Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

উদ্ধার কাজ স্থগিত আপাতত, সকালে শুরু করবে সেনাবাহিনী

প্রকাশিত:বুধবার ০৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১৪৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান আজকের মতো স্থগিত করা হয়েছে। আজ রাত পৌনে ১১টায় উদ্ধারকাজ স্থগিতের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা।

দিনমনি শর্মা গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই অবস্থায় ভবনের ভূ–গর্ভস্থ স্থানে উদ্ধার কাজ চালানো সম্ভব নয়। তাই উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। আগামীকাল বুধবার সকালে সেনাবাহিনী আসবে, তারপর উদ্ধার কাজ শুরু হবে।

আজ বিকেলে বিস্ফোরণের পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া শতাধিক মানুষকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

সাততলা ভবনটির অবস্থা বেশ নড়বড়ে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা দিনমনি শর্মা। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত ভবনের নিচের অংশের অবস্থা খুব খারাপ। এটা নড়বড়ে হয়ে গেছে। এখন যদি ভূগর্ভস্থ স্থানে আমরা তৎপরতা চালাতে চাই তবে সেটা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। ভবনের কলামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভবনটি নাজুক অবস্থায় পড়ে গেছে। এ অবস্থায় উদ্ধার কাজ চালানো সম্ভব নয়।’

এ পর্যন্ত ঢাকা মেডিকেলে মোট ১৮ জনের মরদেহের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কুমিল্লার মেঘনা থানার বাসিন্দা কাতার প্রবাসী মো. সুমন(২১), তিনি রাজধানীর ১ নম্বর সুরি টোলা বংশাল এলাকার পরিবারসহ থাকতেন। বরিশাল জেলার কাজির হাট থানার চর সন্তোষপুর গ্রামের ইসহাক মৃধা(৩৫), তিনি ঢাকার নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী ২ নম্বর রোড বসবাস করতেন ও ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন। পশ্চিমপাড়া যাত্রাবাড়ির বাসিন্দা মুনসুর হোসেন (৪০)। ৯৭ লুৎফর রহমান লেন, আলু বাজারের বাসিন্দা মো. ইসমাইল (৪২)। চাঁদপুর জেলার মতলব থানার পশ্চিম লালপুর গ্রামের বাসিন্দা আল আমিন (২৩), তিনি বিবিএ ছাত্র ছিলেন। কেরানীগঞ্জের দক্ষিণ চৈনকুটিয়া গ্রামের রাহাত (১৮)। ১১৫/৭/৫ ইসলাম বাগ, চক বাজার থানার মমিনুল ইসলাম। একই এলাকার নদী বেগম (৩৬)। জেলা মুন্সিগঞ্জ সদরের সৈয়দপুর গ্রামের মাঈন উদ্দিন (৫০)। ৪৭ নং কে পি ঘোষ ষ্ট্রিট, বংশাল এলাকার নাজমুল হোসেন (২৫), তিনি আজাদ স্যানিটারি দোকানের কর্মচারী ছিলেন। মানিকগঞ্জ সদরের চর বেউথা গ্রামের বাসিন্দা ওবায়দুল হাসান বাবুল(৫৫)। মুন্সিগঞ্জের গজারিয়া থানার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা আবু জাফর। ১৮/১ আগামাসি লেন, বংশাল এলাকার আকুতি বেগম(৭০)। মীর হাজারীবাগ যাত্রাবাড়ী এলাকার মো. ইদ্রিস মির(৬০)। যাত্রাবাড়ির মাতুয়াইলের নুরুল ইসলাম ভূইয়া (৫৫) ও বংশাল থানার সিদ্দিক বাজার জাবেদ গলি এলাকার হৃদয় (২০), মো. সম্রাট (২২) ও মোহাম্মদ সিয়াম (২০)। হতাহতদের খোঁজে অনেকেই ভিড় করছেন হাসপাতালে। প্রিয়জনদের ছবি দেখিয়ে খোঁজার চেষ্টা করছেন।


আরও খবর



শাস্তি পেলেন তর্কে জড়িয়ে কোহলি-গম্ভীর-নাভিন

প্রকাশিত:মঙ্গলবার ০২ মে 2০২3 | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচের মধ্যে যেমন উত্তেজনা ছিল, ম্যাচের শেষেও ছড়িয়েছে উত্তেজনা। উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে ব্যাঙ্গালোর ব্যাটসম্যান বিরাট কোহলি ও লখনৌয়ের মেন্টর গৌতম গম্ভীরের মধ্যে। ফলে বড় শাস্তিই পেতে হয়েছে এই দুজনকে।

এক বিবৃতিতে আইপিএলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচ চলাকালে আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায়ে গম্ভীরকে ম্যাচ ফির একশ শতাংশ জরিমানা করা হলো। আইপিএল আচরণবিধির ২.২১ অনুচ্ছেদের লেভেল-২ অপরাধ স্বীকার করেছেন গম্ভীর।’ কোহলিকেও একই আচরণবিধি ভঙ্গের অপরাধে ম্যাচ ফির একশ শতাংশ জরিমানা করা হয়েছে।

এছাড়া লখনৌ সুপার জায়ান্টসের পেসার নাভিন-উল-হককে ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছে। তিনি আইপিএলের আচরণবিধির ২.২১ অনুচ্ছেদের অধীনে লেভেল-১ অপরাধ করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

সোমবার লখনৌয়ের ঘরের মাঠে লো স্কোরিং ম্যাচে ১৮ রানের জয় পায় ব্যাঙ্গালোর। ম্যাচশেষে কোহলি-গম্ভীর একে অপরের সঙ্গে সাধারণভাবেই হাত মিলিয়েছেন। কিন্তু ঝামেলাটা বাধে লখনৌ ওপেনার কাইল মেয়ার্স যখন কোহলির সঙ্গে কথা বলতে আসলেন। তারপর গম্ভীর এসে মেয়ার্সকে সেখান থেকে সরিয়ে নেন। এ সময় গম্ভীরকে বেশ রাগান্বিত দেখাচ্ছিল। পরে দেখা যায় কোহলি ও গম্ভীর জড়িয়ে পড়েন উত্তপ্ত বাক্যবিনিময়ে। লখনৌ ওপেনার লোকেশ রাহুলসহ কয়েকজন এ সময় দুজনকে আলাদা করে দেন। কোহলির সঙ্গে পরে কথাও বলেছেন রাহুল।


আরও খবর



বরখাস্ত ডিআইজি মিজান নিজেকে নির্দোষ দাবি করলেন

প্রকাশিত:রবিবার ১৪ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার আইনের মামলায় বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ তিনজন নিজেদের নির্দোষ দাবি করেছেন।

নির্দোষ দাবি করা অপর দুই জন হলেন, ডিআইজি মিজানের ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান।

আজ রোববার ঢাকার ছয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। এরপর ডিআইজি মিজান এ বিষয়ে লিখিত বক্তব্য দেবেন বলে জানান।

আদালত আগামি ২৪ মে যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করেছেন। এ মামলায় ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করতে পারেননি মিজান। এরআগে মামলাটিতে চার্জশিটভুক্ত ৩৩ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।


আরও খবর



পলাশবাড়ীতে পানের বরজে অগ্নিকান্ড! অসহায় কৃষকের পাশে নেই কৃষি বিভাগ

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৫৪জন দেখেছেন

Image
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা জগরজানি গ্রামে রফিকুল ইসলাম এর পানের বরজের উপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তার থেকে পানের বরজে আগুন লেগে যায়। ৭ মে সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা  ঘটে। 

জগরজানি গ্রামের লাভলু মিয়া বলেন পানের বরজের উপর দিয়ে বয়ে যাওয়া হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সঙ্গে একটি পাখি উড়ে যাওয়ার সময় লেগে যায় এবং বিকট শব্দ হয়।কিছুক্ষণ পরে পানের বরজের উপর দিয়ে ধোঁয়া উঠতে দেখতে পাই। অতিরিক্ত দাপদাহের কারনে সহজেই আগুন লেগে যায়।পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হই।

পান বরজের মালিক রফিকুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, অল্পের জন্য আল্লাহ বাচাইছে, না হলে আমাদের দুই ভাইয়ের বাড়ি সহ পানের বরজ পুরে ছারকার হতো।তিনি বলেন পানের বরজে আগুন লাগার বিষয়টি বিদ্যুৎ অফিসে জানালে তারা ব্যবস্থা নিবেন বলে জানান।

পানের বরজে আগ্নিকান্ডের ঘটনার কি পরামর্শ প্রদান করা হয়েছে ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার ফাতেমা কায়সার মিশু ফোন রিসিভ না করায় মতামত গ্রহণ করা সম্ভব হয় নি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন অগ্নিকাণ্ডের ঘটনাটি আমি সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়েছি।দ্রুত কৃষি পরামর্শ প্রদানের জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশ প্রদান করা হবে।


আরও খবর



যশোর জেলা ‍বিএনপির ৪৪ নেতাকর্মী আটক

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৪৫জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান : যশোরে বিএনপির ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় শুক্রবার রাতে মামলা করেছেন এসআই জয় বালা। মামলায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান, কাজী আজম, সাবেক মেয়র মারুফুল ইসলাম, মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাবুল, ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পিকে আসামি করা হয়েছে। এ মামলায় ২৫ নেতাকর্মীকে আটক করেছে। একইসাথে পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এছাড়া,  যশোরে কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় পৃথক নাশকতা মামলায় মোট ৪৪ নেতাকর্মীকে আটক করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। 

কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় বাদী এসআই জয়বালা উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শুক্রবার বিকেলে শহরের পূর্ববারান্দীপাড়া শতদল পৌর প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুরুত্বপূর্ন স্থাপনায় নাশকতা কর্মকান্ড ঘটানোর জন্য বিএনপির নেতাকর্মীরা হাতবোমা, লাঠি ও ইট পাটকেল নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষনিক পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২২ নেতাকর্মীকে আটক করে। একই সাথে ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল, তিনটি কাঠের লাঠি ও পাঁচ টুকরা ইট উদ্ধার করে। আটককৃতরা হলেন, আহবায়ক কমিটির সদস্য মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, বারান্দী মোল্লাপাড়ার মনিরুল করীম ওরফে ফল নান্নু, একই এলাকার সাইদুর রহমান শাহীন, পূর্ব বারান্দিপাড়ার অ্যাডভোকেট এস এম আব্দুর রাজ্জাক, নীলগঞ্জ সাহাপাড়ার আব্দুর রব, বারান্দীপাড়া বৌবাজারের আব্দুল কাদের, সিটি কলেজপাড়ার শেখ মোহাম্মদ, বারান্দী মালোপাড়ার তৌহিদুর রহমান, পূর্ববারান্দী মোল্লাপাড়ার রাব্বি হোসেন, শংকরপুরের তাইজুল ইসলাম তাজু, সিদ্দিকুর রহমান, মনিরুজ্জামান মানু, মনোহরপুর গ্রামের দাউদ ইব্রাহিম, সিরাজসিঙ্গা গ্রামের খালেকুজ্জামান, ভগবতীতলার হাফিজুর রহমান, শাহাপুর গ্রামের কাওছার আলী, পাচবাড়িয়া গ্রামের সাইফুজ্জামান মুন্না, নওদাগ্রামের আবু খায়ের, রুপদিয়ার শাহিন রহমান, জিরাট গ্রামের আব্দুল গণি, তেতুলিয়ার প্রভাষক মনিরুজ্জামান, ওয়াপদা পাড়ার মাহাবুব হোসেন আপন। এ ছাড়া তদন্তে প্রাপ্ত আরও তিন আসামি সুজলপুরের নিছার আলী, ভাতুরিয়ার মহাসিন আলী ও জগমোহনপুরের ফারুক হোসেনকে এ মামলায় আটক দেখানো হয়েছে। 

শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এছাড়া এ মামলার পলাতক আসামিরা হলেন, বাউলিয়ার মোহাম্মদ মহাসিন, চান্দুটিয়ার শফিয়ার রহমান, নারাঙ্গালী গ্রামের ইদ্রিস আলী, আড়পাড়ার আমিনুর রহমান মধু, ঝুমঝুমপুরের জাহাঙ্গির হোসেন, পূর্ববারান্দীপাড়ার তারেক হোসেন চুন্নু, জিরাট গ্রামের আবু রাসেল, রুপদিয়ার হাসানুর রহমান লিটু, নরেন্দ্রপুরের আতিয়ার দফাদার, চাউলিয়ার সোহেল রানা তোতা, বিএম গোলাম রসুল, নরেন্দ্রপুরের আজিম হোসেন মিন্টু, ভেকুটিয়ার খাইরুল ইসলাম, সিরাজুল ইসলাম, সুজলপুরের শামসু ওরফে ভাংড়ি শামছু। 

উল্লেখ্য, কোতোয়ালি থানা পুলিশ ২৫জন ছাড়াও শার্শা থানায় ছয়জন, বেনাপোল পোর্ট থানায় পাঁচজন, বাঘারপাড়ায় তিনজন, চৌগাছায় দুইজন, ঝিকরগাছায় দুইজন ও মণিরামপুর থানা পুলিশ একজনকে নাশকতার পৃথক পেন্ডিং মামলায় আটক করেছে। জেলায় শনিবার বিএনপির ৪৪ নেতাকর্মীকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।


আরও খবর



ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেতে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত:শুক্রবার ০৫ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | ৭২জন দেখেছেন

Image
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে মুরাদ হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মুরাদ হোসেন মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজখানার ছাত্র এবং মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার দারুলের ছেলে। 

এলাকাবাসীর খবরে  ঘটনাস্থলে পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে
পাঠানো হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এটি একটি হত্যাকাণ্ড। লাশের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে এর কারণ জানা যাবে। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর