Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

তাহিরপুরে চাঁদাবাজদের রামরাজত্ব: চলছে নৌপরিবহন ধর্মঘট

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৫৫জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে একদিকে লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে চলছে জমজমাট চোরাচালান, অন্যদিকে নদীপথে বৈধ কয়লা ও চুনাপাথর পরিবহণের সময় নদীপথে হচ্ছে চাঁদাবাজি। এসবের প্রতিবাদে গত ৬দিন যাবত ৩ শুল্কস্টেশনের আমদানী কারকরা তাদের কয়লা ও চুনাপাথর পরিবহণ সারাদেশে বন্ধ রেখেছে। তারপরও থেমে নেই অবৈধ পথে কয়লা ও চুনাপাথর পাচাঁর। গতকাল বুধবার (১৩ সেপ্টেম্ভর) রাত ১২টার পর থেকে আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্ভর) ভোর পর্যন্ত সীমান্তের চারাগাঁও, বীরেন্দ্রনগর, বালিয়াঘাট, টেকেরঘাট, চাঁনপুর ও লাউড়গড় এলাকা দিয়ে শতাধিক ইঞ্জিনের নৌকা বোঝাই করে কয়লা ও চুনাপাথর পাচাঁর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এব্যাপারে বড়ছড়া কয়লা ও চুনাপাথর আমদানী কারক সমিতির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের বলেন- আমরা প্রায় ৭শত আমদানী কারক রাজস্ব দিয়ে উপজেলার বড়ছড়া, বাগলী ও চারাগাঁও শুল্কস্টেশন দিয়ে বৈধ ভাবে ভারত থেকে কয়লা ও চুনাপাথর আমদানী করি। সেই কয়লা ও চুনাপাথর পাটলাই নদী দিয়ে পরিবহণ করার সময় একদিকে প্রতি নৌকা থেকে খাস আদায়ের নামে ১০-১৫ হাজার ও বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নামে প্রতি নৌকা থেকে ২০ থেকে ৫০হাজার টাকা চাঁদা দিয়ে হয়। অন্যদিকে প্রতিদিন রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে কয়লা ও চুনাপাথর পাঁচার করে চোরাকারবারীরা আমাদের ব্যবসার ক্ষতি করছে। এসব বন্ধের ব্যাপারে প্রশাসনকে বারবার জানানোর পরও কোন সমাধান না হওয়ায়, গত শনিবার (৯ সেপ্টেম্ভর) থেকে অনির্দিষ্ট কালের জন্য ৩ শুল্কস্টেশনের বৈধ কয়লা ও চুনাপাথর পরিবহণ বন্ধ করে দিয়েছি। এছাড়াও গত রবিবার (১০ সেপ্টেম্ভর) জেলা প্রশাসক, পুলিশ সুপার, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও আমদানী কারক রাশিদ মিয়া, শাজাহান খন্দাকার, ধন মিয়া, আবুল বাশার খান, জিয়াউর খান ও বাবুল মিয়াসহ আরো অনেকেই বলেন- তাহিরপুর থানার সাবেক ওসি আব্দুল লতিফ তরফদার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মালামাল ও নৌকা আটক করে যাদের নামে মামলা দিয়েছিলেন, সেই আসামীদের নিয়ে সিন্ডিকেড তৈরি করে গডফাদার হাবিব সারোয়ার তোতলা আজাদ নিজে ব্যবসা করছে। সেই সাথে থানা-পুলিশ, সাংবাদিক ও বিজিবির নাম ভাংগিয়ে পাচাঁরকৃত প্রতিনৌকা কয়লা ও চুনাপাথর থেকে ২৫ থেকে ৪০হাজার টাকা চাঁদা নিয়ে গত ২বছরে সে হয়েগেছে কোটিকোটি টাকার মালিক। তোতলা আজাদ ও তার সোর্স ইয়াবা কালাম, নেকবর আলী, জিয়াউর রহমান জিয়া, মনির মিয়া, রতন মহলদার, কামরুল মিয়া, আনোয়ার হোসেন বাবলু, খোকন মিয়া, রুবেল মিয়া, রফ মিয়া, সাইফুল মিয়া, লেংড়া জামাল, জসিম মিয়া ও বায়েজিদ মিয়ার নেতৃত্বে ভারত থেকে অবৈধ ভাবে কয়লা ও পাথর পাঁচার করতে গিয়ে সম্প্রতি লাকমা সীমান্তে গর্তে পড়ে ১জন ও লাউড়গড় সীমান্তে নদীতে ডুবে ১জনের মৃত্যু হয়েছে। লাকমা গ্রামের চোরাকারবারী রফিকুল ইসলাম বলেন- আমরা পাচাঁরকৃত প্রতি বস্তা কয়লা থেকে আজাদ মামাকে ২০টাকা, রাজ্জাক মামাকে ২০টাকা চাঁদা দেওয়াসহ সবাইকে ম্যানেজ করে এই কাজ করি। শুধু আমি না আরো অনেকে আছে। ওই গ্রামের একাধিক মামলার আসামী সোর্স পরিচয়ধারী রতন মহলদার বলেন- তোতলা আজাদ ভাই হল আমার এলাকার জামাই, আমাদের বিরুদ্ধে পত্রিকায় লেখালেখি করলে কিছুই হবেনা, যত পারেন লেখতে থাকেন। এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের চারাগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডার তাজুল ইসলাম বলেন- এই এলাকার মানুষ অবৈধ কয়লা ও চুনাপাথরের জন্য কেন এত পাগল তা বুঝিনা। তবে আমার সামনে পড়লে কাউকে ছাড়বনা। টেকেরঘাট কোম্পানী কমান্ডার ওবায়দুর বলেন- সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজির বিষয় নিয়ে আমি কিছুই বলতে পারবনা। এব্যাপারে আমাদের উপরস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন।


আরও খবর



জামায়া‌ত এবার ৪৮ ঘণ্টার হরতাল দিলো

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১০১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী ১৯ ও ২০ নভেম্বর হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্প‌তিবার (১৬ নভেম্বর) দল‌টির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃ‌তিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, ১৫ নভেম্বর সন্ধ্যায় বিরোধীদল ও দেশবাসীর মতামত উপেক্ষা করে জনধিকৃত ও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সমগ্র জাতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের অধিকাংশ বিরোধীদল তথাকথিত নির্বাচন কমিশনের ঘোষিত ফরমায়েশি তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

তিনি বলেন, বিরোধীদলের মতামত অগ্রাহ্য করে ঘোষিত তথাকথিত তফসিল দেশকে অস্থিতিশীল ও ধ্বংসের দিকে ঠেলে দেবে। সংলাপের পথ রুদ্ধ করবে। রাজনীতিতে ঘোর অমানিশা নেমে আসবে। একতরফা প্রহসনের নির্বাচনের ফলে উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায় ষড়যন্ত্রকারী সরকার এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশনকেই নিতে হবে বলেন জামায়ের এই শীর্ষ‌ নেতা।

এটিএম মাছুম বলেন, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বর্তমান ফ্যাসিস্ট সরকার নাগরিকদের ভোট দিতে দেয়নি। সাজানো প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। জামায়াতসহ বিরোধীদলকে সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলের বহু শীর্ষ নেতাকে জেলে আটকে রাখা হয়েছে। বিরোধীদলের অসংখ্য নেতাকর্মী এখনো বন্দি। মিথ্যা ও সাজানো মামলা দিয়ে হাজারো নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে। সরকারি দল সব সুযোগ-সুবিধা ভোগ করলেও বিরোধীদলকে কোনও গণতান্ত্রিক স্পেস দেওয়া হচ্ছে না। দেশে সুষ্ঠু নির্বাচনের কোনও পরিবেশ নেই। লেভেল প্লেয়িং ফিল্ড এখনও ধরা-ছোঁয়ার বাইরে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলের সব শীর্ষ নেতা এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।

তিনি আরও বলেন, দেশবাসী মনে করে, ষড়যন্ত্রমূলক নীল-নকশার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন মূলত বিরোধীদলকে নির্বাচনের বাইরে রেখে অতীতের মত শাসক দলকে জিতিয়ে আনার কৌশল নিয়েছে। গণতন্ত্রকামী সংগ্রামী জনতা সরকারের বিনা ভোটে ক্ষমতা দখলের দিবাস্বপ্ন পূরণ হতে দেবে না। জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে কমিশনকে অবশ্যই এ তফসিল প্রত্যাহার করতে হবে।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ৯

প্রকাশিত:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৩২জন দেখেছেন

Image

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি:প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঠাকুরগাঁওয়ে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরীক্ষা চলাকালীন সময়ে ডিজিটাল প্রযুক্তির মোবাইল ডিভাইস ও মুঠোফোন সহ ৯ জন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৮ ডিসেম্বর) পৌর শহরের পুলিশ লাইন স্কুল, সদর উপজেলার কচুবাড়ী উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণকারী সন্দেহজনক কয়েকজন পরীক্ষার্থীর শরীর তল্লাশি করে উদ্ধার করা হয় ব্যাংকিং ক্রেডিট কার্ডের আকারে তৈরি একাধিক মোবাইল ডিভাইস। এ সময় তাদের গ্রেপ্তার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন, সোহানুর রহমান (২৮), সাং- আলসিয়া, পিতা -মোঃ হুমায়ুন, থানা- রানিশংকৈল, মোছা: আরজিনা (৩০), স্বামী -আমিরুল ইসলাম, সাং- নারায়নপুর, থানা পীরগঞ্জ, মোছা: হাসনাহেনা (৩০), স্বামী আনিসুর রহমান, থানা বালিয়াডাঙ্গী, মোঃ আনোয়ার খালেদ (২৮) পিতা মোঃ হাসান আলী, সাং- আলাকসিপি, থানা বালিয়াডাঙ্গী, শ্রী টঙ্গনাথ বর্মন (৩২), পিতা- পঞ্চানন চন্দ্র , সাং-বাজেবকসা, থানা -রাণীশংকৈল, মোঃ ওমর ফারুক (২৯), পিতা- মো: আলিম উদ্দিন, সাং- পাটুয়াপাড়া, থানা -পীরগঞ্জ , মোছা: রেজিনা খাতুন (২৯), স্বামী- আজহারুল, সাং- মধুপুর, থানা- রুহিয়া, আব্দুল্লাহ আল নোমান (২৭), পিতা- আকবর আলী, থানা- রানীশংকৈল, আমিরুল ইসলাম (২৮), পিতা- এনামুল হক, থানা- রাণীশংকৈল । এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান, নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া সরকারি কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ,কচুবাড়ী উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র থেকে নয়জনকে আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান, আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল শনিবার আদালতে প্রেরণ করা হবে।


আরও খবর



খাগড়াছড়ি আসনের আ,লীগের মনোনয়ন পএ সংগ্রহ করলেন.কুজেন্দ্র লাল

প্রকাশিত:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পএ সংগ্রহ করলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 সোমবার (২০ নভেম্বর) কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপির পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,।  

কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপির পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ এর সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের  আব্দুল জব্বার,জেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার, পার্বত্য  জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা,পার্বত্য  জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা,পার্বত্য  জেলা পরিষদের সদস্য,  খোকনেশ্বর ত্রিপুরা,পার্বত্য  জেলা পরিষদের সদস্য,  মাঈনউদ্দিন,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে ও উপ দপ্তর সম্পাদক নুরুল আযম সহ জেলা আওয়ামীলীগের শতাধিক নেতৃবৃন্দ।
 
প্রসঙ্গত, ২০১৪ সালে কুজেন্দ্র লাল ত্রিপুরা  খাগড়াছড়ি ২৯৮নং আসনে আওয়ামী লীগের  নৌকার ব্যানারে মনোনয়ন সংগ্রহ করে সংসদ সদস্য নির্বাচিত হন। তারই ধারাবাহিকতায়  ২০১৮ সাল সহ  দুই বার নির্বাচিত হয়ে খাগড়াছড়ি ২৯৮নং আসনের ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। দায়িত্ব পালন করেন। এবার ও তিনি খাগড়াছড়ি ২৯৮নং আসনের মনোনয়ন পএ সংগ্রহ করেছেন।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, আমাদের বিশ্বাস বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়ির তৃণমূলের নেতাকর্মীদের আস্থার ঠিকানা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে টানা তৃতীয় মেয়াদে নৌকা প্রতীক দিবেন। কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মনোনয়ন দিলে  তাকে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীকে আসনটি উপহার দেবেন বলেও জানান।

উল্লেখ্য, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর। প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতিক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার-প্রচরনার শেষ তারিখ ৫ জানুয়ারি। ভোট গ্রহণ ৭ জানুয়ারি।

আরও খবর



মাগুরার জেলা প্রশাসক কতৃক আশুতোষ বিশ্বাসের কমলা বাগান পরিদর্শন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরার শ্রীপুর উপজেলার মধুপুর গ্রামের আশুতোষ বিশ্বাসের মনোমুগ্ধকর কমলা লেবুর বাগান পরিদর্শন করলেন মাগুরার  জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ ।  বুধবার বিকেলে এ বাগান পরিদর্শনকালে তার সাথে  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, নাকোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ। জেলা প্রশাসক বাগানটি ঘুরে ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করে, এ সাফল্য অন্যদের অনুপ্রানীত করবে বলে অভিমত ব্যক্ত করেণ। তিনি যুব সমাজকে এ ধরনের উদ্যোগ গ্রহন করার আহবান জানিয়ে বলেন, ভাল উদ্যোগকে জেলা প্রশাসন সব সময় সহযোগীতা করবে।

আরও খবর



ইমো’তে সরাসরি দেখা যাবে ‘দ্য গেম অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৬০জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বিশ্বব্যাপী ভিডিও গেমিং ইন্ডাস্ট্রির অর্জনগুলোকে স্বীকৃতি দিতে প্রতিবছর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে দ্য গেম অ্যাওয়ার্ডস (টিজিএ)। আগামী ০৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গ্রিনিচ মান সময় (জিএমটি) সাড়ে ১২টায় এই পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানটি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করবে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো।

ইমো ব্যবহারকারীরা হোমপেজের ‘স্টোরি’ সেকশন ও ভয়েস রুমের নির্দিষ্ট ব্যানারে ক্লিক করে সরাসরি সম্প্রচার দেখার সুযোগ পাবেন। ৩ ঘণ্টা ধরে চলা এই বিশ্বমানের অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

অনুষ্ঠানে বিনোদনের সবচেয়ে চ্যালেঞ্জিং, আশাব্যঞ্জক ও প্রেরণাদানকারী খাত হিসেবে গেমিংয়ের অবস্থানকে সমৃদ্ধ করতে ও গেমিং এর সাফল্য উদযাপনে একসাথে হন পপ-কালচারের জনপ্রিয় ব্যক্তিত্ব, খেলোয়াড় ও গেম ডেভেলপাররা। দ্য গেম অ্যাওয়ার্ড ২০২৩ -এ ৫ হাজার বিশেষ অতিথি, খাত-সংশ্লিষ্ট ব্যক্তি ও ফ্যানরা উপস্থিত থাকবেন।

বিশ্বজুড়ে জনপ্রিয় ব্যক্তিত্বরা টিজিএ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। অতীতে গ্যাল গ্যাদোত, ক্রিস্টোফার নোলান, কিয়ানু রিভস, ভিন ডিজেল, আল পাচিনো, জেসন শোয়ার্টজম্যান, জ্যাক ব্ল্যাক, মার্গো রবি ও টম হল্যান্ডের মতো সেলিব্রেটিরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

টিজিএ-তে ৩১টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। এর মধ্যে রয়েছে- গেম অব দ্য ইয়ার, বেস্ট গেম ডিরেকশন, বেস্ট ন্যারেটিভ, বেস্ট আর্ট ডিরেকশন, বেস্ট স্কোর অ্যান্ড মিউজিক, বেস্ট অডিও ডিজাইন, বেস্ট পারফরম্যান্স, ইনোভেশন ইন অ্যাক্সেসিবিলিটি সহ আরও নানান ক্যাটাগরি। ২০২৩ সালের গেম অব দ্য ইয়ারের মনোনয়নগুলো হলো- অ্যালেন ওয়েক ২, বালডুর’স গেট ৩, মার্ভেলের স্পাইডার-ম্যান ২, রেসিডেন্ট এভিল ৪, সুপার মারিও ব্রোস ওয়ান্ডার ও দ্য লিজেন্ড অব জেল্ডা: টিয়ার্স অব দ্য কিংডম৷ সৃজনশীল ও প্রযুক্তিগত সকল ক্ষেত্রে সেরা অভিজ্ঞতা নিশ্চিত করবে এমন নির্দিষ্ট গেমকেই দ্য গেম অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হবে।

এই অংশীদারিত্বের বিষয়ে ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, ‘আমরা দ্য গেম অ্যাওয়ার্ডস- -এর  গ্লোবাল ডিস্ট্রিবিউশন পার্টনার হতে পেরে ও আমাদের কমিউনিটির জন্য আকর্ষণীয় এই ইভেন্টটি নিয়ে আসতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের সেবা আরও সমৃদ্ধ করতে, কমিউনিটির জন্য নতুন ও আকর্ষণীয় ফিচার নিয়ে আসার ক্ষেত্রে নিরলস কাজ করছি আমরা।’

দ্য গেম অ্যাওয়ার্ডসের সিইও ও হোস্ট জেফ কিথলি বলেন, ‘আমরা আরও বেশি দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এজন্য আমাদের কমিউনিটিতে ইমো ও এর ব্যবহারকারীদের যুক্ত করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা সবসময় চেয়েছি মানুষ যেনো গেমিং -কে উৎসাহব্যঞ্জক ও একইসাথে চ্যালেঞ্জিং বিনোদন মাধ্যমে হিসেবে গ্রহণ করে।’

ইমো ছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইচ, এক্স, আইজিএম, স্টিম ও টিকটকের মতো অন্যান্য জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দ্য গেম অ্যাওয়ার্ড ২০২৩ এর গ্লোবাল ডিস্ট্রিবিউশন পার্টনার হয়েছে।


আরও খবর