
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠনের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
তিনি বলেছেন, উন্নয়নের নামে মানুষের জীবনযাত্রা অসহনীয় করে তুলছে সরকার। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দেশের চলমান মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে শক্তিশালী এবং স্বাধীন ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন’ গঠন অত্যন্ত জরুরি।
রোববার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের সাজ্জাদ হোসেন মানিক মিয়া হলে এনডিএমের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বাড়লেও মূল্যস্ফীতিতে এর প্রভাব কম। ধানের মৌসুমেও পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বাড়ছে। সরকারি গুদামে গমের মজুত কমে আসায় আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। মাছ-মাংসের বাজারে ক্রেতা কমেছে। উচ্চপর্যায়ের কর্মক্ষম একজন মানুষের দৈনিক পুষ্টি চাহিদা পূরণের ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুণ।
তিনি বলেন, সদিচ্ছার অভাবে দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখতে এই সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাই আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে জনপ্রশাসন, নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে আমরা একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং স্বাধীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠনের প্রস্তাব করছি।
তিনি আরও বলেন, এই কমিশন চাপ কমানোর জন্য উচ্চ আমদানি ব্যয় নিয়ন্ত্রণে কাজ করবে। এই কমিশনের অনুমোদন ছাড়া কোনোভাবেই গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বাড়ানো যাবে না। অপ্রয়োজনীয় উন্নয়ন ব্যয় কমিয়ে আনা এবং কৃষিপণ্য কোথায় ভর্তুকি বাড়ানো যায় এসব ব্যাপারেও এই কমিশন সরকারকে সুপারিশ করবে। এছাড়া ব্যবসায়ী, সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত আলোচনা করে এই কমিশন সংকট মোকাবিলায় সরকারকে নিয়মিত সুপারিশ করবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- এনডিএমের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরাসহ দলের নেতারা।