
অনলাইন ডেস্ক: তুরস্কে গত ৬ ফেব্রুয়ারি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পে ধসে পড়া হাজার হাজার ভবনে এখনো আটকা থাকলেও তাদের কেউ বেঁচে নেই বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে মাঝে মধ্যে বেশকিছু অলৌকিকভাবে বেঁচে থাকার খবর আসছে।
তেমনি ভূমিকম্পের তিন সপ্তাহ পর দক্ষিণ তুরস্কের এক বিধ্বস্ত ভবন থেকে জীবিত এক কুকুরকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির স্থানীয় মিডিয়ার খবরে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার কেন্দ্রীয় তুরস্কের স্থানীয় উদ্ধারকর্মীরা অ্যালেক্স নামে ওই কুকুরকে জীবিত উদ্ধার করে এবং একটি তুর্কি প্রাণী সুরক্ষা সমিতিতে তা হস্তান্তর করেছে।
সংবাদসংস্থা ডিএইচএ-এর ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা দুটি বড় কংক্রিটের স্ল্যাবের মধ্যে পৌঁছায় এবং আটকা পড়া কুকুরটিকে ডাকছে। একজন উদ্ধারকর্মীকে বলতে শোনা যায়, সে কি আসতেছে?
ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা কুকুরটিকে জড়িয়ে ধরে এবং পানি খেতে দেয়। স্থানীয় একজন ডিএইচএ'কে বলেন, আমাদের কাছে প্রত্যেকের জীবনই মূল্যবান-সেটা মানুষ বা প্রাণী হোক।
ভূমিকম্পের পর দেশটির উদ্ধারকর্মীরা শত শত বিড়াল, কুকুর, খরগোশ ও পাখি উদ্ধার করেছে।