

শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩
মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩
আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর ৫ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য এমপি প্রার্থী মোঃ সোলায়মান সামি’র গণসংযোগ। বৃহস্পতিবার বিকেল ৩টায় দিনাজপুর ৫ আসনে ফুলবাড়ী পার্বতীপুর এর জাতীয় পার্টির সম্ভাব্য এমপি প্রার্থী মোঃ সোলায়মান সামি বড়পুকুরিয়া কয়লা খনি মোড়, বৈগ্রাম বাজার, বড়পুকুরিয়া বাজার, তালের তল (সুন্দরির মোড়) এলাকায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে গনসংযোগ শুরু করেন এবং তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদমুক্তি আন্দোলন দিয়ে শুরু করে এখন পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতি করছি। ফুলবাড়ী ও পার্বতীপুরের গণমানুষের পক্ষে এবং উন্নয়ন সংস্কার করায় তার উদ্দেশ্য। সারা দেশে ব্যাপক উন্নয়ন হলেও ফুলবাড়ী ও পার্বতীপুরে চিত্র ভিন্ন এবং অনেক পিছিয়ে, ফুলবাড়ী ও পার্বতীপুরে অনেক রাস্তা কাঁচা, বেকার সমস্যা প্রকট, এখানে বড় কোন শিল্প কলকারখানা গড়ে ওঠেনি তাই নির্বাচিত হলে ফুলবাড়ী পার্বতীপুরের রাস্তা পাকা করবেন, বেকারদের কর্মস্থানের ব্যবস্থা করবেন এবং শিল্প কলকারখানা গড়ে তুলবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জননেতা জি.এম কাদের এর নেতৃত্বে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে এই এলাকার মানুষ জাতীয় পার্টি থেকে এমপি দেখতে চায়। বর্তমান জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান সামি সম্ভাব্য এমপি প্রার্থী ফুলবাড়ী-পার্বতীপুর এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন।
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩
আব্দুল হান্নানঃসম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে গড়ে উঠতে দেখা গেছে বাহারী নামের বেশ কিছু হোটেল রেষ্টুরেন্ট আর মিনি চাইনিজ। এ সমস্ত হোটেল রেষ্টুরেন্ট গুলোতে কি ধরনের গুনগত মান সম্পন্ন খাবার পরিবেশন করা হচ্ছে তা কি খতিয়ে দেখছেন না কেউ?তাছাড়াও এ সমস্ত হোটেল রেষ্টুরেন্টে নেই কোন খাবারের মুল্য তালিকা।অনেক হোটেলেরই নেই প্রয়োজনীয় কাগজ পত্র।
নাসিরনগর গুড়ে দেখা গেছে দত্তবাড়ি সংলগ্ন রয়েছে হাজী বিরিয়ানি হাউজ,মহিন্দুরা রয়েছে কাঁশফুল চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, কলেজ মোড়ে রয়েছে হোটেল সাহেব বাড়ি ও হোটেল কুটুমবাড়ি,আধুনিক হাসপাতাল সংলগ্ন রয়েছে আবাবিল হোটেল এন্ড রেষ্টুরেন্ট বা হোটেল ভর্তাবাড়ি আর থানা রোডে রয়েছে প্রিন্স রেণ্টুরেন্ট ও মিনি চাইনিজ নামক বাহারী নামের হোটেল।ভোজন রসিকদের মাঝে অনেকেই জানিয়েছেন,এ সমস্ত হোটেলে বাহিরের ও ভেতরের পরিপাটি ভাল হলেও এখানে স্বাস্থ্য সম্মত ও গুনগত মান সম্পন্ন কোন খাবার পরিবেশনের নেই কোন ব্যবস্থা।
নেই খাবারের মুল্য তালিকাও নেই।অনেক খাবারেই আবার ব্যবহার করা হচ্ছে নানা রং বেরঙ্গের ক্যামিক্যাল।অনেক খাবারে ব্যবহার করা হচ্ছে পঁচা বাসী আর নিম্মমানের পোড়া তেল।কথা হয় হোটেল আবাবিলের মালিক মোঃ ইব্রাহিম খলিলের সাথে। দৈনিক কেমন বেচাকেনা হয় জানতে চাই তিনি বলেন গড়ে এগারো থেকে চৌদ্দ হাজারের মত। হোটেলের প্রয়োজনীয় কাগজ পত্র আছে কি না জানতে চাইল হাজী বিরিয়ানি হাউজের মালিক কাজী গিয়াস উদ্দিন বলেন ব্যবসাতে টিকে থাকতে পারতেছি না।
কাগজ পত্রের বিষয়ে কথাবার্তা চলতেছে।পঞ্চাশ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আর এম ও ডাক্তার সাইফুল ইসলাম বলেন,অস্বাস্থ্যকর আর পুরাতন ভোজ্যতেলের খাবারের ফলে আমাদের আমাশয়,গ্যাষ্ট্রিক আলসার,দীর্ঘ মেয়াদি হার্টের সমস্যা,বদহজম,কিডনির সমস্যা,লিভারের সমস্যা সহ আরো নানাবিধ সমস্যা দেখা দিতে পারে।
-খবর প্রতিদিন/ সি.ব
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছালে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপ্রধান আগামী ৫-৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ এবং ১৮তম ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে সেখানে গেছেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাকার্তায় পৌঁছান তিনি।
বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৯১০) সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে জাকার্তার সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ইন্দোনেশিয়ার পরিবেশ ও বনমন্ত্রী সিতি নুরবায়া, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. সাজেবুর রহমান এবং অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪) রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
রাষ্ট্রপতিকে বহনকারী উড়োজাহাজটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে (ইন্দোনেশিয়া সময়) জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এবং ২০২৩ সালের জন্য ‘আসিয়ান চেয়ার’ জোকো উইডোডোর আমন্ত্রণে রাষ্ট্রপতি ‘আসিয়ান’ (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) শীর্ষ সম্মেলন এবং জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন।
রাষ্ট্রপতি সেখানে ‘অতিথির চেয়ার’ হিসেবে ‘আইওআরএর দৃষ্টিকোণ থেকে বৃদ্ধির কেন্দ্রবিন্দুকে সমর্থন করার জন্য আঞ্চলিক স্থাপত্যকে শক্তিশালী করা’ বিষয়ে সমাপনী ভাষণ দেবেন।
এছাড়াও তিনি তার ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো এবং থাইল্যান্ড, মালয়েশিয়া এবং তিমুর-লেস্তে রাষ্ট্রনেতাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
রাষ্ট্রপতি জাকার্তায় শীর্ষ সম্মেলন শেষে আগামী ৮ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাবেন। আগামী ১৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
শার্শা, যশোর প্রতিনিধি: অনলাইনে শিক্ষাদানকারী প্রতিষ্ঠান শিখো'র কর্মকর্তা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাওসিফ আহমেদের চিকিৎসাধীন অবস্থায় খোঁজ মিলেছে গত শনিবার (২৩ সেপ্টেম্বর) যশোরের একটি হাসপাতালে। ১২ দিন আগে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন। তাওসিফের বোন তানজিনা আহমেদ এ ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।তাওসিফ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন। সর্বশেষ তিনি শিখো ডটকমে ব্যবসা শাখায় যোগ দেন।
তানজিনা বলেন, ‘যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাইয়ের খোঁজ পেয়েছি। সে অনেক অসুস্থ। ঠিকভাবে কথাও বলতে পারছে না। হাত নেড়ে সাংকেতিকভাবে বোঝানোর চেষ্টা করছে, তাকে কেউ মেরেছে। চোখে-মুখে ভয়ের ছাপ। ভালো চিকিৎসার জন্য তাকে ঢাকায় এনে অন্য কোনো হাসপাতালে ভর্তি করা হবে। কীভাবে যশোর এসেছে, সে সম্পর্কেও কিছু বলতে পারছে না তাওসিফ।তানজিনা বলেন, ‘চিকিৎসকরা আমাদের এখন তাওসিফকে বেশি প্রশ্ন না করতে নিষেধ করেছেন। তার পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে।’তাওসিফের নিখোঁজ জিডিতে বলা হয়েছে, রাজধানীর রামপুরার ওয়াপদা রোডের বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন তাওসিফ। ঘটনার দিন ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় কর্মস্থলের উদ্দেশে বের হন তিনি। অফিস শেষে রাত সোয়া ৯টার দিকে বাসায় ফেরেন। এরপর বাসায় বাইক রেখে রামপুরা বাজার এলাকায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে বের হন। এরপর আর বাসায় ফেরেননি। রাত ১০টা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তাওসিফ বুথ থেকে টাকা তুলে বের হয়েছে। এরপর আর কোনো ফুটেজে তাকে স্পষ্ট বোঝা যায়নি।পুলিশ বলছে, তাওসিফ ছিনতাইকারী, অজ্ঞান পার্টি বা মলম পার্টির খপ্পড়ে পড়েছেন নাকি অন্য কোনো কারণ রয়েছে তার তদন্ত চলছে। তিনি আত্মগোপনে ছিলেন নাকি তাকে কেউ অপহরণ করেছে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক:মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এ দুর্যোগে নিহতের সংখ্যা ২ হাজার ১২ জনে পৌঁছেছে। তাছাড়া এখন পর্যন্ত ২ হাজার ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত এগারোটার কিছু পরে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮। এতে নিহত অধিকাংশ লোকজন দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দা, যেখানে পৌঁছানো খুব কঠিন।
এদিকে মরক্কোর ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার প্রধান লাহসেন মান্নি জানিয়েছেন, শক্তিশালী ওই ভূমিকম্পের পর আরও বেশ কয়েকবার মৃদু কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ছিল ৫ মাত্রার। তবে তিনি নিশ্চিত করেছেন যে, এই ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার কিছু পরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে, যা জনপ্রিয় পর্যটন শহর মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার (৪৫ মাইল) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত।
মারাকেশের চিকিৎসক ডা. হেশাম খারমৌদি বলেন, শহরে আহতের সংখ্যা বাড়ছেই। তিনি বলেন, স্থানীয় কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবকরা লোকজনকে সহায়তা দিতে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
এই চিকিৎসক আরও বলেন, চিকিৎসাকর্মী ও সংশ্লিষ্ট বিভাগের লোকজন দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু আমাদের এখন একমাত্র সমস্যা হলো, রক্তের ব্যাগের রিজার্ভ ফুরিয়ে যাচ্ছে। তাই আমরা মানুষকে রক্তদানের আহ্বান জানাচ্ছি। সাধারণ মানুষ আমাদের আহ্বানে ব্যাপক সাড়া দিচ্ছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য রক্তদানের আহ্বান জানিয়েছে মারাকেশ আঞ্চলিক রক্ত সঞ্চালনকেন্দ্র। সেখানকার এক বাসিন্দা জানিয়েছেন, অসংখ্য পুরোনো ভবন ধসে পড়েছে।
মারাকেশের স্থানীয় বাসিন্দা আবদেলহাক এল আমরানি (৩৩) বলেন, আমরা প্রচণ্ড কম্পন অনুভব করি। এরপরেই বুঝতে পারি যে, ভূমিকম্প আঘাত হেনেছে। তিনি বলেন, আমি দেখতে পাচ্ছিলাম যে, ভবনগুলো কাঁপছে। এরপরেই আমি বাইরে বেরিয়ে যাই এবং দেখি যে অনেকেই সেখানে আছে। লোকজন ভয়ে-আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসে। শিশুরা ভয়ে কাঁদছিল।
তিনি আরও বলেন, প্রায় ১০ মিনিট বিদ্যুৎ ছিল না এবং টেলিফোনের নেটওয়ার্কও ছিল না। পরে অবশ্য সব আবার স্বাভাবিক হয়েছে। তবে সবাই বাইরেই থাকার সিদ্ধান্ত নেয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার।
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩