
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:স্থানীয় সরকার দিবস উপলক্ষে মাগুরা সদর উপজেলা পরিষদ আয়োজিত তিনদিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। সোমবার ১৮ সেপ্টেম্বর সকালে মাগুরা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলা উদ্বোধন উপলক্ষে সদর উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটু্ল, সদর উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান, সদর উপজেণা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরা্রফুল আলম বাবুল ফকির। অনুষ্ঠানে পুনর্বাসনের লক্ষে ভিক্ষুকদের মাঝে মোটর চালিত ভ্যান প্রদান করেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরগন উপস্থিত ছিলেন।