

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
খবর প্রতিদিন ২৪ডেস্ক :দেশের ১১ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, যশোর, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
বিশেষ প্রতিনিধি,কলারোয়া: কলারোয়ায় রাতে আধারে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দূর্বত্তরা। ঘটনাটি ঘটেছে-কলারোয়া পৌর সদরের মুরারীকাটি দক্ষিণ পাড়ায়। ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিক বিশিষ্ট ব্যবসায়ী রনজিৎ কুমার মন্ডল ও দিলিপ কুমার মন্ডল জানান-তারা প্রতিদিনের ন্যায় বাড়ীর সমানে বসে রাত সাড়ে ১২টা পর্যন্ত কথা বলছিলেন। পরে বাড়ীর গেইট বন্ধ করে দ্বিতালা ভবনে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান যে কে, বা কাহারা ঘরে মেইন গেইটে ৬/৭টি বতল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। ওই সময় তারা বাড়ীর গেইটের পাশে প্লাস চিহ্ন দিয়ে রেখে গেছে। ব্যবসায়ী রনজিৎ কুমার মন্ডল আরো বলেন-তার বাসায় ৫/৬টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস ছিলো। আল্লাহর অশেষ ক্রিপায় রক্ষা পেয়েছেন। এর আগে তেল পাম্পে রাখা একটি ট্রাকে দূর্বত্তরা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তিনি এঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান-একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতে দুবাই। রাজধানী ঢাকার স্কোর ১৪০ অর্থাৎ এখানকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠী, বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য জন্য অস্বাস্থ্যকর।
আজ সোমবার সকাল ৮টা ১৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এ তথ্য তুলে ধরা হয়েছে।
সূচকসূত্রে জানা গেছে, দূষণমাত্রার তালিকায় ১৬৯ স্কোর নিয়ে শীর্ষে থাকা দুবাইয়ের বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আজ তালিকায় ১৬৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আজ তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির স্কোর ১৬১। সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিদিনই বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে এর মান পর্যবেক্ষণ করা হয়।
উল্লেখ্য, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে ধরা হয়।
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক:মিয়ানমারে পৃথক হামলায় সরকারি কর্মকর্তা ও সেনাসদস্যসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। রোববার কারেন প্রদেশের মিয়াবতী শহরে ড্রোন হামলায় প্রাণ হারাায় পাঁচজন সরকারি কর্মকর্তা। এর আগে শনিবার সালেঙ্গে শহরে এক সেনাবহরে হামলা চালিয়ে ১০ সেনাকে হত্যা করে বিদ্রোহী সশস্ত্র গ্রুপ। সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, রোববার মিয়াবতীতে ড্রোন হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী কোবরা কলাম। তারা জানায়, শহরের জেলা প্রশাসন দপ্তরে পুলিশ ও সেনাসদস্যকে লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালায় তারা।
এই হামলায় তিনজন সরকারি কর্মকর্তা, একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও একজন পুলিশ সদস্য হয়েছেন। আহত হয়েছেন ১১ পুলিশ কর্মকর্তা।
ফাঁস হওয়া এক সরকারি নথি থেকে জানা যায়, নিহতদের মধ্যে জেলা প্রশাসক উ সো তিন্ত, লেফটেন্যান্ট কর্নেল অং কিয়াও মিন, দুজন সরকারি কর্মকর্তা ও একজন ট্রাফিক পুলিশ রয়েছেন। আর আহতদের মধ্যে রয়েছেন একজন পুলিশ সুপার।
অন্যদিকে শনিবার সালিংগি শহরের চিন্দউইন নদীতে সরকারি এক বহরে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী মিয়ানমার রয়্যাল ড্রাগন আর্মি (এমআরডিএ) । তারা জানায়, এই হামলায় ১০ জন জান্তা সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
সেই বহরে খাবার, অস্ত্র, গুলি ও জ্বালানি বহন করা হচ্ছিল। প্রায় এক ঘণ্টা দুই পক্ষের লড়াই চলে এবং একটি জাহাজ ধ্বংস হয়ে যায়। এক বিবৃতিতে এমআরডিএ কমান্ডার সায়তান জানান, মোনইয়াতে আমাদের সেনারা জানান, নিহত সেনাদের দুটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। এছাড়া অনেকেই আহত হয়েছেন।
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩