Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন করব: ইসি আলমগীর

প্রকাশিত:বুধবার ০১ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১৯৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘আমরা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করে নির্বাচন করব। এই প্রতিশ্রুতি ভোটার ও রাজনৈতিক দলগুলোকে দিতে চাই।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকরা ভোটদানের হার কমে যাওয়ার কারণ জানতে চাইলে ইসি আলমগীর বলেন, ‘যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলোর নানান রকম পরিস্থিতি ছিল। একটি বড় রাজনৈতিক দল কোনো নির্বাচনেই অংশগ্রহণ করছে না। স্বাভাবিকভাবেই তাদের যারা সাপোর্টার তারা তো ভোট দিতে আসেন না। এজন্য ভোটের কাস্টিং কমে যাচ্ছে।

তিনি বলেন, ‘সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনার মধ্যে আমাদের কিছু নির্বাচন করতে হয়েছে। স্বাভাবিক কারণে তখন অনেকে ভয়ে ভোট দিতে আসেননি। উপনির্বাচনগুলো যখন হয়, উপনির্বাচনের মেয়াদ থাকে অল্প এবং এতে সরকারের কোনো পরিবর্তন হয় না। তাই ভোটদানে আগ্রহ কম থাকে।

জাতীয় নির্বাচনে ভোটদানের হার বাড়বে আশা করে এ নির্বাচন কমিশনার বলেন, ‘সামনের যে জাতীয় নির্বাচন হবে সে নির্বাচনে কিন্তু সরকার পরিবর্তন হতে পারে। সেই সুযোগ যেহেতু এখানে রয়েছে নির্বাচনের মাধ্যমে জনগণ যে দলকে ভোট দেবে, সেই দল সরকার গঠন করবে। সে ক্ষেত্রে ভোটার ভোটার উপস্থিতি বাড়বে।

ইসি আলমগীর বলেন, ‘আমরা আশা করব, সকল রাজনৈতিক দলের আমাদেরকে আস্থায় নেওয়া উচিত। কারণ দায়িত্ব নেওয়ার পর যতগুলো নির্বাচন করেছি কেউ বলতে পারবে না, আমরা কোনো পক্ষপাতিত্ব দেখিয়েছি। প্রত্যেকটা নির্বাচনই আমরা সুষ্ঠুভাবে করার চেষ্টা করেছি। আমরা আশা করি সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। আমাদের পক্ষ থেকে যত রকম ব্যবস্থা নেওয়া দরকার নির্বাচন কমিশন থেকে আমরা নেব। পার্টিসিপেটরি (অংশগ্রহণমূলক) নির্বাচন হবে বলে আমরা মনে করি।

সব দলকেনির্বাচনে আনার জন্য শেষ পর্যন্ত আপনাদের কোনো ভূমিকা থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো আছে, শেষ পর্যন্ত থাকবে। বুঝতে হবে আমাদের ভূমিকা কি। আমরা আশাও করি, সব দল নির্বাচনে আসবে। আমাদের কাজ হলো নিরপেক্ষভাবে নির্বাচন করা। আমরা যদি নিরপেক্ষভাবে নির্বাচন করি, তাহলে সব রাজনৈতিক দল নির্বাচনে আসবে। যারা আসছে না তারা বলছে, নিরপেক্ষ নির্বাচন হবে এটা তারা মনে করেন না। এই মনে করার পেছনে অন্তত আমাদের কোনো ভূমিকা নেই।

ইসি আলমগীর বলেন, ‘স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আমাদের সংবিধান দায়িত্ব ও ক্ষমতা দিয়েছে তার পুরোটা প্রয়োগ করে সুষ্ঠু নির্বাচন করব। সেই প্রতিশ্রুতি আমরা ভোটার ও রাজনৈতিক দলগুলোকে দিতে চাই।’


আরও খবর



বিসিএসের ৪৫তম প্রিলিমিনারি পরীক্ষা চলছে

প্রকাশিত:শুক্রবার ১৯ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৫৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া ২০০ নম্বরের পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বরাবরের মতো এবারও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা প্রস্তুতি নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরমধ্যে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে কঠোর নির্দেশনা। যদি কোনো চাকরিপ্রার্থী পরীক্ষার সময় পাশের কারও উত্তরপত্র দেখার চেষ্টা করেন, তাহলে তার পরীক্ষা বাতিল হবে। এমনকি ঘাড় ঘোরালেই তার খাতা কেড়ে নেওয়া হবে।

এছাড়া বিসিএসের কেন্দ্র পরিচালনার জন্য পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং কন্ট্রোল রুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘পরীক্ষার হলে দেখাদেখি করে চাকরি পাবেন, এমন চাকরিপ্রার্থী আমরা চাই না। আমরা সৎ ও যোগ্য চাকরিপ্রার্থী খুঁজছি। পরীক্ষার হলে কেউ দেখাদেখি করে পরীক্ষা দেবেন, এমন চিন্তা যারা করবেন, তাদের জন্য আমাদের সহজ নির্দেশনা, ঘাড় ঘোরালেই পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হবে। তাকে (ওই পরীক্ষার্থী) আর পরীক্ষা দিতে দেওয়া হবে না।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে এক হাজার ২২ জনকে। সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে, ৪৩৭ জন। এছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেবে সরকার।


আরও খবর



আমি তো সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশি : পাপন

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: ২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যাত্রা শুরু করেন নাজমুল হাসান পাপন। তারপর থেকে এখনো পর্যন্ত এই দায়িত্বে আছেন পাপন। তবে শুধুমাত্র ক্রিকেটই নয়, আরও কয়েকটি কাজের সঙ্গে যুক্ত তিনি। কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য পাপন, আছে ওষুধের ব্যবসাও। তবে ক্রিকেটেই বেশি সময় দেয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাপন। বক্তব্যে ব্যক্তিগত প্রসঙ্গ টেনে পাপন বলেন, ‘আমি আপনারেদকে একটা কথা বলি। আমি অনেকগুলো বিষয়ের সঙ্গে জড়িত, আপনার সেটি সবাই জানেন। তবে ক্রিকেটই আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেওয়াটা কিন্তু কঠিন। আমার (পরিবারের) সবাই এখন অভিযোগ করতে শুরু করেছে। পরিবার থেকেও তো ধৈর্য্যের একটা সীমা আছে। এখন তো আর কেউ কথাই বলে না বলতে গেলে।

নিজের ব্যস্ততার প্রসঙ্গ টেনে বিসিবি সভাপতি আরও বলেন, ‘কোনো একটা অনুষ্ঠান হলে যদি জিজ্ঞেস করে পাপন ভাই যাবে তো? আমার স্ত্রী সরাসরি বলে দেয়, আমি জানি না। ওকে ছাড়াই চিন্তা করেন। আমার অবস্থা হলো এমন। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিয়ে নিচ্ছে। এ সমস্ত জায়গায়ও সময় দিতে হয়।

পাপনকে অনেকেই রাগী ভাবেন, যেটি নিয়ে আক্ষেপ তার। নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই জানত আমি একজন মিশুক মানুষ। ক্রিকেটে আসছি বলে (সবাই) ভাবে আমি রাগী। আচ্ছা আমি রাগী হলাম কবে? সেদিন একটি পারিবারিক অনুষ্ঠানে গেলাম। সবাই দেখি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকে। আমি তাদেরকে কাছে আসতে বলেছি। অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় সবাই বলছিল, আমরা ভয় পাচ্ছিলাম। আচ্ছা, আমাকে রাগী মনে হবে কেন বলেন তো? আমি তো সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশি।



আরও খবর



জনগণের ভাগ্য পরিবর্তনে আমরা সব সময়ে তাদের পাশে থাকব: প্রধানমন্ত্রী

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ জনগণের আস্থা, বিশ্বাস, জনপ্রিয়তা ধরে রেখেছে বলে দাবি করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে আওয়ামী লীগের নেতারা তাকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ কথা বলেন। ৪২ বছর আগে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফেরেন।

এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ দেশের জনগণের মধ্য দিয়ে গড়ে উঠেছে এবং এই দলটির মাধ্যমেই দেশের প্রতিটি অর্জন এসেছে। আওয়ামী লীগ জনগণের সংগঠন এবং এটি জনগণের জন্য কাজ করবে, এটাই আমাদের একমাত্র অঙ্গীকার।

বাকি দলগুলোকে লুটেরা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তারা কখনোই জনগণের কল্যাণে কাজ করে না। তাই সন্ত্রাসী, খুনি বা যুদ্ধাপরাধীদের দল যাতে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে- সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে, ভোট চোর ও ডাকাতরা এখন দেশের গণতন্ত্র নিয়ে কথা বলছে। এখন আমাদেরকে তাদের (ভোট চোরদের) কাছ থেকে গণতন্ত্রের পাঠ শুনতে হবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাচ্ছেন দলটির নেতারা। ছবি: বাসস

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘জনগণের ভাগ্য পরিবর্তনে আমরা সব সময়ে তাদের পাশে থাকব। আমরা তাদের জন্য আমাদের কাজ অব্যহত রাখব। আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সর্বদা তাদের পাশে থাকব। আমরা যেভাবে তাদের আস্থা অর্জন করে ক্ষমতায় এসেছি, ঠিক তেমনি আমরা তাদের জন্য আমাদের কাজ করে যাব।

আওয়ামী লীগ সভাপতি বলেন, তার দল জনগণের আস্থা, বিশ্বাস ও জনপ্রিয়তা সফলভাবে ধরে রেখেছে। যদিও ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত এত দীর্ঘ সময় ক্ষমতায় থেকে জনগণের আস্থা ধরে রাখা প্রায় অসম্ভব একটি ব্যাপার।   

তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের ধরে রাখতে হবে। দেশের মানুষের এই বিশ্বাস ও আস্থাই আমাদের একমাত্র শক্তি। এটা ছাড়া আমাদের আর কোন শক্তি নেই।

দেশে ফিরে শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর থেকে বিগত ৪২ বছরে দেশ, তথা দল গঠনের প্রচেষ্টায় তাকে সহায়তা করার জন্য দলটির সদস্যদের ধন্যবাদ জানান।

বাসস,


আরও খবর



ছাতকে হাদা টিলায় অ‌ভিযান চা‌লি‌য়ে ১২শত ফুট পাথর জব্ধ ক‌রে‌ছে প্রশাস‌ন

প্রকাশিত:রবিবার ৩০ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

আনোয়ার হোসেন নি ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জের ছাতক দোয়ারাবাজার উপজেলার ৭শ ৬০ একর ভূমি নিয়ে হাদা টিলা অবস্থিত প্রাকৃতি সম্পদ ভরপুর,টিলা মাটির  নিচে কোটি কোটি টাকার প্রাকৃতি সম্পদ পাথর লোকিয়ে য়েছে এগুলো রক্ষা করতে উপজেলা প্রশাসন দিবা-রাত্রী ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে আসছে তবু  পাথর খেকোদের আগ্রাসনে হাত প্রাকৃতি  লুকানো সম্পদ রক্ষা করতে পারছে না  প্রশাসন 

উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা টিলা অবাধে কেটে পাথর খেকোদের আগ্রাসনে ধবংস চ্ছে বিবেশ ফলে এখানে পরিবেশ বিনষ্ট ধ্বংস হয়ে যাচ্ছে বিট ফরেষ্ট বিভাগের বনায়ন প্রকল্প সামাজিক বনায়ন প্রকল্প ধ্বংস করেছে স্থানীয় একটি সিন্ডিকেট পাথর খেকো বৃক্ষ নিধনকারী চক্র এবং কতিপয় অসাধু রেষ্ট কর্মকর্তা মিলে টিলা কেটে পাথর উত্তোলন বাগানের গাছগুলো কেঁটে উজাড় করা চ্ছে

প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত স্থানীয় একটি চত্রেু নেতৃত্বে দুই শতাধিক শ্রমিক টিলা কেটে পাথর উত্তোলন করে নৌকা ট্রলি যোগে নিয়ে অন্যত্র বিক্রি করছেন। গত নিবার রাতে উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও  সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিনের
নেতৃত্বে হাদা টিলা এলাকা ভিযান চালিয়ে
বৈধ ভাবে রেষ্ট বিভাগের জায়গার টিলার মাটি কেটে পাথর উত্তোলন করে আসছে

খবর পেয়ে রাতে ভ্রাম্যমান আদালত হাদা টিলা এলাকায় পৌছার আগেই মাটিতে পাথর রেখে শ্রমিকরা ঘটনাস্থল থেকে জঙ্গল দিয়ে পালিয়ে যায় রে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দি এসব পাথরগুলো এলাকার জনপ্রতিনিধি গনমান্য ্যাক্তিদের উপস্থিতিতে পাথর জব্ধ রা হয়

জানা য়ায়,৭শ ৬০ একর ভূমি নিয়ে হাদা টিলা টিলা মাটির নিচে কোটি কোটি টাকার পাথর য়েছে  পুরো টিলা জুড়েই রয়েছেন সরকারী বনায়ন ইউক্লিপটার্স, বেলজিয়াম, আকাশীসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩৩ হাজার বৃক্ষ রোপন করা হয় কিন্ত কতিপয় অসাধু কর্মকর্তা, বৃক্ষ নিধনকারী পাথর খেকো চক্র মিলে সৃজিত বাগানের গাছ কেঁটে উজাড় করে ফেলা চ্ছে

যার ফলে প্রকল্প আলোর মুখ এখনো দেখেনি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী পাথর খেকো চক্র টিলা কেটে পাথর উত্তোল করছে সরকারী কয়েক হাজার মুল্যবান গাছ প্রতিনিয়ত চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা দুই শতাধিক শ্রমিক টিলা কেটে পাথর উত্তোলন করে বারকি নৌকা, বাল্কহেড ট্রলিগাড়ি পরিমাপে প্রতিদিনই বিক্রি করছে দিন রাতের অন্ধকারে পাথর উত্তোলন  করেছেন

এলাকাবাসী অভিযোগ রে লেন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে শ্রমিকরদের কাছ থেকে জরিমানা আদায় করলে পাথর খেকো মুলহোতারা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে য়েছে হাঁদা টিলায় এলাকার মধ্যে কাচা আধাপাক প্রায় ৬৭টি অবৈধ স্থাপনা গড়ে উঠেছেএসব বসত বাড়ি থেকে পাথর খেকো চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

এব্যাপারে উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও  সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দি ঘটনার সত্যতা নিশ্চিত রে লেন রেষ্ট বিভাগের টিলায় প্রতিনিয়ত গাছগুলো কতন মাটি কেটে পাথর উত্তোলন রেছেন স্থানীয় একটি সিন্ডিকেট চত্রু কিন্তু রেষ্ট বিভাগ কর্মকতারা এসব ঘটনায নিবর য়েছে লে তিনি ভিযোগ রেন


আরও খবর



দূষিত শহরের তালিকায় ঢাকা আজ অষ্টম

প্রকাশিত:শনিবার ০৬ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান আজ অষ্টম। শনিবার সকাল ৮টা ৩৮মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোরে ঢাকা ১১৮ পয়েন্ট নিয়ে এ অবস্থানে ছিল। এ স্কোর অনুযায়ী শহরের বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। যদিও গতকাল শুক্রবার এ তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৬তম, আর স্কোর ছিল ৯১।

এদিকে ২৫৬ স্কোর নিয়ে আজ বিশ্বে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ১৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। চতুর্থ স্থানে রয়েছে চিলির সান্তিয়াগো, তার স্কোর ১৫২। পঞ্চমে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার, স্কোর ১৩৯।

চলতি বছরের জানুয়ারিতে ঢাকায় সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি—বছরের চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়।

বাতাসের মান অনুসারে ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এগুলো হচ্ছে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।


আরও খবর