Logo
আজঃ বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩
শিরোনাম

উপার্জন বৃদ্ধি সিংহের, সদাচরণ করুন ধনু

প্রকাশিত:শুক্রবার ০৩ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

বাড়ীতে অতিথি সমাগম হতে পারে। কাজকর্মে উৎসাহবোধ করতে পারেন। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠাণ্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

অধীনদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে।

মিথুন (২১ মে-২০ জুন)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

কোনো আশা পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। আর্থিক দিক ভালো থাকতে পারে। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কোনো উচ্চ আশা পূরণ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে কারো  পদোন্নতি হতে পারে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। পেশাগত দিক ভালো যাবে। মন ভালো থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। রিপুকে সংযত রাখুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। কোনো বিতর্কে জড়াতে যাবেন না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমালংঘন করা ঠিক হবে না।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মায়ের শারীরিক অবস্থা ভালো থাকতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। বিলাস দ্রব্য কেনাকাটা হতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।


আরও খবর

২৮ মার্চ রাশিফল

মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩

২৫ মার্চ রাশিফল

শনিবার ২৫ মার্চ ২০২৩




‌‘বিএনপি যতই নালিশ করুক, মানুষ ভোট দেবে না’

প্রকাশিত:মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image

 নিজস্ব প্রতিবেদক ;বিএনপি যতই নালিশ করুক, বিদেশিদের কথায় বাংলাদেশের মানুষ তাদের ভোট দেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বংশালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের বংশাল ও কোতোয়ালি থানার পাঁচটি ওয়ার্ড ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিদেশিদের মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পৃথিবীর কোনো দেশের গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। যারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলে তাদের দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও ভোট চুরির অপবাদ দিয়েছেন। প্রতি মাসে সেদেশে গণগুলি বর্ষণের ঘটনা ঘটে। যা গণতন্ত্রের ওপর আঘাত।’

অন্যের সমালোচনা করার আগে নিজের দেশের ভেতরের চিত্রটা দেখা উচিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রমান্বয়ে ত্রুটিমুক্ত নির্বাচন করতে শেখ হাসিনার সরকার কাজ করছে। গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকীকরণে আইনগতভাবে নির্বাচন কমিশন গঠন করেছে।’

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে, লবিস্ট নিয়োগ করেছে বলে জানান সেতুমন্ত্রী। তিনি আরও বলেন, ‘বিএনপির আন্দোলন কাঁদায় আটকে গেছে। আন্দোলনের এ গাড়ি আর উঠবে না। তাদের আন্দোলনে জনগণ নেই। নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ। তাই তাদের এখন অবলম্বন ষড়যন্ত্র, নাশকতা ও চোরাগোপ্তার পথ। সেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি।’

এ সময় শেখ হাসিনার মতো দেশে এত উন্নয়ন অর্জন কোনো নেতা করতে পারেনি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দীন রানার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ যুবলীগের নেতৃবৃন্দ।


আরও খবর



দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে আবির

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ | ৮০জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়! আর তার এই দ্বিতীয় বিয়ের ঘটকালি করছেন পরিচালক অর্জুন দত্ত! ইন্ডাস্ট্রিতে এমন গুঞ্জনই রটেছে। যা নিয়ে ভক্তরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। সুখী দাম্পত্য জীবন কাটানোর পরেও কেন অভিনেতা তার বর্তমান স্ত্রীকে ডিভোর্স দিচ্ছেন? কে হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী? এসব চিন্তায় তাদের ঘুম হারাম। আসলে তেমন কিছুই নয়, যা হচ্ছে তার পুরোটাই সিনেমায়।

টালিউডের অন্দরে যে খবর ভাসছে তাতে শোনা যাচ্ছে, অব্যক্ত থেকে শ্রীমতীর মতো সিনেমা উপহার দিয়েছেন যে পরিচালক, সেই অর্জুন দত্তই আবিরের দ্বিতীয় বিয়ে দিতে চলেছেন। কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত পরিচালক বা অভিনেতা কেউই কিছু জানাননি। বরং মুখে কুলুপ এঁটে রেখেছেন।

তবে আপাতত শোনা যাচ্ছে, অর্জুন দত্তের আগামী সিনেমার নাম হতে চলেছে ‘ডিপ ফ্রিজ’। সেখানেই দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। তাতে তার প্রাক্তনের ভূমিকায় দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। তবে দ্বিতীয় পক্ষের স্ত্রী কে হচ্ছেন সেটা এখনো জানা যায়নি। এখানে দেখা যাবে, প্রথম পক্ষে আবিরের একটি ছেলেও আছে।

সম্পর্কে যখন আর টান থাকে না, অনুভূতি যখন ঠাণ্ডা হয়ে যায়- তখন সেটা বরফের মতো মনে হয়। অনেকটা ডিপ ফ্রিজের মতো। সেই সম্পর্কের নানা ধাপ, চরিত্রের নানা দিক সিনেমাটিতে উঠে আসবে বলে জানা গেছে। আগেও যেমন পরিচালক তার সিনেমাতে সম্পর্কের কথা তুলে ধরেছিলেন, এবারও তার ব্যতিক্রম হবে না বলেই অনুমান করা যাচ্ছে।

এই সিনেমাতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন সৌম্যঋত। তবে কার কণ্ঠে এই সিনেমার গান শোনা যাবে সেটা এখনো জানা যায়নি। কিন্তু গানে যে তার একটা বড় ভূমিকা থাকবে সেটা অনেকটা নিশ্চিত। এখনো অনেক উত্তর অধরা থাকলেও পয়লা বৈশাখের আগেই নাকি এই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে।

এদিকে অভিনেতা আবীর চট্টোপাধ্যায় আবারও ফিরছেন ছোট পর্দায়। তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন ধারাবাহিক দিয়ে। সেই ধারাবাহিকেই ফিরছেন বাংলা সিনেমা জগতের জনপ্রিয় এ তারকা। তবে একটি বিশেষ চরিত্রে, কিছু দিনের জন্য। সান বাংলায় শুরু হয়েছে ‘বিনোদনের মহা পার্বণ’। ওই চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘সাথী’। আর এই ধারাবাহিকেই বহুদিন পর দেখা যাবে আবীরকে।

এতে আবীর হিসেবেই হাজির হবেন তিনি। ‘সাথী’র নায়ক ওম তথা ইন্দ্রজিৎ বসুর কলেজের সিনিয়ের চরিত্রেই দেখা যাবে আবীরকে। কার্যত হিরো হয়েই এন্ট্রি নিবেন আবীর।

এদিকে আবীরকে আবারও ধারাবাহিকে ফিরতে দেখে খুশি তার অনুরাগীরা। কিছুটা নস্টালজিকও বটে। ‘প্রলয় আসছে’ থেকে শুরু করে ‘খুঁজে বেরাই কাছের মানুষ’, ‘এক আকাশের নীচে’, ‘বহ্নিশিখা’সহ বহু সিরিয়ালে অভিনয় করেছেন আবীর।

শুধু মাত্র মূল চরিত্রই নয়, তাকে দেখা গেছে পার্শ্বচরিত্রেও। যদিও তার ভাগ্যের চাকা ঘুরেছে বছর কয়েক আগেই। এখন তিনি পর্দা কাঁপান ব্যোমকেশ হয়ে। সূত্র: হিন্দুস্তান টাইমস


আরও খবর



বিশ্ব যক্ষ্মা দিবস আজ

প্রকাশিত:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

লাইফস্টাইল ডেস্ক: যক্ষ্মা পৃথিবীর প্রাচীন রোগগুলোর একটি। বাংলাদেশে দীর্ঘদিন থেকে যক্ষ্মা সরকারি ও বেসরকারি উদ্যোগে চিকিৎসায় কাজ চলছে। কিন্তু যক্ষ্মা থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। বরং যক্ষ্মা থেকেও মারাত্মক মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স (এমডিআর) যক্ষ্মা দিন দিন বাড়ছে। দেশে এখন ১০ হাজারের বেশি এমডিআর যক্ষ্মা রোগী রয়েছে।

আজ বিশ্ব যক্ষ্মা দিবস। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘হ্যাঁ আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি।

সাধারণ যক্ষ্মা রোগীদের সঠিক চিকিৎসা না হওয়া, অর্ধেক ওষুধ খেয়ে সুস্থ বোধ করলেই অনেকেই সাধারণ যক্ষ্মার ওষুধের পুরো কোর্স সম্পন্ন করেন না। ফলে যক্ষ্মার জীবাণুরা আরো শক্তিশালী হয়ে এমডিআর টিবিতে পরিণত হয়। একজন এমডিআর যক্ষ্মারোগী অন্যদের মধ্যে ভয়ঙ্কর এমডিআর যক্ষ্মাই ছড়িয়ে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত ওষুধে না গিয়ে টিকা ব্যবহারের দিকে আমাদের যাওয়া উচিত। পৃথিবীর কয়েকটি দেশে যক্ষ্মার বিরুদ্ধে টিকা ব্যবহারে সফলতা এসেছে।

এ ব্যাপারে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিভাগীয় যক্ষ্মা বিশেষজ্ঞ ডা: আহমেদ পারভেজ জাবীন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও জাম্বিয়ায় গ্ল্যাক্সো অ্যান্ড স্মিথক্লাইনের (জিএসকে) তৈরি টিবি ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট এম৭২/এএসও আইই’ নামক যক্ষ্মার টিকার দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।’ এই দেশগুলোতে জিএসকের ৯ হাজার ভায়াল টিকার সফল পরীক্ষা হয়েছে বলে ডা: জাবীন জানিয়েছেন।

তিনি বলেন, ‘যক্ষ্মার টিকাকে সব দেশেই উৎপাদনের অনুমতি দিয়ে যক্ষ্মা নিয়ন্ত্রণে অবদান রাখার সুযোগ দেয়া হোক।’

যে হারে সাধারণ যক্ষ্মা থেকে এমডিআর যক্ষ্মা হচ্ছে এবং এমডিআর যক্ষ্মার জীবাণুও ওষুধ প্রতিরোধী হয়ে আরো ভয়ঙ্কর এক্সটেনসিভলি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি (এক্সডিআর। জীবাণুতে পরিণত হচ্ছে এবং এই এক্সডিআর টিবি থেকে আরো ভয়ঙ্কর যক্ষ্মার জীবাণু আরআর টিবি হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, যক্ষ্মা রোগে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক থেকে এখন বের হয়ে আসা উচিত এবং টিকার দিকে যেতে হবে।

১৯৯৫ থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে প্রায় ত্রিশ লাখ যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়েছে। যার মধ্যে শিশু রয়েছে প্রায় ২০ হাজার।

স্বাস্থ্য অধিদফতরের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন পরিচালকের দফতর থেকে জানানো হয়েছে, ‘বাংলাদেশে ২০২১ সালে প্রতি ১২ মিনিটে একজন মানুষ যক্ষ্মায় মারা গেছে। ২০২১ সালে বাংলাদেশে প্রায় তিন লাখ ৭৫ হাজার মানুষ লোক যক্ষ্মায় আক্রান্ত হয় এবং ৪২ হাজার মৃত্যুবরণ করে। অর্থাৎ প্রতি ১২ মিনিটে যক্ষ্মার কারণে একজনের মৃত্যু হয়েছে।’


আরও খবর



অগ্নিকান্ডে নিহত মিরাজ মুন্সীর পরিবারকে জেলা প্রশাসকের টিন ও আর্থিক সাহায্য প্রদান

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৫৫জন দেখেছেন

Image

  মাগুরা থেকে স্টাফ রিপোর্টার; মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামে অগ্নি দুর্ঘটনায় নিহত মিরাজ মুন্সীর পরিবারকে ২৫,০০০  ও ৯,০০০ টাকার দুইটি চেক ও তিন বান্টিল ঠেউটিন প্রদান করা হয়েছে। গত ১৩ মার্চ গোয়াল ঘরের অগ্নিকান্ডে গরু ছাগল বাঁচাতে যেয়ে মিরাজ মুন্সী নামের কিশোর নিহত হয়। মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ ২১ মার্চ মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্থ বাড়িতে যেয়ে নিহতের পিতা ফয়জুর মুন্সীর হাতে সাহায্য সামগ্রী প্রদান করেন। দুর্ঘটনার দিন তাৎক্ষনিকভাবে চাল,ডাল,তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয়  পণ্য প্রদান করা হয়েছিল বলে জেলা প্রশাসক জানান। এ সময় তার সাথে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




আরও খবর



স্কালোনি দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ৭৮জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি কিছুদিন আগেই নির্বাচিত হয়েছিলেন ফিফার বর্ষসেরা কোচ। এবার দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচের পুরস্কারও লাভ করেছেন তিনি। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কোচ আবেল ফেরেইরাকে বড় ব্যবধানে হারিয়ে নির্বাচিত হলেন তিনি।

দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ হওয়ার পথে স্কালোনি পেয়েছেন ১০৭ ভোট। দ্বিতীয় হওয়া আবেল ফেরেইরার সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের এই কোচের পার্থক্য ৭২ ভোটের। এ বছর স্কালোনি জিতলেও গতবার পুরস্কারটি ফেরেইরারই জিতেছিলেন।

এ নিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানায়, সেরা কোচ নির্বাচিত করতে ২১৮ জন সংবাদকর্মী এই ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন। ২৮ ভোট পেয়ে তৃতীয় ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে গত বছর কোপা লিবার্তোদোরেস জেতানো কোচ দরিভাল জুনিয়র।

১৯৮৬ সাল থেকে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচের এই পুরস্কার দিয়ে আসছে এল পাইস। যেখানে এ নিয়ে মোট ৩৭ বারের মধ্যে ২১ বারই দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন আর্জেন্টিনার কেউ। মোট ১২ জন আর্জেন্টাইন কোচ এ পুরস্কার জিতেছেন। সর্বোচ্চ পাঁচবার এ মহাদেশের বর্ষসেরা কোচ হয়েছেন আর্জেন্টাইন কার্লোস বিয়াঞ্চি।

প্রসঙ্গত, আর্জেন্টিনা দলের দায়িত্ব নিয়ে লিওনেল স্কালোনি খুবই কম সময়ের মাঝে অভূতপূর্ব একটা ব্যাপার ঘটিয়ে ফেলেছেন। তার হাত ধরে আর্জেন্টিনা তাদের দুই দশকের বেশি সময় ধরে চলা শিরোপাখরা ঘুচিয়েছে। 

শুধু তাই নয়, আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ও ফিনালিসিমাতেও জিতিয়েছেন তিনি। তার হাত ধরে দলটির পরিবর্তন এখনও হচ্ছে, উন্নতি স্পষ্ট ধরা পড়ছে প্রতিটা ম্যাচে।

যার ফল হিসেবে ২০২২ সালে ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হন সাবেক এই আর্জেন্টাইন ফুটবলার। এর একমাস না পেরোতেই তার মুকুটে আবারও যুক্ত হলো নতুন পালক।


আরও খবর