারের ঘটনাকে ‘পুরো দেশের জন্য আনন্দজনক’ বলে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটে তিনি বলেছেন, আমাদের পুরো দেশের জন্য আনন্দজনক খবর রয়েছে। আমাজন জঙ্গল থেকে চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৪০ দিন আগে উড়োজাহাজ দুর্ঘটনার পর থেকে ক্ষুদ্র জাতিসত্তার এই চার শিশু নিখোঁজ ছিল।

টুইটে গুস্তাভো পেত্রো উদ্ধার কার্যক্রমের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে দেশটির সেনাবাহিনী ও স্থানীয় ক্ষুদ্র জাতিসত্তার লোকজনকে উদ্ধারকাজে অংশ নিতে দেখা গেছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট জানান, শিশুরা এখন চিকিৎসাধীন আছে এবং তিনি তাদের দাদার সঙ্গে কথা বলেছেন। এর আগে গত ১৭ মে এক টুইটে কলম্বিয়ান প্রেসিডেন্ট বলেছিলেন, দুর্ঘটনার দু’সপ্তাহ পর ওই চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে পরবর্তীতে সেই টুইট তিনি মুছে দেন এবং জানান, শিশুদের উদ্ধারের বিষয়টি ‘অনিশ্চিত’।

তবে নতুন করে তিনি ওইসব শিশু উদ্ধারের কথা জানালেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজে থাকা কয়েক শিশুর খোঁজে তল্লাশি চালাতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ ১০০ সেনাকে মোতায়েন করা হয়।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একাধিক পদে লোক নেবে

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৫৬জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একাধিক শূন্য পদে লোক নেবে। এ জন্য বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (২০ সেপ্টেম্বর) থেকেই আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় 

পদের সংখ্যা: ৩টি 

লোকবল নিয়োগ : ২০ জন 

কর্মস্থল : ঢাকা

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৯টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ ( গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি

বয়সসীমা:  সর্বোচ্চ ৩০, তবে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ পর্যন্ত শিথিল।

পদের নাম: অফিস সহকারী কম্পিউটার অপারেটর 

পদসংখ্যা: ২টি বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান 

বয়সসীমা: সর্বোচ্চ ৩০, তবে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ পর্যন্ত শিথিল।

পদের নাম: অফিস সহায়ক 

পদসংখ্যা: ৯টি বেতন: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান 

বয়সসীমা: ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।আবেদন ফি : ১ ও ২ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৩ নং পদের জন্য ১১২ টাকা। 

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ১৯ অক্টোবর ২০২৩


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৬জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩৪ জনে। এই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ হাজার ৬০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।আজ রোববার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৮৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯২৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৯১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৩০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬০ হাজার ৪৮৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৯ হাজার ৮১৮ জন।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




মাগুরায় বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগ উদ্বোধন

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে; মাগুরার  জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ আতিথি  ছিলেন পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজা, ইনসেপ্টার ডিজিএম জাহিদুল আলম,,জেলা ক্রীড়া সংস্থার সাধাধারণ  সম্পাদক মকবুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্বাবধানে মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এর পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত এ ফুটবল লীগে মোট ১২ টি ফুটবল দল অংশগ্রহন করছে। দলগুলো হচ্ছে আছাদুজ্জামান স্পোটস একাডেমী, আবাহনী ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র,অগ্রগামী স্পোটিং ক্লাব, নাজমুল স্মৃতি সংসদ, শেখ জামাল ক্রীড়া চক্র, মাগুরা জেলা পুলিশ,মাগুরা সমাজ কল্যাণ সংসদ, বেরইল সুন্দরবন ক্লাব, শ্রীরামপুর ফ্রেন্ডস ক্লাব,রূদ্র দ্রুব স্পোটিং ক্লাব ও জোকা খেলোয়াড় কল্যাণ সমিতি। লীগের উদ্বোধনী খেলায় আছাদুজ্জামান স্পোটস একাডেমী ও নাজমুল স্মৃতি সংসদ মুখোমুখি হয়।


আরও খবর



দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিএনপি অস্থির ও পাগল হয়ে উঠেছে:কৃষিমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৩জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধিঃ দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর অবস্থা সৃষ্টির জন্য বিএনপি অস্থির ও পাগল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বিএনপির নেতা তারেক রহমান লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছে। সেখান থেকে আন্দোলন আর সন্ত্রাসের জন্য নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে। লন্ডনে নিরাপদে থেকে দেশে বিএনপির কর্মীদের ও এদেশের মানুষকে ঝুঁকিতে ফেলছে।

বুধবার(২৩ আগষ্ট) সকালে ঢাকার শাহবাগে শিশু পার্কের সামনে ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার ক্ষমতা কারো নেই। বিএনপির আন্দোলনের কোন ভিত্তি নেই। তাদের আন্দোলনে কিছু কর্মী যোগ দিলেও, সাধারণ জনগণ এসব আন্দোলনের সাথে নেই। ক্ষমতায় থাকতে বিএনপি যেসব অপকর্ম করেছিল, সেজন্য তারা এখনো জনবিচ্ছিন্ন। কাজেই, বিএনপি  আন্দোলন করে কখনো সফল হতে পারবে না।

তিনি বলেন, বিএনপি এখন বিদেশে ধরনা দিচ্ছে, বিদেশিদের হাতে-পায়ে ধরছে  আর দেশের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাচ্ছে। বিএনপি মনে করছে, আন্দোলন-সন্ত্রাস করে সরকারের পতন ঘটাবে। কিন্তু সেটি তারা পারবে না; কারণ আওয়ামী লীগের ক্ষমতার উৎস এদেশের জনগণ। জনগণ আওয়ামী লীগের সাথে আছে।

সারা বছর ফুল উৎপাদন করে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও যাতে রপ্তানি করা যায়, সেলক্ষ্যে কৃষি মন্ত্রণালয় নানান রকম উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, ফুল খুবই সম্ভাবনাময় ফসল। এখন বাণিজ্যিক ভিত্তিতে ফুলের চাষ বাড়ছে। সেজন্য, ফুল চাষিদের স্বার্থ রক্ষায় কৃত্রিম বা সিনথেটিক ফুলের ব্যবহার কমাতে হবে। কৃত্রিম ফুল আমদানিতে অচিরেই উচ্চহারে শুল্কারোপ করা হবে, যাতে করে আমদানি না হয়।

অনুষ্ঠানে ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি বাবুল প্রসাদ, সাধারণ সম্পাদক রাজীব শেখ মেরিন, উপদেষ্টা মোস্তফা জামান প্রমুখ বক্তব্য রাখেন। ফুল ব্যবসায়ীরা জানান, বর্তমানে দেশে ১৫০০ কোটি টাকার ফুলের বাজার রয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় নয় কাজে বিশ্বাসী: এবাদুল করিম বুলবুল

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ২০৮জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া  প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব-এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী  জাতীয় শোক দিবস ও ২১ আগষ্টের গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায়  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বিদ‍্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় শোক দিবসের  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকারুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-০৫ (নবীনগর) আসনের মাননীয় জাতীয়  সংসদ সদস্য,তথ‍্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির অন‍্যতম সদস্য  জননেতা মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

বিদ‍্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আরিফুল ইসলাম ভূইয়া টিপু,আওয়ামী লীগ নেতা প্রণয় কুমার ভদ্র পিন্টু, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন,আওয়ামী লীগ নেতা শুক্কুর খান, ভিপি মোশাররফ হোসেন সরকার।

নিয়াজুল হক কাজল, কবির আহমেদ, প্রণয় কুমার ভদ্র পিন্টু, সাইফুর রহমান সোহেল,বিদ‍্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল আউয়াল,নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান, আওয়ামী লীগ নেতা কাজী ফেরদৌস, শামসুল আরেফিন নাঈম,বিদ‍্যাকুট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ছাত্রলীগ- যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ, কৃষক লীগের বিভিন্ন নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল বলেন, আপনারা সব সময় জননেত্রী শেখ হাসিনার পক্ষে থাকবেন কারণ মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই ভীষণ একচল্লিশ বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এখন বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে বেড়েছে আয়ের পথ, এখন আর বাংলাদেশের মানুষের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট চাইতে হয় না, মাননীয় প্রধানমন্ত্রী কথা নয় কাজে বিশ্বাসী, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আমি পুনরায় এমপি নির্বাচিত হলে,নবীনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে তুলব। আমাকে আপনারা সমর্থন দিয়ে পাশে থাকবেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

হরতাল-অবরোধের জন্য প্রস্তুত হতে বললেন গয়েশ্বর

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩