Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

ত্রিশালে খাদে পড়ে মাইক্রোবাসে আগুন, নিহত ৪

প্রকাশিত:সোমবার ১৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১৩০জন দেখেছেন

Image

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার রাঙামাটি এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে গেলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের চার যাত্রী আগুনের পুড়ে অঙ্গার হয়ে যান। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

মাইক্রোবাসের অগ্নিদগ্ধ সাত আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা। 

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে আহত এক যাত্রী জানান, মাইক্রোবাসের সবাই জেলার ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ হয়, এরপর আর কিছু বলতে পারেননি তিনি।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, খবর পেয়ে তারা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনেন ও উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দুই নারীসহ পুড়ে যাওয়া চারজনের মরদেহ গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চারজনের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।



আরও খবর



মাগুরায় চলতি মৌমুমে ২৫ কেটি টাকার লিচু উৎপাদন

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৪৩জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: মাগুরায় প্রচন্ড তাপদাহে লিচুর গুটি ঝরে গেলেও চাষিদের প্রচেষ্টায় মাগুরায় লিচুর ফলন মোটামুটি ভালো হয়েছে। তবে আকার হয়েছে ছোট। ইতোমধ্যে দেশী জাতের লিচু আগাম বাজারে উঠতে শুরু করেছে। চলতি বছর তাপদাহে লিচুর ফলন কম হলেও অন্তত 

২৫ কোটি টাকার বাণিজ্য হবে বলে ধারণা করছেন স্থানীয় লিচু ব্যবসায়ী ও চাষিরা।

জানা গেছে , জেলার সদর উপজেণার হাজরাপুর , ইছাখাদা , রাউতড়া , খালিমপুর , হাজীপুর , রাঘবদাইড়, নড়িহাটি ,  শিবরামপর সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বাণিজ্যিক ভিত্তিতে লিচুর চাষ হয়ে আসছে । উল্লেখিত এলাকায় তিন  হাজারেও বেশি লিচুর বাগান রয়েছে। যেখানে দেশী জাতের পাশাাপাশি  বোম্বাই ও চায়না-৩ জাতের লিচুর বাগান গড়ে উঠেছে।

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মাগুরা সদর উপজেলার হাজরাপুর, হাজীপুর ও রাঘবদাইড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৫৮০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। বাগান গড়ে উঠেছে ২১০০টি। এছাড়া অন্যান্য ইউনিয়নে আরো কয়েক হাজার বাগানে লক্ষাধিক গাছ রয়েছে। এ বছর লিচুর ফলন কম হলেও ২৫ কোটি টাকার লিচু পাওয়া যাবে বলে লিচু চাষিরা মনে করছেন।

ইতিমধ্যে এসব বাগানের স্থানীয় জাতের লিচু মাগুরা শহরের বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে। যেখানে প্রতি শত লিচু  দুই শত টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।


আরও খবর



গোদাগাড়ীতে বাল্য বিবাহ প্রতিরোধে গোলটেবিল বৈঠক

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

মুক্তার হোসেন গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে ”ছড়িয়ে দিই তারুণ্যের কন্ঠস্বর” এই প্রতিপাদ্যে বাল্য বিবাহ প্রতিরোধে গোলটেবিল বৈঠক। মঙ্গলবার দুপুর ২টার সময় উপজেলা পরিষদ হলরুমে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ, গোদাগাড়ী এপি’র আয়োজনে।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,গোদাগাড়ী এপি ম্যানেজার প্রেরণা চিশিশের সভাপতিত্বে। বাল্য বিবাহ প্রতিরোধে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন,উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতাসহ বিভিন্ন ধর্মের ইমাম ও পুরোহিতরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশণ বাংলাদেশ,গোদাগাড়ী এপির প্রোগ্রাম অফিসার এন্ড্রিকাস মুর্মু, মিল্টন রোজারিও, শ্যামল কস্তা, ডেভিড সাংমা, সিনিয়র প্রোগ্রাম অফিসার, ফিলিপ বিশ^াস, সন্তোষ মিত্র। বাল্য বিবাহ প্রতিরোধে গোলটেবিল বৈঠকটি উপস্থাপনা করেন উপজেলা শিশু ফোরাম সভাপতি মনিরা খাতুন।বক্তারা বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর মূল বিষয়সমূহ সকলের কাছে উপস্থাপন করে বলেন, বাল্যবিবাহ আমাদের দেশের একটি প্রধান সমস্যা যা ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যম বা প্রতিবেদনে আমরা দেখতে পাই।

বাংলাদেশ সরকারও উক্ত বিষয়ে সর্তক অবস্থানে আছে এবং তা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি সকলকে আহবান করে প্রত্যেকের নিজ নিজ অবস্থান সচেতনতা বৃদ্ধিসহ প্রতিরোধ করার জন্য। পাশাপাশি বিশেষ অতিথিগণও উক্ত বিষয়ে সচেতন তাদের সকল ধরণের সহযোগীতা প্রদান করার জন্য। প্রধান আলোচকসহ সকল অতিথিগণ গোদাগাড়ী এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কে ধন্যবাদ জানান এত সুন্দর একটি গোল টেবিল বৈঠক আয়োজন করার জন্য। উল্লেখ্য যে, সংস্থাটি ২ থেকে ৩১মে, ২০২৩ বিশ্ব ব্যাপী “মে মোমেন্টাম” ক্যাম্পেইন এর অংশ হিসেবে বাল্য বিবাহ হ্রাস করার লক্ষ্যে উক্ত কর্মসূচী গ্রহণ করা হয়েছে যেখানে কিশোর কিশোরী, যুবক যুবতী, ধর্মীয় নেতৃবৃন্দসহ এলাকার সূধীজন অংশগ্রহণ করে উক্ত বিষয়ে তাদের মূল্যবান মতামত প্রদান করে।


আরও খবর



যুক্তরাষ্ট্র থেকে চিনির পর এবার তেল কিনছে সরকার

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিনি কেনার পর এবার সয়াবিন তেল কিনছে সরকার। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে ১৪০ টাকা লিটার দরে ১ কোটি ১০ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সরকারি এ বিপণন সংস্থার জন্য দেশীয় একটি প্রতিষ্ঠান থেকে ১৮৩ টাকা লিটার দরে ৭০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তেলের পাশাপাশি দেশীয় একটি প্রতিষ্ঠান থেকে ১০৫ টাকা কেজি দরে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনা হবে।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় তেল ও চিনি কেনার অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক্সেনচুয়াল টেকনোলজি ইনকরপোরেশন (স্থানীয় এজেন্ট ওএমজি লিমিটেড) থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১২৯ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৪০ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৭০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২৭ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা। লিটার প্রতি দাম পড়বে ১৮২ টাকা ৬৫ পয়সা। সিটি এডিবল অয়েল কোম্পানি থেকে এই তেল কেনা হবে।

সাঈদ মাহবুব খান বলেন, জরুরি প্রয়োজনে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১২ হাজার ৫০০ টন চিনি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩১ কোটি ২৫ লাখ টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৫ টাকা। ব্রান্ড শেয়ার ট্রেডিং লিমিটেড মাইডস থেকে এ চিনি কেনা হবে।

এর আগে, গত ১৭ মে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র থেকে ১২ হাজার ৫০০ টন চিনি কেনার অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দেশটির এক্সেনচুয়াল টেকনোলজি ইনকরপোরেশন থেকে এ চিনি কেনা হবে। এতে খরচ ধরা হয়েছে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকা। প্রতি কেজি চিনির দাম ধরা হয় ৮২ টাকা ৮৫ পয়সা।


আরও খবর



ভারতে কারখানায় গ্যাস লিক, নিহত ৯

প্রকাশিত:রবিবার ৩০ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১১৪জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার গিয়াজপুর অঞ্চলে আজ রোববার একটি কারখানায় গ্যাস লিকের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। অচেতন হয়ে পড়েছেন আরও ১১ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এ ছাড়া সেখানে চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং দমকলবাহিনীর কর্মীও মোতায়েন করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

লুধিয়ানার সাব ডিভিশনার ম্যাজিস্ট্রেট স্বতি তিওয়ানা এএনআইকে বলেন, ‘এটি অবশ্যই গ্যাস লিকের ঘটনা। জাতীয় দুর্যোগ রেসপন্স বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে আছে। তারা মানুষকে উদ্ধার ও উদ্ধার অভিযান চালাবে।

তিনি ৯ জন নিহত ও ১১ জন অসুস্থ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

স্বতি তিওয়ানা আরও বলেছেন, গ্যাসের ধরন এবং এর উৎস সম্পর্কে এখন পর্যন্ত জানা যায় নি। এ নিয়ে এনডিআরএফ টিম তদন্ত করবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে এবং এ নিয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে।

এক টুইটবার্তায় তিনি বলেছেন, লুধিয়ানার গিয়াজপুর অঞ্চলে কারখানায় গ্যাস লিকের ঘটনা দুঃখজনক। পুলিশ, সরকার এবং এনডিআরএফ ঘটনাস্থলে অবস্থান করছে।


আরও খবর



আমতলীতে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

প্রকাশিত:রবিবার ০৭ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

আব্দুল্লাহ আল নোমান আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বনাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। সকাল ১০ টায় আমতলী পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালের পাদমেশে পুস্পস্তবক অর্পণ শেষে বনাঢ্য র‌্যলী শুরু হয়ে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সহ- সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রিপন হাওলাদার, এ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হাওলাদার, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার ঘরামী, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ মালাকার, প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, কাউন্সিলর রিয়াজ উদ্দিন মৃধা, শ্রম বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল মৃধা, আব্দুস সোবাহান লিটন ও নারী কাউন্সিলর মোসাঃ ফরিদা ইয়াসমিন প্রমুখ।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, ২০০৭ সালে তত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশে প্রবেশ করতে নিষেধাজ্ঞা দেয়। প্রধানমন্ত্রী ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে জনগনের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে প্রবেশ করেছেন। যা ছিল ইতিহাসে বিরল ঘটনা। ওই সময় আমি জীবন বাজি রেখে প্রধানমন্ত্রীর গাড়িবহর আগলে রেখে বিমান বন্দর থেকে পায়ে হেটে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ী এসেছি। তিনি আরো বলেন, গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাই এদেশের মানুষের প্রকৃত অভিভাবক।


আরও খবর