Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

শিরোপার খুব কাছে পিএসজি এমবাপ্পের জোড়া গোলে

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে অক্সেরকে ২-১ ব্যবধানে হারাল পিএসজি। এ জয়ে ফরাসি লিগ ওয়ানে শিরোপার খুব কাছে পৌঁছে গেল ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে এই জয় তুলে নেয় পিএসজি। যদিও ম্যাচের এক পর্যায়ে অক্সের দারুণ খেলেও সফরকারী গোলরক্ষকের কারণে খেলায় ফিরতে পারেনি। শেষ দুই রাউন্ড থেকে কেবল ১ পয়েন্ট পেলেই টানা দ্বিতীয় শিরোপার ঘরে তুলবে প্যারিসের ক্লাবটি।

পিএসজি এদিন প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত শুরু করে। মাত্র ষষ্ঠ মিনিটে প্রথম ভালো সুযোগেই এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। লিওনেল মেসির কাছ থেকে বল পেয়েই ফাবিয়ান রুইস খুঁজে নেন এমবাপ্পেকে। নিখুঁত শটে বাকিটা সারেন ফরাসি ফরোয়ার্ড। দুই মিনিট পরেই স্কোরলাইন ২-০ করে পিএসজি। মেসির বাড়ানো বল স্পর্শ না করে ছেড়ে দেন উগো একিতিকে। ডি-বক্সের মাথায় পেয়ে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন এমবাপে।

বিরতির পর থেকেই পিএসজিকে চেপে ধরে স্বাগতিকরা। ফলও পেয়ে যায় দ্রুত। ৫১তম মিনিটে দা কস্তার দারুণ ফ্লিকে বল পেয়ে এগিয়ে গিয়ে বুলেট গতির শটে ব্যবধান কমান সিনায়োকো। কিন্তু সমতায় আর ফেরা হয়নি তাদের।

লিগে ৩৬ ম্যাচে ২৭ জয় ও তিন ড্রয়ে ৮৪ পয়েন্ট পিএসজির। দিনের আরেক ম্যাচে  লরিয়ঁকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা লড়াই অন্তত আরেক রাউন্ড পর্যন্ত টিকিয়ে রেখেছে লসঁ। ৭৮ পয়েন্ট নিয়ে তারা আছে দু্ই নম্বরে।


আরও খবর



পলাশবাড়ীতে গোয়ালঘরে আগ্নিকান্ড পাঁচটি গরু পুড়ে ছাঁই, কয়েক লক্ষ টাকার ক্ষতি

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image
গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার পলাশবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ টি গরু ও গোয়ালঘড় পুরে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলেছে জানিয়েছেন এলাকাবাসী।ঘটনাটিঘটেছে ১৫ মে সোমবার  রাত ২ টায় পৌর শহরের কালুগাড়ী গ্রামে।

বাড়ীর মালিক শাহানুর জানান প্রতিদিনের ন্যায় গোয়াল ঘড়ে মশার কয়েল লাগিয়ে তারা ঘুমিয়ে পরেন।হঠাৎ রাত ২ টায় আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে প্রথমে তারা নিজেরাই আগুন নেভানোর ব্যার্থ চেষ্টা করে।
কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা স্থানীয়  ফায়ার সার্ভিসে খবর দেয়।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি আরো বলেন এসময় গোয়াল ঘড়ে থাকা ৫ টি গরু পুড়ে ছাই হয়ে যায়।এতে করে তার কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। 

পলাশবাড়ী পৌর সভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর বেগম বলেন মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে পুড়ে ৫ টি গরুসহ কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। 

পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মশিউর রহমান জানান খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বলেন, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরুপন করে সরকারি সহায়তা প্রদানের ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হবে।

আরও খবর



প্রকাশিত হলো পার্থ প্রতীম রয়ের নতুন গান শুধু তোমাকেই

প্রকাশিত:রবিবার ০৭ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক : সি. এফ. জামানের পরিচালনায় রিয়াজুল রিজু / সি. এফ. জামানের পরিচালনায় পার্থ প্রতীম রয়ের নতুন গান / লেজার ভিশনের ব্যানারে পার্থ প্রতীম রয়ের নতুন মিউজিক ভিডিও, রবিবার (৭ই মে) বিকালে লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রতিশ্রুতিশীল শিল্পী পার্থ প্রতিম রয়ের কথা, সুর ও গায়কীতে 'শুধু তোমাকেই' শিরোনামের এই মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সি. বি. জামানের একমাত্র সন্তান সি. এফ. জামান।

এ বিষয়ে সি. এফ. জামানের সাথে কথা বলে জানা যায় শুরু থেকেই তিনি বাবার মতো পরিচালক হতে চেয়েছেন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ব্র্যান্ড মার্কেটার হিসেবে ক্যারিয়ার গড়লেও অডিও ভিজ্যুয়ালের প্রতি টান সব সময়ই ছিলো। সেই টান থেকেই ২০১৫ সালে উপমহাদেশের সর্ব কনিষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজুর বাপজানের বায়স্কোপ এর ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করেন তিনি। সে সময় থেকেই তিনি রিয়াজুল রিজু কে নিজের গুরু মানেন ও তার পরবর্তী সব কাজের সাথেই তিনি যুক্ত ছিলেন।

মিউজিক ভিডিও নির্মাণ প্রসংঙ্গে সি. এফ. জামান বলেন, 'পার্থ প্রতীম রয় আমার ছোট বেলার বন্ধু, পরিচালক হিসেবে বড় কোন কাজ হাতে নেওয়ার আগে তাই বন্ধুর গান নিয়েই একটি মিউজিক ভিডিও বানালাম নিজের সক্ষমতা প্রকাশ করতে। গুরু রিয়াজুল রিজুকে এই মিউজিক ভিডিওর মূল চরিত্রে নিয়েছি এক প্রকার ট্রিবিউট হিসেবে।'

সেইসাথে নিজের পরবর্তী কাজগুলোতেও নিজের গুরুকে কোন না কোনভাবে যুক্ত করার প্রত্যয় জানিয়েছেন রিয়াজুল রিজুর এই শিষ্য। এছাড়াও 'প্ল্যানার' নামের একটি সাইকোলজিক্যাল থ্রিলার চলচ্চিত্রে তিনি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন, একই পদে ইতিমধ্যেই কাজ করেছেন এনএসডিএ'র বিজ্ঞাপন ও ওয়াসার ওয়াটার এটিএম প্রজেক্টের বিজ্ঞাপনসহ আরো বেশ কিছু কর্পোরেট ডকুমেন্টারির। সামনে ঈদে একক পরিচালক হিসেবে বেশ কয়েকটি নাটক বানানোর পরিকল্পনাও আছে তার। ব্যাটে বলে মিললে সিনেমা বা ওয়েব সিরিজও শুরু করতে পারেন বলেও জানালেন তিনি।

তার পিতা সি বি জামান হার্ট অ্যাটাক করে বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে এই মিউজিক ভিডিওর প্রচারণায় তিনি সময় ব্যয় করতে পারছেন না। তার বিশ্বাস কনটেন্ট ভালো হলে নিজে থেকেই মানুষের মনে ধরবে আর খারাপ হলে তিনি পরবর্তী কাজগুলোতে নিজের ভুলগুলো শোধরাবার চেষ্টা করবেন। তিনি সবার কাছে নিজের বাবার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

শুধু তোমাকেই মিউজিক ভিডিওর লিংক-
https://www.youtube.com/watch?v=z9_S0XA-ySk


আরও খবর



রূপগঞ্জে মন্দিরে হামলাকারীদের শাস্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কেয়ারিয়া উত্তরপাড়া সর্বজননী কালি মন্দিরে নিরীহ মানুষের উপর অতর্কিত হামলা ও মন্দিরের জমি আত্মসাৎকারীদের শাস্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল ২০ মে শনিবার সর্বজননী কালি মন্দিরে এ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কেয়ারিয়া উত্তরপাড়া সর্বজননী কালি মন্দিরে সভাপতি হরি আনন্দ মন্ডল।


সভায় বক্তব্য রাখেন মন্দিরের সাধারণ সম্পাদক অপু সরকার, সহ সভাপতি সুমন সরকার, অরুল সরকার, খোকন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মরণ চন্দ্র সরকার ও নকুল চন্দ্র সরকার প্রমুখ। পরে সমাবেশ শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে মন্দিরের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।উল্লেখ্য, গত ১৮ মে বৃহস্পতিবার মন্দিরের সভাপতি হরি আনন্দ মন্ডলের ভাই রামানন্দ মন্ডল প্রতিদিনের মতো মন্দিরে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করতে গেল।


পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের  ১৪-১৫ সদস্যের এক দল সন্ত্রাসী জোটবদ্ধভাবে লোহার রড, বাঁশের লাঠি সোটা দিয়ে তাকে খুন করার উদ্দেশ্যে এলোপাথারীভাবে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। এসময় রামানন্দ মন্ডলের ডাক চিৎকারে নয়ন তারা রাণী (৬০), নিত্যানন্দ সরকার (৫৫) ও অবলা রাণী ঘটনাস্থলে ছুটে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও এলোপাথারিভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এসময় সন্ত্রাসীরা ১ ভরি একটি স্বর্ণের চেইন লুটে নেয়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।


এ ঘটনায় কেয়ারিয়া উত্তরপাড়া সর্বজননী কালি মন্দিরের সভাপতি বাদী হয়ে একই এলাকার পরেশ সরকার (৫৮), সবুজ সরকার (৩৫), শৈবাল সরকার (৩৩), অচিন্ত কুমার টিটু (৪০), মিহির সরকার খোকা (৪২), সমির সরকার (২৭), মৃনাল সরকারহরি (৩৩), হরিশ সরকার (৪৫), শীতল সরকার (৪০), অসিম সরকারসহ (২০) আরো অজ্ঞাত ১৪-১৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



অস্ত্র মামলায় আরাভ খানের ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক: আলোচিত দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে অস্ত্র আইনের একটি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার ১৪ নম্বর মেট্রো বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুর্শিদ আহাম্মদ এ রায় ঘোষণা করেন।

রায়ে ১০ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আসামির ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ৭ মে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ঠিক করেন আদালত। মামলায় আরাভ খান পলাতক রয়েছেন। এ কারণে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত ২৮ মার্চ মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ২০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। পলাতক থাকায় আরাভ খান নিজেকে নির্দোষ দাবি করতে পারেননি।

মামলা থেকে জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি আরাভ খান তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে মগবাজারের বাসায় যান। একটি গুলিভর্তি রিভলবারসহ শ্বশুরের বাসার সামনে থেকে তিনি গ্রেপ্তার হন।

এ ঘটনায় ওইদিনই আরাভের বিরুদ্ধে রমনা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন ডিবি পশ্চিমের গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের তৎকালীন উপ-পরিদর্শক সুজন কুমার কুণ্ডু। পরবর্তী সময়ে তিনি জামিনে পলাতক হন।

মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ১ মার্চ আরাভ খানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক শেখ হাসান মুহাম্মদ মোস্তফা সারোয়ার।

একই বছরের ১০ মে আরাভের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় ২০১৮ সালের ১৪ মার্চ জামিন পান আরাভ। এরপর জামিনে গিয়ে পলাতক থাকায় ২০১৮ সালের ২৪ অক্টোবর আরাভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

উল্লেখ্য, আরাভ খান পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলা প্রধান আসামি। সেই মামলাটি ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন।

২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন।


আরও খবর



বিরামপুরে আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৪০জন দেখেছেন

Image

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুরে উপজেলায় আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আম বিক্রি করে লাভবান হওয়ার আশায় অপেক্ষার প্রহর গুনছেন আম চাষিরা উপজেলার বিভিন্ন বাগান ঘুরে দেখা যায়, আম বাগানগুলোর গাছেগাছে ব্যাপক পরিমানে আম ঝুলছে। এই উপজেলার চাষিরা বিভিন্ন ধরনের আমের চাষ করেছেন। তার মধ্যে রয়েছে গোপাল ভোগ, সূর্যপুরী, আমরুপালী, ল্যাংড়া, আশ্বিনা, ছাতাপড়া, ফজলী, চিনি ফজলী, সুরমাই, মসরকর্তি, মিশ্রি ভোগসহ নানান জাতের আম রয়েছে। অন্যান্য আমের তুলনায় প্রায় ৭৫ ভাগ আম্রপালির চাষ হয়েছে। পোকার কিছুটা আক্রমন থাকলেও গাছের কোনো রোগবালই নেই। গত বছর আমের বাজার দর ভালো থাকায় চাষিরা এবছর আরো বেশি পরিমানে আম চাষ করেছেন। এবছরও আমের বাম্পার ফলন ও ভালো বাজার দর পেয়ে লাভের স্বপ্ন দেখছেন উপজেলার আম চাষিরা।

উপজেলার হাবিবপুর গ্রামের আম চাষি রোকুনুজ্জামান রোকন জানায়, আমরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী বাগানে বালাইনাশক ব্যবহার করেছি। এছাড়াও গাছের বাড়তি যত্ন নেওয়া হয়েছে। আগামী দুই এক সপ্তাহের মধ্যেই আম পাকতে দেখা যাবে।বিরামপুর পৌর শহরের ভোবানীপুর গ্রামের আম চাষি আফজল হোসেন জানান, এবছর  প্রাকৃতিক কোনো দূর্যোগ না হওয়ায় আমের বাম্পার ফলন হয়েছে। আশা করছি আমের দামও ভালো পাওয়া যাবে।উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, চলতি মৌসুমে বিরামপুর উপজেলায়  ১১৪ হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে। যা গত বছরের তুলনায় বেশি। আর এবছর হেক্টর প্রতি আমের ১৪ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।


আরও খবর