Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

তালন্দ ইউপি সেচ্ছাসেবক লীগের সম্মেলনে সাফিউল সভাপতি রবিউল সম্পাদক

প্রকাশিত:শুক্রবার ২৬ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৯৬জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন( ইউপির) আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাফিউলকে সভাপতি ও রবিউলকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়। বৃহস্পতিবার বিকেলের দিকে ইউপির নারায়নপুর ২য় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত  ত্রিবার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল হক। ইউপি সেচ্ছাসেবক লীগের আহবায়ক মুকলসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ"লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন।

ইউপি সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কফিল উদ্দিনের সঞ্চালনায় বিশেয় অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,সিনিয়র নেতা মামলাতন, ইউপি যুবলীগ সভাপতি রইচ উদ্দিন বাচ্চু,সম্পাদক আব্দুল জব্বার, কলমা ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা, সৈনিক লীগ নেতা মইফুল, সাবেক ছাত্রলীগ নেতা মাসুম, ইউপি সদস্য ওয়ার্ড যুবলীগ নেতা হাসান, ইউপি সদস্য খলিলুর রহমান প্রমুখ। এসময় ইউপির নয় ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মী রা উপস্থিত ছিলেন।


আরও খবর



আজ বিশ্ব ওজোন দিবস

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৪০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:‘বিশ্ব ওজোন দিবস’আজ । দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মন্ট্রিল প্রটোকল বাস্তবায়ন করি-ওজোন স্তর রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ করি’।ওজোন স্তরের ক্ষয় ও তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে প্রতিবছর ১৬ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক ওজোন দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলো ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোনস্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। এই দিনটিতেই পালিত হয় বিশ্ব ওজোন দিবস বা আন্তর্জাতিক ওজোনস্তর রক্ষা দিবস হিসেবে। বাংলাদেশ ১৯৯০ সালে এই মন্ট্রিল প্রটোকলে স্বাক্ষর করে। এরপর থেকে বাংলাদেশেও দিবসটি পালন করা হয়।

বিশ্ব ওজোন দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের রাস্তা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


আরও খবর



সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যা বললেন আইনমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:আমলযোগ্য অপরাধ ছাড়া সাইবার সিকিউরিটি অ্যাক্টে (সিএসএ) বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিনা পরোয়ানায় গ্রেপ্তার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টে আমলযোগ্য অপরাধের মাত্র চারটি ধারা রয়েছে।

তিনি বলেন,  আমলযোগ্য অপরাধ ছাড়া বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার সুযোগ কোনো আইনশৃঙ্খলা বাহিনীর নেই। যে সব প্রশ্ন উত্থাপন করা হচ্ছে এগুলো সাইবার সিকিউরিটি অ্যাক্টের অপব্যাখ্যা।

আইনমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টে টেকনিক্যাল অপরাধ, হ্যাকিং এবং কম্পিউটারের ভেতরে ঢুকে যদি কেউ কোনো কিছু নষ্ট করে সেজন্য ১৪ বছরের সাজার বিধান রয়েছে।


আরও খবর



বিশ্বব্যাপি বঙ্গবন্ধুকে সর্বস্তরের জনগণ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে: ড. দীপু মনি

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৩ আগ্ট ট্র্যাজেডি: বঙ্গবন্ধু শিক্ষা দর্শনের বিচ্যুতি শীর্ষক আলোচনা সভা ও বঙ্গবন্ধুর ভাষ্কর্যের প্রতি বিদেশী বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের কিছু ছবি নিয়ে ফোজিত শেখ বাবু’র আলোকচিত্র প্রদর্শনী “শ্রদ্ধা”

আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু ও স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বশিপ) যৌথ আয়োজনে ওয়ার্ল্ড  ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও সর্ব ইউরোপিয় মুক্তিযোদ্ধা সংসদের সহযোগিতায় ২৯ আগস্ট দিনব্যাপি এই আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে অনুষ্ঠিত হয়। এখানে দেশের ৬৪ জেলারই শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকলেই বাবুর এই দূর্লভ আলোকচিত্র প্রদর্শনীর প্রশংসা করেন।

আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমপি বলেন, বিশ্বব্যাপি বঙ্গবন্ধুকে সর্বস্তরের জনগণ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে। এটাই ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনীতে সুন্দরভাবে ফুটে উঠেছে। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল ইসলাম নওফেল এমপি বলেন, বাবুর তোলা এই ছবি প্রমাণ করে বঙ্গবন্ধু সারা বিশ্বে মানুষের কাছে কতটা জনপ্রিয়।

আয়োজক আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু বলেন, এই ধরণের আলোকচিত্র প্রদর্শনী দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরার জন্য কাজ করতে চাই। যাতে ভবিষ্যৎ প্রজন্ম বঙ্গবন্ধুকে চিতনে পারে এবং তার কর্মময় জীবন সম্পর্কে ধারণা নিতে পারে। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতিত্ব করেন, প্রফেসর ড. মোঃ আবদুল মান্নান চৌধুরী, সভাপতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ও উপাচার্য, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন, প্রফেসর মোঃ সাজিদুল ইসলাম, সহ-সভাপতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ), প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ভারপ্রাপ্ত সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ, অধ্যক্ষ ড. মোঃ শাহজাহান আলশ সাজু, সাধারণ সম্পাদক, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ), প্রফেসর নেহাল আহমেদ, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শামসুন নাহার চাঁপা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়াও আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর



মাটির ঘরেই রাখা হচ্ছে রাসায়নিক সার

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৬১জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন (ইউপির)  বিসিআইসির সার ডিলার সুমন শীল মাটির ঘরে রাখছেন রাসায়নিক সার বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ দিন মাটির ঘরে সার রাখার কারনে কার্যকারিতা হারিয়ে ফেলছে বলে মনে করেন কৃষকরা। এতে করে দ্রুত সময়ের মধ্যে পাকা গুদাম ঘরে সার মজুতের দাবি তুলেছেন কৃষক রা।জানা গেছে, উপজেলায় সাত ইউপি ও দুই পৌরসভায় ৯ জন বিসিআইসির সার ডিলার রয়েছে। এর মধ্যে তালন্দ, পাঁচন্দর ইউনিয়ন ও তানোর পৌরসভার তিন ডিলার পৌর এলাকায় ব্যবসা করতেন। পৌর এলাকার মধ্যে তালন্দ বাজারেই দুজন বিসিআইসির ডিলার দীর্ঘ সময় ধরে ব্যবসা করত। কিন্তু গত আলু মৌসুমে সার নিয়ে মহা সিন্ডিকেট শুরু হয়। এক পৌরসভায় তিনজন ডিলার ব্যবসা করার কারনে সার পেতেও ব্যাপক হয়রানির শিকার হতে হয় কৃষকদের। ওই বছরে কৃষি কর্মকর্তা হিসেবে যোগদেন সাইফুল্লাহ আহম্মেদ। তিনি এসেই যে এলাকার ডিলার তাদেরকে সেই ইউনিয়নে ব্যবসা করার নির্দেশ দেন। সে মোতাবেক তালন্দ বাজার থেকে সুমনশীল কে তালন্দ ইউপির নারায়নপুর ও গোল্লাপাড়া বাজারে ব্যবসা করতেন ডিলার প্রনব সাহা। তিনি মুলত পাঁচন্দর ইউপির বিসিআইসির সার ডিলার। তাকেও পাঁচন্দর ইউপিতে ব্যবসা করার কঠোর নির্দেশ দেন। অবশ্য প্রনব সাহা আগে থেকেই পাঁচন্দর ইউপিতে ভবন ও পাকা গুদাম ঘর নির্মান করেছিলেন। কিন্তু সুমন শীল কোন গুদাম ঘর করেননি। সে তালন্দ ইউপির নারায়নপুর গ্রামের বালাইনাশক ব্যবসায়ী এনামুলের বাড়িতে সার রেখে বিক্রি শুরু করেন। কিন্তু মাটির ঘরে সার রাখলে কার্যকারিতা থাকেনা। এজন্য সুমনশীলকে ছয় মাসের মধ্যে পাকা গুদাম ঘর করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বছর পার হলেও এনামুলের মাটির ঘরেই রাখছেন সার।

কৃষকরা জানান,  সুমনশীল গত এক বছর ধরে তালন্দ ইউনিয়নের নারায়নপুর এনামুলের দোকানে সারের ব্যবসা করে আসছেন। সে এনামুলের মাটির ঘরে ও মোড় আরেক ঘরে সার রাখেন। কিন্তু নিয়োমিত দোকানে পাওয়া যায় না। সে দীর্ঘ সময় তানোর পৌর এলাকার তালন্দ বাজারে ব্যবসা করত।যার কারনে বরাদ্দের সারগুলো তালন্দ বাজারের খুচরা সার ব্যবসায়ীদের কে গোপনে দিয়ে থাকেন। নারায়নপুর গ্রামের বেশকিছু ব্যক্তিরা জানান, সুমনশীলের নামে ডিলার থাকলেও পরিচালনা করেন রতন। কোনদিন সুমনশীলকে দেখা যায় না। যাবতীয় সবকিছু করেন রতন। সার এনে এনামুলের বাড়িতে রাখা হয়। সেখান থেকে এনামুল রাজত্ব করছেন। এনামুলের কথামত সার বিক্রি করেন রতন।সুনমশীল বলেন, মাটির ঘরে সার রাখা হয়না।

এদিকে পৌরসভার বিসিআইসির সার ডিলার আলহাজ্ব মোহাম্মাদ আলী বাবু।  তাকে পৌর এলাকার মাঝখানে ব্যবসা করতে হবে। কিন্তু তিনি সেটা না করে পৌরসভার শেষ প্রান্ত তালন্দ বাজারে ব্যবসা করে আসছেন। অথচ কৃষি অফিস থেকে বাবুকে বারবার মাঝখানে আসার কথা বলা হলেও ক্ষমতার দাপটে তিনি তালন্দ বাজারে করছেন ব্যবসা।

সুত্রে জানা যায়, সার নীতিমালা অনুযায়ী পৌরসভায় ও এক ইউনিয়নে একজন করে বিসিআইসির ডিলার থাকবে। একজন ডিলারের অধীনে নয় ওয়ার্ডে নয় জন সাব ডিলার থাকবে। যাতে করে কোন সিন্ডিকেট না হয়। কিন্তু নীতিমালা অনুযায়ী সার বিতরণ করা হয়না বলে অহরহ অভিযোগ রয়েছে। 

উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ বলেন, সুমনশীলকে ছয় মাসের মধ্যে পাকা গুদাম ঘর নির্মান করতে বলা হয়েছিল, এবং মোহাম্মাদ আলী বাবুকে পৌর এলাকার মাঝখানে পয়েন্ট করতে বলা হয়েছে।  দ্রুত সময়ের মধ্যে এসব কার্যকর না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও খবর



বেনাপোলে ৪ পিস স্বর্ণবারসহ ৩ জন পাচারকারী আটক

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৭জন দেখেছেন

Image
যশোর প্রতিনিধি:ভারতে পাচারের সময়  যশোরের বেনাপোল সীমান্তের  বোরোপোতা থেকে ২ কেজি ৯শ গ্রাম ওজনের ৪টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকারসহ তিন পাচারকারীকে আটক করে বিজিবি।  

বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে বেনাপোল সীমান্তের বারোপোতা বাজার থেকে সোনার বারগুলো উদ্ধার ও তাদের আটক করে  ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।

আটককৃত পাচারকারীরা হলেন,  ঝিনাহদাহ জেলার কালিগঞ্জ থানার পিরোজপুর গ্রামেন মহিনুদ্দীনের ছেলে  সাইদুর রহমান(৩৩), যশোর সদরের বাঘডাঙ্গা গ্রামের নাসীর আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬) ও শার্শার নিশ্চিন্তপুর গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে  মাসুদ চৌধুরী বাবু(৩১)।

২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, স্বর্ণ পাচারের গোঁপন সংবাদে ভিত্তিতে বারোপোতা বাজার এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। এ সময় সীমান্তের দিকে প্রবেশের চেষ্টাকালে একটি প্রাইভেটকারে থাকা সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়। পরে তাদের শরীর   তল্লাশী করে ২ কেজি ৯শ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার হয়। পাচারের সাথে জড়িত থাকায় পরে তাদের আটক দেখানো হয় । স্বর্ণবারের বাজার মূল্য  দুই কোটি ৬৫ লাখ টাকা। 

আটক পাচারকারীদের  নামে বেনাপোল পোর্ট থানায় স্বর্ন পাচার আইনে মামলা করা হয়েছে। এ নিয়ে গত এক বছরে ২১ ব্যাটালিয়নের অধীনে ১ শত ১২  কেজি স্বর্ন উদ্ধার ও ৪১ জন পাচারকারীকে আটক করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।।

আরও খবর

রাণীশংকৈলে ফেন্সিডিলসহ গ্রেফতার-৩

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩