Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

উন্নয়ন অব্যহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতেই হবে: ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৭৬জন দেখেছেন

Image
লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি:ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি বলেছেন-চরাঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তন করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।‘যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। প্রতি মুহূর্তে তাদের বাধা অতিক্রম করতে হচ্ছে। উন্নয়ন বাধাগ্রস্ত করার চেস্টা করছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকল বাধা অতিক্রম করে আবারো জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মসনদে বসাতে হবে।

প্রতিমন্ত্রী বুধবার বিকালে জামালপুরের ইসলামপুর যমুনার দূর্গম চরাঞ্চল বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক কে জয়যুক্ত করা কর্মী সভাবেশে মন্নিয়া বাজারস্থ মাঠে এসব কথা বলেন।

তিনি আরো বলেন,শেখ হাসিনার আমলে দেশের যত উন্নয়ন হয়েছে- তা ইতিহাসযোগ্য। এর আগে কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি। যমুনার তলদেশ দিয়ে সাব মার্সেবুল ক্যাবলের মাধ্যমে যমুনার দূর্গম চরে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, বয়স্কভাতা,বিধবাভাতা,স্বামী পরিতেক্ত ভাতা,যত্ন প্রকল্পের ভাতা, উপজেলার গ্রামেগঞ্জে রাস্তাঘাট, সেতু কালভার্টে, বন্যা আশ্রয়ন কেন্দ্র,স্কুল কলেজের ভবন, সকল উন্নয়ন সমাপ্তের পথে। যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। 
সকল প্রকার উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে রূপান্তর করা হয়েছে। শেখ হাসিনার অদম্য শক্তি, সাহস, মনোবল ও বলিষ্ঠ নেতৃত্বে বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখে। তাই স্সার্ট বাংলাদেশ গড়তে সকলকে বিভেদ ভূলে নৌকাকে বিজয়ী করার আহবান জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানশাহ সরকারের সভাপতিত্বে চেয়ারম্যান আঃ মালেকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক,আঃ খালেক আকন্দ,মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি,ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ প্রমূখ বক্তব্য রাখেন।
এতে উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন।

আরও খবর



বান্দরবানের রোয়াংছড়িতে সেনা ও জেলা পরিষদের মানবিক সহায়তা প্রদান

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

বান্দরবান প্রতিনিধি:জেলার রোয়াংছড়ি উপজেলার ক্যাপলং ও পাইক্ষ্যং পাড়ায়  বসবাসকারী ১০৮ টি পরিবারের মাঝে  সেনা রিজিয়ন ও পার্বত্য জেলা পরিষদের আয়োজনে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (২৬শে নভেম্বর) সকালে রোয়াংছড়ি উপজেলার ক্যাপলং ও পাইক্ষ্যং পাড়ায় বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই  মানবিক সহায়তা প্রদান করেন।

এসময়  ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন বলেন, আমরা চাই একটি সৌহার্দপূর্ণ বান্দরবান, যেখানে নানা ধর্ম বর্ন সকল সম্প্রদায়ের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকবে। যারা পূর্বে পাড়া থেকে চলে গিয়েছিলো তারা নির্ভয়ে আবার পাড়ায় ফিরে আসতে পারবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী অতিতের মতো এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, দীর্ঘ সহিংসতায় এই এলাকায় বসবাসকারী জনসাধারণের অনেক ক্ষতি হয়েছে। ধাপে ধাপে কিভাবে শান্তি আলোচনার অগ্রগতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেইদিকে আমরা এগুচ্ছি। এসময় তিনি জেলা পরিষদের পক্ষ হতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মানবিক সহায়তা অনুষ্ঠানে প্রথমে ক্যাপলং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২৮ পরিবার এবং পরে পাইক্ষ্যং পাড়ায় ৮০ পরিবার সহ মোট ১০৮ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা সামগ্রী,নগদ অর্থ, শীত বস্ত্র এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সদর জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি,জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা,উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম, বম সোশ্যাল কাউন্সিল এর সভাপতি লাল জারলম বম,রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম,উপজেলা চেয়ারম্যান চ হাই মং মার্মা,হেডম্যান, পাড়া কারবারি,পাড়াবাসী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, দীর্ঘ ৯মাস আগে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফ ও নিরাপত্তা বাহিনীর সাথে চলা অস্থিরতার সময় ভয়ে বিভিন্ন পাড়া হতে পালিয়ে জঙ্গলে অবস্থান নেয় বম জনগোষ্ঠীর ৯৭টি  পরিবারের প্রায় ৫শ জনের অধিক সদস্য।

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সমন্বয়ে গঠিত ১১সদস্য বিশিষ্ট শান্তি কমিটির সাথে গত ৫ই নভেম্বর রুমা উপজেলার মুনলাই পাড়ায়  কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক এর ফলশ্রুতিতে সেনাবাহিনীর সহযোগিতায় দীর্ঘ ৯মাস পর নিজেদের আবাসস্থলে ফিরতে শুরু করে বম সম্প্রদায়ের জনসাধারণ।

দীর্ঘ ৯মাস জঙ্গলে পালিয়ে থাকার কারণে এবছর বম সম্প্রদায়ের লোকজন জুম চাষ করতে না পারায় তাদের মধ্যে দেখা দেয় চরম খাদ্য সংকট।


আরও খবর



নবীনগর ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৫৯জন দেখেছেন

Image
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্   নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া  প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার দক্ষিণ কাইতলা যজ্ঞের উচ্চ বিদ্যালয়ে নিছা সানবি ছাত্র কল্যাণ ফাুন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো এই মেধা বৃত্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১০ টায় কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে , কসবা উপজেলা ও নবীনগর উপজেলার ২৪ টি কিল্ডার গার্ডেন স্কুলের কুমল মতি শুশিদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে প্রেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায়  ১১ শ ছাত্র ছাত্রী অত্যান্ত সুন্দর , মনোরম  ও  উৎসবমুখরং পরিবেশে কচিকাচা শিক্ষার্থীদের শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষে এই মেধা বৃত্তি পরিক্ষায়  অংশ গ্রহন করেন।

উক্ত পরিক্ষা নিয়ন্তক ছিলেন  কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক  হাজী মোঃ লিয়াকত আলী।এই মেধা বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা পরিদর্শন করেন কাইতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত আলী। 

এতে উপস্হিত ছিলেন, নিছা সানবি ছাত্র কল্যাণ ফাউন্ডেনের  সহ- সভাপতি আবু জাহের সরকার, কুমিল্লা  জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জসিম উদ্দিন, পরিক্ষা কমিটি আহবায়ক  সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, ও কুমিল্লা অঞ্চল  মাধ্যমিক শিক্ষা  সহ-কারী পরিদর্শক মোঃ জসিম উদ্দিন,যুগ্ন আহবায়ক মোঃ সোহরাব উদ্দিন কালাম ,সদস্য সচিব মোঃ আল- আমিন, 
হল সুপার  ছিলেন মেহারী উবায়দিযা ফাজিল মাদরাসা সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম।অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী বলেন, কাইতলা নিছা সানবি  ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করায় আমি আমার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে এবং এই ধরনের মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনের ফলে শিক্ষার মান বৃদ্ধি পাবে।তাদের এই উদ্যোগ যেন অব্যাহত থাকে সেই কামনা করি।

পরীক্ষা হলের সম্মনয়ক মোঃ আবু সাঈদ রনি বলেন, অত্র এলাকার কচিকাচা শিক্ষার্থীদের শিক্ষার গুনগত মান উন্নয়ন  শিক্ষার্থী ও অভিভাবদের  সহযোগিতা করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি ।

আরও খবর



সিলেটে দুবাই ফেরত ফ্লাইটের সিটের নিচে বিপুল স্বর্ণ

প্রকাশিত:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৪৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইটের সিটের নিচ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই চালান জব্দ করা হয়।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, সকাল ৮টা ৫৭ মিনিটে ২৪০ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফাইট।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান চালায় বিমানবন্দর কাস্টমস ও গোয়েন্দা সংস্থা এনএসআই।

পরে যাত্রীদের বসার সিটের নিচ থেকে ১০ ইঞ্চি মাপের বড় স্কেল আকৃতির ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ছাড়া বাকি স্বর্ণ বিমানের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে ছিল। যেগুলোর মধ্যে ১৪টি বার ও ১০টি বল আকৃতির।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে চারজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুজন দুবাই থেকে সিলেট হয়ে ঢাকাগামী যাত্রী ও দুজন সিলেটের।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




যশোরে ১৬স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৪৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে

প্রকাশিত:শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ৪৯জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান শার্শা,যশোর প্রতিনিধি:আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

সকাল থেকে যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও যশোরের ছয়টি আসনের স্ব-স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানা গেছে বৃহস্পতিবার সারাদিন বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ১৬ জন।

যশোর-১ (শার্শা) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম, সোহরাব হোসেন, নাজমুল হাসান এবং জাকের পার্টির সবুর খান ও জাতীয় পার্টির আক্তারুজ্জামান।

যশোর -২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ডা.তৌহিদুজ্জামান তুহিন, স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম ও এসএম হাবিবুর রহমান এবং জাকের পার্টির সাফরুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আওয়াল।

যশোর-৩ (সদর) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল, বাংলাদেশ খেলাফত আন্দলোনের মোহাম্মদ তৌহিদুজ্জামান, জাকের পার্টির মাহবুব আলম, তৃণমূল বিএনপির কামরুজ্জামান, জাতীয় পার্টির মহিবুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান, ন্যাশনাল পিপলস এর এ্যাড. সুমন কুমার রায়।

যশোর-৪ ( বাঘারপাড়া ও অভয়নগর) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য রনজিৎ কুমার রায়, সন্তোষ কুমার অধিকারী, তৃণমূল বিএনপির অব: লে: ক: এম শাব্বির আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল, ইসলামি ঐক্যজোটের মোহাম্মদ ইউনুস আলী, জাকের পার্টির লিটন মোল্লা ও জাতীয় পার্টির জহুরুল হক।

যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী, কামরুল হাসান বারী, হুমায়ুন সুলতান ও আমজাদ হোসেন লাভলু। এবং তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা, ইসলামি ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী, জাকের পার্টির হাবিবুর রহমান এবং জাতীয় পার্টির এমএ হালিম।

যশোর-৬ (কেশবপুর) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন চাকলাদার, স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ ইসলাম, আজিজুল ইসলাম, এইচ,এম আমির হোসেন, জাতীয় পার্টির জিএম হাসান, জাকের পার্টির সাইদুজ্জামান।

যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, নির্বাচন কমিশনের শিডিউল অনুযায়ী আজ মনোনয়ন পত্র জমার শেষ দিন ছিল। প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও স্ব- স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আমরা উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র গ্রহন করেছি।


আরও খবর



নির্বাচনের তফসিল ঘোষণা: ৭ জানুয়ারি ভোট

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১৪০জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১৫ নভেম্বর) রাত ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের দিনক্ষণ জানান তিনি।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাইয়ের তারিখ ১ থেকে ৭ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

ভাষণে সিইসি সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি সংবিধান ও আইনের আলোকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

প্রধান নির্বাচন কমিশনারের এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।

এর আগে বিকেল ৫টায় নির্বাচন কমিশনের (ইসি) ২৬তম সভা অনুষ্ঠিত হয়। সেখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত হয়।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩