নিজস্ব প্রতিবেদকঃ
ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ১৮টি কাউন্টার থেকে অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। কাউন্টারগুলোর মধ্যে ২টি কাউন্টার নারী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে বরাদ্দ করা হয়েছে।বাকি ১৬টি কাউন্টার পুরুষদের জন্য।
রেলস্টেশনে নারীদের জন্য দুটি কাউন্টার রয়েছে,তবে নারীদের সংখ্যা বেশি হওয়ায় এক একটি লাইন এঁকেবেঁকে অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। গাদাগাদি চাপাচাপিতে গরমে বেশ অস্বস্তিতে পড়েছেন তারা।প্রয়োজনের তুলনায় নারীদের জন্য মাত্র ২টি কাউন্টার একেবারেই নগণ্য বলেও জানিয়েছেন স্টেশনে আগত টিকিটপ্রত্যাশী নারীরা। ভোগান্তি এড়াতে অন্তত পাঁচটি কাউন্টার নারী ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ দেওয়ার দাবি তাদের।
এ বিষয়ে আরিফা আক্তার নামে এক নারী টিকিটপ্রত্যাশী বলেন, এখানে ১৮টি কাউন্টারের মধ্যে মাত্র দুটি কাউন্টারে নারীদের টিকিট দেওয়া হচ্ছে। এটা খুবই কম হয়েছে। এখান থেকে আবার প্রতিবন্ধীদেরও টিকিট দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের উচিত নারী ও প্রতিবন্ধীদের জন্য টিকিটের কাউন্টার সংখ্যা আরও বাড়ানো।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২৩ এপ্রিল) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রোববার (২৪ এপ্রিল) দেওয়া হয় ২৮ এপ্রিলের টিকিট। আজ দেওয়া হচ্ছে ২৯ এপ্রিলের টিকিট। মঙ্গলবার (২৬ এপ্রিল) দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট। আর ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মে’র টিকিট। এছাড়া ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মে’র ট্রেনের টিকিট। ঈদ যাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে। এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।