Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে বাজারে উঠতে শুরু করেছে আম

প্রকাশিত:সোমবার ০৫ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন জাতের আম। ইতিমধ্যেই পৌর শহরের বিভিন্ন স্থান ও সদর উপজেলার বিভিন্ন জায়গায় বসেছে স্থায়ী ও অস্থায়ী হাট। সেখানে প্রতিদিন ক্রেতা সমাগমও হচ্ছে প্রচুর। আপাতত চরা দামেই বিক্রি হতে দেখা যায়। ক্রেতা চাহিদাও রয়েছে প্রচুর। এরই ধারাবাহিকতায় সোমবার পৌর শহরের কালিবাড়ি বাজার, চৌরাস্তা, কালেক্টরেট চত্বর, বাসস্ট্যান্ড, সত্যপীর ব্রীজ, গোধুলী বাজার, সেনুয়া হাট, কোট চত্বর, আমতলা মোড়, তাঁতীপাড়া, মুন্সিরহাট, ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠ, রেল ক্রোসিংসহ বেশকিছু স্থানে বিভিন্ন জাতের আম বিক্রির দৃশ্য চোখে পরে। এছাড়াও ফেরি করে বেশ কিছু ভ্রাম্যমান আম ব্যবসায়িকে আম বিক্রি করতে দেখা যায়।

ঠাকুরগাঁও জেলায় হাড়িভাঙ্গা, ফজলি, সুর্যাপুরী, লাবুয়া, খিরসা, অরুনা, আম্রপালি, ল্যাংড়া, গোপালভোগ, মল্লিকা, সুবর্নরেখা, মিশ্রিদানা, নিলাম্বরী, কালীভোগ, কাঁচামিঠা, আলফানসো, বারোমাসি, তোতাপূরী, কারাবাউ, কেঊই সাউই, গোপাল খাস, কেন্ট, পাহুতান, ত্রিফলা, ছাতাপরা, গুঠলি, লখনা, আদাইরা, কলাবতী ইত্যাদি জাতের আম চাষ হয়। এগুলোর মধ্যে স্থানীয় প্রজাতি সূর্যাপুরী ও হাড়িভাঙ্গা জাতের আমের চাহিদা রয়েছে প্রচুর। বর্তমানে স্থানীয় গুটি জাতের আম বাজারে উঠলেও কয়েকদিনের মধ্যে অন্যান্য জাতের আম বাজারে উঠতে শুরু করবে। বিশেষ করে বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী এলাকায় রয়েছে বিশাল আকৃতির একটি সূর্যপূরী আম গাছ। প্রায় ২ বিঘা জমি জুড়ে আম গাছটি দেখতে দর্শনার্থীদের ভীড় জমে। এ আম ইতোমধ্যে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পাতলা আঁটি আর সুমিষ্ট গন্ধ যেন মন কেড়ে নেয়। পৌর শহরের কালিবাজাড়ি বাজারে বিভিন্ন জাতের আম উঠেছে। সেখানে বিভিন্ন প্রজাতির আম বিক্রি হচ্ছে। প্রতি গুটি আম ৪০-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেখানে আম কিনতে আসা আব্দুল্লাহ নামে ক্রেতা বলেন, সূর্যাপুরী ও হাড়িভাঙ্গা জাতের আম কিনতে এসেছি। তবে আপাতত হিমসাগর (মি¯্রেিভাগ) ও গুটি আম বেশি পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানালেন আর কিছুদিনের মধ্যে প্রায় সব জাতের আম বাজারে উঠবে।

বালিয়াডাঙ্গী উপজেলা থেকে আসা আম ব্যবসায়ি নাজমুল ইসলাম বলেন, প্রত্যেক বছর বালিয়াডঙ্গী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আম বাগান কিনে থাকি। কেবলমাত্র আম ভাঙ্গা শুরু হয়েছে। আপাতত গুটি প্রজাতির আম আনছি, আর কয়েকদিনের মধ্যেই অন্যান্য সকল জাতের আম বিক্রি শুরু করবো।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর জেলায় আম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ৫ হাজার ৮০ হেক্টর। এর মধ্যে আম বাগানের সংখ্যা ৩ হাজার ২৩৬ হেক্টর জমি ও বসত বাড়ির আম গাছের সংখ্যা ১ হাজার ৮৪৪ হেক্টর জমি। এর মধ্যে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৯ হাজার ১৮৫ মেট্রিক টন। যা গত বছরে আম আবাদ হয়েছিল ৮ হাজার ২৯ হেক্টর জমিতে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম জানান, ঠাকুরগাঁও জেলার সূর্যপূরী আম সারাদেশে সুনাম কুড়িয়েছে। এখানকার আমে পোকা থাকেনা এটা এখানকার বিশেষ বৈশিষ্ট্য। আমের আকার দেখতে ছোট হলেও স্বাদে গন্ধে অতুলনীয়। জেলায় আমের ভালই ফলন হয়েছে। ইতিমধ্যে বাজারে আম উঠতে শুরু করেছে। আমের চাহিদা থাকায় ব্যবসায়িরা লাভবান হবেন বলে প্রতাশা ব্যক্ত করেন তিনি।

আরও খবর



হোমনায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১১৪জন দেখেছেন

Image

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:হোমনা কুমিল্লার হোমনায় পাঁচশ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রেফতার যুবক জেলার চান্দিনা পৌরসভার ৬ নং ওয়ার্ডের রারিরচর বেপারী বাড়ির আবদুছ সাত্তারের ছেলে মো. আরিফ হোসেন (৩০)। মঙ্গলবার সন্ধ্যায় হোমনা মুরাদনগর সড়কের ভাষানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশের এসআই ইকবাল মনির বাদী হয়ে তার বিরুদ্ধে হোমনা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা যায়, ওই দিন সেখানে চেকপোস্ট বসিয়ে মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের অভিযান চলছিল। সন্ধ্যার দিকে ওই স্থানে আরিফ হোসেনের মোটর সাইকেলের গতি রোধ করে তাকে তল্লাশি করে পাঁচটি পলিপ্যাকে নীল রঙের পাঁচশ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সে ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে সঙ্গে রেখেছিল বলে জানিয়েছে পুলিশকে। হোমনা থানার এসআই ইকবাল মনির বলেন, মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের বিশেষ অভিযানে আরিফ হোসেনকে পাঁচশ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার এবং তার ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে হোমনা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। বুধবার কোর্টের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর

রাণীশংকৈলে ফেন্সিডিলসহ গ্রেফতার-৩

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




ফরিদপুরে বিপুল পরিমাণ মদ'সহ একজন নারী আটক

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৪৮জন দেখেছেন

Image

টিটুল মোল্লা,ফরিদপুর:ফরিদপুরের ভাঙ্গায় ৫০লিটার চোলাই মদ সহ এক নারীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী এলাকায় অভিযান চালিয়ে ৫০ লি. চোলাই মদ সহ তাকে আটক করা হয়।আটক মাদক কারবারী উপজেলার বিদ্যানন্দী এলাকার লিমন মাতুব্বরের স্ত্রী রিক্তা খানম ওরফে রত্না (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের উপর ভিত্তি করে ভাঙ্গা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী এলাকায় রোকন মাতুব্বরের বাড়িতে অভিযান চালানো হয় তার ভাড়াটিয়া লিমন মাতুব্বর মাদক কেনাবেচা করতো। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে ৫০ লি. চোলাই মদ জব্দ করে এছাড়াও লিমন মাতুব্বরের স্ত্রী রিক্তা খানম ওরফে রত্নাকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে লিমন মাতুব্বর কৌশলে পালিয়ে যায়।

এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম বলেন, গোপন সংবাদের উপর ভিত্তি করে ভাঙ্গা থানার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫০ লিটার চোলাই মদ সহ একজন মাদক কারবারীকে আটক করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


আরও খবর

রাণীশংকৈলে ফেন্সিডিলসহ গ্রেফতার-৩

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




তানোরে হাটের জায়গা দখল নিয়ে উত্তেজনা

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৪৯জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে পৌর এলাকার তালন্দ হাটের কোটি টাকা মূল্যের ভিপি সম্পত্তি দখল নিতে বাজার বনিক সমিতি ব্যানার লাগিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালের দিকে ব্যানার লাগনোর ঘটনা ঘটে রয়েছে  । এদিকে ওই জায়গার পিছনে সাফায়েত হোসেন  মাবুদ নামের এক ব্যক্তির জায়গা থাকায় তিনি খনন করে ইট দিয়ে গেথে রেখেছেন। এতে করে ভিপি জায়গা দখল নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ফলে জায়গাটি নিয়ে সুষ্ঠু সমাধান না হলে সংঘর্ষের আশংকা করছেন জনসাধারণ।সরেজমিনে দেখা যায়, তানোর টু তালন্দ রাস্তার পূর্ব দিকে তিন শতাংশ ভিপি জায়গা রয়েছে। জায়গাটির দক্ষিণ দিকে স্ব মিল রয়েছে। ওই জায়গার পিছনে তালন্দ কলেজ পাড়ার মৃত হামিদুর রহমানের পুত্র মাবুদের জায়গা রয়েছে। সে দীর্ঘ দিন ধরে সামনের পজিশন দখলে নিয়ে ভাড়া দিতেন। কিন্তু হঠাৎ সোমবার সকালে তালন্দ বাজার বনিক সমিতির ব্যানার সাটিয়ে দখলে নিয়েছেন।স্থানীয়রা জানান, ব্যানার লাগানো জায়গার পিছনে রয়েছে মৃত হামিদুর রহমানের জায়গা। তিনি মারা যাওয়ার পর থেকে জায়গাটি দেখভাল করে আসছেন তার ছেলে সাফায়েত হোসেন মাবুদ। যেহেতু পিছনে কারো জায়গা থাকলে সামনের জায়টির পজিশন সে ব্যক্তি দখল করে থাকে। দীর্ঘ দিন ধরে জায়গাটিতে স্বমিলের কাঠ রাখা হত। সোমবার হঠাৎ করে বনিক সমিতির সভাপতি ইব্রাহিমের নেতৃত্বে বাঁশের খুটি ও ব্যানার সাটিয়ে দখলে নিয়েছেন। কোন অনুমতি ছাড়াই গায়ের জোরে ব্যানার মেরেছেন। জায়গাটি একজনের দখলে ছিল ব্যানার খুটি মারতে হলে উপজেলা ভূমি অফিসের অনুমতি নিয়ে মারবে। সেটা না করে সোমবার সকালের দিকে বনিক সমিতি মিটিং করে তারা কিছু জায়গা নিচ্ছেন আর সাফায়েত হোসেন মাবুদ কে কিছু দিচ্ছেন। হাটের আশপাশে অনেক খাস জায়গা রয়েছে সেগুলোতে বনিক সমিতি না গিয়ে এজায়গার উপর লোভ কেন বুঝে উঠতে পারা যাচ্ছে না।হামিদুর নামের এক ব্যক্তি বলেন,  বনিক সমিতি অফিস ঘর নির্মান করলে যাতায়াত করা যাবে না। কারন জায়গাটির পূর্ব দিকে বসত বাড়ি রয়েছে।  আমাদের অনুরোধ কর্তৃপক্ষ সরেজমিনে এসে তদন্ত করে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।বনিক সমিতি সভাপতি ইব্রাহিম হোসেন বলেন, আমরা কয়েকদিন আগে জানতে পেরেছে ১৫৬ নং তালন্দ মৌজার ৩১৬ নম্বর আরএস খতিয়ানে ১০৯৫ নম্বর আরএস দাগে তিন শতাংশ  ভিপি জমি রয়েছে। আমাদের বনিক সমিতির কোন বসার জায়গা নেই । যার কারনে আলোচনা করে সোমবার সকালে কিছু বাঁশের খুটি ও ব্যানার সাটিয়েছি। আপনারা কি ভূমি অফিস থেকে অনুমতি নিয়েছেন জানতে চাইলে তিনি সহ আরো কয়েকজন জানান, আমরা মৌখিকভাবে অনুমতি নেয়া হয়েছে। কে অনুমতি দিয়েছেন প্রশ্ন করা হলে কোন উত্তর না দিয়ে বলেন, ঘর করা হবে প্রশাসন নিষেধ করলে করবনা। আর মঙ্গলবারে লীজের জন্য আবেদন করা হবে। লীজ না নিয়ে আগে দখল করা যায় কিনা জানতে চাইলে সভাপতি বলেন এটাতো কারো বা কোন ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে না।
মৃত হামিদুর রহমান ছেলে সাফায়েত হোসেন মাবুদ বলেন, আমার পিতা বাজার বনিক সমিতি প্রতিষ্ঠাতা সভাপতি ছিল। জায়গাটির পিছনে আমাদের পৈত্রিক সম্পত্তি রয়েছে। দীর্ঘ সময় ধরে আমরাই ভোগদখল করে আসছি। হঠাৎ করে বনিক সমিতির সভাপতি ইব্রাহিম দলবল এনে খুটি ও ব্যানার মেরে দখলে নেন। তবে সন্ধ্যার আগে উপজেলা প্রশাসন থেকে লাল নিশানা লাগিয়ে গেছেন। মঙ্গলবারে লীজের জন্য আবেদন করা হবে।

সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাতের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি। 

আরও খবর



নিয়োগ পরিক্ষা ও বোর্ড গঠনের ২৪ ঘন্টা পর সভাপতির সাক্ষর

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে আলোচিত মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরিক্ষা ও বোর্ড গঠনের প্রায় ২৪ ঘন্টা পর সভাপতির সাক্ষর নিয়েছেন প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম বলে অভিযোগ উঠেছে। গত ৩ রা সেপ্টেম্বর রবিবার দুপুরের পরে মডেল পাইলট স্কুলে নিয়োগ পরিক্ষা ও বোর্ড গঠন করা হয়। পর দিন সোমবার বিকেল ৩ টার দিকে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার দপ্তরে এসে প্রধান শিক্ষক সাক্ষর নেন। ফলে এধরণের নিয়োগ পরিক্ষা ও বোর্ড গঠন কিভাবে বৈধ হয় তা নিয়ে জনমনে নানা প্রশ্ন বিরাজ করছে, সেই সাথে নিয়োগ পরিক্ষা ও বোর্ড বাতিল করে পুনরায় পরিক্ষা নিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জোর দাবি তুলেছেন স্থানীয় সচেতন মহল ও অবশরপ্রাপ্ত শিক্ষক বৃন্দু।

সাক্ষরের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম বলেন, নিয়োগের সাক্ষর না, বিল বেতনের সাক্ষর করা হয়েছে। নিয়োগ বোর্ডের সাক্ষর গ্রহন করেছেন প্রশ্ন করা হলে উত্তরে বলেন এসব নিয়ে কিছু না করলে হয় না বলে দায় সারেন।জানা গেছে, চলতি বছরের গত এপ্রিল মাসের ৬ তারিখে মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে তিনটি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরপর দু বার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরই প্রেক্ষিতে চলতি মাসের ৩ রা সেপ্টেম্বর রবিবার বিকেল ৩ টার দিকে ম্যানেজিং কমিটির সভাপতি ছাড়াই নিয়োগ পরিক্ষা ও বোর্ড গঠন করা হয়। রহস্য জনক দুটি পদ স্থগিত রেখে পছন্দের প্রার্থী সহকারী কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ পরিক্ষা গ্রহন করা হয়। এই পদে মোট ৫ জন আবেদন করেন।বেশকিছু শিক্ষকরা জানান, ৫ জন আবেদন করলেও তানোর পাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে রাজুকে চাকুরী দেওয়ার জন্য বিগত কয়েক বছর আগে চাকুরী দেওয়ার জন্য প্রায় ২০ লাখ টাকা নেয় স্কুল কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।  আব্দুল লতিফ বিগত ২০২১ সাল পর্যন্ত তানোর পৌরসভার সেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার পরিবারে অনেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃত্বে আছেন। অথচ পরিক্ষিত ত্যাগী আওয়ামী লীগের পরিবারের লোকজনরা এত টাকা দিতে পারেননি বলে চাকুরী হয় না।বিএনপির বেশকিছু নেতারা বলেন, লতিফ তো পাকাপোক্ত বিএনপি। আর আওয়ামী লীগের নেতারা যতবেশি টাকা পাচ্ছেন তাকেই নিয়োগ দিচ্ছেন। শুধু কি লতিফের ছেলে তার মেয়েকেও ভবানিপুর মাদ্রাসায় চাকুরী দেওয়া হয়েছে। এখন টাকা যার চাকুরী তার। টাকার কাছে কোন দল নাই।

ম্যানেজিং কমিটির সভাপতি ছাড়াই নিয়োগ পরিক্ষা, বোর্ড গঠন এবং ২৪ ঘন্টা পর সাক্ষর নেওয়া যায় কিনা জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, আমাকে কেন এধরণের প্রশ্ন করছেন, সভাপতি ছাড়া পরিক্ষা ও  বোর্ড বৈধ হয় কিনা জানতে চাইলে তিনি দাম্ভিকতা নিয়ে বলেন এসব  নিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলতে আমাকে কোন প্রশ্ন করবেন না।ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, আমি গত রবিবারে অসুস্থতার জন্য আসতে পারিনি। গত রবিবারের লতিফ মাতাল অবস্থায় যা করেছে সঠিক হয়নি। আর আমাকে জড়িয়ে ভিডিও ছাড়া হল, আমি বিএনপির নেতার ছেলেকে চাকুরী দিচ্ছি। এই তানোরে জামায়াত শিবিরের নেতাদের চাকুরী দেওয়া হয়েছে, কিন্তু কোন দিন ফেসবুকেও লিখা দেখলাম না। অথচ লতিফ তো আওয়ামী লীগের মিছিল মিটিংয় করেছেন।জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন বলেন, নিয়োগ বোর্ড গঠনের সময় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উপস্থিত না থাকলে সে বোর্ড বৈধতা পাবে না।

প্রসঙ্গত,, চলতি মাসের ৩ রা সেপ্টেম্বর রবিবার তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী কম্পিউটার ল্যাব পদে নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষা চলা অবস্থায় লতিফ মাতাল হয়ে প্রধান শিক্ষক ও গণমাধ্যম কর্মী দের সাথে দূর্ব্যবহার করেন। শুধু তাই না শহরে এক সাংবাদিক লতিফ ফোন দিলে নিজেকে এমপি ফারুক চৌধুরী ও তানোরের সেরা ধনাঢ্য। যা সামাজিক ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। 

আরও খবর



তানোরে কলেজের বার্ষিক পরীক্ষার ভিডিও ভাইরাল

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১২৯জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে লালপুর মডেল কলেজে বার্ষিক পরীক্ষা চলা কালিন ওই কলেজের আইসিটির শিক্ষক আব্দুর রাজ্জাক খোকন ভিডিও করে তার নিজস্ব আইডিতে আপলোড করেন। গত বৃহস্পতিবার পরীক্ষার ভিডিওটি আপলোড করেছেন। সাথে সাথে শিক্ষকের এমন কান্ডে হইচই শুরু হয়েছে, সেই সাথে শিক্ষকের শাস্তির দাবিও তুলেছেন।ভিডিওতে দেখা যায়, উপজেলার তালন্দ ইউনিয়ন (ইউপির) লালপুর মডেল কলেজে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা চলা কালিন শিক্ষক আব্দুর রাজ্জাক খোকন ভিডিও করেন। সেই ভিডিওতে তিনি নিজে কন্ঠ দিয়েছেন। তিনি কন্ঠে বলছেন প্রিয় ভিউয়ার্স  আপনারা জানান লালপুর মডেল কলেজে বার্ষিক পরীক্ষা চলছে সুন্দর শান্তিপূর্ণ ভাবে, এখানে একজন ডিউটিরত শিক্ষক রয়েছেন তিনি ভালোভাবে পরিক্ষা নিচ্ছেন।ভিডিওতে আরো দেখা যায়, তিনি ভিডিওটি করার সময় অনেক পরিক্ষার্থী নিচে মাথা করছেন। কারন ছেলে পরিক্ষার্থীর চেয়ে মেয়েরা বেশি, বোরকা পরে অনেকেই বোরকা পড়ে আছেন। 

কলেজের প্রিন্সিপাল আব্দুল মতিন বলেন, গত রবিবার থেকে পরিক্ষা শুরু হয়েছে। আর গত বৃহস্পতিবারে আইসিটি পরিক্ষা ছিল।ভিডিও ছাড়ার বিষয়ে আমার অজানা। বার্ষিক পরীক্ষা ভিডিও বা টিকটক করা যায় কিনা জানতে চাইলে তিনি জানান, এসব বিষয়ে আমার অজানা। আমি রাজ্জাক কে যোগাযোগ করতে বলছি। ইউএনও স্যার বলেছেন এটা অপরাধ তাহলে আপনি কি বলবেন প্রশ্ন করা হলে উত্তরে বলেন আমি কথা বলছি বলে দায় সারেন।আইসিটি শিক্ষক আব্দুর রাজ্জাক খোকন বলেন, আমার জানা ছিল না, আমার আইডি থেকে তুলে নিচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন বলেন, পরিক্ষা চলাকালীন অবস্থায় ভিডিও করে ফেসবুক ছাড়া শুধু অপরাধ না মহা অপরাধ।

আরও খবর

সহকারী জজ হলেন ইবির ৭ শিক্ষার্থী

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩