Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করলেন

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৫৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ করেছেন। রোববার (১৯ নভেম্বর) তারা মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।

সরকারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে রয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

পদত্যাগের তালিকায় রয়েছেন মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও। তারা হলেন- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

গত ৩১ অক্টোবার গণভবেনে এক সংবাদ সম্মেলনে এবারের নির্বাচনকালীন সরকার নিয়ে সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন। শেখ হাসিনা বলেন, আমরাই নির্বাচনকালীন সরকার হিসেবে আমাদের রুটিন ওয়ার্ক দায়িত্বপালন, দৈনন্দিন কাজকর্ম করব, যাতে সরকার অচল হয়ে না যায়, সেটা আমরা করব, সেভাবে চলবে।

২০১৪ সালের জানুয়ারিতে নির্বাচনের আগে মন্ত্রিসভা ছোট করা হলেও এবার তেমন পরিকল্পনা না থাকার কথা বলেছিলেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বলেন- ১৪-তে আমি কিছু মন্ত্রী অন্যান্য দল থেকে নিয়োগ করেছিলাম, এরপর ১৮-তে সেই পদ্ধতি করি নাই, যেটা অন্যান্য দেশে হয়-এইবারও সেভাবে হবে।

২০১৮ সালের নভেম্বরে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন টেকনোক্র্যাট চার মন্ত্রীকে পদত্যাগ করতে বলা হয় এবং তারা পদত্যাগপত্র জমাও দেন। বাকি মন্ত্রীরা সবাই রুটিন কাজ করে গেছেন। সেসময় যেসব মন্ত্রী পদত্যাগপত্র দিয়েছিলেন, তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয় এক মাস পর অর্থাৎ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর ঠিক আগের দিন।

প্রসঙ্গত, মন্ত্রীসভার যেসব সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত নন তাদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




সুনামগঞ্জে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৯ : অবৈধ মালামাল জব্দ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৬০জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীসহ ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে অবৈধ ভাবে পাচাঁরকৃত চিনি, কয়লা ও গাঁজার চালানসহ ৫টি পিকআপ। গ্রেফতারকৃতরা হলো- জেলার বিশ^ম্ভরপুর উপজেলার রাজাপাড়া গ্রামের মুজিব পল্লীর বাসিন্দা আব্দুল আলীমের স্ত্রী মাদক ব্যবসায়ী কুলসুমা বেগম (৪০), একই উপজেলার আলীপুর গ্রামের আলী আকবরের আসমা বেগম (৩০), একই গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে মঞ্জিল মিয়া (৪২), পাশের সাত্তারকোনা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আল- আমিন (২০), মাজাইর গ্রামের আব্দুল আলীর ছেলে সুজন মিয়া (২২), পদ্মনগর গ্রামের রবীন্দ্র দেবনাথের ছেলে প্রান্ত দেবনাথ (৩৪), জগন্নাথপুর উপজেলার নলিয়াপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আব্দুল জলিল (২০) ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শনখলা গ্রামের ছবর উল্লাহর ছেলে হাবিবুর রহমান হাবিব (২৯),চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের আব্দুল মতিন পাটোয়ারীর ছেলে নাজমুল (২৮)।

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্ভর) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের পৃথক ভাবে জেল হাজতে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল বুধবার (৬ ডিসেম্ভর) সকাল সাড়ে ১০টায় জেলার বিশ^ম্ভরপুর উপজেলার নতুনপাড়া গ্রামের অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী কুলসমা বেগম, আসমা বেগম ও তাদের অটোরিক্সা চালক আব্দুল জলিলকে হাতেহাতে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে ভোর রাতে পাশের তাহিরপুর উপজেলার টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে বালিয়াঘাট সীমান্তের লালঘাট ও লাকমা এলাকা দিয়ে একাধিক মামলার আসামী ইয়াবা কালাম মিয়া, রতন মহলদার, কামরুল মিয়া, জিয়াউর রহমান জিয়া, মনির মিয়া, আক্কল আলী, কামাল মিয়া ও গডফাদার তোতলা আজাদগং ভারত থেকে অবৈধ ভাবে প্রায় ৩শ মেঃটন চোরাই কয়লা ও বিপুল পরিমান মাদকদ্রব্য পাচাঁর করে অর্ধশতাধিক ট্রলি ও লড়ি গাড়ি বোঝাই করে বড়ছড়া শুল্কষ্টেশনে নিয়ে গেলেও এব্যাপারে পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। তবে বিজিবির গোয়েন্দা সংস্থা ডিএসবি সদস্যদের সহযোগীতায় এক লড়ি অবৈধ কয়লা আটক করে বিজিবি।

কিন্তু টেকেরঘাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার আনোয়ার হোসেন অবৈধ কয়লা রেখে লড়ি গাড়ি ছেড়ে দেন স্থানীয়রা জানান। এদিকে বিশ^ম্ভরপুর উপজেলার মাছিমপুর, চিনাকান্দি ও তাহিরপুর উপজেলার লাউড়গড় ও চানপুর সীমান্ত পথে ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে ১০লাখ টাকা মূল্যের ১৬০বস্তা অবৈধ চিনি পাচাঁর করে ৪টি পিকআপ বোঝাই করে পাশের দিরাই উপজেলা সদরের বাজারে নিয়ে যাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে চোরাকারবারী আল-আমিন, সুজন মিয়া, মঞ্জিল মিয়া ও প্রান্ত দেবনাথকে গ্রেফতার করে। অপরদিকে দোয়ারাবাজার ও ছাতক উপজেলা সীমান্ত দিয়ে পাচাঁরকৃত অবৈধ চিনি পাচাঁর করে ঢাকা যাওয়ার সময় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ নামকস্থানের সড়কে অভিযান চালিয়ে এক ট্রাক বোঝাই আরো ১৬০বস্তা অবৈধ চিনিসহ চোরাকারবারী হাবিবুর রহমান হাবিব ও নাজমুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। কিন্তু গডফাদার হাবিব সারোয়ার তোতলা আজাদকে গ্রেফতার না করার কারণে সীমান্ত চোরাচালান দিনদিন বেড়েই চলেছে। তবে তাহিরপুর উপজেলার কামড়াবন্দ গ্রামে গডফাদার তোতলা আজাদের অন্দর মহল ও সীমান্ত এলাকায় সোর্সদের বাড়িতে অভিযান পরিচালনা করলে রাজস্ব ফাঁকি দিয়ে অর্জিত কোটিকোটি টাকার অবৈধ মালামাল ও সম্পদ উদ্ধার করা সম্ভব হবে বলে সীমান্তবাসী জানান।

বিশ^ম্ভ¢রপুর থানার ওসি শ্যামল বণিক, দিরাই থানার এসআই তপন চন্দ্র দাশ ও জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন ৫টি পিকআপ ও ট্রাকসহ অবৈধ চিনি, গাঁজাসহ ৯জন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান- গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পৃৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধের জন্য পুলিশের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর



মাগুরায় ১ লাখ ২৮ হাজার শিশুকে ভিটিমিন এ প্লাস খাওয়ানো হবে

প্রকাশিত:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৩৩জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা:মাগুরায় জাতীয় ভিটিমিন এ প্লাস ক্যাম্পেইন  সাংবাদিক অবহিতকরণ সভা রবিবার ১০ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় মাগুরার সিভিল সার্জন ডাঃ মোঃ   শামীম কবির। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকতা জিল্লুর রহমান, ডাঃ মোঃ আমিনুল ইসলাম সাংবাদিক শামীম আহম্মেদ খান বক্তব্য রাখেন।  সভায় সিভিল সার্জন জানান  মাগুরা জেলায় আগামী ১২ ডিসেম্বর একযোগে ১ লাখ ১৮ হাজার ৩ ৪৮ জন শিশুকে এ প্লাস টিকা খাওয়ানো হবে। এর মধ্যে মাগুরা সদরে ৩২ হাজার ২২৪, মহম্মদপুর উপজেলায় ৩১ হাজার ১৯ জন, শালিখা উপজেলায় ২২ হাজার ১১০ জন,  শ্রীপুর উপজেলায় ২০ হাজার ৬৪৫ জন এবং পৌর এলাকায় ১২ হাজার ৩৫০ জন শিশুকে ৯৩৯ কেন্দ্রের মাধ্যমে টিকা খাওয়ানো হবে। এ কাজে ২হাজার ২৬৭ জন কর্মী নিয়োজিত থাকবে।


আরও খবর



জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল নিয়ে তথ্য দিলেন নূর #ktv #ktvbangla

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১১৩জন দেখেছেন

জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল নিয়ে অবাক করা তথ্য দিলেন জনাব নুরুল হক নূর I #ktv #ktvbangla


আরও খবর



নওগাঁয় চাঞ্চল্যকর কলেজ ছাত্রী রিংকু হত্যা মামলায় অবশেষে বাবা-ছেলে গ্রেফতার

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৭৮জন দেখেছেন

Image

এম এম হারুন আল রশীদ হীরা নওগাঁ:নওগাঁয় চাঞ্চল্যকর কলেজ ছাত্রী রিংকু হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে অবশেষে  আলাউদ্দিন মন্ডল (৫০)  ও নাঈম হোসেন মন্ডল (২৪) নামে বাবা-ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের শনিবার (২ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।    

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাটিয়াকুরি গ্রামের আলাউদ্দিনের ছেলে নাঈম মন্ডল ও সহযোগি হিসেবে একই গ্রামের মৃত আবদুল আজিজ মন্ডলের ছেলে আলাউদ্দিন মন্ডল।

মামলা ও থানা সুত্রে জানা যায়, নিহত রিংকু হত্যা মামলায় গত বৃহস্পতিবার দিবাগত-রাতে রাজশাহীর পবা থানা ও জয়পুরহাটের আক্কেলপুরে পৃথক অভিযান চালিয়ে বাবা ও ছেলে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত রিংকু ও গ্রেফতারকৃত প্রেমিক নাঈমের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কে পরিবার বাধা হয়ে দাঁড়ালে গত সোমবার (২৭ নভেম্বর) সকালে তারা কোর্ট ম্যারেজ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে একটি অটো রিক্সায় করে রাজশাহী কোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় দু'জনের মধ্যে নওগাঁ কোর্টে অথবা রাজশাহী কোর্টে যাওয়া নিয়ে তর্ক বিতর্ক আর ধস্তাধস্তির এক পর্যায়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চকগৌড়ি  এলাকায় চলন্ত অটোরিক্সা থেকে রিংকু পড়ে যায়। সেখানে তিনি মাথা ও হাত পায়ে গুরুতর আহত হয়। তাকে বাঁচানোর জন্য প্রেমিক নাঈম দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম রিংকুর অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় নাঈম ভয় পেয়ে তার বাবা আলাউদ্দিনের সাথে আলোচনা করলে তার বাবা রাজশাহী ইসলামি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। সেখান থেকে দ্রুত অ্যাম্বুল্যান্স যোগে তাকে রাজশাহী ইসলামি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে নাঈম ও তার বাবা ভয় পেয়ে রিংকুর লাশটি রাতের আধারে তিলকপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের তুলশীগঙ্গা নদীর বেড়িবাঁধের পাশে ফেলে রেখে সেখান চুপিসারে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে তারা উভয়ই গা ঢাকা দেয়।  পরে মুঠোফোনের কললিস্ট ট্যাকিং করে অবস্থান সনাক্ত করে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদের দু'জনকে গ্রেফতার করা হয়। 

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুই জায়গায় অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। একটি কলেজ ব্যাগ ও একটি ভ্যান জব্দ করে হত্যা মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়।

প্রসঙ্গত: নওগাঁর সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের তুলশীগঙ্গা নদীর বেড়িবাঁধের পাশ থেকে গত মঙ্গলবার সকালে তাসফিয়া তাবাসসুম রিংকু (১৮)নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছিলো পুলিশ। নিহত রিংকু জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের রাইকালী গ্রামের মৃত আবদুর রাজ্জাকের মেয়ে ও রাইকালী কারিগরি ও বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।এ ঘটনায় হত্যার শিকার রিংকুর মা শাহিনা বেগম বাদি হয়ে নাঈম ও আলাউদ্দিন নামে ২ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আরও খবর



মাগুরায় পেয়াজ এক রাতে ৯০ থেকে ১৮০ টাকা কেজি

প্রকাশিত:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৩৪জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরার বাজারে ৯০ টাকার পেয়াজ একলাফে এক রাতে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত শুক্রবার যে পেয়াজ ৯০ টাকা  প্রতিকেজি বিক্রি হয়েছে তা আজ বিক্রি হচ্ছে প্রতাকেজি ১৮০ টাকা। মূল্যবৃদ্ধির কারণ জানতে চাইলে মাগুরা কাঁচা বাজার আড়তের ব্যবসায়ীরা জানান ,  শুক্রবার থেকে ভারত থেকে পেয়াজ আমদানী বন্ধ থাকবে এ সংবাদ প্রচার হওয়ায় এ মূল্য বৃদ্ধি পেয়েছে। পেয়াজের এ মূল্যবৃদ্ধি পেলেও কোন ব্যবস্থা দেখা যাচ্ছেনা। অথচ সাধারণ ক্রেতারা পড়েছে মহা বিপদে। তাদের আয় বাড়ছেনা অথচ এভাবে কেবলমাত্র পেয়াজ নয় প্রায় সকল পণ্যের মূল্য দ্বীগুন বেড়ে যাওয়ায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তারা কার কাছে বা কোথায় তাদের এ অবস্থার কথা জানাবে তা বুঝতে পারছেনা। মাগুরা কাঁচা বাজার আড়তে যেয়ে দেখা যায় বাজারে পেয়াজের উপস্থিতি কম, তবে মূল্য দিলে অভাব নেই। একজন অবসরপ্রাপ্ত বেসরকারি স্কুল শিক্ষক জানান, এভাবে পেয়াজসহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় পরিবার নিয়ে আর টিকে থাকতে পারছিনা। জনৈক ছোট ব্যবসায়ী বলেন মূল্য বৃদ্ধি পায় এটা মনে হয় দেখার কেউ নেই। মাগুরা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হক জানান, ভারত থেকে পেয়াজ রপ্তানী বন্ধের ঘোষনার পরই বাজারে পেয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে। ভোক্তা অধিকার অধিদপ্তর বাজারে তদারকি অব্যাহত রেখেছে। কোথাও পেয়াজ গুদামজাত করা হয়েছে কিনা তা খুজে দেখা হচ্ছে বলে তিনি জানান। তিনি আরো জানান, রবিবার জেলা আইন শৃংখলা কমিটির সভায় বিষয়টি আলোচনার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।


আরও খবর