Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান

প্রকাশিত:শুক্রবার ১০ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১৩৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: এ বছর স্বাধীনতা পুরস্কারে মনোনীত হয়েছেন ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান।বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে  ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভুঁইয়া, মোফাজ্জল হোসেন চৌধুরি (মায়া), বীর বিক্রম।

সাহিত্য: মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন)।

সংস্কৃতি: পবিত্র মোহন দে।

ক্রীড়া: এ এস এম রকিবুল হাসান।

সমাজসেবা/জনসেবা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

গবেষণা ও প্রশিক্ষণ: বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফিরদৌসী কাদরী।

দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় এই পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে। ১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এ পুরস্কার দিয়ে আসছে সরকার।



আরও খবর



কুয়াকাটায় পর্যটক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশিত:মঙ্গলবার ০২ মে 2০২3 | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | ৫৬জন দেখেছেন

Image

রাসেল কবির মুরাদ কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কুয়াকাটায় বহিরাগত চালকদের দ্বারা পর্যটক হয়রানি বন্ধের দাবিতে অটোভ্যান ও ইজিবাইক চালকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২মে বেলা সাড়ে ১২ টার দিকে কুয়াকাটা পৌর ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা পৌরসভা এবং লতাচাপলী ইউনিয়নের ২ শতাধিক অটোভ্যান ও ইজিবাইক চালকরা অংশগ্রহণ করে।

প্রতিবাদ সভায় কুয়াকাটা ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ, কাউন্সিলর ফজলুল হক খান, তৈয়ুবুর রহমান খান, মনির শরীফ, আবুল হোসেন ফরাজী, শহীদ দেওয়ান, মজিবুর রহমান প্রমুখ। প্রতিবাদ সভা শেষে পৌর ভবনের সামনে মহাসড়কে বহিরাগত গাড়ি প্রবেশ, পর্যটক হয়রানি বন্ধ ও শতভাগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে মানববন্ধনে অংশ নেয় চালকরা।

এসময় বক্তারা দাবি করেন, প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নের অটোভ্যান ও ইজিবাইক চালকরা এসে আগত পর্যটকদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানি করছে। এতে আগত পর্যটকরা কুয়াকাটার প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। তাই বক্তারা বহিরাগত গাড়ি প্রবেশ বন্ধ করার দাবি জানান।


আরও খবর



সমঝোতায় মামলার বাদিরা করছেন নিম্মমানের রাস্তার কাজ ক্ষুব্ধ পৌরবাসী

প্রকাশিত:শুক্রবার ০৫ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ১২১জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌর মেয়র ইমরুল হকের উন্নয়নের ধাপ্পাবাজির চমক দেখছেন নাগরিকরা। রাস্তার কাজের দরপত্রে অনিয়ম করায় বিএনপি ও যুবদলের নেতা এবং তিন ঠিকাদার উচ্চ আদালতে মামলা করেন। বাধ্য হয়ে মেয়র ওই তিন ঠিকাদারকে কাজ দিলে মামলা তুলে নেয়। সে কাজগুলো এত পরিমান নিম্মমানের ও ধাপ্পাবাজির কল্পনাতীত যাকে বলে আজব পৌরসভায় অলৌকিক কাজ। এতে করে রাস্তার কাজগুলো নিয়ে সরেজমিনে তদন্ত করলেই ভয়াবহ অনিয়ম দুর্নীতি ধরা পড়বে। ফলে নিম্মমানের কাজ নিয়ে পৌরবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, বিগত পৌর মেয়রের সময় নগর উন্নয়ন অবকাঠামো থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প আসে। কিন্তু ভোটের জন্য ওই সময় কাজ করতে পারেন নি। ভোটে উন্নয়নের ফুলঝুরির বার্তা দিয়ে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী ইমরুল হক। দায়িত্ব গ্রহন করেই জালিয়াতির মাধ্যমে পছন্দের ঠিকাদারকে কাজ দিতে মরিয়া হয়ে উঠেন। এমনকি পৌরসভার ঠিকাদারদের লাইসেন্স নবায়ন করে দেননি মেয়র। শুধু তাই না মেয়র কর্মকর্তা ও ঠিকাদারদের মধ্যে ব্যাপক হট্রগোল হয়। লাইসেন্স নবায়ন করতে না পেরে ও নবায়নের জন্য বিগত ২০২১ সালের নভেম্বর মাসের ১৩ তারিখে উপজেলা নির্বাহীর দপ্তরে পৌরসভার তালিকা ভুক্ত ঠিকাদার মেসার্স শাহী এন্টার প্রাইজের প্রোপাইটার ইয়াছিন আলী, রোজ এন্টার প্রাইজের প্রোপাইটার নজরুল ইসলাম ও মাহী এন্টার প্রাইজের প্রোপাইটার আতিকুর রহমান লিখিত অভিযোগ দেন। 

অভিযোগে উল্লেখ, আমরা পৌরসভার তালিকাভুক্ত ঠিকাদার। মেয়র ইমরুল গোপনে পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য আমাদের লাইসেন্সগুলো নবায়ন করে দিচ্ছেন না। ১২/১০/২০২১ থেকে ২৭/১০/২০২১ সালের মধ্যে দরপত্র আহবান করা হয়েছে। পৌরসভায় একাধিকবার যাওয়ার পরও নবায়ন করে দিচ্ছেনা।বাধ্য হয়ে এতিন জন ঠিকাদার উচ্চ আদালতে ওই সময় মামলা করেন। মামলার প্রেক্ষিতে বন্ধ হয়ে যায় টেন্ডার পক্রিয়া। সম্প্রতি ওই বরাদ্দের কাজ শুরু হয়েছে।
পৌরবাসী জানায়, আকচা স্কুল থেকে বানিয়াল পাড়া, রায়তান বড়শো মাটির রাস্তা পাকা করন কাজ করছেন শহরের ঠিকাদার বদি। গুবিরপাড়া থেকে সিন্দুকাই, বেলপুকুরিয়া ও তালন্দ বালিকা স্কুলের সামনের রাস্তার কাজ করছেন মামলার বাদি ইয়াসিন, লিটন ও নজরুল। তবে পৌরসভার কার্যসহকারী মাহবুর সকল কাজের শেয়ার ও রফা করেছেন বলেও অভিযোগ রয়েছে। রাস্তার কাজগুলো পুরাতন ইট খোয়া ধূলা ও বৃষ্টির মধ্যে কাজগুলো করা হচ্ছে। এতই নিম্মমানের কাজ করা হচ্ছে, যা এক বছরও টিকবেনা। যাকে বলে ছ্যাপ দিয়ে ছাতু শানার মত অবস্থা। 

সুত্র মতে, এসব প্রকল্পের কাজ আনতে ২৫% টাকা অগ্রিম মন্ত্রনালয়কে দিতে হয়। ১০০ টাকার মধ্যে ২৫ টাকা দিলে থাকে ৭৫ টাকা, প্রকৌশলী ও মেয়রের পিচি বাবদ যায় আরো ২৫% টাকা। এভাবেই কাজের আগেই ৫০% টাকা খরচ হয়ে যায়।ঠিকাদার বদি জানান, যে ভাবে কাজ হচ্ছে তাও লোকসান গুনতে হবে, বড় বড় করে পত্রিকায় লেখো কিছুই হবে না। কারন সংশ্লিষ্ট সবাই পারসেন খায়।মামলার বাদি ঠিকাদার লিটন জানান, বর্তমানে ঠিকাদারি কাজ করা মানেই লোকসান, কাজ হচ্ছে এটা মেয়রের সৌভাগ্য। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী সরদার জাহাঙ্গীরের কাছে কাজের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কাজ নিয়ে কথা বলারমত পরিবেশ নাই বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।পৌর মেয়র ইমরুল হক জানান, আগের বরাদ্দের কাজ। মামলা নিষ্পত্তি না হলে টাকা ফেরত যেত। ২০০১ সালে রাস্তার কাজের ইট,বালুর যে দাম ছিল এখন দ্বিগুন দাম। আবার অগ্রিম টাকা দিতে হয় মন্ত্রনালয়কে, তাহলে কাজের কি অবস্থা হবে বুঝতে হবে। যে ভাবেই হোক কাজ হচ্ছে এটাই বড় পাওয়া পৌরবাসীর।

আরও খবর



বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রায় ৬ শতাধীক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ১৪৫জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বিটঘর ইউনিয়নের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়,কিন্ডার গার্টেন,উচ্চ বিদ্যালয়,আলিয়া,কওমি হাফেজিয়া মাদ্রাসা ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকারকারী ও নতুন হাফেজদের সহ প্রায় ৬ শতাধীক ছাত্র ছাত্রীদের কে পুরস্কার বিতরণ করা হয়েছে।আজ শনিবার সকালে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এসময় অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা হাজ্বী ইউসুফ আলীর সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল এর সঞ্চালণায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি ডা: মো. আতিকুল ইসলাম আলমগীর।অনুষ্ঠান টি উদ্বোধক করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুূম,সাবেক চেয়ারম্যান শরীফ শওকত ওসমান,বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্রাচার্য্য কলেজের অধ্যক্ষ একেএম রমজান আলী,ভোলাচং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর ফয়সাল,অত্র সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মোছা ভূইয়া বকুল,প্রচার সম্পাদক মো. হিমেইল ভূইয়া সহ অত্র ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতে,পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন মাইনুদ্দিন আহমেদ অনিক,গীতা পাঠ করেন রাজন চন্দ্র শাহা।


সংগঠনের সদস্যরা তাদের বক্তব্যে বলেন,সংগঠনের সাবেক সভাপতি আবু হানিফ ও বর্তমান সভাপতি মেহেদী হাসান সুহেল এর দিক নির্দেশনায় আমরা আমাদের সংগঠনের মাধ্যমে আমাদের ইউনিয়নের অসহায় হতদরিদ্র মানুষদের সহযোগিতা করে আসছি।আজকেও প্রায় ৬ শতাধীক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছি।আমরা যেন আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারি সকলে আমাদের জন্য দোয়া করবেন।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইউনিয়নের গরিব অসহায় মানুষদের সহযোগিতা করে আসছে।মহামারি করোনার সময়ও তারা অসহায়দের পাশে থেকে সহযোগিতা করেছে।অনেকে টাকার জন্য চিকিৎসা করতে পারেনি এই সংগঠনের সদস্যরা অর্থ দিয়ে সহযোগিতা করেছে। তাদের এই কাজ গুলি সত্যি প্রশংসার দাবি রাখে।অত্র সংগঠনের সদস্যরা যদি আমাকে সদস্য করে নির্বাচিত করে তাহলে একজন সদস্য হয়ে সংগঠনের সকলের সাথে আমিও গরিব অসহায়দের সহযোগিতা করতে চাই।


দেশে অবস্থানরত সংগঠনের যে সকল সদস্যরা অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন,নির্বাহী উপদেষ্টা,মোহাম্মদ আমীন বস,যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ আনিসুর রহমান,সহ সাধারণ সম্পাদক: মোঃ সুমন ভূঁইয়া বকুল সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা ভূঁইয়া।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ঝড়ের পূর্বাভাস ২০ জেলায় , নদীবন্দরে সতর্কসংকেত

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশের ২০টি জেলার ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ বুধবার দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। খুলনা বিভাগের ১০ জেলাসহ রাজশাহী, পাবনা ও মাদারীপুরের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

গতকাল মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস খুলনা, চুয়াডাঙ্গা ও যশোরে এবং ঢাকায় সর্বোচ্চ ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশে সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনার কুমারখালীতে।


আরও খবর



সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত:রবিবার ৩০ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সমর্থকরা রোমাঞ্চিত ছিলেন। বাংলাদেশের মেয়েরা খেলতে এসেছে আর তাদের সমর্থন না দিলে কি চলে! তাইতো টিকিট না পেয়েও স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছিলেন শতশত প্রবাসী বাংলাদেশি। তাদের হতাশ করেননি অনূর্ধ্ব-১৭ বাংলাদেশ নারী দল। এএফসি নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচে রোববার তারা সিঙ্গাপুরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে।

আগের ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। তাই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে বাড়তি আগ্রহ ছিল প্রবাসী দর্শকদের। স্বাগতিক দলের বিপক্ষে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচটির আগের দিন পাঁচ হাজার ধারণক্ষমতাসম্পন্ন জালান বিসার স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল।

পরবর্তী রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে আজ জিততেই হতো। কারণ ড্র করলে স্বাগতিক সিঙ্গাপুর ও বাংলাদেশের পয়েন্ট সমান চার হয়ে যেতো। তখন গোল ব্যবধানে এগিয়ে থাকায় সিঙ্গাপুর পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পেত। তবে সিঙ্গাপুরকে সেই সুযোগ দেয়নি বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ ম্যাচের ২১ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে। প্রথমার্ধ শেষে এই ফলই ছিল। ৫৫ মিনিটে আবার পেনাল্টি থেকে গোল আসে। ৬২ মিনিটে বাংলাদেশের ব্যবধান ৩-০ করে ফেলে। পেনাল্টি থেকে দুটি গোল করেন সুরভী আকন্দ প্রীতি। আর তৃতীয় গোলটি সুলতানা আক্তারের। প্রতিটি গোলে উচ্ছ্বাসে মাতোয়ারা হয়েছেন সমর্থকরা।


আরও খবর