Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

শরীয়তপুরে ২০ গ্রামে রোজা শুরু

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

শরীয়তপুর প্রতিনিধি: সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের প্রায় ২০ গ্রামের মানুষ পবিত্র রোজা পালন শুরু করেছেন। আজ বৃহস্পতিবার ভোরে সেহরি খেয়ে পবিত্র রোজা পালন শুরু করেন তারা। এর আগে গতকাল বুধবার রাতে তারাবির নামাজ আদায়ে করেন।

সুরেশ্বর দরবার শরীফের গদিনশিন পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহিন নুরী এ তথ্য নিশ্চিত করে জানান, শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও অনুসারীরা দীর্ঘ দিন ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এই রমজান ও দুটি ঈদ পালন করে আসছে। এ জেলার সুরেশ্বর, কেদারপুর, হালৈসার, চাকধো, চন্ডিপুরসহ ২০ গ্রামের মানুষ বিগত ১০০ বছর ধরে ঈদ ও রোজা পালন করে আসছেন তারা।

তিনি আরও জানান, চাঁদ কিন্তু একটাই, তাই পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে আমরা সেটাকেই অনুসরণ করে থাকি। আমাদের ভক্ত আশেকানসহ আমরা গতরাতে তারাবি নামাজ আদায় করেছি। আজ থেকে রোজা পালন শুরু করেছি।


আরও খবর



পত্নীতলায় পিস ফ্যাসিলিটর গ্রুপের কোঅর্ডিনেটর ও অ্যাম্বাসেডর নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬৫জন দেখেছেন

Image
দিলিপ চৌহান, পত্নীতলা (নওগাঁ ) প্রতিনিধি: পত্নীতলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের কোঅর্ডিনেটর ও অ্যাম্বাসেডর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ ডাকবাংলায় অনুষ্ঠিত ফলোআপ সভায় বাংলাদেশ আওয়ামী লীগ পত্নীতলা উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলা পরিষদ সদস্য মোঃ আজাদ রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্নাহ ঝরণা, পত্নীতলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা ও আব্দুল আহাদ রাহাত, বাংলাদেশ জাতীয়তাবাদি দলের পত্নীতলা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক সাজেদুর রহমান দুলাল, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, সাঃসম্পাদক মনিবুর রহমান চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাঃসম্পাদক জয়নাল আবেদীন, গণগবেষণা ফোরাম সভাপতি শাহিনুর রহমান, নজিপুর পৌরসভার কাউন্সিলর ফারহানা মমিন ও ফারজানা খাতুন প্রমুখ।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পত্নীতলা সমন্বয়কারি হামিদুল ইসলামের পরিচালনায় পিস ফ্যাসিলিটেটের গ্রুপের কার্যক্রমের যৌক্তিকতা, প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়ে আলোকপাত করেন এলাকা সমন্বয়কারী মোঃ আসির উদ্দিন। এসময় পিচ ফ্যাসিলিটেটর গ্রুপের সদস্যদের আগামীর কার্যক্রম সংক্রান্ত ধারণা প্রদান সহ নজিপুর পৌরসভায় সংঘাতময় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সকলের সুদৃষ্টি কামনা করে সে মোতাবেক পত্নীতলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ আগামী মাসে নজিপুর পৌরসভায় বিদ্যমান সংঘাতময় পরিস্থিতি থেকে শান্তি সম্প্রীতির দিকে ধাবিত করতে জেলা-উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং জনসাধারণের সম্মিলনে মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রসমাজ, আদিবাসী ছাত্র পরিষদ, তৃতীয় লিঙ্গ, রবিদাস সোসাইটি, নজিপুর সরকারি কলেজ ও মহিলা কলেজ এবং ইয়ূথ এন্ডিং হাঙ্গারসহ ২০ জন ছাত্রছাত্রীদের ইয়ুথ এম্বাসেডর গ্রুপে যুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা শেষে পূর্বতন পিস ফ্যাসিলিটেটর গ্রুপের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। আগামী দুই বছরের জন্য নবগঠিত কমিটিতে নজিপুর মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক বাবু অশ্বিনী কুমার রায়কে সমন্বয়কারী নির্বাচন করা হয়। গ্রুপের সাত জন নারী সদস্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, বাংলাদেশ আওয়ামী লীগ পত্নীতলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাবু দিলীপ চৌহান এবং বাংলাদেশ জাতীয়তাবাদি দল পত্নীতলা শাখার যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান দুলাল অ্যাম্বাসেডর নির্বাচিত হন।

এসময় নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, পত্নীতলা প্রেসক্লাব সাঃসম্পাদক মনিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদ সদস্য আজাদ রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাঃসম্পাদক জয়নাল আবেদিন, শাহীনুর রহমান, নির্বাচিত সমন্বয়কারী ও অ্যাম্বাসেডরগণ।

আরও খবর



দ্বিতীয় বিয়ে করলেন অভিনেতা আশীষ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৭১জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:সবাইকে চমকে দিয়ে ৬০ বছর বয়সে জীবনের নতুন ইনিংস শুরু করলেন জনপ্রিয় অভিনেতা আশীষ বিদ্যার্থী। আজ বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে করলেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, পাত্রী রূপালি বড়ুয়া ভারতের আসাম রাজ্যের মেয়ে। তিনি কলকাতার নামী ফ্যাশন হাউসে কাজ করেন। আজ প্রিয়জনদের উপস্থিতিতে আদালতে বিয়ে করেন তারা। এতদিন রূপালির সঙ্গে প্রেমের কথা গোপন রেখেছিলেন আশীষ।

বিয়ের পর আশীষ বিদ্যার্থী বলেন, ‘জীবনের এই পর্যায়ে রূপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তারপর সন্ধ্যায় গেট-টুগেদার।

রূপালির সঙ্গে পরিচয় কীভাবে, ‘প্রশ্নের জবাবে আশীষ বিদ্যার্থী বলেন, ‘সেটা লম্বা গল্প, তা না হয় পরে এক দিন শোনাব।

এর আগে কলকাতার জামাই ছিলেন আশীষ। অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি। তবে ওই বিয়ে টেকেনি। এবার নতুন করে গাঁটছড়া বাঁধলেন আশীষ।

১৯৮৬ সালে অভিনয় জগতে আসেন আশীষ। গত চার দশকে ৩০০-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ১১টি ভারতীয় ভাষার ছবিতে। ‘দ্রোহকাল’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।


আরও খবর



৭১৬ জন কর্মীকে ছাঁটাই করবে লিংকডইন

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৯৭জন দেখেছেন

Image

চাকরি ডেস্ক: বেকারদের চাকরি খুঁজে দিতে যে সংস্থা বদ্ধপরিকর, এবার সেই সংস্থারই কর্মীরাই হারিয়েছেন চাকরি। শোনা যাচ্ছে, অন্তত ৭১৬ জন কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে লিংকডইন।পেশাজীবীদের জন্য পরিচালিত সংস্থাটি ছাঁটাইয়ের পাশপাশির চীনের স্থানীয় চাকরির অ্যাপটিও বন্ধ করে দেবে।

কোম্পানির প্রধান নির্বাহী রায়ান রোসলানস্কির এক চিঠিতে জানান, সংস্থাকে কার্যক্রমকে সুবিন্যস্ত করা হলো এই পদক্ষেপের উদ্দেশ্য।গত ছয় মাসে, অ্যামাজন, লিংকডইনের প্যারেন্ট মাইক্রোসফট ও অ্যালফাবেটসহ বেশকিছু সংস্থা ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

রোসলানস্কি বলেন, ‘বাজার ও গ্রাহকের চাহিদার ওঠানামা এবং উদীয়মান ও সম্প্রসারিত বাজারে নিজেদের কার্যকরভাবে পরিবেশনের জন্য এই সিদ্ধান্ত এসেছে। তিনি আরও বলেন, ‘এ পরিবর্তনের ফলে ২৫০টি নতুন চাকরির ক্ষেত্র তৈরি হবে।উল্লেখ্য, চীনে পরিচালিত একমাত্র পশ্চিমা সামাজিক-মিডিয়া প্ল্যাটফর্ম লিংকডইন। ২০১৪ সালে দেশটিতে তারা কাজ শুরু করে।


আরও খবর

সেই টাইটানিক, যা আগে দেখেনি কেউ

বৃহস্পতিবার ১৮ মে ২০২৩




কন্যা দূরের যাত্রায় সতর্ক থাকুন, পাওনা আদায়ে তৎপর হোন বৃষ

প্রকাশিত:শুক্রবার ১২ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৫৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। স্বাস্থ্য ভালো যাবে। কেনাকাটা করুন ভেবেচিন্তে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

কর্মস্থলে সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমে সফল হওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।

মিথুন (২২ মে-২১ জুন)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। দূরে কোথাও গেলে বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। যাবতীয় কেনাকাটায় লাভের মুখ দেখবেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

শিক্ষাক্ষেত্রে কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ফেসবুকে কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বেকারদের কারও নতুন কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকা উচিত।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

বেকারদের কেউ বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। পাওনা আদায়ে তৎপর হোন। নির্ধারিত বিদেশ যাত্রা যে কোনো কারণে বাতিল হতে পারে। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। দূরের যাত্রায় না যাওয়ায় ভালো।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

সবকিছুতেই আপনি লাভের মুখ দেখবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। কেনাকাটায় বাড়তি ক্রয়ের চিন্তা পরিহার করুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকা উচিত।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। জনসমাগম এড়িয়ে চলা উচিত।


আরও খবর



ছাত‌কে ২ মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

প্রকাশিত:মঙ্গলবার ০২ মে 2০২3 | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

আনোয়ার হো‌সেন র‌নি সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি: ছাত‌কে প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত "টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ ০২ মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষন কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কোর্সের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এই কোর্সে ২০জন ছেলে ও ২০জন মেয়ে সহ ৪০ জন শিক্ষার্থী  অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত ) মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, এক সময় মোবাইল ব্যবহার করা অনেক কঠিন ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে গড়ে তুলেছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী দিন-রাত কাজ করে যাচ্ছেন। যুবক-যুবতীদের উদ্যোক্তা করে তুলতে সরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা ও তাদের সফলতার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন। প্রশিক্ষনার্থীদের মনোভাব বৃদ্ধি করতে সর্বোচ্চ ফলাফলকারীদের ৪ জনকে ল্যাপটপ  প্রদান করার আশ্বাস প্রদান করেন।  বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক (অঃদঃ) (টেকাব ২য় পর্যায়) মোঃ সুলতান আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস,  উপ-পরিচালক মোঃ আসাদ মিয়া, প্রশিক্ষক সাজিদুল ইসলাম, সহকারী প্রশিক্ষক আসাদুজ্জামান স্বপ্নন,দক্ষিণ খুরমা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোঃ সাহিদ আলী, গীতা পাঠ করেন অঞ্জনা শর্মা, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন  তারেক হোসেন ও পান্না বেগম।


আরও খবর