Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

তুলার আশা পূরণ, কুম্ভের রোমান্স শুভ

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ ফেব্রুয়ারী 2০২3 | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৮৯জন দেখেছেন

Image

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে ।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনা আনন্দ পাবেন। পুরনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন)

ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। শরীর ভালো থাকবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো না-ও থাকতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যয় কমানোর চেষ্টা করুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলের সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহবোধ করতে পারেন। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো না-ও থাকতে পারে। আজ কোনো ঝুঁকি নিতে যাবেন না।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শরীর ভালো না-ও থাকতে পারে। আহারে বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মনের মানুষকে মনের কথা বলে দিন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান হতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বিলাস দ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন।


আরও খবর



বাগেরহাটে বাসি মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১৩৫জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের রামপালে বাসী মাংস বিক্রির অপরাধে হারুণ অর রশীদ নামের এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে রামপাল উপজেলার ভাগা বাজারের ওই ব্যবসায়ীকে অর্থদন্ডাদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এসময় ওই দোকানে থাকা ১৫ কেজি  বাসী মাংস ধ্বংস করা হয়।

এছাড়া একই বাজারে নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়,  মূল্য তালিকা না থাকার অপরাধে আরও ৬টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৪৫ ধারায় ৭টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারের ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ে সচেতন করা হয়েছে।


আরও খবর



মির্জা ফখরুল জামিন পাননি

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৫৪জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক:২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় জামিন মেলেনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

বুধবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে শুনানি হয়। মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, মো. আসাদুজ্জামান, বদরুদ্দোজা বাদল। আর রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে, ২০ নভেম্বর মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ থাকায় শুনানি পেছানোর আবেদন করেন রাষ্ট্রপক্ষ। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আজকের দিন (২২ নভেম্বর) ধার্য করেন।

২৯ অক্টোবর গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এদিন রাতে তাকে ডিবি অফিস থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। সে সময় তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অন্যদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে তার জামিন আবেদন করা হয়। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ জামিন আবেদন করেন। আদালত এ বিষয়ে শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা চালানো হয়। আসামিরা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় মির্জা ফখরুলসহ ৫৯ বিএনপির নেতার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়।


আরও খবর



ধোলাইখাল ট্রাক টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে ট্রাফিক পুলিশের সভা

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১০২জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক লালবাগ বিভাগ ও অপরাধ বিভাগ লালবাগের যৌথ উদ্যোগে কোতোয়ালি ট্রাফিক জোনের অন্তর্গত ধোলাইখাল ট্রাক টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় উপস্থিত ছিলেন ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আসমা সিদ্দিকা মিলি ( বিপিএম পিপিএম) সদ্য পদোন্নতি প্রাপ্ত এডিশনাল ডি আইজি ও ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো: জাফর হোসেন (সদ্য পদোন্নতি প্রাপ্ত - এডিশনাল ডিআইজি)।

এছাড়াও সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন লালবাগ ট্রাফিক বিভাগের ,এডিসি  মো: আশিক হাসান( পিপিএম) এবং - পীজূষ কুমার দে এসি কোতয়ালী সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪১,৪২ ও ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলরগণ, ট্রাক মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগণ।

সভায় লালবাগ ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপদে পণ্য পরিবহন ও চলাচলের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনাসমূহ উপস্থিত সকলের নিকট পৌঁছে দেন।



আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




সাপের কামড়ে আহত ওমর সানী

প্রকাশিত:সোমবার ৩০ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৩৭জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:চিত্রনায়ক ওমর সানী শুটিংয়ে সাপের কামড়ে আহত হয়েছেন। গতকাল রোববার (২৯ অক্টোবর) বান্দরবানের পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি ‘ডেডবডি’ সিনেমার শুটিং করছিলেন।

ওমর সানীকে সাপে কামড়ানোর তথ্যটি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক মো. ইকবাল। তিনি বলেন, ‘রোববার দুপুর ১২টায় আমরা পাহাড়ে শুটিং করছিলাম। শুটিং চলাকালীন হঠাৎ করে সবুজ রঙের একটি একটি সাপ কামড় দেয় ওমর সানীকে। পরে ঘটনাস্থলে তাতক্ষনিক প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকের কাছে নেওয়া হয়।

তিনি জানান, ভয়ের কোনো কারণ নেই। বর্তমানে সুস্থ আছেন ওমর সানী। বিশ্রাম নিয়ে শুটিং শুরু করেছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনা পরবর্তী একটি ভিডিও ছড়িয়েছে। যেখানে পায়ে কাপড় বেঁধে রাখা অবস্থায় বসে থাকতে দেখা গেছে ওমর সানীকে।


আরও খবর



কুষ্টিয়া সিডিএল ট্রাস্টের সংবর্ধনায় সিক্ত হলেন আশরাফ উদ্দিন নজু

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image
কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃআজ ০৯/১১/২৩ ইং বৃহস্পতিবার বেলা ১১ঃ৩০ ঘটিকায় কুষ্টিয়া সিডিএল ট্রাস্ট এর অফিসে জাতীয় ও আন্তর্জাতিক শিশু সংগঠক ও  বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আশরাফ উদ্দিন নজুকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজীবন সদস্য ও সদস্যরা - আশরাফ ,শাহিদা পারভীন রেখা ,শিরিয়া খাতুন, মহব্বত হোসেন, আলাউদ্দিন আহমেদ ,জেসমিন হোসেন মিনি,মোহিতুল ইসলাম ,রেফা খান,শারেক রউফ চৌধুরী,মীর আব্দুল কালাম আজাদ, তাজনিহার বেগম তাজসহ আরও অনেকে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ,কুষ্টিয়া সিডিএল ট্রাস্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, স্বাগত বক্তা সিডিএল ট্রাস্টের নির্বাহী পরিচালক আক্তারী সুলতানা ও  সন্চালনায় ছিলেন,মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান 

আরও খবর