Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

টাঙ্গাইলের মধুপুরে প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১৩৮জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

 টাঙ্গাইলের মধুপুরে ১৭ ,২৫ ও ২৬ মার্চ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার  (১৪ মার্চ) দুপুরে মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে এ আলোচনা সভার আয়োজন করা হয়।প্রস্তুতিমুলক সভায় প্রথমে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।


সভায় অতিথি হিসেবে উপস্হিত  ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির,  মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো. জাকির হোসাইন, মধুপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম।


অন্যান্যদের মধ্যে   উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, সহ -সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু সহ সকল সরকারি বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দিবস গুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে  বিভিন্ন দিক-নির্দেশনা মুলক মুক্ত আলোচনা করা হয়।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



গাইবান্ধায় ২৪ ঘন্টায় সন্ধান মেলেনি চার বছরের শিশু বায়েজিদ

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭৮জন দেখেছেন

Image
গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার পলাশবাড়িতে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হন বায়েজিদ নামে ৪ বছরের এক শিশু। নিখোঁজের ২৪ ঘণ্টা পার হলেও এখনো সন্ধান মেলেনি শিশুটির।  এ ঘটনায় মঙ্গলবার (৯ মে) দুপুরে পলাশবাড়ি থানায় সাধারণ ডায়েরি  (জিডি) করেছেন তার মা রায়হানা বেগম।এর আগে সোমবার (৮ মে) বিকেল তিনটার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় বায়েজিদ।নিখোঁজ শিশু পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের সৌদি প্রবাসী তাহারুল ব্যাপারীর ছেলে। বায়েজিদকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। মা রায়হানা বেগমও ছেলে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাড়ির পাশে খেলতে যায় শিশু বায়েজিদ। এরপর সে আর বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি গতকালই হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়। পরে রাতে পুলিশ এসে সম্ভাব্য স্থানগুলোতে খুঁজে দেখে। এ ঘটনায় পলাশবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ বায়েজিদের মা রায়হানা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, বায়েজিদ প্রতিদিনই বাড়ির পাশে খেলতে যেতো। আবার কিছুক্ষণ পর ফিরে আসতো। কিন্ত গতকাল আর ফেরেনি। ২৪ ঘণ্টা পার হলেও আমার বায়েজিদের কোনো সন্ধান পাইনি আমরা। কোথায় আছে, কেমন আছে, কীভাবে আছে, কিছুই জানি না। আত্মীয়-স্বজন সবাই বিভিন্নভাবে তার খোঁজ করছে। কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে পলাশবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিবাকর অধিকারী বলেন  গতকালই আমরা শিশু নিখোঁজের বিষয়টি শুনেছি। আজ নিখোঁজ ডায়েরি পেয়েছি। বিষয়টি আমরা অত্যান্ত গুরুত্ব সহকারে নিয়েছি। শিশু বায়েজিদের সন্ধানে পলাশবাড়ি থানার একটি টিম কাজ করছে। তাকে বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে।

আরও খবর



মাগুরা বিএনপি ও অংগ সয়গঠনের ২৪ নেতা কর্মীর জামিন মঞ্জুর

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৬ মে ২০২৩ | ৮২জন দেখেছেন

Image
স্টাফ রিপের্টার মাগুরা থেকে: মাগুরা জেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও অংগ সংগঠনের  ২৪ জন নেতাকর্মীকে হাইকোর্ট  জামিন মঞ্জুর করেছে। গত ২৭ এপ্রিল মাগুরার জেলা ও দায়রা জজ আদালতে ৬৭/২০২৩ নং মামলার ৩০ জন আসামী হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক মাগুরা জেলা ও দায়রা জজ অমিত কুমার রায় ৬ জনের জামিন মঞ্জুর করে বিএনপি নেতা সৈয়দ রফিকুল ইসলাম তুষার। সাবেক চেয়ানম্যান আনিসুর রহমান, জালাল বিশ্বাসসহ  ২৪ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারী মাগুরা শহরতলীর পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার ঘটনা উল্লেখ করে পুলিশ বাদি হয়ে ৩৬ জনকে আসামী করে ২৩ ফেব্রুয়ারী বিস্ফোরক মামলা দায়ের করে। আসামীরা গত ১ মার্চ হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাদের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে। হাইকোর্টের নির্দেশে ১১ এপ্রিল মাগুরা জজ আদালতে হাজির হলে আদালত ২৭ এপ্রিল শুনানীর দিন ধার্য করে। শুনানীর দিনে ৬ জনের জামিন মঞ্জুর করে বাকি ২৪ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সে  থেকে তারা জেল হাজতেই রয়েছেন। রবিবার ৭ মে হাইকোর্টে তাদের জামিনের আবেদন করলে ২৪ জনের জামিন মঞ্জুর হয়। মামলাটি পরিচালনা করেন বিশিষ্ট আইনজীবী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান   এ্যাডঃ নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার কায়সার কামাল এবং মাগুরা জেলা বিএনপির  যুগ্ন- আহ্বায়ক এ্যাড, মিথুন রায় চৌধুরী। 

উক্ত মামলাটি সার্বিকভাবে তদারকি করেন মাগুরার বিএনপি নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান।


আরও খবর



তানোরে সেই কেন্দ্র সচিবকে কারন দর্শানোর নোটিশ

প্রকাশিত:সোমবার ০১ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌর সদর মডেল পাইলট স্কুলের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম কে স্মার্ট ফোন ব্যবহারের অপরাধে কারন দর্শানোর নোটিশ করা হয়েছে বলে নিশ্চিত করেন  মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের  পরিক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম। তিনি জানান, গত রোববার এসএসসির প্রথম পরিক্ষায়  পৌর সদর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম নির্দেশনা অমান্য করে স্মার্ট ফোন ব্যবহার করেছেন। এজন্য ওই দিন তাকে কারন দর্শানোর নোটিশ করা হয়েছে। কতদিনের মধ্যে জবাব দিতে হবে জানতে চাইলে তিনি বলেন আজ ছুটির দিন ফাইল না দেখে বলা যাবেন। তবে সন্তোষ জনক জবাব না হলে  আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

কেন্দ্র সচিব মাইনুল ইসলাম সেলিমের সাথে যোগাযোগ করা হলে প্রথমে কারন দর্শানোর নোটিশ কেন দিবে? এমন কথা বলেন। পরিক্ষা নিয়ন্ত্রক নোটিশ করেছে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, নোটিশের জবাব দেওয়া হবে।জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন বলেন, কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, সন্তোষ জনক জবাব না পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। নোটিশের পর কি সচিবের দায়িত্ব পালন করতে পারে জানতে চাইলে তিনি বলেন, সঠিক জবাব না হলে তারপর দায়িত্ব সম্পর্কে সিদ্ধান্ত হবে।  তার আগে দায়িত্ব পালন করতে পারবেন।

আরও খবর



সিঙ্গাপুর জয় করে দেশে ফিরলেন মেয়েরা

প্রকাশিত:সোমবার ০১ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১৬১জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: দেশে ফিরেছেন এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটা কিশোরী ফুটবলাররা। আজ সোমবার ইউএস বাংলার একটি ফ্লাইটযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সাড়ে ছয়টায় পৌঁছায় দলটি।

এ সময় বিমানবন্দরে মেয়েদের ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

এর আগে গতকাল রোববার এএফসি নারী চ্যাম্পিয়নশিপের ‘ডি’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে ম্যাচে মেয়েরা স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ সেরা হয়। আর আগের ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ।

পরবর্তী রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে সিঙ্গাপুরের বিপক্ষে জিততেই হতো। কারণ ড্র করলে স্বাগতিক সিঙ্গাপুর ও বাংলাদেশের পয়েন্ট সমান চার হয়ে যেতো। তখন গোল ব্যবধানে এগিয়ে থাকায় সিঙ্গাপুর পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পেত। তবে সিঙ্গাপুরকে সেই সুযোগ দেয়নি বাংলাদেশের মেয়েরা।


আরও খবর



ইমরান খান গ্রেপ্তার

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৪ মে ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদ হাইকোর্ট (আইসিএইচ) প্রাঙ্গণ থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেছেন। আজ মঙ্গলবার পাকিস্তানের জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই প্রধানকে আল-কাদির ট্রাস্ট মামলায় দেশটির রেঞ্জারস বাহিনী তাকে কারাগারে নিয়ে গেছে। এদিন একাধিক মামলার জামিন নিতে আদালতে হাজির হয়েছিলেন ইমরান।

হাইকোর্টের বাইরে সাঁজোয়া গাড়ি

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ইমরানকে একটি কালো রঙের গাড়িতে করে নিয়ে যায়। গ্রেপ্তারের কথা নিশ্চিত করে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

জিও নিউজ বলছে, পিটিআই প্রধান বায়োমেট্রিকের জন্য আইএইচসিতে যান। এ সময় তাকে হেফাজতে নেওয়া হয়। এনএবি কর্মকর্তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। 


আরও খবর