Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

‘সরকার ২০১৮ সালের মতো নির্বাচন করার দিবাস্বপ্ন দেখছে’

প্রকাশিত:শনিবার ১৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক ;জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সরকার ২০১৮ সালের মতো একটি প্রহসনের নির্বাচন করার দিবাস্বপ্ন দেখছে। সরকারকে বলব, ওই ধরনের নির্বাচন করার স্বপ্ন ভুলে যান। দলীয় সরকারের অধীনে এদেশে আর কোনো নির্বাচন হবে না,  জনগণ এ ধরনের নির্বাচন হতে দেবে না। তাই সময় থাকতে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে।

সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ১০ দফা দাবি আদায়ে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে, বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে।

দেশে এখন ডিজিটাল কায়দায় একদলীয় শাসন চলছে বলে মন্তব্য করেন জাতীয়তাবাদী সমমনা জোটের এই সমন্বয়ক।

নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়ন না হওয়া আন্দোলন চলবে বলেও জানান ফরহাদ।

জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের মহাসচিব আবু সৈয়দ, যুগ্ম মহাসচিব নুরুল কাদের চৌধুরী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, যুগ্ম মহাসচিব আবু মেহেদী প্রমুখ।


আরও খবর



গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১০২জন দেখেছেন

Image

নাজমুল হাসান:জ্বালানি গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম গ্যাস বিতরণ কোম্পানি তিতাস। এতে এক চুলার বিল ৩৮৯ টাকা বেড়ে হবে ১ হাজার ৩৭৯ টাকা এবং দুই চুলার বিল ৫১২ টাকা বেড়ে হবে ১ হাজার ৫৯২ টাকা। গত ২ মে এনার্জি রেগুলেটরি কমিশনে দাম বাড়ানোর এ প্রস্তাব পাঠিয়েছে তিতাস।

গত বছরের জুনে আবাসিক গ্রাহকদের গ্যাসের দাম বাড়ায় জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। এ সময় প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে মিটার ছাড়া গ্রাহকদের জন্য মাসে গ্যাস ব্যবহারের পরিমাণ কমিয়ে দুই চুলায় ৬০ ঘনমিটার ও এক চুলায় ৫৫ ঘনমিটার ধরা হয়। এতে দুই চুলার মাসিক বিল ১ হাজার ৮০ টাকা ও এক চুলার বিল ৯৯০ টাকা ঘোষণা করা হয়েছিল। কমিশনের এ ঘোষণার ১০ মাস পর এতে আপত্তি জানিয়েছে তিতাস।

তিতাসের প্রস্তাবে বলা হয়, কমবেশি ২৫ লাখ গ্রাহকের বিপরীতে কোনো সমীক্ষা বা তথ্য বিশ্লেষণ না করেই ঘনমিটারের পরিমাণ নির্ধারণ করেছে বিইআরসি। এতে কারিগরি ক্ষতি বেড়েছে এবং তিতাস আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

তিতাস গ্যাস ঢাকার বিভিন্ন বাণিজ্যিক এলাকায় যেমন মতিঝিল, কারওয়ান বাজার, মিরপুর এবং শিল্পাঞ্চল এলাকা যেমন তেজগাঁও, সাভার, টঙ্গী, গাজীপুর, আশুলিয়া, সোনারগাঁও প্রভৃতি এলাকায় গ্যাস সরবরাহ করে থাকে।’

তিতাস দাবি করেছে, মিটারযুক্ত আবাসিক গ্রাহকরা মাসে গড়ে ৯৭ ঘনমিটার গ্যাস ব্যবহার করেন। ভর্তুকি প্রত্যাহার এবং রাজস্ব ঘাটতি কমানোর লক্ষ্যে জানুয়ারিতে চার শ্রেণির ব্যবহারকারীদের জন্য গ্যাসের দাম ১৭৯% পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার। সে সময় আবাসিক, সিএনজি, সার এবং চা বাগানের ব্যবহারকারীদের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়নি।

বর্তমানে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে তিতাস গ্যাসের মোট ২৮ লাখ ৫৭ হাজার আবাসিক গ্রাহক রয়েছেন। তাদের মধ্যে ২৫ লাখ ২৫ হাজার মিটারবিহীন ও ৩ লাখ ৩২ হাজার প্রিপেইড মিটারের গ্রাহক ।

বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন বলেন, তিতাসের প্রস্তাব গ্রহণ করেছে কমিশন। বিধি মোতাবেক এ নিয়ে করণীয় ঠিক করতে প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।




আরও খবর



ফুলবাড়ী উপজেলার জয়ন্তী গ্রামে হাঁস ধান খাওয়া কেন্দ্র করে মারপিটে আহত-১

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুররের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির জয়ন্তী গ্রামে হাঁস ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে মোছাঃ মাজেদা খাতুন (৪৫) নামে এক নারী আহত হয়। ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির জয়ন্তী গ্রামের মৃত তফির উদ্দীন এর পুত্র মোঃ মকছেদুল ইসলাম এর অভিযোগে জানা যায় যে, গত ০৩/০৫/২০২৩ইং তারিখে তার বোন মোছাঃ মাজেদা খাতুন বাড়ীর সংলগ্ন জমিতে প্রতিপক্ষ মোঃ তমিজ উদ্দীন এর হাঁস ধান ক্ষেতে গিয়ে ধান খাচ্ছিল।

এ সময় মোছাঃ মাজেদা খাতুন বাঁধা দিতে গেলে তাকে মোঃ তমিজ উদ্দীন এর পুত্র মোঃ মিজানুর রহমান (৩৫), মোঃ জিয়ারুল রহমান (২৫), মোঃ হাসানুর রহমান (৩২), মোঃ রেজাউল হক (২৮) তারা দলবদ্ধ হয়ে বাড়ীর সামনে মোঃ জমির উদ্দীন মন্ডল এর স্ত্রী মোছাঃ মাজেদা খাতুনকে বেধম মারপিট করে। এ সময় মোঃ আব্দুল করিম এর স্ত্রী মোছাঃ পারুল (৪৫) তাকে উদ্ধার করতে গেলে উল্লেখ্য ব্যক্তিরা তাকে মারপিট করে এবং তাকে হত্যার চেষ্ঠা করে।

এই ঘটনায় স্থানীয় লোকজন ও তার ভাই মোঃ মকছেদুল ইসলাম তাকে উদ্ধার করে ঐ দিনে রাত্রী আনুমানিক ১১টায় চিকিৎসার জন্য ফুলবাড়ী হাসাপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে তার ভাই মোঃ মকছেদুল ইসলাম জানান, আমার বোন সুস্থ্য হয়ে উঠলেই আমি প্রতিপক্ষদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।


আরও খবর



গাইবান্ধায় তীব্র তাপদাহে ১ হাজার ৪ শ ৭২ হেক্টর জমির আম চাষ বিপর্যয়ের মুখে

প্রকাশিত:মঙ্গলবার ০২ মে 2০২3 | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৭২জন দেখেছেন

Image
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা সংবাদদাতা:-তীব্র তাপদাহে গাইবান্ধার  আম চাষে বিপর্যয় দেখা দিয়েছে । লাগাতার তাপদাহ ও গরমে গাছ থেকে ঝরে পড়ছে বাড়ন্ত আম । এতে বিপাকে পড়েছেন বাগান মালিক ও আম চাষীরা । গাছে সেচ ও স্প্রে করেও কোন ফল পাচ্ছেন না তারা । গাছ থেকে আম ঝরে পড়ে যেনো এক প্রকার আমের বিছানা লেগেছে বাগানগুলোতে ।

জেলার পলাশবাড়ী, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা, সদরসহ ৭ টি উপজেলার এ বছর ১ হাজার ৭ শ ৭২ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।সরেজিমন তথ্যানুসন্ধানে দেখা যায় গাইবান্ধার জেলায় ৭ টি উপজেলায় গোপালভোগ , সূর্যাপূরী , আম্রপালী , ল্যাংড়া , ফজলি, বউভূলানী , আসিনিয়া , ছাতাপড়া , চিনিফজলী , সুরমাই ,মিশ্রীভোগ কালাপাহাড়ী , গুটি , মধুচুষি , খিরশাপাতি প্রায় ১৫ থেকে ২০ প্রজাতির আম চাষ হচ্ছে।

গাছে এবার আমও ধরেছে ভালো ।কিন্তু আমে এবার বিপর্যয় দেখা দিয়েছে । তীব্র তাপদাহে গাছ থেকে ঝরে পড়ছে বাড়ন্ত আম । পলাশবাড়ীর করতোয়া পাড়ায় আম বাগান মালিক হারুন হোসেন জানালেন , তারা আম নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন । প্রচন্ড তাপদাহে গাছ থেকে আম পড়ে বিছানা লেগেছে । এতে বিপাকে পড়েছেন বাগান মালিক ও আম চাষীরা । 

গাছে সেচ ও স্প্রে করেও কোন ফল পাচ্ছেন না তারা । গাছ থেকে আম ঝরে পড়ে এক প্রকার যেনো আমের বিছানা লেগেছে আম বাগান গুলোতে ।আম বাগান কিনে এবার ক্ষতির আশংকা করছেন আম বাগান ক্রেতারা । আমচাষে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে এমনটাই দাবি করেছেন কৃষি বিভাগ ।

 প্রায় তিন সপ্তাহ ধরে প্রায় ৩৯ ডিগ্রী সেলসিয়াস থেকে ৪১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে । বৃষ্টি না হওয়ায় গরমে গাছের আম ঝরে পড়ছে ।সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগান মালিক বলেন আমের ফলন ভালো হলে ও  অতিরিক্ত খড়ার কারনে গাছ থেকে আম ঝড়ে পরছে।কৃষি বিভাগের পরামর্শ প্রয়োজন।

সাদুল্লাপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক বলেন অতিরিক্ত খড়ায় আম ঝড়ে পরছে। আম ঝড়ে পড়া প্রতিরোধে আম গাছের গোড়ায় পর্যাপ্ত পানি রাখতে হবে।এছাড়াও পটাস সালফার প্রয়োজন মোতাবেক গাছের গোড়ায় দিতে হবে।পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসার ফাতেমা কায়সার মিশু কাছে জানতে চাইলে তিনি আম উৎপাদন - বিপনন ও বিপর্যয়  নিয়ে নিদিষ্ট  কোন তথ্য প্রদান করতে পারে নাই।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার উপ পরিচালক খোরশেদ আলম  বলেন বৃষ্টি না হলে এবং এ পরিস্থিতি অব্যাহত থাকলে এবার আম উৎপাদনে বিপর্যয়ে পড়বে বাগান মালিক ও আমচাষীরা । এ পরিস্থিতি মোকাবেলায় কৃষি বিভাগ আম চাষীদের সহায়তা ও পরামর্শ দিচ্ছেন । আম গাছের আমের  ডগা-পাতায় পানি। স্প্রে এবং গাছের গড়ায় সেচ অব্যাহত রাখতে বলছেন ।কৃষি বিভাগ যাই বলুক এই আবহাওয়া অব্যাহত থাকলে চলতি মৌসুমে আম চাষ ব্যাহত হওয়ার আশংকা করছেন কৃষিবিদসহ আম চাষী ও আম ব্যবসায়ীরা।

আরও খবর



সাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি, বঙ্গোপসাগরে আছড়ে পড়ছে উত্তাল ঢেউ

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

রাসেল কবির মুরাদ কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : দক্ষিনপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিন আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর রয়েছে বেশ উত্তাল।

আকাশ রৌদ্রজ্জল থাকলেও দক্ষিন উপকূলে এক ধরনের তীব্র গুমোট পরিবেশ বিরাজ করছে। নদ-নদী পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তীব্র গরমে দিশেহারা হয়ে পড়েছে সাধারন মানুষ সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পটুয়াখালী জেলায় সর্বোচ্চ ৩৮.৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ভোগান্তিতে পড়েছে নি¤œ আয়ের মানুষজন। আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে জানায় জেলা আবহাওয়া অফিস।



আরও খবর



নারায়নগঞ্জের রূপগঞ্জে এক যুবককে আটক করে জোর পূর্বর হত্যা মামলায় আসামী করার চেষ্টা পিবিআই'র

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

 নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়নগঞ্জের রূপগঞ্জে একটি হত্যা মামলাকে কেন্দ্র করে সুজন নামে এক যুবককে ঐ হত্যা মামলায় জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করতে আটক করছে নারায়নগঞ্জ পিবিআই । এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী পূর্ণিমা শেখ পুলিশের আইজিপি সেল ও সিনিয়র সচিব জন নিরাপত্তা বিভাগ স্বরারাষ্ট্র মন্ত্রনালয়ে একটি লিখিত অভিযোগ করেন।অভিযুক্ত কর্মকর্তার নাম নজরুল ইসলাম (এস আই) তিনি পুলিশ  ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জে কর্মরত রয়েছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ মে শুক্রবার পূর্ণিমা জানতে পারে তার স্বামী মো সুজন শেখকে নারায়নগঞ্জ জেলার পিবিআইর সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম আটক করেন। খবর পেয়ে তিনি পিবিআই নারায়নগঞ্জের সাইনর্বোড গিয়ে  , দেখে তার স্বামী খুবই অসুস্থ। তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামীর সাথে কথা বলে জানতে পারে পিবিআই কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম শারীরিক ভাবে নির্যাতন করেছে। এসময় তার স্বামীকে কেন ধরে এনেছে জানতে চাইলে এস আই নজরুল জানান, সুজনকে একটি হত্যা কান্ডের মামলায় সন্দেহজনক ভাবে আটক করছে।


এ কথা বলতে বলতে তিনি আমার সামনে আমার স্বামীকে অকর্থ্য ভাষায় গালিগালাজ করে। পরে একটি লাঠি দিয়ে বেধড়ক পিটায়। আমি বাধা দেওয়ায় আমাকে ধাক্কা দিলে আমি পড়ে যাই ও আহত হই। মারতে মারতে নজরুল বলেন, তুই স্বীকার কর যে ঐ হত্যা কান্ডে তুই (সুজন) জড়িত।  তা না হলে গাড়ী চাপা দিয়ে তোকে মেরে ফেলব। তারপর সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দিব। যার রেকর্ড পূর্ণিমার মোবাইলে রয়েছে।  সুজনের ভাই মজিবর জানান,গত ১ বছর আগে রূপগঞ্জে বরপা এলাকায় এক রাখাল খুন হয়।


এই ঘটনায় এস আই নজরুল গত এক মাস ধরে আমাদের এলাকায় গিয়ে আমার ভাইকে ডেকে এই খুনের হত্যাকারীদের ধরতে সোর্স হিসাবে কাজ করতে চাপ প্রয়োগ করে। কিন্তু আমার ভাই সুজন এই বিষয় কাজ করতে অস্বীকার করলে তাকে এই হত্যা মামলায় আসামী করবে বলে হুমকি প্রয়োগ করে আসছিল। পিবিআই এর কর্মকর্তার ভয়ে আমার ভাই ফরিদপুর গেলে সেখান থেকে গত শুক্রবার আটক করে নিয়ে আসে।পুলিশ সুপার নারায়নগঞ্জ গোলাম রাসেল মোস্তফা গণমাধ্যমকে জানান, এই বিষয়টি আমি অবগত নাই।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর