

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
মামলার অন্য আসামিরা হলেন-বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, সাইফুল আলম নিরব, মোয়াজ্জেম হোসেন বাবু, আজিজুল বারী হেলাল, কাজী রেজাউল হক বাবু ও খন্দকার এনামুল হক এনাম।রোববার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ অভিযোগ গঠন করেন।
এর আগে মির্জা ফখরুলসহ অন্য আসামিরা আদালতে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি শুরু হয়। শুনানিতে আসামিপক্ষ তাদের নির্দোষ দাবি করে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে প্রার্থনা করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানাধীন মিন্টু রোডে মির্জা ফখরুল ইসলাম ও রিজভীর নেতৃত্বে ২০০ থেকে ২৫০ নেতাকর্মী লাঠিসোটা নিয়ে রাস্তা অবরোধ করেন। এসময় তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর করেন ও বিস্ফোরণ ঘটান।
এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়িচালক মো. আয়নাল বাদী হয়ে মামলা করেন। ২০১৭ সালের ২৩ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন খান আদালতে চার্জশিট দাখিল করেন।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
খবর প্রতিদিন ২৪ডেস্ক :বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ডা. আধানম গ্যাব্রিয়াসুসের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দপ্তরে দুজনের মধ্যে বৈঠক হয়।
‘বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন শুরু হয়েছে। সোমবার নিউইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে এই অধিবেশন শুরু হয়।
এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আন্তর্জাতিক উন্নয়ন ও জলবায়ু ইস্যুর পাশাপাশি প্রাধান্য পাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাধারণ সভার আলোচনা।
এবারের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের দেড় শতাধিক রাষ্ট্রপ্রধান যোগ দিচ্ছেন।
নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চপর্যায়ের প্রথম দিনের বিতর্কে যোগ দেবেন। ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১টা থেকে দুপুর ২টার মধ্যে ভাষণ দেবেন তিনি।
এর আগে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৫০ মিনিটে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
সিরাজগঞ্জ প্রতিনিধি:"গাছ লাগিয়ে যত্ন করি-সুস্থ প্রজন্মের দেশ গড়ি" স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ এর শুভউদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
আবু কাওছার মিঠু ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ২০২৩-২০২৪ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং ১শ দিনের বিশেষ কর্মসূচীর সফল বাস্তবায়ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের খেলাপি ঋণ গ্রহিতাদের নিয়ে দ্বি-পাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ সেপ্টেম্বর রবিবার মুড়াপাড়া বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংক রূপগঞ্জ শাখা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি ও কৃষি ব্যাংক রূপগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ মাহাবুব আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক আশরাফুজ্জামান খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় নিরীক্ষা কার্যালয়ের নিরীক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক আঃসঃমঃ বাবর, বাংলাদেশ কৃষি ব্যাংকের নারায়ণগঞ্জ মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ রাশিদুল ইসলামসহ আরো অনেকে।
-খবর প্রতিদিন/ সি.ব
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
স্টাফ রিপোর্টারঃভ্রাম্যমান আদালতের অসংখ্য অভিযানের পরেও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী কর্তৃক বাংলাদেশ গ্যাস আইনে মামলা রুজু না করায় দীর্ঘ নয় বছর যাববৎ প্রভাবশালী গ্যাস চোরাইকারবারীরা চুরি করে সংযেকগ স্থাপন করে বিনা বিলে দাপটের সাথে পুরো পাড়ায় গ্যাস চালাচ্ছে।
২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামের তারুমিয়া স্টোরের (পন্ডিতবাড়ি) নিকটস্থ গ্যাসের মেইন লাইন থেকে চোরাই গ্যাস সম্রাট শফিকুল মিয়ার নেত্রিত্বে রাতের আধাঁরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে যাযএকই পাড়ার উচাবাড়ির সমগ্র পাড়ার আবাসিক এলাকায়। এর কিছু দিন পর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কো: লি. এবং জেলাপ্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিছিন্নকরণ করলেও তারা পুনরায় রাতের আধাঁরে জনসাধারণের চলাচলের রাস্তার মধ্যে ড্রেন সৃষ্টি করে রাস্তা বিনষ্ট করে পূর্বের মতো পুনরায় চোরাই গ্যাসের সংযোগ নেয়।
এভাবে তারা ২০১৪ সাল থেকে বর্তমান পর্যন্ত কিছু দিন পর পর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কো: লি. এবং জেলাপ্রশাসনের ভ্রাম্যমান আদালতের সঙ্গে চোর-পুলিশ খেলা খেলে প্রায় ৮-৯ বার গ্যাসের পুন:সংযোগ দিয়ে নয় বছর যাবৎ কোন ধরণের গ্যাস বিল পরিশোধ না করে গ্যাস লাইন বিনষ্টকরণসহ সরকার বা কর্তৃপক্ষের বিপূল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে গূরত্বপর্ণ জ্বালানি সম্পদ অপচয় করে আসছে। তাদের গ্যাস পাইপ খুবই নিম্নমানের। এতে করে গ্যাসলাইন বিনষ্ট হওয়া, গ্যাসজনিত অগ্নিদূর্ঘটনাসহ জনসাধারণের রাস্তা বারবার ভেঙ্গে যাওয়ায় ভূক্তভোগী জনসাধারণের পক্ষ থেকে উপ-মহাব্যবস্থাপক(চলতি দায়িত্ব), বিক্রয় ডিপার্টমেন্ট (ব্রাহ্মণবাড়িয়া), বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কো: লি. বরাবরে ১০ জুলাই, ২০২৩ তারিখে লিখিত অভিযোগ দায়ের করলে কর্তৃপক্ষ ১১ জুলাই,ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পায়। খবর পেয়ে শফিকুল মিয়া, গংরা পালিয়ে যায়। তখন গ্যাস কর্তৃপক্ষ প্রায় ১২-১৫ অবৈধ রাইজার কাটাসহ সংযোগ বিছিন্ন করে। পরে অপরাধীরা পুন:রায় অবৈধভাবে গ্যাস-রাইজার সংগ্রহ করে গ্যাস সংযোগ দেয়। খবর পেয়ে কর্তৃপক্ষ পুন:রায় ১১ জুলাইয়ের ভ্রাম্যমান অভিযানের প্রায় ১ সপ্তাহ পরে বাখরাবাদ গ্যাস ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচিালনা করে অবৈধ গ্যাস পাইপ কেটে নিয়ে আসেনে। অত:পর অপরাধীরা সর্বশেষ ২৭তারিখ আনুমানিক বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় পূর্বের ন্যায় ড্রেন করে চোরাই গ্যাস লাইন স্থাপনের পায়তারা করে।
তখন ভূক্তভোগীজনসাধারণ এবং এলাকাবাসী বাধাঁ প্রদান করেন এবং কর্তৃপক্ষের রাজস্ব ফাকি না দিয়ে বৈধভাবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন এর অনুমোদনক্রমে গ্যাস সংযোগ নেয়ার অনুরোধ করেন। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী তখন অপরাধীরা রেগে যায় এবং চোরাই গ্যাসের সম্রাট শফিকুল মিয়ার নেত্রিত্বে অপরাধীরা ভূক্তভোগীণকে দেশীয় অস্ত্রসহ হুমকি প্রদান করে বাধা প্রদানকারীর বাড়িঘর সমায়িক সময়ের জন্য দখল করে ফেলে।মারধর করার চেষ্টা করে এবং মৃত্যুর হুমকি দেয়। ফলে সেখানে আইনশৃঙখলা পরিস্থির মারাত্মক অবনতি হয়। যে কোন সময় দু-পক্ষের মধ্যে অনাকাঙ্খিত দাঙ্গা ও জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হতে পারে। এ প্রেক্ষিতে ভুক্তভোগীণের পক্ষে নাসির মিয়া গ্যাস সম্রাট শফিকুল মিয়ার নেত্রিত্বাধীন অপরাধীদের বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পি- ১২৪৭/২৩ নং মোকদ্দমা এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে মোকদ্দমা দায়ের করেন।
তাছাড়া বাংলাদেশ গ্যাস আইনে সরাসরি জনসাধরণের মোকদ্দমা করার সুযোগ না থাকায় ঘটনার স্থায়ী সমাধানের জন্য তথ্য-প্রমাণসহ ভোক্তভোগীরা উপ-মহাব্যবস্থাপক(চলতি দায়িত্ব), বিক্রয় ডিপার্টমেন্ট (ব্রাহ্মণবাড়িয়া),বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশ কো: লি: যদি ২০১৪ সালের শুরু থেকেই বাংলাদেশ গ্যাস আইনের মামলা দায়ের করে অপরাধীদের আইনের আওতায় আনতো তাহলে অপরাধীরা দীর্ঘ নয় বছর যাবৎ চোরাই গ্যাস ব্যবহার করে কর্তৃপক্ষের বিপূল পরিমান গ্যাস সম্পদ বিনষ্ট করতে পারতো না এবং কর্তৃপক্ষ নয় বছর যাবৎ পুরো এলাকার গ্যাস বিলের রাজস্ব হাড়াতো না। গ্যাস ও গ্যাস লাইন হল বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লি: এর নিজস্ব সম্পদ। তাদের রয়েছে নিজস্ব আইন সেল। তাদের রয়েছে বাংলাদেশ গ্যাস আইনে মামলা দায়ের করণের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে জেল-জরিমানাসহ সার্টিফিকেট মোকদ্দরুজু করে দীর্ঘ নয় বছর যাবৎ পুরো পাড়ায় গ্যাস ব্যবহারে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের সুযোগ। তারপরেও কেন অপরাধীদের বিরুদ্ধে গ্যাস আইনে মামলা দায়ের হচ্ছে না তা জনসাধারনের অজানা।
ব্রাহ্মণবাড়িয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিভিশন কোম্পানীর উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামানের মুঠোফোনে এ বিষয়ে জানতে চেয়ে একাধিকবার যোগাযোগের করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি।
-খবর প্রতিদিন/ সি.ব
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩