Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় আরও এক লাশ, মৃত্যু বেড়ে ২২

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবে: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বহস্পতিবার দুপুর ১২টার ওই ভবনের দক্ষিণ পাশের সিঁড়ির কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম মেহেদি হাসান স্বপন (৪০)। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পশ্চিম এনায়েতুপর গ্রামের গোলাম রব্বানীর ছেলে। এনিয়ে এ দুর্ঘটনায় ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।

ফায়ার সার্ভিসের উপ-প‌রিচালক (ঢাকা) দিনম‌নি শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলা বিধ্বস্ত হয়েছে। বিস্ফোরণে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর পাশাপাশি দুই শতাধিক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


আরও খবর



দুদকে সময় চাইলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে এক মাস সময় চাইলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ভুয়া ব্যাংক হিসাবে অবৈধ টাকা লেনদেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে দুদকে তিনি এ সময় চেয়েছেন। আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আলী আকবরের কাছে চিঠি দিয়ে সময় আবেদন করেন জাহাঙ্গীর।

চিঠিতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা সম্ভব নয় উল্লেখ করে এ বিষয়ে যথাযথ প্রস্তুতির জন্য সময়ের প্রার্থনা করেছেন জাহাঙ্গীর আলম। তবে এ চিঠির বিষয়ে কমিশনের অনুমোদনের পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

এর আগে গত মঙ্গলবার দুটি আলাদা নোটিস পাঠিয়ে ২১ ও ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দুদক প্রধান কার্যালয়ে তলব করে কমিশনের দুটি অনুসন্ধান টিম। দুই টিমের অপর দুই সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান ও মো. আলিয়াজ হোসেন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করা ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ১৫ মে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে স্থায়ীভাবে বহিস্কার করে আওয়ামী লীগ। একদিন পর তাকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ পাঠায় দুদক।

এ বিষয়ে এক প্রশ্নে গতকাল বুধবার দুদক সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেছিলেন, ‘অভিযোগ সংশ্লিষ্ট জড়িতসহ অন্যান্যদের বক্তব্য নেওয়া হয়েছে। বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। এখন শেষ সময়ে তার (জাহাঙ্গীর) বক্তব্যে দেওয়ার সুযোগ দেওয়ার প্রয়োজন, এজন্য তাকে ডাকা হয়েছে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই। নির্বাচনের সঙ্গে দুদকের কার্যক্রমের কোনো সংশ্লিষ্টতা নেই।

আলী আকবর ও আশিকুর রহমানের সমন্বয়ে অনুসন্ধান টিম যে অনুসন্ধান করছে এতে জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ- গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প হতে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।

অন্যদিকে, আলী আকবরের নেতৃত্বে আলিয়াজ হোসেনকে নিয়ে অপর অনুসন্ধান টিমের কাছে অভিযোগ- গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান ও সিটি করপোরশেরন কতিপয় ঠিাকাদরের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

তলবের দিন হাজির হওয়ার সময় জাহাঙ্গীর আলমকে তার জাতীয় পরিচয়পত্র এবং অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। নির্ধারিত ওই দিন দিন হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য হবে বলে নোটিশে বলা হয়েছে।

জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকের কাছে আসা অভিযোগে বলা হয়, তিন বছরের বেশি সময় মেয়র থাকাকালীন সিটি করপোরেশনের বিভিন্ন খাতে ৭ হাজার ৪০০ কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত তিনি। তার বিরুদ্ধে বিশ্ব ইজতেমার খরচের ভাউচারে অনিয়ম, নগরীর বিভিন্ন এলাকায় সড়ক প্রশস্তকরণের কাজে অনিয়ম, সড়ক প্রশস্তকরণের নামে জমি অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে আত্মসাৎ, ভুয়া টেন্ডার, আরএফকিউ, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎ, হাট-বাজার ইজারার অর্থ যথাযথভাবে নির্ধারিত খাতে জমা না রাখাসহ নানাবিধ অভিযোগ রয়েছে।

জাহাঙ্গীরের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দুদকের তদন্ত শেষ করে যথাযথ আইনি ব্যবস্থা নিতে এবং ওই তদন্ত ও অনুসন্ধান শেষ করতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ১৪ ফেব্রুয়ারি গাজীপুর সিটি করপোরেশনের আবদুর রহিম সরকার নামে এক বাসিন্দা হাইকোর্টে একটি রিট করেন। পরদিন এ রিটের শুনানির পর ছয় মাসের মধ্যে অনুসন্ধান শেষ করতে দুদককে নির্দেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ।

গাজীপুর সিটি করপোরেশরন আসন্ন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দল থেকে মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। দলীয় টিকেট পেয়ে পাঁচ বছর আগে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হয়েছিলেন জাহাঙ্গীর আলম। এবার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি। কিন্তু তা যাচাই-বাছাই শেষে বাতিল করে দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত বাতিল চেয়ে উচ্চ আদালতে গিয়েও বিফল হন তিনি। তবে এ নির্বাচনে তার মা জায়েদা খাতুনের প্রার্থীতা বহাল রয়েছে। নিজে প্রার্থী হতে না পারলও নির্বাচনের মাঠে মায়ের হয়ে প্রচারণায় রয়েছেন জাহাঙ্গীর।


আরও খবর



বাংলাদেশি ৬৯৬৭ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ছয় হাজার ৯৬৭ জন হজযাত্রী। গতকাল মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, হজযাত্রার প্রথম দিন রোববার ভোর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৯৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৪৮৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৪৭৮ জন সৌদি আরব পৌঁছেছেন।

চলতি বছর গত ২১ মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। হজে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে, হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। মোট ১৬০টি ডেডিকেটেড প্রি-হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে। সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ প্রায় ৫ হাজার কোটা সৌদি সরকারকে ফেরত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।


আরও খবর



দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দিন দিন ভয়াবহ ঝুকিপূর্ণের দিকে যাচ্ছে ঢাকার বাতাস। এতে বাড়ছে শ্বাসকষ্টসহ বিভিন্ন কঠিন রোগ। আজ শনিবার দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ। তবে আজও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’। সকাল ৯টা ১২মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১৫৫। 

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁকি।

একিউআই স্কোরে শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ১৭৪। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৬৮। ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং শহর। চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ডেনভার, স্কোর ১৫৯। পঞ্চমে সৌদি আরবের রিয়াদ, স্কোর ১৫৮।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।


আরও খবর



বিশ্বব্যাংকের সঙ্গে ২.২৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি সই

প্রকাশিত:মঙ্গলবার ০২ মে 2০২3 | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাংক বাংলাদেশকে বিভিন্ন খাতের উন্নয়নে দুই দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে পাঁচটি প্রকল্প বাস্তবায়নের জন্য সোমবার (১ মে) বিশ্বব্যাংকের সদরদপ্তরের প্রিস্টন অডিটোরিয়ামে এই ঋণ চুক্তি সই হয়েছে।

এদিন প্রিস্টন অডিটোরিয়ামে ‘বিশ্বব্যাংক-বাংলাদেশ অংশীদারত্বের ৫০ বছরের প্রতিফলন’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশন চলাকালে দুই পক্ষের মধ্যে এ চুক্তি সই হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এই অর্থায়ন চুক্তি বিনিময় প্রত্যক্ষ করেন। অধিবেশনে ভাষণ শেষে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের হাতে পদ্মা সেতুর একটি ছবি তুলে দেন।

এই ঋণ চুক্তিতে যে পাঁচটি প্রকল্প রয়েছে: 

১. পূর্ব দক্ষিণ এশিয়ায় পরিবহণ ও বাণিজ্য সংযোগ ত্বরান্বিতকরণ (অ্যাকসেস) – বাংলাদেশ ফেজ-১ প্রকল্প, যার মূল্য ৭৫৩ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার।

২. স্থিতিস্থাপকতা, অভিযোজন ও দুর্বলতা হ্রাসের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং প্রজেক্ট (রিভার), যা বাংলাদেশের ডেল্টা প্ল্যান ২১০০ কে সমর্থন করার জন্য প্রথম বড় বিনিয়োগ হবে। এটি অভ্যন্তরীণ বন্যার বিরুদ্ধে দুর্যোগ প্রস্তুতি উন্নত করতে সহায়তা করবে।

৩. ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের ফার্স্ট বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট (জিসিআরডি), প্রকল্পটি এ ধরনের প্রথম ঋণ যা দেশের স্থিতিস্থাপক উন্নয়নে রূপান্তরে সহায়তা করবে।

৪. ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের লক্ষ্য ক্ষুদ্র উদ্যোক্তা খাতকে আরও গতিশীল, কম দূষণকারী, সম্পদ দক্ষ এবং জলবায়ু সহনশীল প্রবৃদ্ধি খাতে রূপান্তর করতে সহায়তা করা।

৫. ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বেস্ট) প্রকল্পটি পরিবেশ ব্যবস্থাপনা জোরদার করতে এবং সবুজ বিনিয়োগে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি),



আরও খবর



মেষ দূরের যাত্রায় সতর্ক থাকুন, সম্মাননা পেতে পারেন মিথুন

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৮০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

বেকারদের কারো কারো কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারো প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হওয়া সুযোগ ফিরে আসতে পারে। যৌথ বিনিয়োগের জন্য দিনটি শুভ। আজ হঠাৎ করেই হাতে টাকা-পয়সা চলে আসতে পারে। প্রেমে ইতিবাচক সাড়া পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।

মিথুন (২২ মে-২১ জুন)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ঝড়ো হাওয়া কারো মনকে নাড়া দিয়ে যেতে পারে। উচিত হবে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। আজ কারো মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। জনসমাগম এড়িয়ে চললে আপনারই ভালো।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। পাওনা আদায়ে কুশলী হোন। রাজনীতিতে অবস্থান সুসংহত হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকা উচিত।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। আজ কারো কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসানে উদ্যোগ ফলপ্রসূ হবে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। সৃজনশীল কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন। আজ কারো প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কেনাকাটা করুন ভেবেচিন্তে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

পেশাজীবীদের কারো পসার বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। আজ অর্থভাগ্য বিশেষ শুভ। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন। দূরে কোথাও গেলে বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

ব্যবসায়িক যোগাযোগের জন্য দিনটি শুভ। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ নাটক-টেলিছবিতে অভিনয়ের প্রস্তাব পেতে পারেন। প্রেমে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসায়িক যোগাযোগের জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন। কেনাকাটায় বাড়তি ক্রয়ের চিন্তা পরিহার করুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। পারিবারিক সম্প্রীতি বজায়ের স্বার্থে অন্যের মতামতকে প্রাধান্য দিতে হতে পারে। জনসমাগম এড়িয়ে চললে আপনারই ভালো। দূরের যাত্রায় সতর্ক থাকুন।


আরও খবর