Logo
আজঃ রবিবার ১১ জুন ২০২৩
শিরোনাম

সিরাজগঞ্জে বাসচাপায় ৩ কলেজছাত্র নিহত

প্রকাশিত:সোমবার ০৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ১১ জুন ২০২৩ | ১২৫জন দেখেছেন

Image

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- জেলার বেলকুচি উপজেলার খাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২), রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১)। আরেকজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেল নিয়ে বেলকুচি থেকে তিন জন রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় তাড়াশ উপজেলার মান্নান নগরে পৌঁছালে একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের পরিবারের সদস্যরা থানায় এসেছেন। মরদেহ শনাক্তের কাজ চলছে।

আজই মরদেহগুলো হস্তান্তর করা হবে। তবে ঘাতক বাসটি আটক করা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


আরও খবর



হজযাত্রীদের ভিসা ইস্যু না করায় ৯০ এজেন্সিকে শোকজ

প্রকাশিত:সোমবার ০৫ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ধর্ম মন্ত্রণালয়ের বেধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা ইস্যু না করায় ৯০টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আজ রোববার এ নোটিশটি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সময় শেষ হয়ে হলেও বেসরকারি প্রায় ৪৯ শতাংশ হজযাত্রীর ভিসা হয়নি। এ পরিস্থিতিতে গত ৩১ মে চিঠি দিয়ে তিন দিনের মধ্যে হজ এজেন্সিগুলোকে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এজেন্সিগুলো সেই নির্দেশনা মানেনি।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, চলতি বছর হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিকে তিন দিনের মধ্যে স্ব স্ব এজেন্সির হজযাত্রীর ভিসা সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত নিবন্ধিত হজযাত্রীদের ভিসা ইস্যু করা হয়নি, যা সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় অসহযোগিতার সামিল। এ ধরনের অব্যবস্থাপনা সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করেছে। সরকারের হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নির্দেশনা উপেক্ষিত হয়েছে। এ ঘটনা ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’র পরিপন্থী। এতে এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

নোটিশে এসব হজ এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’র ১৩ ধারা অনুযায়ী কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই জবাব আগামী তিন দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে দাখিল করার অনুরোধ জানানো হয়।


আরও খবর



প্রাথমিকের পর মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:প্রচণ্ড তাপপ্রবাহের কারণে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস আগামীকাল বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে করে আগামী শুক্র ও শনিবার মিলে মাধ্যমিকের শিক্ষার্থীরা তিন দিন ছুটি পাচ্ছে। আজ বুধবার বিকেলে মাউশির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধের ঘোষণা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক শাখার শিক্ষার্থীরাও ৮ জুন পর্যন্ত ছুটির আওতায় রয়েছে।

গত ৫ জুনের বিজ্ঞপিতে মাউশি জানায়, মাধ্যমিক স্তরে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও প্রাত্যহিক সমাবেশ (অ্যাসেম্বলি) স্থগিত রাখাসহ মানতে হবে বেশ কিছু নির্দেশনা।

নির্দেশনাগুলো হলো:

*পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত এবং শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্য কার্যক্রম থেকে বিরত থাকবে।

*শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি সঙ্গে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে।

*শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য প্রতিষ্ঠানের সব জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে।

*শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।

এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানান, মাধ্যমিকে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। কারণ, ৭ জুন থেকে অর্ধবার্ষিক মূল্যায়ন ও পরীক্ষা রয়েছে। এ ক্ষেত্রে মাধ্যমিক স্তরের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

দেশজুড়ে চলমান দাবদাহের কারণে গতকাল দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত মোট চার দিন বন্ধ রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

তবে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ করার পর অন্য বিদ্যালয়ে তা না করায় প্রশ্ন ওঠে। অবশ্য কোনো কোনো বেসরকারি বিদ্যালয় সরকারি সিদ্ধান্তের পর নিজেরাই ছুটি ঘোষণা করে। গরমের কারণে বিশেষ এ ছুটির পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।


আরও খবর



আমি তো সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশি : পাপন

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: ২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যাত্রা শুরু করেন নাজমুল হাসান পাপন। তারপর থেকে এখনো পর্যন্ত এই দায়িত্বে আছেন পাপন। তবে শুধুমাত্র ক্রিকেটই নয়, আরও কয়েকটি কাজের সঙ্গে যুক্ত তিনি। কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য পাপন, আছে ওষুধের ব্যবসাও। তবে ক্রিকেটেই বেশি সময় দেয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাপন। বক্তব্যে ব্যক্তিগত প্রসঙ্গ টেনে পাপন বলেন, ‘আমি আপনারেদকে একটা কথা বলি। আমি অনেকগুলো বিষয়ের সঙ্গে জড়িত, আপনার সেটি সবাই জানেন। তবে ক্রিকেটই আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেওয়াটা কিন্তু কঠিন। আমার (পরিবারের) সবাই এখন অভিযোগ করতে শুরু করেছে। পরিবার থেকেও তো ধৈর্য্যের একটা সীমা আছে। এখন তো আর কেউ কথাই বলে না বলতে গেলে।

নিজের ব্যস্ততার প্রসঙ্গ টেনে বিসিবি সভাপতি আরও বলেন, ‘কোনো একটা অনুষ্ঠান হলে যদি জিজ্ঞেস করে পাপন ভাই যাবে তো? আমার স্ত্রী সরাসরি বলে দেয়, আমি জানি না। ওকে ছাড়াই চিন্তা করেন। আমার অবস্থা হলো এমন। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিয়ে নিচ্ছে। এ সমস্ত জায়গায়ও সময় দিতে হয়।

পাপনকে অনেকেই রাগী ভাবেন, যেটি নিয়ে আক্ষেপ তার। নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই জানত আমি একজন মিশুক মানুষ। ক্রিকেটে আসছি বলে (সবাই) ভাবে আমি রাগী। আচ্ছা আমি রাগী হলাম কবে? সেদিন একটি পারিবারিক অনুষ্ঠানে গেলাম। সবাই দেখি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকে। আমি তাদেরকে কাছে আসতে বলেছি। অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় সবাই বলছিল, আমরা ভয় পাচ্ছিলাম। আচ্ছা, আমাকে রাগী মনে হবে কেন বলেন তো? আমি তো সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশি।



আরও খবর



ভোলার ইলিশা-১ কূপকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশে আরেকটি গ্যাসক্ষেত্রের স্বীকৃতি মিলেছে। ভোলার ইলিশা-১ কূপটি থেকে আগামী ২৫ থেকে ২৬ বছর গ্যাস তোলা যাবে। এটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র।

আজ সোমবার রাজধানীর বারিধারায় বাসভাবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী জানান, ভূতাত্ত্বিক তথ্য এবং ডিএসটি রিপোর্টের তথ্যমতে, ইলিশা-১ কূপে গ্যাসের সম্ভাব্য মজুদ প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। সেখান থেকে প্রতিদিন গড়ে ২০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করা যাবে। সেই হিসেবে কূপটি থেকে ২৫-২৬ বছর গ্যাস উৎপাদন সম্ভব।

নসরুল হামিদ আরও জানান, ইলিশা-১ কূপে গ্যাসের ওই মজুদ বিবেচনায় দেশের গ্রাহক পর্যায়ে গ্যাসের মূল্য প্রায় ৬ হাজার ৭৪৪ কোটি টাকা। আর আন্তর্জাতিক বাজার বিবেচনায় কূপটিতে থাকা গ্যাসের দাম প্রায় ২৬ হাজার ৭৫০ কোটি টাকা।

প্রতিমন্ত্রী জানান, চলতি বছরের ৯ মার্চ ইলিশা-১-এর খনন কাজ শুরু হয়েছিল। আর শেষ হয় গত ১৪ এপ্রিল।


আরও খবর



মেয়র সাইদুরের উন্নয়নের চমক বদলে যাচ্ছে গ্রামীন রাস্তা

প্রকাশিত:বুধবার ৩১ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৫২জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি: দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে চোখে পড়ার মত তেমন উন্নয়ন মুলক কার্যক্রম ছিল না। অনেক আসা নিয়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার মেয়র নির্বাচিত হন সাইদুর রহমান। নির্বাচনের আগে ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি নির্বাচিত হতে পারি বা আপনারা নির্বাচিত করেন তাহলে অতীতে যা হয়নি বা দেখেন নি সে উন্নয়ন করা হবে। প্রতিশ্রুতি অনুযায়ী একের পর এক উন্নয়নের চমক দেখাচ্ছেন মেয়র। শুধু তাই না রাজস্ব বাড়িয়ে দিয়েছেন দ্বিগুন। একারনে দ্বিতীয় শ্রেণী পৌরসভাকে  প্রথম শ্রেণী করার জন্য আবেদন করা হয়েছে। হয়তো দুএক বছরের মধ্যে প্রথম শ্রেণীর পৌরসভা হতে পারে বলে ধারনা করছেন মেয়রসহ কর্তৃপক্ষ । ফলে মেয়রের উন্নয়ন মুলক কর্মকান্ডে স্বস্তি বিরাজ করছে আপামর পৌর নাগরিকদের মাঝে। 

জানা গেছে, বিগত ২০২০ সালের ৩০ ডিসেম্বর মুন্ডুমালা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্রহন করেন ২০২১ সালের মার্চ মাসে । দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক উন্নয়ন করেই চলেছেন। পৌরসভা সংলগ্ন পূর্বদিকে বাগমারা গ্রামের আনাচে কানাচে ১ কোটি টাকা ব্যয়ে আরসিসি রাস্তা নির্মান করেন। এর আগে পৌরসভার সীমানা প্রচীর ও গেট নির্মান করেন। বাগমারা গ্রামের রাস্তা নির্মানে প্রচুর বাধা ও মামলা পর্যন্ত হয়। কিন্তু কোন কিছুর তোয়াক্কা না করে গ্রামবাসীর একান্ত সহযোগীতায় রাস্তার কাজ সম্পন্ন করেছেন মেয়র। শুধু মুল রাস্তা না পাড়ার ভিতরে গ্রামবাসীর সুবিধার জন্য আরসিসি রাস্তা করে দিয়েছেন। রাস্তা উদ্বোধনের দিন গ্রামবাসী আনন্দে চাদা তুলে পৌর কর্তৃপক্ষ সহ পাড়ার জনসাধারন কে ভূড়িভোজ করান। এছাড়াও সাতপুকুরিয়া ২৮০ মিটার, চরক ডাইংপাড়া ৪৫০ মিটার ও চুনিয়াপাড়া ১৮০ মিটার আরসিসিসি রাস্তার কাজ শেষ হয়েছে এবং টকটকিয়া গ্রামে ৬৫০ মিটার আরসিসিসি রাস্তার কাজ চলমান রয়েছে।

পৌর নাগরিকরা জানান, বিগত ২০০২ সালের দিকে মুন্ডুমালা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত মেয়র ছিলেন প্রয়াত হেবিওয়েট বিএনপি নেতা শীষ মোহাম্মাদ। তার সময়ে রাস্তা ঘাট সহ নানা উন্নয়ন মুলুক কাজ হয়। বিগত ২০১১ ও ২০১৬ সালে মেয়র নির্বাচিত হন সাবেক আ"লীগ সভাপতি গোলাম রাব্বানী। তার সময়ে চোখে পড়ার মত খুব একটা উন্নয়ন হয়নি বললেই চলে। কিন্তু সাইদুর স্বতন্ত্র প্রার্থী হয়ে নানা প্রতিকূলতার মধ্যে মেয়র নির্বাচিত হন। তার প্রথম জীবন শুরু মুন্ডুমালা বাজারের কুলির সরদার হিসেবে, এরপরে মুন্ডুমালা মহিলা কলেজে নৈশ প্রহরীর চাকুরী করেন। তিনি মেয়র হবেন এটা কেউ কল্পনা করেনি। কিন্তু সে মেয়র হওয়ার আগ থেকেই পৌরবাসীর আপদ বিপদে ছুটে যেতেন এবং মহামারি করোনা ভাইরাসের সময় নিজ তহবিল থেকে প্রচুর অনুদান দিয়ে আপামর পৌরবাসীর মনে জায়গা করে নেয়। মেয়রের দায়িত্ব নিয়েই পৌর ভবনের সীমানা প্রচীর ও গেট নির্মান এবং ভবনকে অন্যরকম ভাবে সংস্কার করে তাক লাগিয়ে দেন। এর পর তিনি মুন্ডুমালা বাজারের তিন মাথা মোড়ে গোল চত্বর ও বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি করে নতুন ইতিহাস গড়ে তোলেন। এটা তৈরির সময় নানা ধরনের বাধা বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হলেও কোন দিকে কর্নপাত না করে সাহসিকতার সাথে নির্মান কাজ শেষ করেছেন। যার সুফল পাচ্ছেন আপামর পৌরবাসী।

টকটকিয়াগ্রামের সালাম,রবিউলসহ অনেকে জানান, বিগত ১৫ বছর ধরে একাধিকবার আবেদন করেও কোন কাজ হয়নি। ১৫ বছরে যা পায়নি মেয়র সাইদুর সেটা করে দিচ্ছেন। বর্ষা মৌসুমে বাড়ি থেকে বের হওয়া যেতনা। কিন্তু আরসিসি রাস্তা পাওয়াতে গ্রামবাসী আনন্দে আত্মহারা। আমরাও ভাবতে পারিনি এত টাকা ব্যয়ে মেয়র আরসিসি রাস্তা করে দিবেন। মাত্র দুই বছরের মধ্যে যে উন্নয়ন করেছেন, যা ১৫ বছরেও হয়নি। বিশেষ করে মুন্ডুমালা বাজারের তিনমাথা মোড়ে দিনভর জট লেগেই থাকত। কিন্তু মেয়র গোল চত্বর রাস্তা ও জাতির জনকের ম্যুরাল তৈরি করে চমক সৃষ্টি করেছেন। তিনি যে ভাবে উন্নয়ন শুরু করেছেন সেটা অব্যাহত থাকলে পৌরসভার গ্রামীন রাস্তার চেহার যেমন বদলে যাবে, ঠিক তেমনি ভাবে মানুষের জীবন মানে আমূল পরিবর্তন ঘটবে।

মেয়র সাইদুর রহমান বলেন, বাগমারা,টকটকিয়া, সাতপুকুরি, চরক ডাইংপাড়া ও চুনিয়াপাড়া আরসিসি রাস্তার ব্যয় প্রায় ৫ কোটি টাকা। আর মুন্ডুমালা বাজারে গোলচত্বর, রাস্তা ও ম্যুরাল নির্মানে প্রায় ৫৪ লাখ টাকা হবে। আ"লীগ সরকার ক্ষমতায় আছে বলেই উন্নয়ন করা সম্ভব হয়েছে এবং আগামীতে গ্রামের প্রতিটি রাস্তা আরসিসি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এজন্য প্রায় ১০ কোটি টাকার প্রকল্প দেওয়া হয়েছে, হয়তো অল্পদিনের মধ্যে বরাদ্দ পেতে পারি বলে তিনি আশাবাদী।

আরও খবর