
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে সময় টিভির একযুগ পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বাগেরহাটে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে মিলিত হয়। র্যালীতে সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
পরে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান।বাগেরহাট টিভি জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি বিষ্ণুপ্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসসের জেলা প্রতিনিধি এ্যাডভোকেট মো.শাহ আলম টুকু, সাবেক সভাপতি ও বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, মডেল থানার অফিসার্স আজিজুল ইসলাম, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তানিয়া খাতুন, প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক আজমল হোসেন, বাগেরহাট টিভি জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পদক ইয়ামিন আলী,
সময় টিভির স্টাফ রিপোর্টার আলী আকবর টুটুলসহ আরও অনেকে। বক্তারা বলেন, সংবাদের জন্য সময় টিভি দর্শকদের মন জয় করে নিয়েছে।তথ্যবহুল সংবাদের জন্য সময় টিভি দর্শকরা বেশি দেখেন। দেশে বিদেশে সময় টিভি জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতে আরও বেশি দর্শকপ্রিয়তা অর্জন করবে বলে আশা করেন তারা।