Logo
আজঃ শনিবার ১০ জুন ২০২৩
শিরোনাম

তানোর থেকে চোরাই পথে সার পচার জব্দ

প্রকাশিত:সোমবার ১৯ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৪৯জন দেখেছেন

Image
তানোর(রাজশাহী)প্রতিনিধি; রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়ন(ইউপির) গভীর নলকুপের অপারেটর বখাটে রবিউল বিএসের সহযোগিতায় চোরাই পথে সার পাচারের সময় কৃষকরা আটক করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সোমবার দুপুরের দিকে পাচন্দর ইউপি ভবনের কাছে ঘটে আটকের ঘটনাটি। সংবাদ পেয়ে বখাটে রবিউল বিএসের সহযোগিতায় প্রানপুর গ্রামের আম পুকুর পাড়ায় নুরুলের খৈলানে রাখে আটককৃত সার। এখবর ছড়িয়ে পড়লে সার না পাওয়া স্থানীয় কৃষকরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে একপ্রকার বাধ্য হয়ে অতিরিক্ত কৃষি অফিসার সার জব্দ করে ঘটনাস্থলেই রাখেন। অফিসার ও বিএস রবিউলের এমব কান্ডে চরম ক্ষোভ প্রকাশ করেন।

কৃষকরা জানান, বেশ কয়েকদিন ধরে প্রানপুর পাঠাকাটা মোড়ের  বখাটে রবিউল নিয়োমিত পার্শ্বের উপজেলা মান্দার চৌবাড়িয়া এলাকায় চোরাই পথে সার পাচার করছেন। তিনি গত রোববার তিন স্টিয়ারিং ভটভটিতে করে সার পাচার করেন। একই ভাবে সোমবার দুপুরের দিকে দুই ভটভটিতে করে ১০০ বস্তা  সার পাচারের সময় পাচন্দর ইউনিয়ন পরিষদ ভবনের কাছে কৃষকরা আটক করে কাগজ পত্র দেখতে চান। কিন্তু ভটভটি চালকরা কোন কিছু না দেখিয়ে বখাটে রবিউলকে ডাকেন। রবিউল এসেই সাধারন কৃষক ও স্থানীয় সাংবাদিকদের ওপর চড়াও হয়ে গালমন্দ করে আমার সার, আমার প্রজেক্টে যাবে, কারো বাবার ক্ষমতা থাকলে যেন কিছু করে বলে আমপুকুর পাড়ায় নুরুলের বাড়ির খৈলানে ১০০ বস্তা সার নামিয়ে রাখেন। 

স্থানীয়রা জানান, রবিউল কোন ব্যবসায়ী না। সে বিএস রবিউলের সাথে যোগসাজশে সার পাচার করছেন। রবিউল গভীর নলকুপের অপারেটর। তার তালিকা অনুযায়ী নামমাত্র সার দিয়ে সব বিএস রবিউলের মাধ্যমে মজুদ করে বাড়তি দামে বিভিন্ন এলাকায় নিয়োমিত পাচার করছেন। সে অপারেটর হয়ে সার নিয়ে সিন্ডিকেট কিভাবে করেন। সবকিছু বিএস রবিউল জানে। সরেজমিনে আমপুকুর পাড়ায় দেখা যায়, দুই ভটভটি থেকে সার নামাচ্ছেন অপারেটর রবিউল। ভটভটি চালকরা জানান, আমাদেরকে রবিউল সার লোড দিয়ে চৌবাড়িয়া যেতে বলেছে এর বেশি কিছুই বলতে চাননি তারা। তাদের সাথে কথা বলতেই অপারেটর রবিউল চরম আজেবাজে ভাবে গালিগালাজ করেন। যার ভিডিও ফুটেজ সংগৃহীত আছে। রবিউল মোবাইল করে আরেক চোরা কারবারি মোজাম্মেলকে আসতে বলেন। তিনি এসে বলেন, আমি  আমপুকুর গ্রামের উত্তরে রবিউলের গভীর নলকুপে প্রজেক্ট করেছি। 

বখাটে অপারেটর রবিউল জানান, সারগুলো মুন্ডুমালা পৌরসভার বিসিআইসির ডিলার এমদাদের কাছ থেকে নিয়েছি। অফিসার বিএস সবাই জানে। এমদাদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার এলাকায় সার দিয়ে শেষ করতে পারছি না, আর পাঠাকাটা সার দিব কেন, সব মিথ্যা সাজানো।বখাটে রবিউল পুনরায় দাপট দেখিয়ে বলেন, আমার সার কোথায় নিব বা যাবে আমার একান্ত বিষয় বলে অফিসারের সামনে প্রচুর দম্ভক্তি দেখান।

মোজাম্মেল জানান, রবিউলের গভীর নলকুপে প্রজেক্ট করেছি, এসব সার চৌবাড়িয়া নিয়ে যাচ্ছিল প্রশ্ন করা হলে উত্তরে বলেন, অনেক সারের প্রয়োজন, তাদেরকে আমি দিব, তারা আমাকে দিবেন। আমার বাড়ীতে আরো ৪০০-৫০০ বস্তা সার আছে অফিসার, বিএস রবিউল জানে।বিএস রবিউল সাফাই গেয়ে সার পাচারের বিষয় ধামা চাপা দিতে মরিয়া। তিনি জানান, ঘটনাস্থলে সার জব্দ করা আছে। এমওপি ৬৩ বস্তা ডিএপি ৩৭ বস্তা মোট ১০০ বস্তা সার জব্দ করা হয়েছে।

কৃষি অফিসার সাইফুল্লাহ জানান, সংবাদ পেয়ে অতিরিক্ত কৃষি অফিসার ও বিএসকে পাঠানো হয়েছে। তাদের মুখে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত কৃষি অফিসার কামরুল জানান, সার গুলো জব্দ করে ঘটনাস্থলে রাখা হয়েছে। কর্তৃপক্ষকে অবহিত করা হবে।উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ জানান, আমি বাহিরে আছি, সার গুলো পরিষদ চত্বরে আনা হবে। উপপরিচালক মাজদার হোসেন জানান, সার পাচারের কোন সুযোগ নেই। আমি নির্দেশ দিয়েছি আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।


আরও খবর



১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :খুলনা, বরিশালসহ দেশের ছয়টি জেলায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে দেশের আরও পাঁচটি জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া যশোর, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা ও সিলেট জেলার ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহ নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, রাজশাহী, দিনাজপুর ও সৈয়দপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট বিভাগসমূহ এবং রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আরও খবর



ভালো কাজের নাগরিক অনুশীলন প্রকল্পের আওতায় জেলা প্রশাসন কতৃক ম্বীকৃতি পেয়েছেন সাকিব আল হাসান

প্রকাশিত:শুক্রবার ১২ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: মাগুরা জেলা তথা বাংলাদেশের গর্ব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, বিশ্বসেরা অলরাউন্ডার  সাকিব আল হাসান ক্রিকেটাঙ্গনে ধারাবাহিকভাবে অতুলনীয় ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন। বিশ্ব ক্রিকেটে অনেকবার এক নম্বর অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি তিনি আন্তর্জাতিক পর্যায়ে সকল ফরম্যাট মিলে আজ পর্যন্ত মোট ৪০৪ টি ক্রিকেট ম্যাচে মোট ১৪,৭৬৬ রান ও ৬৬০ টি উইকেট অর্জন করেছেন। এছাড়াও তিনি এখন পর্যন্ত ৩১ বার ম্যান অব দ্যা ম্যাচ ও ১৬ বার ম্যান অব দ্যা সিরিজ হওয়ার গৌরব অর্জন করেছেন।

এ ধরনের অনন্য নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে তিনি আজ বিশ্ব ক্রীড়াঙ্গনের রোল মডেলে পরিণত হয়েছেন।বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ক্রিকেট বিশ্বে ধারাবাহিক শীর্ষ অলরাউন্ডারের কৃতিত্ব অর্জনের মাধ্যমে রোল মডেলের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাগুরা তথা বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বদরবারে উজ্জ্বল করার জন্য জেলা প্রশাসন, মাগুরার পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।

জেলা প্রশাসন,মাগুরা প্রত্যাশা করে যে,ক্রীড়াদূত হিসেবে তাঁর ভূমিকা বাংলাদেশকে ভবিষ্যতে আরও মর্যাদাবান করবে এবং জার্সি নং-৭৫ এর মাধ্যমে ক্রিকেটে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে।

আরও খবর



এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৬৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:তৃতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য তুরস্ক যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার রাত ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতি হিসেবে এটাই তার প্রথম বিদেশ সফর।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব ইমরানুল হাসান জানান, তুরস্কের প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ নিতে আজ রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন মো. সাহাবুদ্দিন।

সফর শেষে আগামী ৫ জুন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলেও জানান ইমরানুল হাসান।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে তাকে (হাসিনা) ফোন দিয়ে প্রায় ১০ মিনিট কথা বলেছেন। এ সময় তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-২ এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ফোনে দুই নেতা কুশল বিনিময় করেন এবং ১০ মিনিট পরস্পরের সঙ্গে কথা বলেন।


আরও খবর



বার্সার শিরোপা উৎসব ম্যাচ হেরেও

প্রকাশিত:রবিবার ২১ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় ইতোমধ্যে চ্যাম্পিয়নের মুকুট পরেছে বার্সেলোনা। তবে নিয়মরক্ষার বাকি ম্যাচ ঠিকই খেলতে হচ্ছে তাদের। কিন্তু শিরোপা জিতে মাঠে নেমে হেরে বসল জাভির শিষ্যরা। কাতালান দলটিকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে দিল রিয়াল সোসিয়েদাদ। এ জয়ে লিগ টেবিলে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল করল দলটি।

শনিবার রাতে ক্যাম্প ন্যুতে মিকেল মেরিনো ও অ্যালেক্সান্দার সরলথের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান কমান রবের্ত লেভানদোভস্কি।

ম্যাচে জয় না মিললেও ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলা শেষে বার্সার হাতে তুলে দেওয়া হয় ট্রফি।  

এই মৌসুমে লিগে এটি বার্সার চতুর্থ হার, যা ঘরের মাঠে প্রথম। ৩৫ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে ৮৫ পয়েন্ট কাতালানদের। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। তাদের সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আতলেতিকো মাদ্রিদ। ৩৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে চারে আছে রিয়াল সোসিয়েদাদ। পাঁচ নম্বরে থাকা ভিয়ারিয়ালের চেয়ে তারা এগিয়ে আছে ৫ পয়েন্টে।


আরও খবর



আজ থেকে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত

প্রকাশিত:বুধবার ৩১ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

এখন থেকে নতুন সূচিতে চলাচল করবে মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ৩১ মে বুধবার থেকে ১২ ঘণ্টা রেল চালাবে। এতদিন মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকলেও নতুন সূচিতে শুক্রবার বন্ধ থাকবে মেট্রোরেল। পুরো সিস্টেম পরিচালনায় এবার দুই শিফটে থাকবেন অপারেশন সংশ্লিষ্টরা। পুরোপুরি অটোমেটিকভাবে চলায় এই রেল রাতে চলতে বাড়তি কোনো টেকনিক্যাল প্রস্তুতির দরকার নেই। কোচের নিজস্ব আলোই দেখাবে পথ।

এমআরটি লাইন ৬- এর ডিপিএম মাহফুজুর রহমান জানান, যেহেতু এমআরটি একটি পদ্ধতিতে চলে। সকালে যে পদ্ধতিতে চলবে, রাতেও সেই পদ্ধতিতেই চলবে। রাতে আমাদের ম্যানপাওয়ার দরকার হবে। নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্টরা শিফট অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

নতুন সময় অনুযায়ী, মেট্রোরেল চলাচলের সময়কে পিক-অফ পিক আওয়ারে ভাগ করা হবে। সকাল ৮টা থেকে বেলা ১১টা পিক আওয়ার; ১১টা ১মিনিট থেকে দুপুর ৩টা অফ পিক আওয়ার; দুপুর ৩টা ১মিনিট থেকে সন্ধ্যা ৬টা পিক আওয়ার এবং সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা অফ পিক আওয়ার। পিক আওয়ারে প্রতি ১০ মিনিট পর পর উভয় দিক থেকেই ট্রেন যাওয়া-আসা করবে; আর অফ পিক আওয়ারে ১৫ মিনিট পর পর ট্রেন চলাচল করবে।

গতবছর ডিসেম্বরে চালু হয়েছে মেট্রোরেল। শুরুতে দুটি দিয়ে যাত্রা করলেও এরই মধ্যে ৯টি স্টেশন চালু করা হয়েছে।


আরও খবর