Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

সম্পত্তির লোভে ছোট বোনকে হত্যা চেষ্টা, থানায় মামলা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

সোহরাওয়ার্দীঃরাজধানীর যাএাবাড়ী থানার অন্তর্ভুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৫ নং ওয়ার্ডের মাতুয়াইল কেরানীপাড়ায় সম্পত্তির লোভে এক নারীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাবীর বিরুদ্ধে। ভুক্তভোগী ঐ নারীর নাম মোছলেমা (৩৪) তিনি মাতুয়াইল কেরানীপাড়া হোল্ডিং-১/৬/এ লেন-০১ রোড নং-১ কেরানীপাড়া মাতুয়াইল থানা যাত্রাবাড়ি এলাকার মৃত-জুলহাস মিয়া ও মৃত শামসুন্নাহার এর কন্যা।গত ২১মে শনিবার  এ ঘটনা ঘটে।এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে।যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মফিজুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এস.আই নাদিম মুন্সী মামলাটি তদন্ত করছেন।মামলার আসামি নাম, খোরশেদ আলম পিতা- মরহুম জুলহাস মিয়া-মেম্বার ও তার স্ত্রী নুর জাহান বেগম।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার দিন মরহুম জুলহাস মিয়া মেম্বারের জ্যেষ্ঠ পুত্র খোরশেদ আলম ও তার স্ত্রী মিলে সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্য ছোট বোন মোসলেমাকে রাস্তায় অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। মোসলেমা আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে খোরশেদ আলম ও তার স্ত্রী দৌড়ে পালিয়ে যায়, পরে স্থানীয় লোকজন মোসলেমাকে উদ্ধার করে কোনাপাড়ার মেডিহোপ ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোসলেমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে। 

অনুসন্ধান করে জানা যায়,মাতুয়াইল কেরানীপাড়া নিবাসী মরহুম জুলহাস মিয়া মেম্বার ও তার স্ত্রী মৃত শামসুন্নাহার সংসারের ৩(তিন) ছেলে ৭(সাত) মেয়ে রেখে তারা পরলোক গমন করেন, বাবা মা মারা যাওয়ার পর থেকেই বড় ছেলে খোরশেদ আলম সম্পত্তির লোভে সব ভাই-বোনদের উপর মানসিকভাবে নির্যাতন করতে থাকে, এমনকি মৃত মায়ের টিপসহি ও স্বাক্ষর নকল করে জাল দলিল তৈরি করে সম্পত্তি লুটে নেওয়ার চেষ্টাও করেছে অভিযুক্তরা। পরবর্তীতে অন্যান্য ছোট ভাই-বোন  একত্রে আদালতে দলিল বাতিলের মামলা করে রায় পেয়েছে,এরপরও খোরশেদ আলম ক্ষান্ত হয়নি শুরু করে নানান কুটকৌশল ও তাল বাহানা। এমনকি হুমকি ধামকি দিয়ে নিরীহ বোনদের কাছ থেকে সম্পত্তি লিখে নেওয়ার পায়তারা চালিয়ে আসছে।এরই জের ধরে ছোট বোন মোসলেমাকে বিভিন্ন রকমের হুমকি ধামকি দিয়েও যখন লাভ হলো না তখনই তাকে হত্যার পরিকল্পনা করে চালিয়েছে এই অতর্কিত হামলা৷ 

ভুক্তভোগী মোসলেমা জানান,গত ২১/৫/২০২৩ ইং বিকাল আনুমানিক ৬:০০ ঘটিকায় ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে  ফাঁকা রাস্তায় আমি কর্মস্থল হতে বাড়ি ফেরার পথে রাস্তায় হঠাৎ অতর্কিত পিছন দিক থেকে আমাকে ধাক্কা মারে, আমি ঘটনাস্থলে মাটিতে পড়ে যাই,পরে দেখতে পাই খোরশেদ আলম ও তার স্ত্রী নুর জাহান আমাকে ইট দিয়ে মাথায় আঘাত করে মারধোর করছে,খোরশেদ আলমের স্ত্রী তার গায়ের ওড়না দিয়ে আমার হাত বেঁধে ফেলে এবং খোরশেদ আলম আমার দুই পা চাপ দিয়ে ধরে রাখে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আরও খবর



পত্নীতলায় ক্যান্সার বিষয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার ০৫ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১০০জন দেখেছেন

Image
দিলিপ চৌহান, পত্নীতলা (নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন ও প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে ক্যান্সার সচেতনতা,  চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ মে)  উপজেলার ডাকবাংলো অডিটরিয়ামে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার। 

সচেতনতা বিষয়ক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র প্রমুখ।

ক্যাম্পে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক কাজী শফিকুল হালিমের তত্ববধানে নারীদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার সহ বিভিন্ন বিষয়ে প্রায় আট শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ  ও পরামর্শ দেওয়া হয়।

আরও খবর



২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল লোগো ও ব্র্যান্ডিং উন্মোচন করল ফিফা। যেখানে আগামী আসরের আয়োজক দেশ যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। খবর গোল ডট কমের।

১৯৯৪ সালের পর প্রথমবার উত্তর ও মধ্য আমেরিকায় ফুটবলের সবচেয়ে বড় আসর ফিরছে। সবশেষ যুক্তরাষ্ট্র এককভাবে আসরটি আয়োজন করেছিল।

আসছে বিশ্বকাপকে ঘিরে নতুন একটি স্লোগানও তৈরি হয়েছে। যা হলো, ‘আমরা ২৬’। এবারের লোগোতে ওপর-নিচ করে সাদা রঙের ‘২’ ও ‘৬’ বসানো হয়েছে। আর সামনে থাকছে বিশ্বকাপের ট্রফির ছবি। এবারই বিশ্বকাপের কোনো লোগোতে প্রথমবার বিশ্বকাপের ট্রফি ব্যবহার করা হয়েছে।

তবে একটি সিদ্ধান্ত হয়েছে যে, লোগোতে এমন কোনো রং ব্যবহার করা যাবে না যা তিনটি দেশের কাউকে প্রতিনিধিত্ব করে।

লোগোটি উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ব্রাজিল কিংবদন্তি রোনালদো। পরে ইনফান্তিনো বলেন, ‘আমরা ২৬ একটি আওয়াজ। এটি এমন একটি মুহূর্ত যখন তিনটি দেশ এবং একটি সমগ্র মহাদেশ সম্মিলিতভাবে বলে, ‘'আমরা বিশ্বকে স্বাগত জানাতে এবং সর্বকালের সর্ববৃহৎ, সেরা এবং সর্বাধিক অন্তর্ভুক্তিমূলক ফিফা বিশ্বকাপ উপহার দেওয়ার জন্য একত্রিত৷'’ টুর্নামেন্ট প্রতিটি আয়োজক দেশ এবং অংশগ্রহণকারী দলকে নিজেদের ইতিহাস তুলে ধরবে।’

৩টি দেশের মোট ১৬টি শহরে বিশ্বকাপ গড়াবে। যেখানে যুক্তরাষ্ট্রের ১১, মেক্সিকোর ৩ ও কানাডার ২টি শহর। তবে টুর্নামেন্টে তিনটি দেশের আলাদা লোগোও দেখা যাবে। যা উন্মোচন হবে বৃহস্পতিবার।

এদিকে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও নির্ধারণ হয়নি। তবে ফিফা বস ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসকে ইঙ্গিত করেছেন।

আগামী আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে আর্জেন্টিনা। গতবছর কাতার বিশ্বকাপে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছিলেন লিওনেল মেসিরা। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই আসরটি মাঠে গড়াবে।


আরও খবর



পত্নীতলায় পিস ফ্যাসিলিটর গ্রুপের কোঅর্ডিনেটর ও অ্যাম্বাসেডর নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬৫জন দেখেছেন

Image
দিলিপ চৌহান, পত্নীতলা (নওগাঁ ) প্রতিনিধি: পত্নীতলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের কোঅর্ডিনেটর ও অ্যাম্বাসেডর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ ডাকবাংলায় অনুষ্ঠিত ফলোআপ সভায় বাংলাদেশ আওয়ামী লীগ পত্নীতলা উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলা পরিষদ সদস্য মোঃ আজাদ রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্নাহ ঝরণা, পত্নীতলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা ও আব্দুল আহাদ রাহাত, বাংলাদেশ জাতীয়তাবাদি দলের পত্নীতলা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক সাজেদুর রহমান দুলাল, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, সাঃসম্পাদক মনিবুর রহমান চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাঃসম্পাদক জয়নাল আবেদীন, গণগবেষণা ফোরাম সভাপতি শাহিনুর রহমান, নজিপুর পৌরসভার কাউন্সিলর ফারহানা মমিন ও ফারজানা খাতুন প্রমুখ।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পত্নীতলা সমন্বয়কারি হামিদুল ইসলামের পরিচালনায় পিস ফ্যাসিলিটেটের গ্রুপের কার্যক্রমের যৌক্তিকতা, প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়ে আলোকপাত করেন এলাকা সমন্বয়কারী মোঃ আসির উদ্দিন। এসময় পিচ ফ্যাসিলিটেটর গ্রুপের সদস্যদের আগামীর কার্যক্রম সংক্রান্ত ধারণা প্রদান সহ নজিপুর পৌরসভায় সংঘাতময় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সকলের সুদৃষ্টি কামনা করে সে মোতাবেক পত্নীতলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ আগামী মাসে নজিপুর পৌরসভায় বিদ্যমান সংঘাতময় পরিস্থিতি থেকে শান্তি সম্প্রীতির দিকে ধাবিত করতে জেলা-উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং জনসাধারণের সম্মিলনে মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রসমাজ, আদিবাসী ছাত্র পরিষদ, তৃতীয় লিঙ্গ, রবিদাস সোসাইটি, নজিপুর সরকারি কলেজ ও মহিলা কলেজ এবং ইয়ূথ এন্ডিং হাঙ্গারসহ ২০ জন ছাত্রছাত্রীদের ইয়ুথ এম্বাসেডর গ্রুপে যুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা শেষে পূর্বতন পিস ফ্যাসিলিটেটর গ্রুপের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। আগামী দুই বছরের জন্য নবগঠিত কমিটিতে নজিপুর মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক বাবু অশ্বিনী কুমার রায়কে সমন্বয়কারী নির্বাচন করা হয়। গ্রুপের সাত জন নারী সদস্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, বাংলাদেশ আওয়ামী লীগ পত্নীতলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাবু দিলীপ চৌহান এবং বাংলাদেশ জাতীয়তাবাদি দল পত্নীতলা শাখার যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান দুলাল অ্যাম্বাসেডর নির্বাচিত হন।

এসময় নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, পত্নীতলা প্রেসক্লাব সাঃসম্পাদক মনিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদ সদস্য আজাদ রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাঃসম্পাদক জয়নাল আবেদিন, শাহীনুর রহমান, নির্বাচিত সমন্বয়কারী ও অ্যাম্বাসেডরগণ।

আরও খবর



মুম্বাইকে হারিয়ে ফাইনালে গুজরাট

প্রকাশিত:শনিবার ২৭ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: শুভমন গিলের অন্যবদ্য সেঞ্চুরি ও মোহিত শর্মার দারুণ বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬২ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের ফাইনালে পৌঁছে গেল গুজরাট টাইটান্স। আগামী রোববার শিরোপা লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে গুজরাট। এই গুজরাটকেই প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনালে উঠেছিল মহেন্দ্র সিং ধোনির দল।

শুক্রবার আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথমে ব্যাট করা গুজরাট নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৩৩ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে ১৮.২ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় মুম্বাই।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা গুজরাটের হয়ে গিল ফিফটি পূর্ণ করেন তিনি ৩২ বলে। এরপর তোলেন ঝড়। পরের পঞ্চাশ করতে লাগে স্রেফ ১৭ বল! ৪৯ বলে পূর্ণ করেন টি-টোয়েন্টিতে নিজের পঞ্চম সেঞ্চুরি। চার ইনিংসের মধ্যে তৃতীয় সেঞ্চুরিতে ৬০ বলে ১২৯ রানের ইনিংস খেলে গুজরাটের জয়ের নায়কদের একজন গিল। ১০ ছক্কা ও ৭ চারে গড়া তার ইনিংসটি

সপ্তদশ ওভারে ক্যাচ দিয়ে থামেন গিল। ভাঙে ৬৪ বলে ১৩৮ রানের জুটি। সুদর্শন রিটায়ার্ড আউট হয়ে ফেরেন ৩১ বলে ৪৩ রান করে। শেষ দিকে পান্ডিয়ার ১৩ বলে অপরাজিত ২৮ রানের ক্যামিওতে প্লে অফে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে গুজরাট।

২৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারের মধ্যে নেহাল ওয়াধেরা ও রোহিত শর্মাকে হারিয়ে বড় ধাক্কা খায় মুম্বাই। এর মাঝে পান্ডিয়ার বলে হাতে আঘাত পেয়ে ক্রিজে ছেড়ে যান গ্রিন। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় ব‍্যাটিংয়েই নামতে পারেনি ইশান কিষান।

পাঁচ নম্বরে নেমে ঝড় তোলেন তিলক ভার্মা। মোহাম্মদ শামির এক ওভারে পাঁচটি চার ও একটি ছক্কায় তোলেন ২৪ রান। পাওয়ার প্লের পর আক্রমণে এসেই তিলকের ১৪ বলে ৪৩ রানের ইনিংস থামিয়ে দেন রশিদ খান। গ্রিন পরে আবার ব্যাটিংয়ে নামলেও ইনিংস বড় করতে পারেননি (২০ বলে ৩০)। মুম্বাইয়ের আশা বাঁচিয়ে রাখেন সূর্যকুমার যাদব। ফিফটি তুলে নেন তিনি ৩৩ বলে।

পঞ্চদশ ওভারে আক্রমণে এসে একই ওভারে সূর্যকুমার ও বিষ্ণু বিনোদকে ফিরিয়ে মুম্বাইকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দেন মোহিত। নিজের পরের ওভারে তিনি আবার ধরেন জোড়া শিকার। মাঝে রশিদ খান ফিরিয়ে দেন ডেভিডকে।

পরে কুমার কার্তিকেয়াকে ফিরিয়ে ম্যাচের ইতি টেনে দেওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পান মোহিত।


আরও খবর



উইন্ডিজের বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা

প্রকাশিত:শুক্রবার ১২ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭০জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিওআই)। আগামী জুন-জুলাইয়ে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি ওয়ানডে সিরিজ খেলবে দলটি। আগামী মাসে শারজাতে হতে যাওয়া তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্যও স্কোয়াড ঘোষণা করেছে ক্যারিবীয়রা।

সিরিজের প্রথম ওয়ানডে আগামী ৫ জুন মাঠে গড়াবে। পরের দুই ম্যাচ হবে ৭ ও ৯ জুন। দিবা-রাত্রির সবগুলো ম্যাচই হবে শারজাতে। সিরিজ শেষে সেখান থেকেই একসঙ্গে জিম্বাবুয়ের বিমান ধরবে সংযুক্ত আরব আমিরাত এবং ওয়েস্ট ইন্ডিজ। জুনের ১৮ তারিখ থেকে হবে বিশ্বকাপ বাছাই পর্ব। যা চলবে জুলাই পর্যন্ত।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ বাছাইপর্বের দল: শেই হোপ (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামারহ ব্রুকস, ইয়ানিক কারিয়াহ, কেসি কার্টি, রস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, গুড়াকেশ মতি, কিমো পল, নিকোলাস পুরান এবং রোমারিও শেফার্ড।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল: শেই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং, অ্যালিক আথানাজে, শামারহ ব্রুকস, ইয়ানিক কারিয়াহ, কেসি কার্টি, রস্টন চেজ, ডমিনিক ড্রেকস, কাভেম হজ, আকিম জর্ডান, গুড়াকেশ মতি, কিমো পল, রেমন রেইফার, ওডেন স্মিথ এবং ডেভন থমাস।


আরও খবর