Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

সিরাজুল আলম খানের ইন্তেকালে বাংলাদেশ লেবার পার্টির শোকবার্তা

প্রকাশিত:শুক্রবার ০৯ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ২০৫জন দেখেছেন

Image

মারুফ সরকার,স্টাফ রির্পোটার:  মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় নেতা সিরাজুল আলম খান দাদাভাই আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)  আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

শুক্রবার (৯ জুলাই)  গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় দাদা ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ।

তিনি  বলেন, দাদাভাইয়ের ইন্তেকালে দেশ ও জাতি একজন অভিভাবককে হারালো। মহান মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য জাতি চিরকাল স্মরন করবে। স্বাধীন বাংলাদেশ গনতন্ত্র ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠায় তার অবদান মুক্তিকামী গনতন্ত্রীদের প্রেরনা যোগাবে।  মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। আমিন।

দুপুর আড়াইটার দিকে চিকিৎসকরা সিরাজুল আলম খানকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।   বৃহস্পতিবার (৮ জুন) রাত ৯টা ২০ মিনিটে সিরাজুল আলম খানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে গত ২০ মে সিরাজুল আলম খানকে বার্ধক্যজনিত কারণে ঢাকা মেডিকেলের নতুন ভবনের কেবিনে ভর্তি করা হয়।


আরও খবর



কলারোয়ায় ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪১জন দেখেছেন

Image

কলারোয়া প্রতিনিধি:কলারোয়ায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের চিকিৎসা সেবা কর্মসূচির আওতায় ওই আর্থিক সহায়তা প্রদান করা হয়। রবিবার (২৭আগষ্ট) বেলা ১২টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ১৫জন রোগী ও তার পরিবারের হাতে চিকিৎসা সেবার্থে সরকারী অনুদানের অর্থ বিতরণ করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা ইসরাফিল হোসেন, ফিল্ড সুপারভাইজার (অতিরিক্ত দায়িত্ব) আমিনুর রহমান, অফিস সহকারী আসাদুজ্জামান আসাদ সহ সূধি ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২য় ও ৩য় পর্যায়ে উপজেলায় ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত ১৫ব্যক্তির মাঝে জনপ্রতি ৫০হাজার টাকা করে সাড়ে ৭লাখ টাকা বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদ বলেন-উপকারভোগী রোগী সহ রোগীর পরিবারের সদস্যরা চিকিৎসা সেবায় আর্থিক অনুদান প্রাপ্ত হয়ে মানবতার প্রতিক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




"ভিন্নমাত্রা এওয়ার্ড ২০২৩ প্রদান অনুষ্ঠান"

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৮জন দেখেছেন

Image

আমিনুর রহমানঃ- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির নিকট হতে "বেস্ট এক্টিভিস্ট অফ হিউম্যান রাইটস" বিষয়ে ভিন্ন মাত্রা সম্মাননা অ্যাওয়ার্ড ২০২৩ গ্রহণ করেন বিশিষ্ট মহানবাধিকার কর্মী এবং নীলগিরি হলিডেজ ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী ও অ্যাটাবের সদস্য এবং সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য মোঃ রেজাউল করিম।উত্তরা হোয়াইট হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো 

"ভিন্নমাত্রা সেরা পুস্তক প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা ও প্রকাশনা উৎসব ও ভিন্নমাত্রা এওয়ার্ড ২০২৩ প্রদান অনুষ্ঠান"। 

বিশিষ্ট কবি ও গবেষক মাসিক ভিন্নমাত্রার পৃষ্ঠপোষক, উইজডম স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মনিরুল ইসলাম এর সভাপতিত্বে-- অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী,আ ক ম মোজাম্মেল হক, এমপি। অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি ছিলেন ঢাকা ১৮ আসন এর মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান, অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মাননীয় প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত কবি আল মুজাহিদী, প্রধান আলোচক ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মেহেরুন্নেসা মেহেরীন, চেয়ারম্যান আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ও লেখক দিলারা জামান, আলহাজ্ব শাহ জাকির হোসেন- চেয়ারম্যান, হাক্কানী গ্রুপ ,

মেট্রোরেলের অবসরপ্রাপ্ত চীফ ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও নীলগিরি হলিডেজ ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী মোঃ রেজাউল করিম,খ্যাতিমান অভিনেতা এবিএম সোহেল রশিদ, মোহাম্মদ লিটন, কবি হাফসা আলম প্রমুখ। আমন্ত্রিত অতিথি- রবিউল হক রৌদ্র,  কাওসার আহমেদ মিয়াজী ,বিশিষ্ট মানবাধিকার কর্মী "দ্যা ফাইনান্স টুডে" পত্রিকার সিনিয়র সাংবাদিক মোঃ মোশাররফ হোসাইন রাজু সহ অনেকে। অনুষ্ঠানটি দুই বাংলার কয়েক শত গুণী কবি লেখক সাহিত্যিকদের মিলন মেলায় রূপান্তরিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রজাপতি ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি জেসমিন নুর প্রিয়াংকা এবং অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলাম ভিন্নমাত্রা প্রকাশনীর প্রধান নির্বাহী মুহাম্মদ মাসুম বিল্লাহ।


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




রূপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)সংবাদদাতা:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রসুলপুর গ্রামের  সুমন মিয়া নামের এক যুবককে সন্ত্রাসীরা  কুপিয়ে হত্যা করেছে। গত ১৮ সেপ্টেম্বর মধ্যরাতে  এ হত্যাকান্ডের  ঘটনা ঘটে।  নিহত সুমন মিয়া উপজেলার তারাবো পৌরসভার রসুলপুর এলাকার কালু মিয়ার ছেলে।  

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান,  পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে ।   নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।উল্লেখ  গতকাল সোমবার রাত নয়টা পর্যন্ত শোকাহত পরিবারের  পক্ষ থেকে কোন অভিযোগ  করা হয়নি।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




মির্জাপুরে জুয়েলারী দোকানে চুরি

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১২৬জন দেখেছেন

Image

মির্জাপুর (টাংগাইল) প্রতিনিধি:টাংগাইল জেলার মির্জাপুর উপজেলা কালিবাড়ী রোড, মহামায়া মার্কেটের ২১ ও ২২ নং দোকান সায়মা জুয়েলারীতে শনিবার (২৬-০৮-২০২৩ইং) গভীর রাতে চুরি হয়েছে।দোকানের সিসি ফুটেজে দেখা যায়, রাত ৩টা ৪০ মিনিটে দু’জন লোক মুখ বাঁধা অবস্থায় দোকানের সামনে আসে। প্রথমে শার্টারের তালা ভাংগে তারপর কেঁচিগেটের নিচের অংশ ভেংগে একজন দোকানের ভিতরে প্রবেশ করে এবং অন্য জন পাহারায় থাকে। প্রায় ২০ মিনিট ধরে দোকানের স্বার্ণালংকার চুরি করে তারা চলে যায়। দোকানের মালিক মোহাম্মদ দুলাল মিয়া জানায়, অন্যান্য দিনের মতই রাতে দোকান বন্ধ করে বাড়ী চলে যাই। পরের দিন সকালে এসে চুরির ঘটনা দেখতে পাই। চুরি হওয়া স্বর্ণের পরিমাণ জানতে চাইলে, দোকান মালিক জানায়, ৪৫ ভরি স্বার্নালংকার চুরি হয়েছে। এই চুরির বিষয়ে মির্জাপুর থানায় জিডি করা হয়েছে।


আরও খবর



রাজধানীতে বাসে আগুন

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীতে হঠাৎ আগুন লেগে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আগারগাঁও ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদ বিন রশিদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে আগারগাঁও সিগন্যালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসটির চালক দেলোয়ার হোসেন জানান, আগারগাঁও সিগন্যালে বাস থামানোর পর ধোঁয়া দেখে ইঞ্জিনের ঢাকনা খুললে হঠাৎ আগুন জ্বলে ওঠে। এ সময় বাসে কোনো যাত্রী ছিল না।

পোশাক কারখানার কর্মকর্তাদের পরিবহনে বাসটি ব্যবহার করা হতো বলেও জানান চালক দেলোয়ার হোসেন। 


আরও খবর