Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

ট্রেন দুর্ঘটনায় দায়ীদের কঠোর শাস্তি দেওয়া হবে: মোদি

প্রকাশিত:রবিবার ০৪ জুন ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১৪২জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের ওডিশার বালেশ্বরে তিন ট্রেনের দুর্ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রেন দুর্ঘটনার পর গতকাল শনিবার ঘটনাস্থল বাহাঙ্গা বাজার স্টেশন পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিসহ একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ওডিশার বাহাঙ্গা বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ও বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি মালগাড়িও। এই তিন ট্রেনের দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৮৫০ জনের বেশি।

দুর্ঘটনাস্থল পরিদর্শনে নরেন্দ্র মোদি

ঘটনাস্থল পরিদর্শন করে মোদি বলেন, ‘এটি বেদনাদায়ক ঘটনা। আহতদের চিকিৎসার জন্য সম্ভাব্য সবকিছু করবে সরকার।

তিনি আরও বলেন, ‘সব দিক থেকে তদন্তের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।

এর আগে ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে প্রায় ১৭০ কিলোমিটার উত্তরে বালেশ্বরের বাহাঙ্গা বাজারে বিমানবাহিনীর উড়োজাহাজে করে যান মোদি। এরপর তিনি বালেশ্বর জেলা হাসপাতালে আহত যাত্রীদের দেখতে যান। এ সময় ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণু ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার সঙ্গে ছিলেন। 


আরও খবর



জায়েদ এত লম্বা-ফর্সা, দেখলেই কেমন যেন লাগে: সায়ন্তিকা

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:ঢাকাই সিনেমায় প্রথমবার অভিনয় করতে এসে খারাপ অভিজ্ঞতা নিয়ে কলকাতায় ফিরেছেন সায়ন্তিকা ব্যানার্জী। 

তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ ছবিতে অভিনয় করতে আগস্টের শেষ দিকে এপার বাংলায়ে উড়ে এসেছিলেন সায়ন্তিকা। কক্সবাজারে কয়েকদিন শুটিং করে প্রযোজক মনিরুল ইসলামের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে কাজ শেষ না করে দেশে চলে যান। 

কলকাতায় ফিরে সেখানকার গণমাধ্যমকে মনিরুল ইসলামের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ আনেন দিনি। তবে ছবির নায়ক জায়েদ খানের প্রশংসায় পঞ্চমুখ এ নায়িকা। 

সায়ন্তিকার কথায়, ‘জায়েদ খান এত সুন্দর, এত লম্বা, এত পরিষ্কার (ফর্সা)! সত্যিই, তাকে দেখলেই আমার কেমন যেন লাগে। উফ...।

শোনা যাচ্ছিল, হোটেলে একান্তে চার ঘণ্টা সময় কাটিয়েছেন জায়েদ-সায়ন্তিকা। গুঞ্জন রটেছে, তারা নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এর খানিকটা আভাস মিলল কলকাতার নায়িকার কথায়। 

সায়ন্তিকার ভাষায়, ‘ও (জায়েদ) তো বাংলাদেশের সুপারস্টার। মেয়েরা তার চারপাশে মাছির মতো ঘুরবে এটা তো স্বাভাবিক। এটাই হওয়া উচিত। নইলে আর কিসের স্টারডম!’ 

প্রকৃতপক্ষে জায়েদ বাংলাদেশের সুপারস্টার নন। ক্যারিয়ারে নেই উল্লেখযোগ্য ছবি। হাতে গোনা যে কয়েকটি ছবি করেছেন, সেগুলোর একটিও ব্যাবসাসফল হয়নি। তবুও সায়ন্তিকা তাকে সুপারস্টার বলছেন। এমনকি তার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। 

এখন প্রশ্ন উঠেছে, জায়েদকে কেন সায়ন্তিকা প্রশংসায় ভাসাচ্ছেন? সত্যিই কি তাহলে প্রেম করছেন তারা? যদিও প্রশ্নের উত্তরে জায়েদ জানিয়েছেন, এটা সম্পূর্ণ মিথ্যা। তাদের মধ্যে কেবল বন্ধুত্বের সম্পর্ক। 

এদিকে জায়েদের সঙ্গে ‘টাইগার’ নামে আরও একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সায়ন্তিকা। কিছুদিন পর সেটির শুটিং করতে ফের ঢাকায় আসার কথা তার। এটি পরিচালনা করবেন কামরুজ্জামান রুমান। 


আরও খবর



মধুপুরে সেভেনডে এডভেন্টিজ চার্জ এর ভূমি দখলের পায়তারা

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৬১জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর গ্রামে সেভেনডে এডভেন্টিজ চার্জ এর ৮৬ শতাংশ ভূমি জবর দখলের অপচেষ্টা চলছে বলে জানা যা্য়। পিরোজপুর গ্রামের স্বর্গীয় জগৎ মারাকের ছেলে মি.ভুপেন্দ জেংচাম সেভেনডে এডভেন্টিজ চার্জ এর ৮৬ শতাংশ ভূমি জবর দখলের অপচেষ্টা করছে বলে জানান ভুক্তভোগী সহ এলাকাবাসী। গারোসম্প্রদায়ের নীতিমালা অনুযায়ী পিতা মাতার সকল সম্পতির মালিক হন কণ্যা সন্তান।

এলাকাবাসীর প্রত্যক্ষ স্বাক্ষীর ভিত্তিতে স্বর্গীয় জগৎ মারাকের কন্যার নিকট হতে ভূমি ক্রয় করে সংস্হাটি এবং ক্রয়কৃত ভুমিতে একটি চার্জ( গীর্জা) নির্মাণ করেন। উক্ত চার্জের  অধিনে একটি মিশনারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে দীর্ঘদিন যাবত পরিচালনা মন্ডলির মাধ্যমে পরিচালনা করেন। রাতের আধারে বিবাদী ভূপেন্দ জেংচাম চার্জটি বিক্রি করে দেন এবং নগদ টাকা হাতিয়ে নেন। এব্যাপারে বৃহস্পতিবার বিকেলে এলাকার সকল খৃষ্ঠান, মুসলিম ও গন্যমান্য ব্যাক্তিবর্গ ঘটনাস্হলে উপস্হিত হয়ে এব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য  উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানান। তারা উক্ত ভুমির সকল কাগজ পত্র যাচাই বাছাই পূর্বক সংস্হাটি যাতে তাদের সম্পুর্ন ভুমি ঘেরত পেতে পারেন। এরই পরিপ্রেক্ষিতে এলাকার সকল খৃষ্টান ধর্মালম্বীরা একত্রিত হয়ে  জমি দখলের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করার জন্যও উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন কুড়াগাছা ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক সরকার, স্হানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু, সদস্য খলিলুর রহমান, সেভেনডে এডভেন্টিজ চার্জ এর চেয়ারম্যান বেনজামিন ম্রং,রামজীবন হাইস্কুলের শিক্ষক আমান উল্লাহ. সাদত কলেজ ছাত্রলীগের সাবেক  সহ-সভাপতি মোখলেছুর রহমান, মি. চন্দন কুমার ম্রং, মি.কফিন্দ্র রেমা, রানিন্দ্র রেমা, বিউটি রেমা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



এনআইডি সেবা ইসি থেকে স্বরাষ্ট্রে নিতে বিল পাস

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সেবা নির্বাচন কমিশনের হাত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে ‘জাতীয় পরিচয় নিবন্ধন বিল, ২০২৩’ সংসদে পাস হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। বিলের ওপর আনা জনমত যাচাইবাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে কণ্ঠ বিলটি পাস হয়।

বিলের বিধান অনুযায়ী, আগামীতে জন্মের পর একটি স্বতন্ত্র আইডি নম্বর পাবেন দেশের সব নাগরিক। এ সংক্রান্ত কাজের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে একটি পৃথক ‘নিবন্ধকের কার্যালয়’ স্থাপন ও পর্যাপ্ত জনবল নিয়োগ দেয়া হবে। বিলে এনআইডি সংক্রান্ত অপরাধের জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর সংসদে বিলটি উত্থাপন করা হয়। সংসদে উত্থাপিত বিলে বলা হয়েছে, ‘একজন নাগরিককে নিবন্ধক কর্তৃক কেবল একটি জাতীয় পরিচিতি নম্বর প্রদান করা যাইবে, যাহা উক্ত নাগরিকের একক পরিচিতি নম্বর হিসাবে সর্বত্র ব্যবহৃত হইবে। এর অধীন প্রদত্ত জাতীয় পরিচিতি নম্বরের ভিত্তিতে একজন নাগরিককে একটি জাতীয় পরিচয়পত্র প্রদান করা হইবে। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রয়োজনীয় তথ্য-সংবলিত একটি জাতীয় পরিচয় নিবন্ধন রেজিস্টার থাকিবে।

বিলে আরও বলা হয়েছে, ‘প্রত্যেক নাগরিক নির্ধারিত পদ্ধতি ও শর্ত সাপেক্ষে, জাতীয় পরিচয়পত্র ও জাতীয় পরিচিতি নম্বর পাইবার অধিকারী হইবেন। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে একজন নিবন্ধক থাকিবে। নিবন্ধক সরকার কর্তৃক নিযুক্ত হইবে এবং তাহার চাকরির শর্তাদি সরকার কর্তৃক স্থিরিকৃত হইবে। নিবন্ধক জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা, পরিচয়পত্র প্রস্তুতকরণ, বিতরণ ও রক্ষণাবেক্ষণসহ আনুষঙ্গিক সব দায়িত্ব পালন করিবে। জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্তের সংশোধনের প্রয়োজন হইলে নাগরিক কর্তৃক প্রদত্ত আবেদনের ভিত্তিতে, নির্ধারিত পদ্ধতিতে ও ফি প্রদান সাপেক্ষে, নিবন্ধক কর্তৃক উহা সংশোধন করা যাইবে।


আরও খবর



কেএমপির পুলিশ কমিশনার সহিত নেভাল প্রভোস্ট মার্শাল কমান্ডারের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image
গাজী যুবায়ের আলম ব্যুরো প্রধান খুলনাঃ খুলনা মেট্রোপলিটন সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে ৫ সেপ্টেম্বর দুপুর ১টায় কেএমপি’র মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়ের সহিত নেভাল প্রভোস্ট মার্শাল, খুলনার কমান্ডার এস.এম ফজলুল করিম, বিসিজিএম, বিএম মহোদয় সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। সৌজন্য সাক্ষাৎকালে পরস্পরের মধ্যে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে ক্রেস্ট এবং শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা এবং সহকারি নেভাল প্রভিস্ট মার্শাল লেঃ মোস্তাফিজুর রহমান।

আরও খবর



ডোমারে মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:“বিলম্বিত প্রসব রোধ করি,ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি‘” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এ অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ কামরুল হাসান নোবেল, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমীন রহমান, ইছারব হোসেন ল্যাম্ব টেকনিক্যাল পার্বতীপুর,দিনাজপুর, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখি প্রমুখ। ল্যাম্ব ফিল্ড কো- অর্ডিনেটর তোজাম্মেল হক এর সঞ্চালনায় সভায় উপজেলার ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। কর্মকর্তা জানান, বিলম্বিত প্রসব বা বাধাগ্রস্ত প্রসব, অল্প বয়সে বিয়ে ও বাচ্চা নেওয়া, অদক্ষ দাই দ্বারা বাড়িতে বাচ্চা প্রসব করানো, তলপেট, জরায়ু কিংবা অন্য কোন অপারেশনেই ফিস্টুলা হওয়ার কারণ। উল্লেখ্য যে, অনুষ্ঠানটি বাস্তবায়নে ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্ট, পার্বতীপুর,দিনাজপুর, এবং সহযোগিতায় ওমেন্স হোপ ইন্টারন্যাশনাল।


আরও খবর