Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১২৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আজ শনিবার বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সন্ধ্যা ৭টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র।

এর আগে গত ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতির সঙ্গে এবারই প্রথম সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী৷

জানা গেছে, সম্প্রতি শেষ হওয়া জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতেই মূলত সন্ধ্যায় এই সৌজন্য সাক্ষাতের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার৷

প্রসঙ্গত, রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে বিদেশে গেলে সেখান থেকে ফিরে এ বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে থাকেন।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। এরপর ২৪ এপ্রিল রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।


আরও খবর



বাগেরহাটে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিতে বাজার তদারকি

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যে পেয়াজ,আলু,ডিম ও সয়াবিন তেল বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে বাজার তদারকি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার যাত্রাপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। 

এ সময়  নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু ও পেঁয়াজ বিক্রয়ের অপরাধে চার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বাগেরহাটের  যাত্রাপুর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। এসময় মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু ও পেয়াজ বিক্রয়ের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায়  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো জরিমানার টাকা পরিশোধ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের  অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেছেন।

এছাড়া জনসচেতনতা বৃদ্ধি ও  ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদ করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।


আরও খবর



সিরাজগঞ্জ জেলা ক্রিড়া সংস্থায় দূনীতির আখড়ায় পরিনত (পর্ব-১)

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image

মারুফ সরকার,স্টাফ রির্পোটার: সিরাজগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার কমিটির বিরুদ্ধে দূনীতির পাহাড় জমেছে ।অর্ত আত্বসাৎ,খেলোয়াড়দের ন্যূনতম সেবা থেকে বঞ্চিত,তাদের প্রতি অমানবিক ব্যবহার,বিগত দিনের দূনীতি চাপা দেবার জন্য অবৈধভাবে ব্যাংক ভোট তৈরির ষড়যন্ত্র, নিয়মিত খেলা পরিচালনা না করা,ফুটবল ফেডারেশনকে ক্রিড়া সংস্থার সাথে সংযুক্ত করা,হ্যান্ডবল খেলা না খেলেও পিকনিক করে কমিটি গঠন করাসহ নানাবিদ দূনীতি পাহাড় জমেছে ।জেলা ক্রিড়া সংস্থার সিরাজগঞ্জ কমিটির বিরুদ্ধে ঘটনা এখানেই শেষ নয় ।মাননীয় যুব ও ক্রিড়া মন্ত্রী জাহিদ আহসান রাসেলকে সিরাজগঞ্জে না আসার জন্য নিরুৎসাহিত করা এবং নানা প্রতিবন্ধকতা পেরিয়ে মন্ত্রী মহোদয় সিরাজগঞ্জ এলেও সাধারন সম্পাদক অনুপস্থিত থেকে তাকে হেয় প্রতিপন্ন করার দৃষ্টান্তও দেখিয়েছে ।

গতকাল সকালে সিরাজগঞ্জ জেলা ক্রিড়া অনুরাগীরা তাদের এই ক্ষোভ-দু:খের কথা সাংবাদিকদের জানান ।এ সময় জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকসহ স্থানীয় ও আঞ্চলিক সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ।তাদের অভিযোগে জানা যায়, আগামী ১৪ অক্টোবার জেলা ক্রিড়া সংস্থার এ নির্বাচনে বৈতরনী পার হবার জন্য পূর্বেকার কমিটি তাদের দূনীতি,স্বজনপ্রীতি,অর্থ আত্বসাৎ করাকে ধামাচাপা দেবার জন্য অবৈধভাবে হ্যান্ডবল ও ফুটবল খেলোয়ারদের ১৭ জনকে ভোটার বানিয়ে পকেট কমিটি গঠন করে ।যাদের নাই কোন ক্লাব, নাই কোনো ঠিকানা অপর দিকে ফুটবল ফেডারেশন থাকতে জেলা ক্রিড়া সংস্থার সঙ্গে  ফুটবলের সাথে কোনো সম্পর্ক না থাকলেও ফুটবলের ৯টি ভোটার সদস্য বানিয়ে তাদের ভোটার বানিয়েছে ।এ সময় অনিয়মকে তারা নিয়মে পরিনত করেছে ।অভিযোগে আরো জানা যায় যে, বিগত কয়েক বছর যাবৎ জেলা ক্রিড়া সংস্থার কমিটি তাদের কার্যক্রম বন্ধ রেখে নামকাওয়াস্তে কিছু খেলা চালিয়ে বিপুল পরিমান অর্থ আত্বসাৎ করে খেলোয়ারদের প্রাপ্ত টাকা না দেওয়া, তাদের থাকা খাওয়া দূরাবস্থার সৃষ্টি,অস্বাস্থ্যকর পরিবেশে তাদের রাখায় খেলোয়াররা ক্ষুব্ধ হওয়ার ঘটনাও ঘটেছে ।এ ব্যাপারে ক্রিকেটার মিল্টন ও ক্রিকেটার মারুফ সাংবাদিকদের এসব তথ্যের সত্যতা স্বীকার করেন ।তারা আরো জানান,জেলা ক্রিড়া সংস্থার নির্বাচনে ৩১ জনের প্যানেল থাকার কথা থাকলেও এখন সর্বসাকুল্যে রয়েছে মাত্র ২৭ জন ।যা প্যানেল দেবার মত সংখ্যা হয়নি ।য়েখানে পাবনা জেলা ক্রিড়া সংস্থার সদস্য সংখ্যা ১৫০ জন ।সেখানে সিরাজগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার রয়েছে মাত্র ২৭ জন । অথচ প্রাথী হবার কথা ৩১ জন । এর মুল কারন হচ্ছে বিগত কমিটির ব্যর্থতা এবং সকল প্রকার খেলা চালু না করার প্রামাণ্যচিত্র । অভিযোগকারী ক্রিড়া অনুরাগীরা জানান, কমিটির বাইরে থেকে অন্যান্যরা যে ক্রিড়া পরিচালনা করেছেন কমিটিতে থেকেও সে সব কাজ সিদ্ধ হয়নি ।ঘটনার এখানেই শেষ নয় । আরো কিছু সামনে আসবে চোখ রাখুন । চলবে ।


আরও খবর



ভিসানীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সেংশন দেওয়া না দেওয়া আমেরিকার নিজস্ব ব্যাপার। তারা তাদের কাজ করেছে। 

তবে বাংলাদেশ একটি ভালো নির্বাচনের পথে এগোচ্ছে। কোনো দল বা ব্যক্তিকে পক্ষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি দেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে,

আসন্ন নির্বাচনের অন্তরায় যারা হবেন, নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবেন এবং নির্বাচন পণ্ড করার চেষ্টা করবেন তাদের জন্য এই ভিসানীতি প্রয়োগ করা হবে। আমরা মনে করি এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠের ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনা যেমন থাকবে গণ্ডগোলেরও সম্ভাবনা থাকে। তবে নির্বাচনে কোনো সহিংসতা নাশকতা হবে না। নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে।

মন্ত্রী বলেন, সারা বিশ্বের বুকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উন্নয়নের রোল মডেল। পশ্চিমারাও আজ বলছে উন্নয়ন দেখতে হলে বাংলাদেশকে দেখতে হবে, দেখতে হবে শেখ হাসিনার নেতৃত্বকে।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুস্তফা লুৎফুল্লাহ এমপি, ডিআইজি মঈনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।


আরও খবর



বিরামপুরে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার পেলেন টিন ও আর্থিক সহায়তা

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

বিরামপুর (দিনাজপুর)  প্রতিনিধিঃদিনাজপুর জেলার বিরামপুরে ভারী বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থ ২৮টি পরিবারকে মাননীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে শুকনা খাবার, চাল, টিন ও নগদ আর্থিক সহায়তা পেলেন।গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ঝড়ে  দিনাজপুর জেলার  বিরামপুর উপজেলার ৪ নং দিওড় ইউনিয়নের বাঁশবাড়িয়া সরকারি আবাসন  প্রকল্পের ঘর-বাড়ি এবং বাঁশবাড়িয়া গ্রামের বেশ কয়েকটি ঘর-বাড়ি ভারী বৃষ্টি ও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৭ টার দিকে দিনাজপুর- ৬ আসনের মাননীয় সংসদ  সদস্য মো. শিবলী সাদিক এমপি মহোদয়ের পক্ষ থেকে ২নং কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল সরকারি  ৫টি আবাসন  প্রকল্পের ঘর-বাড়ি মালিকদের মাঝে নগদ পাঁচ হাজার টাকা  বিতরণ সহ বাঁশবাড়িয়া গ্রামের ক্ষতিগ্রস্ত ২৩টি ঘর-বাড়ি  মালিকদের মাঝে আর্থিক সহায়তা বাবদ নগদ পাঁচ হাজার টাকা  বিতরণ  করেন।  সেই সঙ্গে  দিনাজপুর জেলা প্রশাসক মো. শাকিল আহমেদ মহোদয়ের পক্ষ থেকে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন  ক্ষতিগ্রস্ত সরকারি আবাসন প্রকল্পের পাঁচটি ঘর-বাড়ি  মালিকদের মাঝে  আর্থিক সহায়তা বাবদ নগদ তিন হাজার টাকা ও দুই বান্ডিল ঢেউটিন এবং বাঁশবাড়িয়া গ্রামের ক্ষতিগ্রস্থ ২৩টি ঘর-বাড়ি মালিকদের মাঝে আর্থিক সহায়তা বাবদ তিন হাজার টাকা সহ দুই  বান্ডিল ঢেউটিন সহ শুকনো খাবার ও ৩০ কেজি চাল বিতরণ করেন।

এ সময়  বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, ৮নং পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী, বিরামপুর উপজেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু, উপজেলা যুবলীগের সহ দপ্তর সম্পাদক এহসানুল হক, বিরামপুর ছাত্রলীগের যুগ্নু সাধারণ সম্পাদক মুরাদ হোসেন সহ স্থানীয় সুধীজন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, অত্র উপজেলায় কয়েকদিন থেকে ভারী  বৃষ্টি ও ঝড় বাদলে ক্ষতি গ্রস্থ হয়। উপজেলার দিওড় ইউনিয়নের সরকারি আবাসন প্রকল্পের কয়েকটি ঘর-বাড়িসহ  বাঁশবাড়িয়া গ্রামের বেশ কয়েকটি ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায়,মাননীয় সংসদ সদস্য জনাব মো. শিনলী সাদিক এমপি মহোদয়ের পক্ষ থেকে এবং দিনাজপুর  জেলার সম্মানিত জেলা প্রশাসক মো. শাকিল আহমেদ মহাদয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিকভাবে সহায়তা সহ অন্যান্য উপকরণসহ বিতরণ করা হয়েছে।


আরও খবর



যুক্তরাষ্ট্রের সহকারী সচিব রেনা বিটার ভিসা নিষেধাজ্ঞা ইস্যু নিয়ে ঢাকায়

প্রকাশিত:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৫৯জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলার সংক্রান্ত সহকারী সচিব রেনা বিটার এখন ঢাকায়। রোববার (১ অক্টোবর) দুইদিনের সফরে এসেছেন। ঢাকা সফরে তিনি বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের সদ্য প্রয়োগ করা ভিসা নিষেধাজ্ঞা এবং ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা ইস্যু নিয়ে সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করতে পারেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কনস্যুলার বিষয়ক সহকারী সচিব রেনা বিটার পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি সফর শেষে বাংলাদেশের ঢাকায় এসেছেন। তিনি আগামী ২ অক্টোবর পর্যন্ত ঢাকা সফর করবেন। এই সফরে সহকারী সচিব দূতাবাস এবং কনস্যূলার স্টাফদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি দূতাবাসের কনস্যূলার অপারেশন পরিদর্শন করবেন। এছাড়া সহকারী সচিব রেনা বিটার এই সফরে সংশ্লিষ্ট দেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কনস্যূলার ইস্যুতে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্র তার নাগরিকদের প্রতি প্রবাসে নিরাপত্তা, নিরাপদ ভ্রমণ ও অভিবাসনের প্রতি যে অঙ্গিকার করেছে এই সফরে তার প্রতিফলন ঘটবে।

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় জড়িত ব্যক্তিদের ওপর ভিসা নীতি প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ভিসা নীতি প্রয়োগ শুরুর পরপরই যুক্তরাষ্ট্রের সহকারী সচিব রেনা বিটার বাংলাদেশ সফরে এসেছন।


আরও খবর