Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

তারেক-জোবায়দার বিরুদ্ধে আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত:সোমবার ২৯ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ২৩২জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক:জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে তিন ব্যাংক কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন।

তারা হলেন, এস এম মুসা করিম, ওবায়দুর রশিদ খান, ইমরান আহমেদ। তারা সবাই এবি ব্যাংকের কর্মকর্তা।

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। এদিন তারা আদালতে সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্য শেষে আদালত আগামীকাল মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেছেন।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, মামলাটিতে চার্জশিটভুক্ত ৫৬ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

গত ২১ মে মামলার বাদী দুদকের উপপরিচালক জহিরুল হুদার সাক্ষ্যের মাধ্যমে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে গত ১৩ এপ্রিল একই আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এ মামলায় তাদেরকে পলাতক দেখানো হয়েছে। গত বছরের ১ নভেম্বর একই আদালত তারেক ও জোবায়দার বিরুদ্ধে আনা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত বছরের ২৬ জুন হাইকোর্ট তারেক ও জোবায়দাকে ‘পলাতক’ ঘোষণা করে ৪ কোটি ৮২ লাখ টাকার দুর্নীতি মামলা দায়ের ও তার প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা পৃথক রিট আবেদন খারিজ করে দেন।

রিট খারিজ করে দেওয়া রায়ে হাইকোর্ট একইসঙ্গে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের করা এ মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়ে সংশ্লিষ্ট নিম্ন আদালতকে যত দ্রুত সম্ভব বিচার কার্যক্রম শেষ করার নির্দেশ দেন।

এছাড়া ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে এ রায় পাওয়ার ১০ দিনের মধ্যে মামলার রেকর্ড ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠাতে বলা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, জ্ঞাত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। তারেক রহমানের শাশুড়ি মারা যাওয়ায় এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ডেঙ্গুতে এক দিনে ২০ জনের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৮৯ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ হাজার ৭১১ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৯১ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৮৯৯ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ১ হাজার ৭৯০ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৪ হাজার ১৫১ জন ঢাকার এবং ৫ হাজার ৫৬০ জন ঢাকার বাইরে।

দেশে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭১১ জন। তাদের ৬৪ হাজার ১৭২ জন ঢাকায় এবং ৭৬ হাজার ৫৩৯ জন ঢাকার বাইরে।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




এলপিজির দাম বাড়ল

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ১৪৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে বাসাবাড়িতে ব্যবহৃত ১২ কেজি এলপিজির নতুন দাম হলো ১ হাজার ২৮৪ টাকা।

আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। ভোক্তা পর্যায়ে এই নতুন দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান মো. নুরুল আমিন জানান, গত মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল এক হাজার ১৪০ টাকা। এর আগের মাসে ছিল ৯৯৯ টাকা। এখন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাড়ে পাঁচ কেজি বোতলজাত এলপিজির দাম ৫৮৯ টাকা, সাড়ে ১২ কেজির দাম এক হাজার ৩৩৮ টাকা, ১৫ কেজির দাম এক হাজার ৬০৫ টাকা, ১৬ কেজির দাম এক হাজার ৭১২ টাকা, ১৮ কেজির দাম এক হাজার ৯২৬ টাকা, ২০ কেজি এক হাজার ১৪০ টাকা, ২২ কেজি দুই হাজার ৩৫৫ টাকা, ২৫ কেজি দুই হাজার ৬৭৫ টাকা, ৩০ কেজি তিন হাজার ২১০ টাকা, ৩৩ কেজি তিন হাজার ৫৩১ টাকা, ৩৫ কেজি তিন হাজার ৭৪৫ টাকা এবং ৪৫ কেজির দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার ৮১৫ টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




বিন্দুবা লাগো তুমি কার আকাশে থাকো জোসনা বলে রাখো

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৯৭জন দেখেছেন


আরও খবর

পিকআপভ্যানের ধাক্কায় নিহত ট্রাফিক পুলিশ

শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩




ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৫৯জন দেখেছেন

Image

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির খাজাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি বাতিলের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।  বুধবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খাজাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেন। এ সময় আন্দোলকারীদের পক্ষে বক্তব্য রাখেন নব গঠিত ম্যানেজিং কমিটির সদস্য আবু তালেব। তিনি বলেন, এলাকাবাসীকে পাশ কাটিয়ে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুল ইসলাম মনগড়া এডহক কমিটি গঠন করেন। নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। মনগড়া এডহক কমিটি বাতিল করতে হবে। এ সময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ পলাশ, মোঃ আনিছুর রহমান, মোঃ আবু সায়েম, শামীম হাসনাত। এ ব্যাপারে খাজাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, ১৭/০৯/২০২৩ইং তারিখে এডহক ম্যানেজিং কমিটি গঠন করা হয়। সেই কমিটি গঠন করার পর এলাকার লোকজন এই কমিটি বাতিল করার জন্য ষড়যন্ত্র করছে। জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু জানান, আমি এই এডহক কমিটির সভাপতি হয়েছি। বিদ্যালয়টির অবস্থা দেখে শিক্ষা ব্যবস্থাকে অগ্রসর করার লক্ষ্যে এবং বিদ্যালয়টিকে আরও উন্নত করতে আমি এই কমিটিতে সভাপতি হয়েছি। কেউ যদি আমাকে না চায় এতে আমার বলার কিছু নেই। বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে এই কমিটি বাতিল করতে হবে। তা নাহলে আন্দোলন অব্যাহত থাকবে। খবর পেয়ে ফুলবাড়ী উপজেলার সুযোগ্য চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল কামাহ্ধসঢ়; তমাল ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। এবং কমিটি বাতিলের রেজুলেশন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম ও একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম। দুপুর ১ টায় আন্দোলনকারীদের সামনে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ঘোষণা দেন, মনগড়া এই কমিটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। কাগজপত্র ঠিকঠাক করে শিক্ষাবোর্ডে পাঠানোর প্রস্তুতি চলছে। আপনারা কোন অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। এরপর আন্দোলনকারী এলাকাবাসী শান্ত হন। পরিস্থিতি শান্ত করার লক্ষে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এবং এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মওলানা আলহাজ্ব নবীউল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় এলাকার স্থানীয় প্রায় ১ হাজার জনসাধারণ আন্দোলনে উপস্থিত ছিলেন। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




নিয়োগ পরিক্ষা ও বোর্ড গঠনের ২৪ ঘন্টা পর সভাপতির সাক্ষর

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯৭জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে আলোচিত মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরিক্ষা ও বোর্ড গঠনের প্রায় ২৪ ঘন্টা পর সভাপতির সাক্ষর নিয়েছেন প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম বলে অভিযোগ উঠেছে। গত ৩ রা সেপ্টেম্বর রবিবার দুপুরের পরে মডেল পাইলট স্কুলে নিয়োগ পরিক্ষা ও বোর্ড গঠন করা হয়। পর দিন সোমবার বিকেল ৩ টার দিকে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার দপ্তরে এসে প্রধান শিক্ষক সাক্ষর নেন। ফলে এধরণের নিয়োগ পরিক্ষা ও বোর্ড গঠন কিভাবে বৈধ হয় তা নিয়ে জনমনে নানা প্রশ্ন বিরাজ করছে, সেই সাথে নিয়োগ পরিক্ষা ও বোর্ড বাতিল করে পুনরায় পরিক্ষা নিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জোর দাবি তুলেছেন স্থানীয় সচেতন মহল ও অবশরপ্রাপ্ত শিক্ষক বৃন্দু।

সাক্ষরের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম বলেন, নিয়োগের সাক্ষর না, বিল বেতনের সাক্ষর করা হয়েছে। নিয়োগ বোর্ডের সাক্ষর গ্রহন করেছেন প্রশ্ন করা হলে উত্তরে বলেন এসব নিয়ে কিছু না করলে হয় না বলে দায় সারেন।জানা গেছে, চলতি বছরের গত এপ্রিল মাসের ৬ তারিখে মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে তিনটি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরপর দু বার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরই প্রেক্ষিতে চলতি মাসের ৩ রা সেপ্টেম্বর রবিবার বিকেল ৩ টার দিকে ম্যানেজিং কমিটির সভাপতি ছাড়াই নিয়োগ পরিক্ষা ও বোর্ড গঠন করা হয়। রহস্য জনক দুটি পদ স্থগিত রেখে পছন্দের প্রার্থী সহকারী কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ পরিক্ষা গ্রহন করা হয়। এই পদে মোট ৫ জন আবেদন করেন।বেশকিছু শিক্ষকরা জানান, ৫ জন আবেদন করলেও তানোর পাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে রাজুকে চাকুরী দেওয়ার জন্য বিগত কয়েক বছর আগে চাকুরী দেওয়ার জন্য প্রায় ২০ লাখ টাকা নেয় স্কুল কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।  আব্দুল লতিফ বিগত ২০২১ সাল পর্যন্ত তানোর পৌরসভার সেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার পরিবারে অনেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃত্বে আছেন। অথচ পরিক্ষিত ত্যাগী আওয়ামী লীগের পরিবারের লোকজনরা এত টাকা দিতে পারেননি বলে চাকুরী হয় না।বিএনপির বেশকিছু নেতারা বলেন, লতিফ তো পাকাপোক্ত বিএনপি। আর আওয়ামী লীগের নেতারা যতবেশি টাকা পাচ্ছেন তাকেই নিয়োগ দিচ্ছেন। শুধু কি লতিফের ছেলে তার মেয়েকেও ভবানিপুর মাদ্রাসায় চাকুরী দেওয়া হয়েছে। এখন টাকা যার চাকুরী তার। টাকার কাছে কোন দল নাই।

ম্যানেজিং কমিটির সভাপতি ছাড়াই নিয়োগ পরিক্ষা, বোর্ড গঠন এবং ২৪ ঘন্টা পর সাক্ষর নেওয়া যায় কিনা জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, আমাকে কেন এধরণের প্রশ্ন করছেন, সভাপতি ছাড়া পরিক্ষা ও  বোর্ড বৈধ হয় কিনা জানতে চাইলে তিনি দাম্ভিকতা নিয়ে বলেন এসব  নিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলতে আমাকে কোন প্রশ্ন করবেন না।ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, আমি গত রবিবারে অসুস্থতার জন্য আসতে পারিনি। গত রবিবারের লতিফ মাতাল অবস্থায় যা করেছে সঠিক হয়নি। আর আমাকে জড়িয়ে ভিডিও ছাড়া হল, আমি বিএনপির নেতার ছেলেকে চাকুরী দিচ্ছি। এই তানোরে জামায়াত শিবিরের নেতাদের চাকুরী দেওয়া হয়েছে, কিন্তু কোন দিন ফেসবুকেও লিখা দেখলাম না। অথচ লতিফ তো আওয়ামী লীগের মিছিল মিটিংয় করেছেন।জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন বলেন, নিয়োগ বোর্ড গঠনের সময় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উপস্থিত না থাকলে সে বোর্ড বৈধতা পাবে না।

প্রসঙ্গত,, চলতি মাসের ৩ রা সেপ্টেম্বর রবিবার তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী কম্পিউটার ল্যাব পদে নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষা চলা অবস্থায় লতিফ মাতাল হয়ে প্রধান শিক্ষক ও গণমাধ্যম কর্মী দের সাথে দূর্ব্যবহার করেন। শুধু তাই না শহরে এক সাংবাদিক লতিফ ফোন দিলে নিজেকে এমপি ফারুক চৌধুরী ও তানোরের সেরা ধনাঢ্য। যা সামাজিক ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। 

আরও খবর

বিপদজনক সংযোগ সড়কে বাধ্য হয়ে চলাচল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩