Logo
আজঃ শনিবার ১০ জুন ২০২৩
শিরোনাম

তুরস্কে ভূমিকম্পের ২১ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ মার্চ 2০২3 | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: তুরস্কে গত ৬ ফেব্রুয়ারি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পে ধসে পড়া হাজার হাজার ভবনে এখনো আটকা থাকলেও তাদের কেউ বেঁচে নেই বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে মাঝে মধ্যে বেশকিছু অলৌকিকভাবে বেঁচে থাকার খবর আসছে।

তেমনি ভূমিকম্পের তিন সপ্তাহ পর দক্ষিণ তুরস্কের এক বিধ্বস্ত ভবন থেকে জীবিত এক কুকুরকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির স্থানীয় মিডিয়ার খবরে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার কেন্দ্রীয় তুরস্কের স্থানীয় উদ্ধারকর্মীরা অ্যালেক্স নামে ওই কুকুরকে জীবিত উদ্ধার করে এবং একটি তুর্কি প্রাণী সুরক্ষা সমিতিতে তা হস্তান্তর করেছে।

সংবাদসংস্থা ডিএইচএ-এর ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা দুটি বড় কংক্রিটের স্ল্যাবের মধ্যে পৌঁছায় এবং আটকা পড়া কুকুরটিকে ডাকছে। একজন উদ্ধারকর্মীকে বলতে শোনা যায়, সে কি আসতেছে?

ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা কুকুরটিকে জড়িয়ে ধরে এবং পানি খেতে দেয়। স্থানীয় একজন ডিএইচএ'কে বলেন, আমাদের কাছে প্রত্যেকের জীবনই মূল্যবান-সেটা মানুষ বা প্রাণী হোক।

ভূমিকম্পের পর দেশটির উদ্ধারকর্মীরা শত শত বিড়াল, কুকুর, খরগোশ ও পাখি উদ্ধার করেছে।


আরও খবর



রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ

প্রকাশিত:শনিবার ১০ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ২৬জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী একটি জাহাজ। আজ শনিবার ভোর ৫টার দিকে এম ভি জে হ্যায় নামের জাহাজটি মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়েছে। 

এর আগে ২১ মে মোংলা বন্দরের উদ্দেশে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। সকাল থেকেই এ জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার বা কোস্টার জাহাজে করে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে নেওয়া শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টগি শিপিং-এর খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, কয়লা নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায় ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে। জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হয়েছে।

এর আগে গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন ও ২৯ মে এম ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা এসেছিল মোংলা বন্দর হয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে। 

এদিকে, কয়লা সংকটের কারণে গত ৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ৯ জুন বাঁশখালী তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এই বিদ্যুৎকেন্দ্র দুটি বন্ধ হয়ে যাওয়ার দুঃসংবাদের মধ্যেই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য সুখবর নিয়ে মোংলা বন্দরে ভিড়ে কয়লাবাহী জাহাজ এম ভি জে হ্যায়। 


আরও খবর



ইউক্রেনের হামলায় রাশিয়ায় ৪ যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রকাশিত:রবিবার ১৪ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সীমান্তের অনেক কাছে রাশিয়ার দুই ফাইটার জেট ও দুই সামরিক হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যম কমারসান্ত তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ঘটেছে এ ঘটনা। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

কমারসান্ত তাদের ওয়েবসাইটে বলছে, গতকাল শনিবার রাশিয়ান সুখোই এসইউ-৩৪ ফাইটার বোমারু বিমান, এসইউ-৩৫ ফাইটার এবং দুইটি এমআই-৮ হেলিকপ্টার প্রায় একই সময়ে ব্রায়ানস্ক অঞ্চলে অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে ভূপাতিত হয়েছে।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, প্রাথমিক তথ্যানুযায়ী দুই ফাইটার জেটে করে একটি মিসাইল সরবরাহ এবং ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে বোমা হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া বাকি দুইটি হেলিকপ্টার তাদের ব্যাপআপ দেওয়ার জন্য ছিল।

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রস্তুতি প্রায় সম্পর্ন করেছে ইউক্রেন 

ইউক্রেনের সেনাবাহিনী এসব বিমান ভূপাতিত করেছে বলে দাবি কমারসান্তের। তবে সংবাদমাধ্যমটি কোনো প্রমাণ দেয়নি। অন্যদিকে বিভিন্ন সামরিক ব্লগারও রাশিয়ার চার বিমান ভূপাতিতের খবর জানিয়েছে।

এ নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া ইউক্রেনের পক্ষ থেকেও এ হামলা নিয়ে কথা বলা হয়নি।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সিনিয়র উপদেষ্টা মিখাইল পদলিয়াক এক টুইট বার্তায় লিখেছেন, ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে রাশিয়ান বিমান থেকে মিসাইল বোমা হামলার উদ্দেশ্য ছিল। কিন্তু অজ্ঞাত ব্যক্তিরা তাদের বিমান ধ্বংস করে দিয়েছে। তিনি একে তাৎক্ষনিক কর্মফল হিসেবে উল্লেখ করেছেন।


আরও খবর



বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৩৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:নিরাপত্তা ও বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে নিজেদের আগ্রহ পুনর্ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল।  

তিনি বলেন, ‘গত বছর আমরা একটি বার্ষিকী উদযাপন করেছি, যেটি বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্পর্কিত এবং ২০২৩ সালে আমরা সেই সম্পর্কটিকে আরও গভীর করার জন্য উন্মুখ। এমন বেশকিছু ক্ষেত্র রয়েছে যেগুলোতে আমরা এই সহযোগিতা আরও গভীর করতে চাই।

তিনি আরও বলেন, নিরাপত্তা সহযোগিতা ছাড়াও জলবায়ু, বাণিজ্য ও অন্যান্য অনেক বিষয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে সন্ত্রাস দমনে মার্কিন সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে জানতে চাইলে প্যাটেল বলেন,  ‘অবশ্যই এটি এমন একটি সমস্যা যা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি এই বিষয়ে অনেক কথা বলেছি। তার মধ্যে একটি অবশ্যই ছিল বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার সুযোগ।


আরও খবর



মিরসরাইয়ে কৃষি জমিতে স্থাপনা নির্মাণ গুড়িয়ে দিলো প্রশাসন

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image

মিরসরাই প্রতিনিধি:মিরসরাইয়ে কৃষি জমিতে নির্মিত স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অভিযান পরিচালনা করেন। এসময় তাকে সহযোগিতা করেন মিরসরাই থানা পুলিশ। জানা গেছে, মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব মঘাদিয়া মৌজার খৈয়াছড়া ঝর্ণা রোড়ের মুখে কৃষি জমিতে প্রশাসনের কোন প্রকার অনুমতি ব্যাতিত মাটি ভরাট করে রিসোর্ট তৈরি করছেন স্থানীয় সুকান্ত কুমার রায়। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে বুলডোজার দিয়ে স্থাপনা গুড়িয়ে দেন প্রশাসন। মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, অবৈধভাবে কৃষি জমিতে রিসোর্ট নির্মাণের খবর পেয়ে জায়গার মালিক সুকান্ত কুমার রায়কে এ ব্যাপারে সতর্ক করা হয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলা হয়। কিন্তু সুকান্ত রায় তা অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় ফসলী জমি রক্ষায় তার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর



সমুদ্রবন্দর থেকে সব সংকেত নামল

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব কেটে যাওয়ায় দেশের সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আজ সোমবার সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত আবহাওয়ার সর্বশেষ বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে বার্তায় আজ সন্ধ্যা পর্যন্ত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টার ২২ নম্বর বিশেষ বুলেটিনে অধিদপ্তর জানায়, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উপকূল অতিক্রম করার পর ক্রমশ শক্তি হারাতে শুরু করেছে। এ অবস্থায় কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


আরও খবর