Logo
আজঃ রবিবার ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম

সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৩

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৬৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সিলেটের নজিরবাজারে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকেই। আজ বুধবার ভোর ৫টা ৩৯ মিনিটে সিলেটের দ‌ক্ষিণ সুরমার নজিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঢাকা থেকে সিলেট অভিমুখে আসা একটি ট্রাক ও সিলেট থেকে আসা শ্রমিকবাহী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হন এবং অপর দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

দক্ষিণ সুরমা থানা পুলিশের ডিউটি অফিসার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোট কতজন আহত হয়েছেন এখন পর্যন্ত জানা যায়নি। তবে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


আরও খবর



জামালপুরের সেই ডিসিকে প্রত্যাহার

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১১৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:নৌকার পক্ষে ভোট চাওয়ায় জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে প্রত্যাহার করেছে সরকার। তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠিয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে জামালপুরে নতুন ডিসি হয়েছেন মো. শফিউর রহমান। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক (উপসচিব) পদে দায়িত্ব চালিয়ে আসছিলেন।

সোমবার এক অনুষ্ঠানে জামালপুরের ডিসি ইমরান আহমেদ বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মির্জা আজমকে মন্ত্রী হিসেবে দেখার আশাও প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ডিসির ব্যাপক সমালোচনা হয়। এরই প্রেক্ষিতে তাকে বদলি করে সেখানে নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।


আরও খবর



থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষু সেজে, ৭ বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে ছদ্মবেশী সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ইমিগ্রেশন সংক্রান্ত যাচাই-বাছাই এড়াতে বৌদ্ধ ভিক্ষুর বেশ ধরেছিলেন তারা।

কিন্তু থাইল্যান্ডের ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশের কাছে তারা ধরা পড়েছেন।

তারা সবাই পুরুষ এবং সবার মাথা কামানো ছিল। পরনে ছিল সন্ন্যাসীদের পোশাক। স্থানীয় লোকজনের সঙ্গে মিশে যেতে ও কর্তৃপক্ষের চোখ এড়াতে এই কাজ করেন তারা। গ্রেফতারদের মধ্যে ৪৬ বছর বয়সী রূপদা নামে একজন দলটির নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেছেন।

থাইল্যান্ডের সংবাদ সংস্থা দ্য পাতায়া নিউজ জানিয়েছে, তদন্ত করে কর্তৃপক্ষ জানতে পারে, দলটি মিয়ানমার থেকে তাক প্রদেশের মায়ে সোট জেলার একটি পথ দিয়ে থাইল্যান্ডে প্রবেশ করেছিল। প্রাথমিকভাবে তারা বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেছিল। তাদের চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া।

৭ ব্যক্তির সঙ্গে সাধারণ পোশাক ছিল। তারা যে সন্ন্যাসী তার সপক্ষে কোনো প্রমাণ তাদের কাছে ছিল না। ফলে তাদের আসল পরিচয় সম্পর্কে সন্দেহের সৃষ্টি হয়। সঠিক প্রমাণ না থাকা এবং তাদের জিনিসপত্রের মধ্যে সাধারণ পোশাকের উপস্থিতি প্রমাণ করে তারা ভিক্ষু ছিলেন না, যা তারা দাবি করেছিলেন।

৭ জনের বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধভাবে প্রবেশের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের হাট ইয়াই থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সব আইনি প্রক্রিয়ার শুরু হয়েছে।


সূত্র:থাইগার


আরও খবর



কলারোয়ার মির্জাপুরে কলের পাইপ দিয়ে দেড় মাস ধরে গ্যাস উঠছে, এলাকাবাসী আতংকে

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image

কলারোয়া প্রতিনিধি:কলারোয়ার মির্জাপুরে কলের পাইপ দিয়ে অনাগল ভাবে গত দেড় মাস ধরে গ্যাস উঠতে দেখা গেছে। এলাকাবাসীরা বলেন-এর আগেও কয়েক বার মির্জাপুর সরকারী স্কুল মাঠে পানির কল বসানোর সময় গ্যাস ওঠে। এই স্কুল মাঠের যে কোন স্থানে খুড়লেই গ্যাস উঠছে। গত দেড় মাস আগে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে সরকারী ভাবে পানির কল বসানোর জন্য পাইপ পোতা হয়। আর সেই পাইপ দিয়ে অনাগল ভাবে গ্যাস ওঠায় তারা কলটির পাইপ এর মূখ বন্ধ করে রেখে চলে যায়। এখন সে কলের পাইপের পাশ দিয়ে গ্যাস উঠছে। অনেকে আগুন জ্বালিয়ে গ্যাস কি না তা পরীক্ষা করে দেখছেন। এলাকাবাসীরা আরো বলছেন-এই গ্যাস ওঠায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহু অফিসার এসে দেখে শুনে চলে যায়। কিন্তু আজও পর্যন্ত তার কোন সুরহা হয়নি। এই সরকারী স্কুল মাঠের নিচে যে কি গুপ্ত ধন লুকিয়ে আছে তা তারা ঠিক ভাবে বলতে পারবেন না।তবে অনেকে বলছেন-গ্যাস খুব খারাপ জিনিষ। যে কোন সময় বিস্ফরণ ঘটলে এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। সে জন্য তারা আতংকে রয়েছেন। তারা আরো বলেন-বিজ্ঞানীরা এই স্থানের মাটি খুড়ে পরীক্ষা করে গেলে এলাকাবাসীর আতংক কেটে যেত। আতংক গ্রস্থ এলাকাবাসী বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সু-দৃষ্টি কামনা করেছেন।


আরও খবর



বিরামপুর নাশকতার প্রস্তুতি কালে জামায়ের ১৬ নেতা-কর্মী আটক

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর জেলার বিরামপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও নাশকতার প্রস্তুতি কালে বাংলাদেশ জামায়েত ইসলামী'র ১৬ নেতা-কর্মীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

আটককৃত্রা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পৌর শহরের চাঁদপুর মহল্লার মৃত দরবেশ মিয়ার ছেলে তোতা মিয়া (৬৭), কলেজপাড়া মহল্লার মৃত তাছের উদ্দিন মন্ডলের ছেলে আনোয়ার হোসেন বাদল (৪৫) পূর্বজগন্নাথপুর মহল্লার মৃত ছয়মুদ্দিন মন্ডলের ছেলে  সামসুদ্দিন আহমেদ (৫৫), টাটকপুর মহল্লার মৃত এম এ মতিনের ছেলে সাজ্জাদুর রহমান(৪০), জোতমাধব গ্রামের জালাল উদ্দীনের ছেলে জামিল উদ্দিন (৩৫), বুজরুক গঙ্গাপুর (চিরির পাড়) গ্রামের মৃত কফিল উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল মান্নান(৬৫),একই গ্রামের আবু তালেবের ছেলে আক্কাস আলী(৩২),শ্যামনগর গ্রামের মৃত আমিরুল্লাহ ছেলে মোজাফফর রহমান (৭৩), খিয়ার মাহমুদ গ্রামের মৃত কাইমুদ্দিনের ছেলে নুর জামান (৪০), মাধুপুর গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে ওমর ফারুক(৩২), মুকুন্দপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আনোয়ার হোসেন (৪০), একই গ্রামের মৃত মহবতুল্লাহ'র ছেলে রফিকুল ইসলাম (৫০), নবাবগঞ্জ উপজেলার ফুলবান্ধা গ্রামের শওগত আলীর ছেলে নাইম ইসলাম (১৮), পার্বতী উপজেলার লাল বিলাস গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে জিয়াউর রহমান (৩৭), একই উপজেলার তাজনগর গ্রামের মনজের আলীর ছেলে হাবিবুর রহমান (১৮), ফুলবাড়ী উপজেলার শ্রী হরিপুর (মেলা বাড়ী) গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ইসমাইল হোসেন (৪৫)।

বিরামপুর থানান অফিসার ইনচার্জ (ওসি তদন্ত)  মমনুল ইসলাম জানান, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকারের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ বিরামপুর পৌর শহরের গারোয়ানপাড়া মোড় হইতে আঞ্চলিক মহাসড়কে বাংলাদেশ জামায়েত ইসলামী'র কর্তৃক আনুমানিক ৮০/৯০ জন  নেতা-কর্মী একত্রিত হইয়া বাশেঁর লাঠি, ছোট বড় ইটের ভাঙ্গা টুকরা, গাছের ডাল, লোহার রড নিয়ে দিনাজপুর টু বগুড়া মহাসড়কে রাস্তার উপর যান-চলাচল বিঘ্ন সৃষ্টি করে বিক্ষোভ মিছিলসহ নাশকতামূলক কার্যক্রমের চেষ্টা করে যা অর্ন্তঘাত মূলক কর্মকান্ডের সৃষ্টি করে এবং সাধারন মানুষের সহজতর চলাচলের বাধা বিঘ্নসহ ভয়-ভৃতীর সৃষ্টি করে। সেই সঙ্গে বিক্ষোভ মিছিল করে

মহাসড়কে চলাচলকারী যানবাহনে অতর্কিত হামলা করার প্রাক্কালে ধাওয়া করে  ঘটনাস্থল হইতে ১৬ জন বাংলাদেশ জামায়েত ইসলামী'র নেতা-কর্মীকে আটক করা হয়। এসময় অন্যান্য নেতা-নেতাকর্মীগন কৌশলে পালিয়ে যায়।বর্তমানে যানবাহম ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রহিয়াছে।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  সুব্রত কুমার সরকার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে বিক্ষোভ মিছিল ও নাশকতার প্রস্তুতি কালে বাংলাদেশ জামায়েত ইসলামী'র ১৬ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে  মামলার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আরও খবর



বালিয়াকান্দিতে বিনামূল্যে সেমিপাকা টয়লেট স্থাপন ও বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৫০জন দেখেছেন

Image

মেহেদী হাসান মাসুদ, রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিধবা, স্বামী পরিত্যক্তা, হতদরিদ্র ও প্রতিবন্ধি পরিবারের মাঝে বিনামূল্যে সেমিপাকা টয়লেট স্থাপন ও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের এ্যাসেড অফিস নদীর পাড়ে বাড়ীতে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দ থেকে বেসরকারী সংগঠনএ্যাসেড এ বিতরণ কার্যক্রম গ্রহণ করেন। ১৬টি পরিবারকে আধাপাকা টয়লেট, টয়লেটের উপকরণ, ৬টি গরু, ২টি ছাগল, ১টি সেলাই মেশিন আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। এ্যাসেডের চেয়ারম্যান মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মুহা: শাহজাহান সিদ্দিক এর সঞ্চালনায় বক্তৃতা করেন, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস। এসময় নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর, উপস্থিত ছিলেন। পরে অতিথিরা গাছের চারা রোপন করেন।


আরও খবর