
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। এতে দেশটিতে ইশিকাওয়া প্রিফেকচারে অবস্থিত শিকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গড়বড় হয়েছে। সেইসঙ্গে হতাহত ও ভবন ধসের খবরও পাওয়া গেছে। খবর জাপান টাইমসের।
তবে আজ শুক্রবার আঘাত হানা ভূমিকম্পের পর দেশটিতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে দেশটির আবহাওয়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে ইশিকাওয়া প্রিফেকচারে সুজু শহরের কাছে আহতের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি ভবনও ধসে পড়েছে।
সুজুর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, অন্তত তিনটি বাড়ি ধসে পড়েছে এবং এতে দুইজন আটকা পড়েছে। জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় দুপুর ২ টা ৪২ মিনিটে ইশিকাওয়া প্রিফেকচারের নোটো উপদ্বীপ সাগরের জাপান উপকূলে ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ১২ কিলোমিটার।
শুক্রবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে দেশটির চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতসুনো বলেন, ভূমিকম্পে পর পদক্ষেপ নিতে সরকার কাজ করছে। আমরা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তবে এতে বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।
এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৪২ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে।
আজ শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছেন।