Logo
আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে হচ্ছে ৭ ফেব্রুয়ারি

প্রকাশিত:রবিবার ০৫ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ১৩৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;বলিউডের পছন্দের জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আর মাত্র একদিনের ব্যবধানে আগামীকাল সোমবার সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল এই দুই তারকার। এদিকে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে পৌঁছেছেন অতিথিরা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, কিয়ারা ও সিদ্ধার্থের বিয়েতে যোগ দিতে মুম্বাই থেকে রাজস্থান এসে পৌঁছেছেন করণ জোহর, শাহিদ কাপুরের মতো তারকারা। তবে সূত্রের তথ্য অনুযায়ী, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের তারিখ পাল্টে গেছে।

আগামীকাল নয় আগামী মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিয়ে করছেন সিদ্ধার্থ ও কিয়ারা জুটি। তবে আজ সন্ধ্যায় সূর্যগড় প্রাসাদে হবে মেহেদির অনুষ্ঠান। এরপর আগামীকাল সকালে গায়ে হলুদ ও সন্ধ্যার জন্য আয়োজন করা হয়েছে জমজমাট সঙ্গীত অনুষ্ঠান। আর বিয়ের অনুষ্ঠান আগামী মঙ্গলবার।

বিয়ের অনুষ্ঠানে আত্মীয়-পরিজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে ব্যক্তিগত পরিসরে সাত পাকে বাঁধা পড়তে চান কিয়ারা-সিদ্ধার্থ। বিয়েতে নিমন্ত্রিত ব্যক্তির সংখ্যা ১০০ জন।


আরও খবর



রাশিফল: মিলিয়ে নিন আপনার ভাগ্যে কী আছে আজ

প্রকাশিত:শনিবার ১৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;সাধারণত রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

এ রাশি নিয়ে নানা ভাবনা, নানা মত রয়েছে। কেউ এটাকে বিশ্বাস করেন, আবার কেউ এসব মানতে চান না। কেউ আবার না মানলেও লুুকিয়ে দেখে নেন কি আছে ভাগ্যে। যা হোক; সেই তর্ক-বিতর্ক দূরে থাক, বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন না করে- দিনের শুরুতে চলুন মিলিয়ে নেয়া যাক- কেমন যাবে আজকের দিনটি?

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য।

আজ ১৮ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ, শনিবার। পাশ্চাত্য মতে আজকের এই দিনে জন্মগ্রহণ করায় আপনি মীন রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বৃহস্পতি দৈবশক্তির কারক কেতু ও কর্মফলদাতা শনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে ধনু রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয়-বরণীয় হয়ে থাকবে।

নক্ষত্রের প্রভাবে মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ ও কল্যাণকর হবে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি আনন্দদায়ক হতে চলেছে।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল):

আজ মেষ রাশির জাতক জাতিকাদের পদ ও প্রতিপত্তি বৃদ্ধি হতে চলেছে। আজ আপনি শনির কৃপায় কঠোর পরিশ্রমের শুভ ফল পাবেন। অর্থের দিক থেকেও আজকের দিনটি খুব ইতিবাচক হবে। আজ হঠাৎ কোথা থেকে টাকা পেতে পারেন। আপনি অপ্রয়োজনীয় ব্যয়ের উপরও নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হবেন, যার কারণে আপনার বাজেটে ভারসাম্য বজায় থাকবে। আজ আপনি স্ত্রীর পূর্ণ সমর্থন পাবেন। সন্তানদের কাছ থেকে সুখ পাবেন। পিতা-মাতার আশীর্বাদ পাবেন।

আজ ভাগ্য ৬০ শতাংশ আপনার পক্ষে থাকবে।

​বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে):

বৃষ রাশির জাতকরা আজ কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার সম্মানও বাড়বে। এছাড়াও আজ আপনি নিজের কাজের জন্য খুব গর্বিত বোধ করবেন। আজ আপনি আপনার কাজের জন্য মানুষের কাছ থেকে প্রশংসা শুনতে পাবেন। ব্যবসায়ীরা তাদের ব্যবসায় নতুন বুদ্ধি লাগাবেন, যা তাদের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করবে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভের সুযোগ পাবে।

আজ ভাগ্য ৭১ শতাংশ আপনার পক্ষে থাকবে।

​মিথুন রাশি (২১ মে-২০ জুন):

মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি স্বাভাবিকের থেকে কম হবে বলে আশা করা হচ্ছে। আজ আপনার ভাইবোনের সাথে বিবাদ হতে পারে। এই সময়ে, আপনাকে আপনার কথাবার্তায় সংযম রাখতে হবে। কারণ, খারাপ কথা আপনার সম্পর্কের মধ্যে গভীর ফাটল সৃষ্টি করতে পারে। শত্রুপক্ষের ষড়যন্ত্রও আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে, তবে আপনি আপনার দক্ষতার জোরে সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ চলছিল, আজ তা শেষ হয়ে যাবে। এই সমস্ত পরিস্থিতিতে, আপনি আপনার স্ত্রীর পূর্ণ সমর্থন পাবেন।

আজ ভাগ্য ৮৯ শতাংশ আপনার পক্ষে থাকবে।

​কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই):

কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি দারুণ সফল হতে চলেছে। আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আজ, কোনও বড় ব্যক্তির সাহায্যে আপনি মূল্যবান কিছু পেতে পারেন, যা পাওয়ার ইচ্ছা আপনার ছিল। আপনি যদি ব্যবসায় কিছু নতুন পরিকল্পনা আনার কথা ভাবছিলেন, তবে আজ সেগুলি শুরু করা যেতে পারে, যা ব্যবসায় নতুন গতি দেবে। এই রাশির জাতক জাতিকারা যারা নতুন চাকরি খুঁজছেন, তারা আজ কিছুটা সাফল্য পেতে পারেন। আজ কঠোর পরিশ্রমের জোরে সম্মান পাবে, যার কারণে মন খুশি থাকবে।

আজ ভাগ্য ৮৩ শতাংশ আপনার পক্ষে থাকবে।

​সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট):

সিংহ রাশির জাতক জাতিকাদের আজ তাদের সকল কাজে খুব সতর্ক থাকতে হবে। আজকে অন্য কাউকে নিজের সম্পর্কে কিছু না বলার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। যাইহোক, আজ আপনার কর্মক্ষেত্রে আপনি আপনার প্রতিনিধিদের অনেক চ্যালেঞ্জ দেবেন। আজ সৌভাগ্য বৃদ্ধির দিনও। আজ নিজের জন্যও কিছু সময় বের করুন, যার ফলে আপনার জীবনসঙ্গী খুশি হবে এবং আপনার প্রেমের সম্পর্ক দৃঢ় হবে।

আজ ভাগ্য ৭৭ শতাংশ আপনার পক্ষে থাকবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর):

কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি শিল্প ও লেখালেখির ক্ষেত্রে ভালো কাজের সুযোগ দেবে। আজ আপনার মন থেকে সব ধরনের হতাশা দূর হবে। আজ আপনি আপনার কাজে দীর্ঘকাল ধরে আসা সমস্ত বাধা থেকে মুক্তি পাবেন। পারিবারিক ব্যবসায় পিতার পরামর্শ উপকারী হবে। এই রাশির যারা আজ অবিবাহিত তারা বিয়ের জন্য ভালো প্রস্তাব পেতে পারেন। আজ আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তিত হতে পারেন।

আজ ভাগ্য ৬৪ শতাংশ আপনার পক্ষে থাকবে।

​তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর):

তুলা রাশির জাতক জাতিকারা আজ কিছু গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকবেন। আজকের দিনটি আপনাকে ক্ষেত্রের সাথে সম্পর্কিত কাজেও সাফল্য দেবে। আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। আজ আপনি আপনার আর্থিক অবস্থানকেও শক্তিশালী করতে সক্ষম হবেন। কিছু সময়ের জন্য আপনার ভবিষ্যত সম্পর্কে যে সমস্ত উদ্বেগ আপনাকে বিরক্ত করছিল তা শেষ হয়ে যাবে। আজ আপনি গৃহস্থালীর জিনিসপত্র কেনার জন্যও প্রচুর খরচ করতে পারেন। তবে বিনিয়োগের দিক থেকে আজকের দিনটি খুব ভালো যাবে।

আজ ভাগ্য ৬৬ শতাংশ আপনার পক্ষে থাকবে।

​বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর):

বৃশ্চিক রাশির জাতকরা আজ তাদের আচরণ নিয়ে খুব চিন্তিত থাকবেন। এর সাথে, আজ আপনি অনুভব করবেন যে আপনার অনেক কাজ অসম্পূর্ণ। আজ অনেক ধরনের সমস্যাও আপনার সামনে আসতে পারে। তবে, আপনি আপনার কষ্ট কমাতে সক্ষম হবেন। আপনি সন্ধ্যার সময়টি ধর্মীয় ও সামাজিক কাজে ব্যয় করবেন, যা আপনাকে সুবিধা দেবে। আপনার মনে শান্তি শিক্ষার্থীরা যদি কোথাও ভর্তির কথা চিন্তা করে, তাহলে দেখা যাচ্ছে তারা সফলতা পাবে।

আজ ভাগ্য ৯০ শতাংশ আপনার পক্ষে থাকবে।

​ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর):

ধনু রাশির জাতক জাতিকাদের আজ তাদের মায়ের বিশেষ যত্ন নেওয়া দরকার। আজ আপনার মায়ের শারীরিক কষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সতর্কতা অবলম্বন করা উচিত। বন্ধুদের সাহায্যে আপনার সন্ধ্যাটা ভালো পরিবেশে কাটবে এবং আপনি হালকা অনুভব করবেন। শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, আজ আপনার আর্থিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হবে। সন্তান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আজ আপনাকে একটু চিন্তিত করতে পারে।

আজ ভাগ্য ৮৬ শতাংশ আপনার পক্ষে থাকবে।

​মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):

মকর রাশির জাতক জাতিকারা আজ খুব খুশি হতে চলেছে। যাইহোক, আজ আপনি কোনও বড় লাভের জন্য অনেক দৌড়াবেন। যেটিতে আপনি সফলও হবেন। আজ আপনার সমস্ত কাজ এক এক করে সম্পন্ন হবে, যার কারণে আপনার পরিবারের সকল সদস্য খুশি হবে। আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে অনেক যত্ন ও ভালোবাসা পাবেন। ব্যস্ত রুটিনের মধ্যে, আপনি অবশ্যই আপনার প্রেম জীবনের জন্য সময় বের করতে সক্ষম হবেন।

আজ ভাগ্য ৮০ শতাংশ আপনার পক্ষে থাকবে।

​কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):

কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো যাবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আপনি লাভের নতুন উপায়ও পাবেন। যাইহোক, আজ আপনি খুব ব্যস্ত হতে চলেছেন। আপনার বিরোধীরাও এই সময়ে আপনার কাজে বাধা দিতে পারে। যার কারণে আপনি আপনার পথ থেকে কিছুটা বিচ্যুত হতে পারেন। কিন্তু, আপনার বুদ্ধিমত্তার জোরে আপনাকে আপনার শত্রুদের মোকাবেলা করতে হবে।

আজ ভাগ্য ৯৬ শতাংশ আপনার পক্ষে থাকবে।

​মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):

মীন রাশির জাতক জাতিকাদের সন্তানের বিবাহ সংক্রান্ত কোনও চিন্তা আছে, আজ তাদের জন্য শুভ প্রস্তাব আসতে পারে। এই সময়ে আপনার কাজ শেষ হবে বলে মনে হচ্ছে। আজ আপনার ব্যবসা এবং পেশার জন্য খুব লাভজনক দিন। আজ আপনাকে কোনও সুযোগ হাতছাড়া হতে দিতে হবে না, তবেই আপনি আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে সক্ষম হবেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর জন্য একটি উপহার কিনতে পারেন। আজ ধর্মীয় কাজে সন্তানের আগ্রহ বাড়বে, যা দেখে আপনার মন খুব খুশি হবে।

আজ ভাগ্য ৮৭ শতাংশ আপনার পক্ষে থাকবে।


আরও খবর

বিশ্ব যক্ষ্মা দিবস আজ

শুক্রবার ২৪ মার্চ ২০২৩

খেজুর খাবেন ইফতারে যে কারণে

বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩




আমতলী উপজেলার তরমুজ চাষিদের কোটি টাকার ক্ষতির আশঙ্কা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৫৭জন দেখেছেন

Image

আব্দুল্লাহ আল নোমান আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী উপজেলার তরমুজ চাষিদের অন্তত এক হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন উপজেলা কৃষি বিভাগ। তরমুজ খেত পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পরেছেন কৃষকরা।  দশগুন লাভের তরমুজে এখন কৃষকরা আসল নিয়ে দুচিশন্তায়। 

আমতলী উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, এ বছর উপজেলায় ৬  হাজার ২’শ ৪০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে তরমুজ চাষে এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ ষাট হাজার টাকা ব্যয় হয়। ওই হিসেবে তরমুজ চাষে উপজেলায় অন্তত এক হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এ বছর তরমুজের বাম্পার ফলন হয়েছে। কৃষি অফিসের হিসেব মতে প্রতি হেক্টর জমিতে ৪০ মেট্রিক টন তরমুজ উৎপাদন হয়। ৪০ টাকা কেজি দরে যার বাজার মুল্য ১৬  লক্ষ টাকা। ওই হিসেবে উপজেলার চাষিদের অন্তত দশ হাজার কোটি টাকার তরমুজ উৎপাদন হওয়ার কথা। কিš‘ চার দিনের রহমনের বৃষ্টিতে কৃষককের স্বপ্ন ফিফে হয়ে গিয়েছে।  চাষিদের অক্লান্ত পরিশ্রমে এ বছর তরমুজের বাম্পার ফলন হয়েছে। এক সপ্তাহের মধ্যে তরমুজ কাটা শুরু হবে। কিš‘ গত চার দিনের ভাড়ী বর্ষণ  ও শিলা বৃষ্টিতে খেত তলিয়ে গেছে। কৃষকরা খেতের পানি নিস্কাশনের প্রাণপণ চেষ্টা চালা”েছন কিš‘ পারছেন না। তরমুজ গাছের গোড়ায় পানি জমে গাছ পঁচে যাওয়ার উপক্রম হয়েছে। কৃষকরা তরমুজ বিক্রি করতে চাইলেও ক্রেতা পা”েছ না। ক্রেতা সংঙ্কটে তরমুজ খেতেই নষ্ট হ”েছ। এতে কৃষকরা আরো দিশেহারা হয়ে পরেছেন। গাছ ও তরমুজ পঁচে যাওয়ায় লাভতো হবেই না চাষীদের খরচের টাকা লোকসান হবে বলে জানিয়েছেন কৃষকরা। এতে কয়েক হাজার কৃষকের পথে বসার উপক্রম হওয়ার সম্ভবনা রয়েছে।  

বুধবার বিকেলে সরেজমিনে ঘুরে দেখাগেছে, বৃষ্টির পানিতে তরমুজ খেত তলিয়ে গেছে। কৃষকরা পানি নিস্কাশনে কাজ করছেন। তারা খেতের বেড কেটে দিয়েছেন। কিš‘ পানি সরছে না। কৃষকরা তরমুজ বিক্রি করতে হন্য হয়ে ক্রেতা খুজছেন কিš‘ ক্রেতা নেই। উপজেলার অধিকাংশ তরমুজ খেত এভাবে তলিয়ে গেছে। কিছু খেত উচু ¯’ানে রয়েছে। তাতে তেমন পানি জমেনি।     

হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের কৃষক মিলন ফকির বলেন, সহায় সম্বল বন্ধক রেখে, ব্র্যাক ব্যাংক থেকে এক লক্ষ টাকা ঋণ নিয়ে পৌনে তিন লক্ষ টাকা খরচ করে তরমুজ চাষ করেছি। তা এখন পানিতে ভাসছে। আমার জীবনের সব অর্জন শেষ হয়ে যা”েছ। আমার পথে বসা ছাড়া উপায় নেই। কিভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করবো তা নিয়ে দুচিন্তায় আছি। তিনি আরো বলেন, বিক্রি উপযোগী বেশ কিছু তরমুজ আছে তাও ক্রেতা সংঙ্কটে বিক্রি করতে পারছি না। 

একই গ্রামের শিবলী শরীফ বলেন, রহমতের পানিতে ধুয়ে মুছে ফিফে হয়ে গেছে যা”েছ কৃষকের স্বপ্ন। বর্তমান পরি¯ি’তিতে লাভতো দুরের কথা কৃষকরা আসল টাকা খুঁজে পাবে না। তিনি আরো বলেন, সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে দুই হেক্টর জমিতে তরমুজ চাষ করেছিলাম তা পানিতে তলিয়ে গেছে। পানি নিস্কাশন করতে পারছি না। খাল বিলেও পানি বোঝাই। বৃষ্টিতে তরমুজ খেত নষ্ট না হলে অন্তত বিশ লক্ষ টাকা বিক্রি করতে পারতাম কিš‘ এখন লাভের আশা করি না খরচের টাকার জন্য চিন্তা করছি। 

কুকুয়া ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামের কৃষক মামুন সিকদার, মনিরুল সরদার, জয়নুল সিকদার ও শাহরুখ প্যাদা বলেন, লক্ষ লক্ষ টাকা ঋণ করে তরমুজ চাষ করেছিলাম কিš‘ সব শেষ হয়ে যা”েছ। এখন আশা ভরসা বলতে কিছুই রইলো না। আল্লাহ আমাদের কেন এমন সর্বনাশ করলো জানিনা। এমন অব¯’ায় পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। 

আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, বৃষ্টির পানিতে তরমুজ চাষিদের সর্বনাশ হয়েছে। তরমুজ খেত পানিতে তলিয়ে রয়েছে। প্রত্যেক হেক্টর জমিতে তরমুজ চাষে এক লক্ষ পঞ্চাশ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা খরচ হয়। ওই হিসেবে আমতলী উপজেলায় তরমুজ চাষে অন্তত এক হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। তিনি আরো বলেন, চাষিদের পানি নিস্কাসনে পরামর্শ দেয়া হয়েছে। গাছে পচন না ধরলে তেমন লোকসান হবে না।  

উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনা আবু সৈয়দ মোঃ জোবায়েদুল আলম বলেন, ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। আবহাওয়া ভালো হয়ে গেলে কৃষকরা এ ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখবে। কৃষকদের ক্ষতি যাতে কম হয় সে লক্ষে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। তিনি আরো বলেন, সামনে রমজান মাস তরমুজের চাহিদা ব্যপক হরে বৃদ্ধি পারে। কৃষকরা ভালো দাম পাবে। আশা করি কৃষকদের লোকসান হবে না,লাভবান হবে। 



আরও খবর



রূপগঞ্জে ভূমিকম্প-অগ্নি দুর্ঘটনায় করণীয় বিষয়ক ফায়ার সার্ভিসের মহড়া

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু  রূপগঞ্জ  নারায়ণগঞ্জ প্রতিনিধি: ভূমিকম্প-অগ্নি দুর্ঘটনায় ভিকটিম উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও পরবর্তী করণীয় বিষয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহড়া করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাঞ্চন ফায়ার সার্ভিস ইউনিট। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।

কাঞ্চন ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং নিঃস্বার্থ সমাজকল্যাণ সংস্থা (এনএসএস) এর সমন্বয়ে অনুষ্ঠিত এই মহড়ায় সংস্থার সদস্য, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা বিভাগীয় প্রশিক্ষন প্রধান ও নিঃস্বার্থ সমাজকল্যাণ সংস্থার (এনএসএস) সভাপতি ইফতেখার আহমেদ রিদ্বীন জানান, দূর্যোগ-দূর্ঘটনায় আতঙ্ক নয় বরং সকলে সমন্বিত চেষ্টায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

এ লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগীতায় বিভিন্ন সময় বিভিন্ন বিদ্যালয়ে কমিউনিটি পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধির জন্য নানা ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে সামাজিক সংগঠন ‘এনএসএস’ ।কাঞ্চন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের ইনচার্জ রফিক আহমেদ জানান, মহড়ায় ভূমিকম্প, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলার কৌশল ও প্রাথমিক চিকিৎসা প্রদানের নানা কৌশল প্রদর্শিত হয়। স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণ-সচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।এসময় উপস্থিত ছিলেন কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান,  শিক্ষক মৃনাল ক্রান্তি চক্রবতী, মনির হোসেন, এনামুল হক, লিপি আক্তার, সংবাদকর্মী শাহেল মাহমুদ, কাঞ্চনপৌর।

ছাত্রলীগের সভাপতি আইবুর রহমান খোকা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভাগীয় সেবা ও স্বাস্থ্য প্রধান মিনহাজুল রহমান হীরা, বন্ধুত্ব প্রধান ইমন মিয়া, জনসংযোগ ও পরিকল্পনা প্রধান মেহেদী হাসান, বিভাগীয় রক্ত প্রধান মাহাদুল ইসলাম, এনএসএসের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আবিদ, সহ-সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম রাতুল, সাংগঠনিক সম্পাদক শামিম মিয়া, ত্রাণ সম্পাদক সাদিকুর রহমান, দপ্তর সম্পাদক আরাফাত হোসেন, সহ-অর্থ সম্পাদক আবু সানি, সদস্য অন্তর চন্দ্র সরকার, মহিউদ্দিন রিয়েল ও নয়ন মিয়া প্রমুখ।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



রাজধানীতে বজ্রসহ বৃষ্টি

প্রকাশিত:বুধবার ১৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩ | ৭১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সকাল থেকে ছিল মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এতে গত দুইদিন ধরে চলা মৃদু দাবদাহ কমে গেছে।

আজ বুধবার আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হবে। সকাল ১০টার দিকে সেই কাঙ্খিত বৃষ্টি নামে।

বৃষ্টিতে যাত্রীদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন রাস্তায় খোঁড়াখুঁড়ির কারণে পথচারীরাও পড়েন বাড়তি ভোগান্তিতে। বৃষ্টির কারণে রাস্তায় জমে থাকা ধূলা কিছুটা কমেছে।

এদিকে আজ সকালে সিলেটে ২২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, রাজধানীতে কিছুক্ষণ থেমে থেমে  বৃষ্টি হয়েছে। কখনো বেশ জোরে, আবার কখনো গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। একই সঙ্গে হয়ে বজ্রপাত। এ বৃষ্টি অনেক আগেই কাঙ্ক্ষিত ছিল। কিন্তু হলো অনেক পরে।

আবহাওয়া অফিস বলছে, এখন প্রাক–মৌসুমি বায়ুর সময়। তাই এ সময় সামান্য বৃষ্টি হতে পারে। আজ রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকবে; আবার রোদও দেখা যাবে।


আরও খবর



রমজানে পেটের সুস্থতায় যা খাবেন

প্রকাশিত:সোমবার ২০ মার্চ ২০23 | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

লাইফস্টাইল ডেস্ক ;রোজায় বেশিরভাগ রোজাদারের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। এর সবচেয়ে বড় কারণ হলো খাদ্যাভ্যাস। রোজায় আমরা এমন অনেক খাবার খাই যা মুখরোচক হলেও স্বাস্থ্যকর নয়। ডুবো তেলে ভাজা খাবার, অতিরিক্ত মশলাদার খাবার পেটে গ্যাসের জন্য দায়ী। কারণ সারাদিন খালিপেটে থাকার পর এ ধরনের খাবার গ্রহণ করলে তা হজমে নানা সমস্যা সৃষ্টি করতে পারে। তাই রোজায় গ্যাসের সমস্যা থেকে বাঁচতে খেয়াল রাখতে হবে খাবারের দিকে। ভুল খাদ্যাভ্যাসের জন্য আপনার পেটে গ্যাস জমলে তা দূর করার জন্য খেতে হবে কিছু খাবার। চলুন জেনে নেওয়া যাক-

পেট ঠাণ্ডা রাখে দই

ইফতারে স্বাস্থ্যকর খাবার হিসেবে খেতে পারেন দই। এটি পেট ঠাণ্ডা রাখতে সাহায্য করে। পাশাপাশি হজমশক্তি বাড়াতেও কাজ করে দই। প্রতিদিন দই খেলে খাবার ভালোভাবে হজম হয়। সে কারণে পেটে গ্যাস জমতে পারে না। এক্ষেত্রে মিষ্টি দইয়ের বদলে টক দই বেশি কার্যকরী।

শসা খেলে মিলবে উপকার

গরমে উপকারী খাবার হলো শসা। প্রতিদিনের ইফতারে শসা রাখুন। কারণ এটি পেট ঠাণ্ডা রাখতে বেশ কার্যকরী। শসায় আছে ফ্লেভানয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। এই দুই উপকারী উপাদান পেটে গ্যাস জমলে তা দূর করতে সাহায্য করে। এছাড়াও শসায় পানির পরিমাণ বেশি থাকার কারণে এটি শরীর আর্দ্র রাখতে সাহায্য করে। ফলে দূরে থাকে পানিশূন্যতার মতো সমস্যা।

আদা ছাড়া আর কী!

পেটে জমে থাকা গ্যাস দূর করতে যে আদা কার্যকরী একথা অনেকেই জানেন। অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সমৃদ্ধ আদা চিবিয়ে রস খেলে পেটের গ্যাস দূর হয়। খেতে পারেন সামান্য লবণ মিশিয়েও। ইফতারে আদার শরবত খেতে পারলে সেটিও পেট ঠাণ্ডা রাখতে সাহায্য করবে।

কলাও কার্যকরী

রোজায় প্রতিদিন কলা খাওয়ার অভ্যাস করুন। কারণ এটি গ্যাসের সমস্যা অনেকটাই কমিয়ে দেবে। উপকারী এই ফল পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে কার্যকরী। তাই নিয়মিত কলা খেলে পেটে গ্যাস জমতে পারে না। কলায় আছে স্যলুবল ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূরে রাখতে কাজ করে। ইফতার ও সেহরিতে একটি করে কলা খান। এতে পেট পরিষ্কার থাকবে।

পেঁপে রাখুন পাতে

হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে পেঁপে। এতে আছে উপকারী এনজাইম পাপায়া যা হজমশক্তি বাড়াতে বেশ কার্যকরী। ইফতারে একবাটি পাকা পেঁপে খান। পেঁপের জুস বা স্মুদি তৈরি করেও খেতে পারেন। পাশাপাশি কাঁচা পেঁপের ভর্তা কিংবা তরকারিও খেতে পারেন।


আরও খবর

বিশ্ব যক্ষ্মা দিবস আজ

শুক্রবার ২৪ মার্চ ২০২৩

খেজুর খাবেন ইফতারে যে কারণে

বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩