Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

উন্নয়ন মেলার উদ্বোধন করলেন সংসদ সদস্য শিখর

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:স্থানীয় সরকার দিবস উপলক্ষে মাগুরা সদর উপজেলা পরিষদ আয়োজিত তিনদিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন   মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। সোমবার ১৮ সেপ্টেম্বর সকালে মাগুরা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলা উদ্বোধন উপলক্ষে সদর উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটু্ল, সদর উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান, সদর উপজেণা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরা্রফুল আলম বাবুল ফকির। অনুষ্ঠানে পুনর্বাসনের লক্ষে ভিক্ষুকদের মাঝে মোটর চালিত ভ্যান প্রদান করেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরগন উপস্থিত ছিলেন।


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




মালিতে নৌকা-সেনাঘাঁটিতে হামলা, নিহত ১১৪

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:আফ্রিকার দেশ মালিতে পৃথক দুই হামলায় বেসামরিকসহ অন্তত ১১৪ জন নিহত হয়েছেন। ঘোষণা করা হয়েছে তিনদিনে রাষ্ট্রীয় শোক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর পূর্বাঞ্চলে এক নৌকায় হামলায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন বেসামরিক। অন্যদিকে এক সেনাঘাঁটিতে হামলায় ১৫ সেনা ও ৫০ জন সন্ত্রাসী নিহত হন।

২০২০ সাল থেকে সামরিক জান্তা দেশটি পরিচালনা করছে। ক্ষমতাদখলের সময় তারা দেশজুড়ে সমর্থন পেয়েছিলেন। তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতার বিরুদ্ধে রাজপথে নেমেছিল সাধারণ মানুষ। তবে ক্ষমতা দখলের পর দেশের খুব একটা অগ্রগতি হয়নি। উন্নতি হয়নি নিরাপত্তা ব্যবস্থারও। দেশের একাদিক জায়গায় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা ও আইএস সংশ্লিষ্টগ্রুপগুলো ২০১২ সাল থেকে দেশটিতে তাণ্ডব চালাচ্ছে।

সর্বশেষ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রিভার নাইজার নদীতে একটি নৌকায় হামলা চালানো হয়। এতে প্রাণ হারায় ৪৯ বেসামরিক নাগরিক। মালি সরকার বলছে, সশস্ত্র সন্ত্রাসী সংগঠন এই হামলা চালিয়েছ।

নৌকাটির অপারেটর কোমানাভ বলেন, অন্তত তিনটি রকেট নৌকাটি লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। হামলার পর নৌকাটি বিকল হয়ে যায়। পরে সেনা সদস্যরা গিয়ে যাত্রীদের উদ্ধার করেন।

অন্যদিকে গাও অঞ্চলের বুরেম সার্কেল সেনা ঘাঁটিতেও হামলা চালানো হয়। এতে ১৫ সেনা ও ৫০ জন সন্ত্রাসী নিহত হন।

বিবিসি বলছে, সাম্প্রতিক সময়ে মালিতে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। তবে সরকারের দাবি, রুশ ভাড়াটে সেনা দল ওয়াগনার গ্রুপ এর সংশ্লিষ্টতায় পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




দেশে ফিরেছে টাইগাররা

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৪জন দেখেছেন

Image

ক্রীড়া প্রতিবেদক:বাংলাদেশ দলের এবারের এশিয়া কাপে দারুণ কিছু করার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন দুসর হয়ে গেছে। ফাইনালে খেলার আগেই আজ দেশে ফিরতে হলো বাংলাদেশ দলকে।

বেলা ১১টার দিকে ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান সাকিব-মিরাজরা। এবারের আসর বাংলাদেশ শুরু করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে। গ্রুপ পর্বের ওই ম্যাচ হেরে যাওয়ায় ক্ষীণ হয়ে গিয়েছিল সুপার ফোরে খেলার আশা।

তবে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে নিশ্চিত করে শেষ চারে খেলা। এই পর্বে পাকিস্তানের বিপক্ষে কাছে হারের পর শ্রীলঙ্কার কাছেও হারে বাংলাদেশ। তাতে শেষ হয়ে যায় ফাইনালে খেলার আশা।

ভারতের বিপক্ষে শুক্রবার ছিল নিয়ম রক্ষার ম্যাচ। এই ম্যাচে পাঁচ পরিবর্তন নিয়ে খেলতে নামলেও দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আসরে মোট পাঁচ ম্যাচ খেলে দুই জয়, বলা যায় ভালো-খারাপের মিশ্র অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরেছে ঘরের ছেলেরা।

দেশে ফিরেও বিশ্রাম নেই, আবার নামতে হবে মাঠে। আগামী ২১ তারিখ থেকে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




মধুপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত ওসির মতবিনিময়

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮৩জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইলঃটাঙ্গাইলের মধুপুর থানায় নবযোগদানকৃত  অফিসার ইনচার্জ( ওসি) মোল্লা আজিজুর রহমানের  সহিত  মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের এক মত বিনিময়  অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৯ টায় নবাগত ওসির আহবানে থানার মধুকুন্জে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মুরাদ হোসেন সহ মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, , সহসভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার , সাধারণ সম্পাদক বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জাহীদুল কবির জুয়েল, দপ্তর সম্পাদক আবুল হোসেন আকাশ প্রচার সম্পাদক আ: আজিজ, কার্যকরি সদস্য অধ্যাপক আবু সাইদ, মো. ইব্রাহীম,  মাহবুবুর রহমান, তানভীর তছির, মিজানুর রহমান, আমিনুল ইসলাম মারুফি, আব্দুর রাজ্জাক সহ আরও অন্যান্য সাংবাদিকবৃন্দ। 

ওসি মোল্লা আজিজুর রহমান মধুপুরের আইন শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। 

এর আগে তাকে মধুপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




অবশেষে প্রিগোশিনকে নিয়ে যা বললেন পুতিন

প্রকাশিত:শুক্রবার ২৫ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন দেশটির ভাড়াটে বাহিনী ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন। এ বিষয়ে প্রথম দিকে নীরব থাকলেও এবার মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত জুন মাসে ভাগনার গ্রুপের বিদ্রোহের দিকে ইঙ্গিত করে পুতিন বলেন, ‘এই ব্যক্তি জটিল ভাগ্য নিয়ে এসেছিলেন। তিনি তার জীবনে মারাত্মক ভুল করেছিলেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন এ কথা বলেন। এসময় উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। 

পুতিন তার বক্তব্যে বলেন, প্রিগোশিনকে দীর্ঘদিন ধরে আমি চিনি। সেই ১৯৯০ সাল থেকে।

ভাগনার প্রধান সম্পর্কে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি জটিল ভাগ্যের মানুষ ছিলেন ও জীবনে গুরুতর ভুল করেছিলেন। কিন্তু তিনি সঠিক ফলাফল অর্জন করেছিলেন। প্রিগোশিন একজন মেধাবী মানুষ ও মেধাবী ব্যবসায়ী ছিলেন।

পুতিন বলেন, প্রিগোশিন শুধু দেশেই কাজ করেননি, বিদেশের মাটিতেও তার অবদান রয়েছে, বিশেষ করে আফ্রিকায়।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমি যতদূর জানি তা হলো একদিন আগে সে আফ্রিকা থেকে ফিরেছিলেন। কিছু কর্মকর্তার সঙ্গে দেখাও করেছেন। 

মস্কো থেকে ৩০০ কিলোমিটার উত্তরে টিভিয়ের এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর সেই খবর আন্তর্জাতিক সব গণমাধ্যমের শিরোনাম হয়। বিষয়টি নিয়ে ওই দিনই প্রতিক্রিয়া জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে। তারা এ ঘটনার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে দায়ী করেছে। 

এরপর দেওয়া ওই টেলিভিশন ভাষণে পুতিন বলেছেন, উড়োজাহাজ দুর্ঘটনার বিষয়টি তাকে জানানো হয়েছে গতকাল সকালে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে তদন্ত শেষ হতে সময় লাগবে। ভাষণে ইউক্রেনে লড়াইয়ে ভাগনার গ্রুপের অবদানের কথাও উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট।

সূত্র:বিবিসি


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




তানোর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আসলাম সভাপতি সুজন সম্পাদক

প্রকাশিত:শুক্রবার ০১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৪জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোর পৌর আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসলাম উদ্দিনকে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া একই মঞ্চে পৌর কৃষক লীগের সভাপতি করা হয় বিশ্বজিৎ কুমারকে এবং সম্পাদক করা হয় হাফিজুর রহমানকে। পৌর যুব মহিলালীগের সভাপতি করা হয় মুক্তা বেগমকে। শুক্রবার সকালের দিকে পৌর এলাকার চাপড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনটি উদ্ধোধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন। প্রথম অধিবেশনে ত্রিবার্ষিক সম্মেলনে পৌর আওয়ামী লীগ সহসভাপতি আসলাম উদ্দিনের সভাপতিত্বে ও প্যানেল মেয়র কৃষকলীগ নেতা আরব আলীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ফারুক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সাধারণ সম্পাদক একে সরকার সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, মহিলা লীগ সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, কৃষকলীগ সভাপতি রাম কমল সাহা,সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক প্রধান শিক্ষক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন আমিন, সম্পাদক কাউন্সিলর মোহাম্মাদ হোসেন মুন্টু, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগ সম্পাদক আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, প্যানেল চেয়ারম্যান কামারগাঁ উত্তর শাখার সভাপতি আলাউদ্দিন প্রামানিক, সম্পাদক নির্মল সরকার, উপজেলাা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট, 
 মুন্ডুমাল পৌর যুবলীগের সভাপতি আবু রায়হান তপন, তালন্দ ইউপি আওয়ামী লীগ সম্পাদক মেম্বার আবুল হাসান, ইউপি যুবলীগের সম্পাদক মইফুল, কলমা ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা,কামারগাঁ ইউপি দক্ষিণ শাখার যুবলীগ সভাপতি রবিউল ইসলাম, উত্তর শাখার সভাপতি সাফিউল, সম্পাদক হায়দার আলী প্রমুখ। এসময় উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নব গঠিত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করতে নির্দেশ দেন উপজেলা সভাপতি। 


আরও খবর

বিপদজনক সংযোগ সড়কে বাধ্য হয়ে চলাচল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩