
আজাদ হোসেনঃআগামী ১২-২৫ জুন ২০২৩জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য স্পেশাল অলিম্পিকস সামার ওয়ার্ল্ড গেমস প্রতিযোগিতার আসরে অংশ নেওয়ার জন্য ১২ জুন বার্লিনের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) মঙ্গলবার সংবাদ সম্মেলনে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের চেয়ারম্যান শামীম মতিন চৌধুরী জানান গতবারের চেয়ে বেশি পদক নিয়ে ফেরার লক্ষ্য তাদের।
এবারের আসরের ৮টি ইভেন্টে অংশ নিবে বাংলাদেশের অ্যাথলেটরা। আটটি ইভেন্টে নারী ও পুরুষ দলের বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলেট অংশ নিবে। জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমস ২০২৩ এ অংশগ্রহণের জন্য গতবছর দেশব্যাপী ট্যালেন্ট হান্ট এর মাধ্যমে খেলোয়াড় নির্বাচন করা হয়েছে। তিনটি ধাপে প্রশিক্ষণ শেষে ১১৩ জনের দল চূড়ান্ত করা হয়েছে। দলনেতা নির্বাচিত হয়েছেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ভাইস চেয়ারম্যান নুরুল আলম। তার সাথে রয়েছেন দুইজন সহকর্মী দল নেতা দুইজন ডাক্তার এবং ২৯ জন কোচ ও এডিশনাল স্টাফ।স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ কর্তৃক আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের চেয়ারম্যান ডাঃ শামীম মতিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান দলনেতা নুরুল আলম, দলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় পরিচালক ফারুকুল আলম সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও সংবাদ সম্মেলনে নির্বাচিত স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ দলের অ্যাথলেট ও কোচ বৃন্দের অনেকেই উপস্থিত ছিলেন।