Logo
আজঃ শুক্রবার ০৯ জুন ২০২৩
শিরোনাম

টাইগারদের জয় সাকিবের রেকর্ড গড়া ম্যাচে

প্রকাশিত:সোমবার ০৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ১৫০জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্য ও ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলকের ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৫০ রানে জিতেছে টাইগাররা। এ জয়ে সিরিজে হোয়াইটওয়াশও এড়াল তামিম ইকবালের দল।

এদিন ৪ উইকেট পাওয়া সাকিব প্রথম বাংলাদেশে হিসেবে ওডিআইতে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন।


আরও খবর



মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয়েছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অনুমোদন দেয়া হবে এ বৈঠকে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদে এ বৈঠক শুরু হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর এই প্রস্তাবে সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরপর বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এটি বর্তমান মেয়াদে সরকারের পঞ্চম এবং আগামী নির্বাচনের আগে শেষ বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট এটি। এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের তিনটি মেয়াদের ১৫তম বাজেট এটি।


আরও খবর



শ্রীলংকান প্রিমিয়ার লিগে নাম লেখালেন সাকিব

প্রকাশিত:মঙ্গলবার ২৩ মে 20২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৯৭জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএলে) নাম লিখিয়েছেন। লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজি গল গ্ল্যাডিয়েটর্স সরাসরি চুক্তিতে টাইগার এই তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। দেশটির সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

এলপিএলের এবারের আসরে সবমিলিয়ে পাঁচটি দল অংশগ্রহণ করবে।এর আগে সাকিবসহ আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম টুর্নামেন্টটির ড্রাফটে তোলা হয়।

আগামী মাসের ১১ তারিখ এই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে সব দলই তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। সেই ধারাবাহিকতায় আগেই সাকিবকে দলে টেনেছে গল।

লংকান লিগে নাম লিখিয়েছেন বিশ্ব ক্রিকেটের বড় তারকা ও পাকিস্তানি অধিনায়ক বাবর আজমও। এই সুপারস্টার কলম্বো স্ট্রাইকর্সের হয়ে খেলবেন। এছাড়া তারকা কুশল মেন্ডিস খেলবেন ডাম্বুলা আরোরার হয়ে।


আরও খবর



ইউক্রেনে হামলায় বিশাল বাঁধ বিধ্বস্ত, জরুরি বৈঠকের ডাক জেলেনস্কির

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৪৫জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, দেশটির দক্ষিণাঞ্চলে বিশাল এক বাঁধ উড়িয়ে দিয়েছে রাশিয়ান বাহিনী। তবে নোভা কাখোভকায় রুশ নিযুক্ত কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের বোমাবর্ষণে এটি বিধ্বস্ত হয়েছে। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বলেছেন, রাশিয়ান দখলদার বাহিনী কাখোভকা বাঁধ উড়িয়ে দিয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, ধ্বংসের মাত্রা, পানির গতি ও আয়তন এবং প্লাবনের সম্ভাব্য এলাকাগুলো স্পষ্ট করা হচ্ছে।

খেরসনের সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্দার প্রকুদিন বলেছেন, খেরসন অঞ্চলে ডান তীরে সংকটময় জোনে অন্তত ১৬ হাজার লোক আছেন। ইতোমধ্যে দিনিপ্র নদীসংলগ্ন আটটি এলাকা প্লাবিত হয়েছে বলে জানান তিনি।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, বাঁধ উড়িয়ে দেওয়ার কারণে এর মারাত্বক প্রভাব পড়বে। বিশেষ করে সেখানে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা আছে।

খেরসনের কর্তৃপক্ষ নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার সতর্ক করেছেন।

এদিকে বাঁধ বিধ্বস্তের ঘটনার পর জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।


আরও খবর



গ্যাস থাকবে না যেসব এলাকায় আজ

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৪১জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর মগবাজার, মালিবাগসহ আশপাশের অনেক এলাকায়। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণকাজের জন্য শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা মগবাজার, মৌচাক ও মালিবাগ রেলগেট পর্যন্ত রেললাইনের উত্তর পাশে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিএন্ডটি কলোনি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।


আরও খবর



তানোরে বেধড়ক মারপিটে প্রতিবন্ধী পুত্র ও পিতা হাসপাতালে

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে পূর্ব শত্রুতার জেরে প্রতিবন্ধী যুবক ও তার পিতাকে লোহার রড় দিয়ে বেধড়ক ভাবে মারপিট করে আহত করেছে প্রতিবেশীরা বলে অভিযোগ পাওয়া। গত মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার পাঁচন্দর ইউপির কুন্দাইনগ্রামে ঘটে মারপিটের ঘটনাটি।
এঘটনায়  বুধবার ১০ই মে আহত বেলাল উদ্দীন বাদি হয়ে প্রতিবেশী কামরুল ইসলামসহ ৩ জনকে আসামী করে  থানায় ও সমাজ সেবা অফিসার বরাবর পৃথক ২টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে প্রতিবন্ধী পুত্র ও পিতা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ধীন রয়েছেন।

 জানা গেছে,  উপজেলার পাঁচন্দর ইউনিয়ন (ইউপির)  কুনদাইন গ্রামের মৃত কেফাতুল্লার পুত্র বেলাল উদ্দীনের সাথে একই গ্রামের মৃত নাছেরের পুত্র কামরুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।গত ৮ই মে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বেলাল উদ্দীনের পুত্র (শারিরিক প্রতিবন্ধী) আবু হেনা (৩২) তার বাবার মুদি দোকান থেকে কামরুলের বাড়ির সামনে দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলো।এসময় প্রতিবন্ধী ওই যুবককে দেখতে পেয়ে  কামরুল তাকে ঝাপটে ধরে এবং তার কন্যা ওই প্রতিবন্ধীকে চড় থাপ্পড় কিল ঘুসি মারতে থাকে। 

 কামরুলের স্ত্রী বাড়ি থেকে লোহার রড় এনে ওই প্রতিবন্ধী যুবককে বেধড়ক ভাবে মারপিট করে এক পর্যাযে বিবস্ত্র করে ফেলে।তার ডাক চিৎকারে  পিতা বেলাল উদ্দীন তার প্রতিবন্ধী পুত্রকে বাচাতে এগিয়ে আসলে তাকেও লোহার রড় ও দেশীয অস্ত্র নিয়ে তাড়া করে।প্রতিবন্ধীর পিতা বেলাল দৌড়ে বাড়িতে গেলে তার পিচু নিয়ে তার বাড়িতে গিয়ে তাকেও লোহার রড় দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার পাশাপাশি বাড়িতে থাকা একটি মটরসাইকের ভাংচুর করে।

এসময় গ্রামবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিযে যায়। পরে পিতা পুত্রকে আহত অবস্থায় উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এবিষয়ে  থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা মমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইন গত নেয়া হবে।

আরও খবর