Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন সাময়িক বরখাস্তকৃত মাদরাসা শিক্ষক হারুন

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৯৪জন দেখেছেন

Image

এম এম হারুন আল রশীদ হীরা নওগাঁ:ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন নওগাঁর রাণীনগরের আল আমিন দাখিল মাদরাসার শরীর চর্চা বিষয়ক শিক্ষক হারুন অর রশিদ (৫০)। সম্প্রতি বিভিন্ন অনিয়মের মিথ্যা অভিযোগে মাদরাসা সুপার সাময়িক ভাবে তাকে বরখাস্ত করেন । তিনি উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আজাহার আলী শেখের ছেলে। এ ঘটনায় মৃত ভিকটিমের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  


বৃহস্পতিবার সকালে সান্তাহার রেলওয়ে থানার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনের দক্ষিণে কলাবাড়িয়া নামক স্থানে চিলাহাটি হতে ছেড়ে আসা ঢাকাগামী নতুন ডাউন চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে তারিখে তার বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রতিষ্ঠান প্রধান। এরপর থেকেই তিনি মানসিক ভাবে হতাশাগ্রস্থ ছিলেন। আজ সকালে তিনি কোলাবাড়িয়া নামক স্থানে একটি চা-স্টলে পানি পান করছিলেন। এসময় ট্রেন আসা মাত্রই হাতে থাকা পানির গ্লাস নিয়েই চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হতাশার কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে অনেকে ধারণা করছেন। এদিকে এই ট্রেনটি উদ্বোধনের আজ প্রথম দিনে বাণিজ্যিক ভাবে চিলাহাটি থেকে সান্তাহার স্টেশন হয়ে ঢাকায় চলাচল শুরু করেছে। 
                                                                   শিক্ষকের পরিবারের দাবি, তিনি ছিলেন একজন শান্ত স্বভাবের মানুষ।  কিন্তু মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করার এ অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। এ-র দায়ভার মাদরাসা কমিটি, সুপারিন্টেন্ডেন্ট সহ এ-র সাথে জড়িত সংশ্লিষ্টরা কেউ এড়াতে পারেন না। তারা এ-র সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ করে বিচার দাবি করেছেন। 
                                                                    সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ  উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো  হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে  হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


আরও খবর

৪০তম বিসিএস নন-ক্যাডারের ফল

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




বিরামপুর নাশকতার প্রস্তুতি কালে জামায়ের ১৬ নেতা-কর্মী আটক

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১০২জন দেখেছেন

Image

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর জেলার বিরামপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও নাশকতার প্রস্তুতি কালে বাংলাদেশ জামায়েত ইসলামী'র ১৬ নেতা-কর্মীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

আটককৃত্রা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পৌর শহরের চাঁদপুর মহল্লার মৃত দরবেশ মিয়ার ছেলে তোতা মিয়া (৬৭), কলেজপাড়া মহল্লার মৃত তাছের উদ্দিন মন্ডলের ছেলে আনোয়ার হোসেন বাদল (৪৫) পূর্বজগন্নাথপুর মহল্লার মৃত ছয়মুদ্দিন মন্ডলের ছেলে  সামসুদ্দিন আহমেদ (৫৫), টাটকপুর মহল্লার মৃত এম এ মতিনের ছেলে সাজ্জাদুর রহমান(৪০), জোতমাধব গ্রামের জালাল উদ্দীনের ছেলে জামিল উদ্দিন (৩৫), বুজরুক গঙ্গাপুর (চিরির পাড়) গ্রামের মৃত কফিল উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল মান্নান(৬৫),একই গ্রামের আবু তালেবের ছেলে আক্কাস আলী(৩২),শ্যামনগর গ্রামের মৃত আমিরুল্লাহ ছেলে মোজাফফর রহমান (৭৩), খিয়ার মাহমুদ গ্রামের মৃত কাইমুদ্দিনের ছেলে নুর জামান (৪০), মাধুপুর গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে ওমর ফারুক(৩২), মুকুন্দপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আনোয়ার হোসেন (৪০), একই গ্রামের মৃত মহবতুল্লাহ'র ছেলে রফিকুল ইসলাম (৫০), নবাবগঞ্জ উপজেলার ফুলবান্ধা গ্রামের শওগত আলীর ছেলে নাইম ইসলাম (১৮), পার্বতী উপজেলার লাল বিলাস গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে জিয়াউর রহমান (৩৭), একই উপজেলার তাজনগর গ্রামের মনজের আলীর ছেলে হাবিবুর রহমান (১৮), ফুলবাড়ী উপজেলার শ্রী হরিপুর (মেলা বাড়ী) গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ইসমাইল হোসেন (৪৫)।

বিরামপুর থানান অফিসার ইনচার্জ (ওসি তদন্ত)  মমনুল ইসলাম জানান, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকারের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ বিরামপুর পৌর শহরের গারোয়ানপাড়া মোড় হইতে আঞ্চলিক মহাসড়কে বাংলাদেশ জামায়েত ইসলামী'র কর্তৃক আনুমানিক ৮০/৯০ জন  নেতা-কর্মী একত্রিত হইয়া বাশেঁর লাঠি, ছোট বড় ইটের ভাঙ্গা টুকরা, গাছের ডাল, লোহার রড নিয়ে দিনাজপুর টু বগুড়া মহাসড়কে রাস্তার উপর যান-চলাচল বিঘ্ন সৃষ্টি করে বিক্ষোভ মিছিলসহ নাশকতামূলক কার্যক্রমের চেষ্টা করে যা অর্ন্তঘাত মূলক কর্মকান্ডের সৃষ্টি করে এবং সাধারন মানুষের সহজতর চলাচলের বাধা বিঘ্নসহ ভয়-ভৃতীর সৃষ্টি করে। সেই সঙ্গে বিক্ষোভ মিছিল করে

মহাসড়কে চলাচলকারী যানবাহনে অতর্কিত হামলা করার প্রাক্কালে ধাওয়া করে  ঘটনাস্থল হইতে ১৬ জন বাংলাদেশ জামায়েত ইসলামী'র নেতা-কর্মীকে আটক করা হয়। এসময় অন্যান্য নেতা-নেতাকর্মীগন কৌশলে পালিয়ে যায়।বর্তমানে যানবাহম ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রহিয়াছে।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  সুব্রত কুমার সরকার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে বিক্ষোভ মিছিল ও নাশকতার প্রস্তুতি কালে বাংলাদেশ জামায়েত ইসলামী'র ১৬ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে  মামলার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আরও খবর

হরতাল-অবরোধের জন্য প্রস্তুত হতে বললেন গয়েশ্বর

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ইউক্রেনের দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, পাইলটসহ নিহত ৩

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:মাঝ আকাশে ইউক্রেনের দুইটি প্রশিক্ষণ যুদ্ধবিমানের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিনজন পাইলট নিহত হয়েছে। এদের মধ্যে আন্দ্রি পিলশচিকভ নামে একজন খ্যাতনামা পাইলট ছিলেন। খবর বিবিসির।

ইউক্রেনে যুদ্ধ শুরুর প্রথম দিকে কিয়েভে আকাশযুদ্ধে অংশ নেওয়ার জন্য খ্যাতি অর্জন করেছিলেন আন্দ্রি পিলশচিকভ। ইউক্রেনের সামরিক বাহিনী এ ঘটনাকে বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছে

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের উত্তরাঞ্চলের ঝিতোমির অঞ্চলে গতকাল শুক্রবার দুটি এল-৩৯ প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটেছে। তিন পাইলটের নিহত হওয়ার ঘটনা দেশটির বিমানবাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বিমান সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। রাতের এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যারা আমাদের মুক্ত আকাশ রক্ষা করেছে তাকে কখনই ইউক্রেন ভুলবে না।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৫০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




এসএসসি’র কৃতি পরিক্ষার্থীদের সংবর্ধনা দিল এনার্জিপ্যাক

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতকার্য পরিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে এনার্জিপ্যাক। সম্প্রতি প্রতিষ্ঠানটির তেজগাঁও কার্যালয়ে এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) কর্মীদের সন্তানদের মধ্যে যারা এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ-৫ অর্জন করেছে, তাদের এই অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক এনামুল হক চৌধুরী এবং পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আকতার। এছাড়াও, অনুষ্ঠানে এনার্জিপ্যাকের উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসএসসি ২০২৩ এ জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের স্বাগত জানান এনার্জিপ্যাকের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আকতার। তিনি এ সময় কৃতি পরীক্ষার্থীদের সর্বাঙ্গিন সাফল্য ও মঙ্গল কামনা করেন। তিনি আশা করেন, এই সংবর্ধনা শিক্ষার্থীদের মাঝে আরও বেশি করে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরিতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আগামী দিনের জন্য উজ্জীবিত ও প্রস্তুত হবে বলে মনে করেন তিনি।

এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীরা মেধা ও দক্ষতায় বিকশিত হয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। তারা নিজের ও পরিবারের উন্নয়নে কাজ করবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্রে সফলতার চূড়ান্ত শিখরে অবস্থান করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন এনার্জিপ্যাকের পরিচালক এনামুল হক চৌধুরী ।


আরও খবর



মাদক মামলায় জি কে শামীমের জামিন

প্রকাশিত:সোমবার ২৮ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১৫২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:গোলাম কিব‌রিয়া শামীম ওরফে জি কে শামীমকে (ঠিকাদার) মাদক মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৮ আগস্ট) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল পারভেজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই ভবন থেকে বিপুল পরিমাণ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করে আইন-শৃঙ্খলা বা‌হিনী।

অভিযানের সময় জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়। এর মধ্যে দুই মামলায় তার সাজা হয়েছে।

চলতি বছরের ১৭ জুলাই মানি লন্ডারিং আইনের মামলায় জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আদালত। বাকি সাত আসামিকে (জি কে শামীমের দেহরক্ষী) ৪ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া তাদের সম্মিলিতভাবে ৩ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত।

চার বছরের দণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন- মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম ওরফে শরীফ, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।

রায়ে আদালত তার জব্দ করা সব ব্যাংক হিসাব ও অস্থাবর সম্পত্তি অবমুক্ত করার আদেশ দিয়েছেন।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




জিনাত বরকতুল্লাহ আর নেই

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৬০জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক:একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই। আজ বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ধানমন্ডির নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তারই মেয়ে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন জিনাত বরকতুল্লাহ। চলতি বছরের শুরুর দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালেও ভর্তি হন গুণী এই শিল্পী।

স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিনাত বরকতুল্লাহ। নৃত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২২ সালে একুশে পদক প্রদান করে।

শুধু নৃত্য চর্চায় নয়, ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও যাত্রা শুরু করেন তিনি। এরপর প্রায় ৮০টি টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।

ব্যক্তিগত জীবনে নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ৩ আগস্ট মোহাম্মদ বরকতুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।


আরও খবর

এবার সারা জেরিনের জয়িতা এ্যাওয়ার্ড অর্জন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩