
সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর সৈয়দপুরে আবহাওয়া অনুকূলে থাকায় শীত আগেই ফুলকপি ও বাঁধা কপির চাষাবাদ শুরু করে দিয়েছেন চাষিরা।চারা রোপনের ৮/১০ দিন থেকেই ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। ২/৩ দিন বাদ বাদ কীটনাশক ও সেচ দিচ্ছেন তারা।সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন এর বড়দাহ গ্রামের কৃষক আহাদ জানায়,এবারে শীত মৌসুমের আগেই প্রায় ৩ বিঘা জমিতে ফুলকপি ও ২ বিঘা জমিতে বাঁধা কপির চারা রোপন করেছেন। প্রায় ৫০/৬০ দিন পর ফুলকপি ও বাঁধা কপি বাজারে বিক্রি করতে পারবেন।তিনি বলেন,বর্তমান সময়ে অনেকেরই কাজ থাকে না।জমিও পড়ে থাকে প্রায় ২ মাস।একারনে আগাম ফুলকপি ও বাঁধা কপির চাষাবাদ করেছেন। এতে একদিকে যেমন বেশি দামে এসব বিক্রি করতে পারবেন অন্য দিকে বেকার থাকা মানুষরাও মজুরি পেয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, ফুলকপি ও বাঁধা কপির চারা রোপন থেকে বিক্রি করার আগ মুহূর্ত প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ হলেও ২ লাখ টাকারও বেশি লাভের আশংকা করছেন তিনি।